Islamic University, Bangladesh

Islamic University, Bangladesh Islamic University is ranked as one of the top public universities in Bangladesh as well as the larg
(1)

মুক্ত বাংলা ভাস্কর্য📸Mohibbullah Noman
17/12/2023

মুক্ত বাংলা ভাস্কর্য
📸Mohibbullah Noman

01/10/2023
Campus at a glance
25/09/2023

Campus at a glance

22/09/2023

''মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হওয়ার জন্যে''

21/09/2023

🪗🎸🎻🎺

স্মার্ট ক্যাম্পাস বিনির্মানে সকল অপশক্তির বিনাশ হোক।
21/09/2023

স্মার্ট ক্যাম্পাস বিনির্মানে সকল অপশক্তির বিনাশ হোক।

কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্চনার ঘটনা ভিত্তিহীন; দাবী ছাত্রলীগের

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির সভাপতি সভাপতি এটি এম এমদাদুল আলম কে লাঞ্চিত করার ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

এসময় লিখিত বক্তব্যে ছাত্রলীগ সম্পাদক জয় বলেন, গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল আলম তার বক্তব্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে যে মিথ্যাচার করেছে তা মানহানিকর। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ঘোলাটে করা ও বঙ্গবন্ধুর আদর্শের ভ্যানগার্ড ছাত্রলীগকে বিতর্কিত করার জন্যই তিনি এমন বক্তব্য প্রদান করেছে বলে আমরা মনে করি। তার এহেন বক্তব্যের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপি - জামায়াত তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে, আগামী জাতীয় নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এই উদ্দেশ্যকে কোনোদিন বাস্তবে রূপ দিতে দিবে না বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

গতকালের ঘটনা পূর্বপরিকল্পিত কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, গতকালের ঘটনাটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। কর্মকর্তাদের দাবির সাথে আমাদের কোন দ্বিমত বা বৈরিতা নেই। কয়েকজন শিক্ষার্থী কাজের জন্য গেলে তাদের সঙ্গে কর্মকর্তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছিল। আমি হট্টগোল শুনে সেখানে যাই এবং ওই শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে আসি। আমি সেখানে ৩০ সেকেন্ডের বেশী অবস্থান করিনি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যৌক্তিক মনে করে তাহলে তারা কর্মকর্তার সমিতির দাবি মেনে নিতে পারে সে বিষয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কর্মকর্তা সমিতি কীভাবে তাদের দাবি আদায় করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু কর্মবিরতি পালন করে বা শিক্ষার্থীদের জিম্মি করে কোন দাবি আদায়কে সাধারণ শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগ যৌক্তিক মনে করে না।

কর্মকর্তাদের ১৬ দফা দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা সবসময় চেয়ে এসেছি যে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব গতিতে চলুক। এই যে এখন অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু হচ্ছে, এর পিছনেও আমাদের ছাত্রলীগের অবদান রয়েছে। আমাদের ৩৩ দফার গুরুত্বপূর্ণ দফা ছিলো এই অনলাইন লেনদেন চালু করা।কর্মকর্তাদের দাবীর সাথে আমাদের দ্বিমত নেই। তারা অবশ্যই তাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৮০০০ শিক্ষার্থীর মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্রলীগ পরিবার কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কখনো আমাদের বৈরী সম্পর্ক ছিলো না, ভবিষ্যতে হবেও না। কর্মকর্তাদের লাগাতার আন্দোলন কর্মসূচির জন্য শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম ব্যহত হচ্ছে। এখন সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস হচ্ছে সেখানে যদি তারা নিজেদের দাবি আদায়ে কর্মবিরতি দিয়ে আন্দোলন করে তাহলে শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ব্যহত হবে। শিক্ষার সুন্দর পরিবেশ, ক্লাসরুম, বইপত্র, টেবিল চেয়ার, ওয়াইফাই সহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ আমাদের চাওয়া।

ছাত্রলীগের সভাপতি আরো বলেন, তারা (কর্মকর্তারা) ন্যায্য দাবী করলে আমরা অবশ্যই তাদের দাবি আদায়ের বিপক্ষে না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যেন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুন্দর ও সঠিকভাবে চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের প্রতি আহবান থাকবে তারা যেন শিক্ষার্থীদের স্বার্থকে নিজ স্বার্থের উপরে রেখে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করে।

তথ্য : Wasif Al Abrar

21/09/2023

Finally,

20/09/2023

💝💝💝

20/09/2023

Welcome to our Green Campus

19/09/2023

Hello IUian,

360° View
19/09/2023

360° View

Hlw IU.....360° view of Islamic University !!!
Our green campus in one frame !!!! 💚💙

For better view please follow the instructions... 👇

Firstly...Open the image at your facebook app...then zoom out the image...then shake your phone & enjoy the full campus in one pic!!! 😍

Feel free to say what things you see in that pic.... 🤗
IUian's will share it!! 🤩

All rights reserved by : Moaz's Diary / Moaz's Flash 🤗
Our event page : Event Diary 🔥


18/09/2023

Central Mosque

18/09/2023

অনুষদ ভবন

Bird's eye View
18/09/2023

Bird's eye View

Night ViewFriends SquarePC: Mahbuba Shahrin Nupur
17/09/2023

Night View
Friends Square
PC: Mahbuba Shahrin Nupur

New Red Bus
17/09/2023

New Red Bus

16/09/2023

Get ready to.......

