20/01/2023
ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করি আমরা।
কোনদিন কি আমরা আমাদের কোন শিক্ষকদের বলেছি যে পড়াশোনা শেষ করে কতো টাকা ইনকাম করতে পারবো আমরা?
নাহ, করি না।
কিন্তু সেই আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, শুরুতেই জিজ্ঞেস করেন ইনকাম কেমন স্যার?
কবে ইনকাম করতে পারবো? ও তো মাসে ২/৩,লাখ টাকা ইনকাম করে আমি কবে করবো?
ভাই যে মাসে ২/৩লাখ, ৪/৫লাখ টাকা ইনকাম করে সে না আপনার মতো এতো অল্পতেই অধৈর্য হয়ে যায়নি।
যেখানে আপনার কাজটা ভালো মতো শিখার জন্য ১বছর সময়ই হয় না সেখানে আপনি রাতারাতি একতজন টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যেতে চান কি করে?
এটা কি বাংলা ছবির #জসীমের লটারির মতো জীবন পেয়েছেন আপনি যে একরাতে লটারি পেয়ে পরের দিন সব উল্টিয়ে ফেলবেন?😠
এটা বাস্তবতা।
এখানে সাকসেস হতে আপনার ধৈর্য, সময়,ইচ্ছা সবকিছুর বড়োই প্রয়োজন হয়।
কেউ কেউ তো আবার ওদের ইনস্টিটিউটে কোর্স ফি বেশি, ওখানে কম এইরকম মনে করে কম মূল্যে অধিক সুবিধা পাওয়ার লোভে ওইসবে যায় আর দিনশেষে যখন ব্যার্থ হয় তখন বলে আরে ফ্রিল্যান্সিং করে কিছু করা যায়না,,,সব ধোঁকা। নারে ভাই আপনি ধোঁকার পাল্লায় গিয়েছেন, ফ্রিল্যান্সিং করে ঠিকই আয় করা যায়। বর্তমান লক্ষ লক্ষ তরুণ তরুণী এই প্লাটফর্মে সফল।
ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হলে ইনবক্স করুন ইনশাআল্লাহ সাহায্য করবো।