22/08/2021
ভালো নেই আমার জন্মভূমি, ভালো নেই আমার মাতৃভূমির মানুষগুলো। যদিও ভালো থাকার অভিনয় করে যাচ্ছি নিয়মিত তবুও ভালো আছি কথাটি বলতে হৃদয় থেকে এক ধরনের বাধা অনুভব করি। লজ্জাবোধ করি নিজেকে সচেতন ও সজাগ নাগরিক ভাবতে।আমার জন্মস্থান বাংলাদেশের সীমান্ত এলাকা। দেশের সব সময়ের উপেক্ষিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, এবং মানবিক অধিকার থেকে বঞ্চিত অঞ্চল। তবুও বিশ্বাস করবেন সেখানকার মানুষের কাছ থেকেই সরলতা, বিশ্বাস এবং আস্থার শিক্ষা নেওয়া।আমরা হয়তো উন্নত জীবন যাপনের আশায় নিজেদের পরবর্তী প্রজন্মকে আরেকটু উন্নত করার প্রয়াসে জন্মস্থান ত্যাগ করেছি অনেক আগে। তবুও নিজের ভালোলাগা ভালোবাসা ও বিভিন্ন আবেগের অন্যতম কেন্দ্র বিন্দু এই জন্মস্থান।
https://xnews24bd.com/daulotpur-flooded-by-heavy-rain/
ভালো নেই আমার জন্মভূমি, ভালো নেই আমার মাতৃভূমির মানুষগুলো। যদিও ভালো থাকার অভিনয় করে যাচ্ছি নিয়মিত তবুও ভালো আ.....