Hello IUian,
13/09/2023

Hello IUian,

আমি আসছি কুষ্টিয়া!
দেখা হচ্ছে ২১ই সেপ্টেম্বর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, অন্তিম উৎসব কনসার্টে...

03/09/2023

নবীনদের পদচারণায় মুখরিত ইবি ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস। ২ সেপ্টেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথক পৃথকভাবে নবীনবরনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু হয়।

সরজমিনে দেখা যায়, বিভিন্ন বিভাগ ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে বরণ করে নিয়েছে নবীন শিক্ষার্থীদের। আইন বিভাগ, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগেই ছিল ছোট বড় এবং মনোমুগ্ধকর আয়োজন। আয়োজনের অংশ হিসেবে নবীনদের পরিচয় পর্ব, তাদের প্রত্যাশা, আগত অভিভাবকদের অনুভূতি, প্রত্যেক ফ্যাকাল্টির ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য, নবীনদের ফুল, বই এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এছাড়া ক্যাম্পাসের ঝাল চত্বর, ডায়না চত্বর, টিএসসিসি, বটতলা প্রাঙ্গণ, বিশ্ববিদ্যালয় লেক, ক্রিকেট ও ফুটবল মাঠে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আইন বিভাগের শিক্ষার্থী আতিক আনাম বলেন, বাবা মা ও নিজের স্বপ্ন পুরন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। ক্যাম্পাস জীবনের প্রথম দিনেই যেভাবে আমাদের সম্মানিত শিক্ষক ও সিনিয়র ভাইয়া আপুরা আমাদের বরন করে নিয়েছেন, তাতে আমি সত্যি খুব খুশি।

চারুকলা বিভাগের শিক্ষার্থী তানজিম তানিয়া বলেন, " আজকের দিনটি একটি স্বর্গীয় অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ছোটবেলা থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিল্পকার্যের প্রতি টান ছিল যা আজ পূরণ করতে পেরে আনন্দিত।"

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ফাউজিয়া আবিদা বলেন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের মাটিতে পা রেখে পূরন হয়েছে। সম্মানীত শিক্ষকবৃন্দের দিকনির্দেশনায় আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।

তথ্য: Wasif Al Abrar

03/09/2023

মূকাভিনয়: "ক্ষুধা"
অভিনয়েঃ
চরিত্র ১: জিন্নাত মালিয়াত সীমা
চরিত্র ২: রুম্মান
চরিত্র ৩,৪: নুসরাত ঐশী
চরিত্র ৫ : এনামুল রাজু
ক্যামেরা ও এডিটিং: তাহসিন জাওয়াদ, জিহাদুল করিম, মারুফ হাসান
স্ক্রিপ্ট: নুসরাত ঐশী
পরিচালক: জিহাদুল করিম

Night View of IIER Building
27/08/2023

Night View of IIER Building

নওরীনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ইবিতে মৌন মিছিল ও মানববন্ধন।
23/08/2023

নওরীনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ইবিতে মৌন মিছিল ও মানববন্ধন।

নওরীনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ইবিতে মৌন মিছিল ও মানববন্ধন

বিস্তারিতঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নওরীন নুসরাতের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবীতে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট বুধবার সকাল ১১ টার দিকে ইবির টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে চারুকলা বিভাগের প্রভাষক মোঃ রায়হান উদ্দীন ফকির, টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাসির উদ্দীন আবির সহ টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নওরীন নুসরাতকে পরিকল্পিত ভাবে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। আমরা তার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবী করছি।

মানববন্ধনে প্রভাষক মোঃ রায়হান উদ্দীন ফকির বলেন, একজন অত্যন্ত মেধাবী, প্রগতিশীল ও দেশের একটা সম্পদ আমার মাঝ থেকে হারিয়ে গিয়েছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু, এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে যে রহস্যের সৃষ্টি হয়েছে তা উদঘাটন করা অত্যন্ত জরুরী কেননা, নওরীনের মতো একজন বাস্তববাদী মেয়ে, যে একাধারে ডিবেটিং সোসাইটির সভাপতি ছিল, লেখালেখির সাথে যুক্ত ছিল, যে নিজে আত্মহত্যা বিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে, সেই শিক্ষার্থী নিজে এরকম আত্মহত্যা করতে পারে না৷ আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবী করছি।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট সাভারের আশুলিয়ায় নামাবাজারের একটি ভাড়া বাসার ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাতের। বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় এমন মৃত্যুর পর থেকেই তার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ আসতে থাকে। নওরীনের বাবার পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে৷

