অস্তিত্ব

অস্তিত্ব
(1)

30/10/2024

BACK 2015,,💔❤️‍🩹

কুষ্টিয়াই বন্ধ হওয়া সুগার মিল গুলো চালু করলে চিনি ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যাবে আরো বাংলাদেশের অর্থনীতিতে অনেক কার্যকর ...
28/08/2024

কুষ্টিয়াই বন্ধ হওয়া সুগার মিল গুলো চালু করলে চিনি ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যাবে আরো বাংলাদেশের অর্থনীতিতে অনেক কার্যকর হবে।

27/08/2024

কুষ্টিয়ার নিচু স্থান, যেমন দৌলতপুর সহ কুমারখালি এই অঞ্চলের নদীর পাশ দিয়ে যেই গ্রাম গুলো আছে, তারা একটু সতর্ক থাকুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।বাংলা সাহ...
27/08/2024

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সকল রকম অন্যায়, অত্যাচার, অবিচার আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি বিংশ শতাব্দির বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতকার। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছিলেন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংপ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম তাঁকে’ বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছেন।

মানব প্রেমের এক অনন্য দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদেরকে উজ্জীবিত করে। তাঁর সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

আল্লাহ হাফেজ।

আপডেট পেতে অস্তিত্ব

কুষ্টিয়া গড়াই নদীর বর্তমান অবস্থা। নদীতে স্রোত থাকলেও আলহামদুলিল্লাহ পানি বর্তমানে স্বাভাবিক লেভেলেই আছে, অনেকে না জেনে...
26/08/2024

কুষ্টিয়া গড়াই নদীর বর্তমান অবস্থা। নদীতে স্রোত থাকলেও আলহামদুলিল্লাহ পানি বর্তমানে স্বাভাবিক লেভেলেই আছে, অনেকে না জেনেই বিভিন্ন গুজব শুনে আতঙ্কিত হচ্ছে। এবং পানির লেভেল এখন স্বাভাবিক।

📌 ছবির সময় রাত ১০:০৯ মিনিট।
কুষ্টিয়ার পরবর্তী আপডেট জানতে : অস্তিত্ব

26/08/2024

🚨সতর্কবার্তা:
আতঙ্কিত হবেন না কুষ্টিয়াবাসী।
ফারাক্কার কপাট খোলায় কুষ্টিয়া অঞ্চলে বন্যার আশঙ্কা কম। তবে ফারাক্কার সব গেইট খুলে দেওয়ায় এবং পানির লেভেল বেশি থাকায় যদি বন্য হয়েও যায়, তাহলে কুষ্টিয়া জেলার বেশি ক্ষতিগ্রস্ত হবে দৌলতপুর, ভেড়ামারা ও কুমারখালীর নদীঘেষা কিছু গ্রাম। অন্য স্থান গুলোতে তেমন কোনো প্রভাব পড়বে না।

কুষ্টিয়ার পরবর্তী বন্যার পরিস্থিতি জানতে ফলো করুন- অস্তিত্ব

🔴রেড এলার্ট🔴খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে  সতর্ক অবস্থানে  থাকতে বলা হয়েছে। প...
26/08/2024

🔴রেড এলার্ট🔴
খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র,শুকনা খাবার , মোমবাতি বা হারিকেন প্রস্তুত রাখতে বলা হয়েছে।যে কোন মুহুর্তে এসকল এলাকা প্লাবিত হতে পারে।

আবার এদিকে পশ্চিমবঙ্গের বন্যার অবস্থাও শোচনীয় পর্যায়ে,যদি দুই এক দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে ফারাক্কা বাঁধকে উপেক্ষা করে এই অঞ্চল দিয়ে বন্যার পানি প্রবেশ করবে।এমতাবস্থায় রাজশাহী,চাপাইনবয়াবগঞ্জ, নাটোর,পাবনা,কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর,সাতক্ষীরা প্লাবিত হয়ে পানি বঙ্গোপসাগরে নামতে পারে।

বিঃ দ্রঃ ইতিমধ্যে বন্যার পানি ভৈরব নদীতে পৌঁছে গিয়েছে, সকলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ছাড়া এই বিপদে আর কেউ নেই।

20/08/2024

প্রতিটা বাবার একটাই চাওয়া 🥹 তার ছেলে নিজ হাতে তাকে দাফন দেবে 🥺বাবার কাধে ছেলের লাশ কত বড় বোঝা, তা এনাকে দেখলে বোধা যাই 😔

10/07/2024

What's up flowers,,

I'm back 😋👀

Address

Kushtia
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when অস্তিত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Kushtia

Show All