তথ্য : Wasif Al Abrar

18/08/2023

"ইবির লাল বাস"

প্রতিটি শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নের সাথে আরো একটি লুকায়িত স্বপ্ন থাকে যা কখনো আলাদা ভাবে প্রকাশিত হয় না। সেটি হচ্ছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাল বাস। এর ব্যতিক্রম নহে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও। ইবির লাল বাস প্রতিটি শিক্ষার্থীর অন্যতম ভালোবাসার জায়গা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের সমারোহে নতুন মাত্রা দেয় ইবির লাল বাস গুলো। সবুজ প্রকৃতি আর লাল বাসের মিশেলে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়।

ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটে চলাচল করে ইবির লাল বাসগুলো। প্রতিদিন সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বহন করে নিয়ে আসে বাস গুলো। ক্যাম্পাস জেগে ওঠে বাস গুলোর যাতায়াতের মধ্য দিয়ে। ক্যাম্পাসের বাসে ওঠার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে অপেক্ষা করে শিক্ষার্থীরা। এসময়ে একেকটি মোড় হয়ে যায় ইবি শিক্ষার্থীদের ছোটখাটো মিলনমেলা। ঠিক একই জিনিস দেখা যায় বাসগুলো ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়েও। বাস ছাড়ার অনেক আগেই শিক্ষার্থীরা যে যার মতো আসন গ্রহণ করে। অনেকে আবার বাসের সিট ধরে রাখে বিভিন্ন কাগজ, ছোট বই, ব্যবহৃত শিটপত্র কিংবা গাছের পাতা বা ডাল দিয়ে।

ইবির লাল বাস যেন বৈচিত্র্যময় ক্যাম্পাস জীবনের প্রতিচ্ছবি। এই বাস শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসার জায়গা। এই বাসে তৈরি হয় বিভিন্ন গল্প। শুরু হয় নতুন নতুন বন্ধুত্বের। এই লাল বাসেই চলে সম্পর্কের ভাঙ্গাগড়ার গল্প। কখনো বা নতুন প্রেমের সূচনা আবার কখনো বা কোন প্রগাঢ় প্রেমের বিষাদময় সমাপ্তির সাক্ষী হয় এই লাল বাস। এই লাল বাসে চলে বন্ধুদের আড্ডা, সিনিয়র-জুনিয়র দলবেঁধে গলা ছেড়ে গান গাওয়া কিংবা সবাই মিলে খুনসুটিতে সময় যে কখন পেরিয়ে যায় তা কেও বুজতেও পারে না। লাল বাসে অনেকেই তোলেন গিটারের সুর আবার অনেককে দেখা যায় চাকরির বইতে চোখ বুলাতে। ক্লান্তিকর দিন শেষে বাড়ি ফেরার সময় অনেকে আবার ঈষৎ ঘুমিয়েও নেন এই লাল বাসেই। ব্যস্ততম সড়ক বেয়ে ইবির লাল বাস যখন সগৌরবে মাথা তুলে সাঁইসাঁই করে ছুটে চলে রাস্তার বুক চিড়ে, তখন অজান্তেই প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে একটি আত্মতৃপ্তির উদ্ভব হয়। শিক্ষার্থীরা বুক ভরে শ্বাস নেন। লাল বাস গুলো দেখে কেও কেও হারিয়ে যান স্মৃতির এলবামে আবার অনেকে খুজে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার অনুপ্রেরণা। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে নবীনরা এবং বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিনে প্রবীণদের ও দেখা যায় এই লাল বাসের সাথে দোতালায়, জানালায় কিংবা দরজায় দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে। ইবির লাল বাস প্রতিটি শিক্ষার্থীর মনে একটি শিহরণ জাগিয়ে তোলে। সচেতন পিতামাতা তাদের সন্তানকে দেখান এই লাল বাসে চড়ার স্বপ্ন। তাদের মনে স্বপ্নের বীজ বুনে দেয় এই লাল বাস গুলো। সত্যি কথা বলতে, ইবিয়ান দের হাজারো স্বপ্নের আঁতুঘর এই ইবির লাল বাস।

তথ্য : Wasif Al Abrar
ছবি : সংগৃহীত

Address

Kushtia
7300

Alerts

Be the first to know and let us send you an email when Islamic University, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Kushtia

Show All

You may also like