Muslim senter ahsan tv

  • Home
  • Muslim senter ahsan tv

Muslim senter ahsan tv সত্যের সন্ধানে

আপুর বিশ্ববিদ্যালয় জীবন সফল।উনি ডায়মন্ড খুঁজে পেয়েছে। আপনারা কেউ কি পেয়েছেন এমন ডায়মন্ড?হিজাব নিকাব পড়ে আর কত নিচে নামবে...
01/11/2024

আপুর বিশ্ববিদ্যালয় জীবন সফল।
উনি ডায়মন্ড খুঁজে পেয়েছে।
আপনারা কেউ কি পেয়েছেন এমন ডায়মন্ড?
হিজাব নিকাব পড়ে আর কত নিচে নামবেন আমাদের এই ডিনী বোনেরা।
মা বাবাকে দাই'য়ু'স ট্যাগ দিয়ে বিনা কারনে জাহান্নামী বানিয়ে ছাড়বে এই মেয়েরা।

সবার আইডির লিংক কমেন্টে চেক করেন

কয়েকদিন আগে হিজবুল্লাহ্  কর্তৃক নেতানিয়াহুর বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে অভিশপ্তটা এখন তার পারিবারিক,সামাজিক ও রাষ...
30/10/2024

কয়েকদিন আগে হিজবুল্লাহ্ কর্তৃক নেতানিয়াহুর বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে অভিশপ্তটা এখন তার পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় সকল কাজই আন্ডারগ্রাউন্ডের নিচে সম্পন্ন করে। অর্থাৎ, হেতে আপাতত আমাদের জাফ্রিকবালের মতই গর্তবাসী! 🤪

সেনাবাহিনীর প্রতি খোলা চিঠি -আমি আপনাদের আহবান জানাচ্ছি। এই দেশের স্বাধীনতা হুমকির মুখে৷ এক অসম লড়াই অপেক্ষা করছে। আমাদে...
28/10/2024

সেনাবাহিনীর প্রতি খোলা চিঠি -

আমি আপনাদের আহবান জানাচ্ছি। এই দেশের স্বাধীনতা হুমকির মুখে৷ এক অসম লড়াই অপেক্ষা করছে। আমাদের উপর গণহ'ত্যা চালানোর জন্য তারা বদ্ধপরিকর।

দেশের চলমান সিচুয়েশন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আপনারা অবশ্যই অবগত আছেন। আপনারা এটাও জানেন আপনাদের মিলিটারি ডিফেন্স কে অকার্যকর করতে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাবে।
স্থল অভিযান চালাবে। শুধু আপনারা না। এই দেশের ২০ কোটি মানুষ অস্তিত্ব সংকটে৷

তাই দেশবাসীর পক্ষে থেকে৷ এই দেশের ভূমি রক্ষা করতে। আমরা যুবকরা সদা প্রস্তুত। দ্রুত বিশেষ নিরাপত্তা ও সংকটকালীন অধ্যাদেশে, এই দেশের যুবকদের জন্য ০৬ মাস ব্যাপী সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করুন৷

তাছাড়া যু'দ্ধকালীন সমরাস্ত্র ও রসদ জোগানে। প্রয়োজনীয় সামরিক যন্ত্রাংশের কারখানা তৈরি করুন।

এই দাবী ২ কোটি যুবকের মাতৃভূমি রক্ষার দাবী।
যদি এই দাবী প্রত্যাখ্যান হয়। আমার দেশের অস্তিত্ব সংকটে আপনারা দায়ী থাকবেন।

তাই দেশের অখণ্ডতা রক্ষার জন্য। এবং পার্বত্য চট্টগ্রামের ষড়যন্ত্র রুখে দিতে। দেশের আলেমসমাজ ও বিজ্ঞ ব্যাক্তিদের নিয়ে৷ দ্রুত গণ ঐক্যের আহবান করুন।

এবং দেশ কে রক্ষা করার জন্য সামরিক পদক্ষেপ নিন৷

27/10/2024

ইহুদিদের সাথে আনন্দ প্রকাশ করছে মুনাফিক ইবনে সালমানের পোষা কিছু নামধারী সালাফিরা।

লানত এদের উপর।

এর পরেও এক প্রকারের প্রাণী বলবে, এই রাক্ষসীটাই ঠিক ছিলো😁
25/10/2024

এর পরেও এক প্রকারের প্রাণী বলবে, এই রাক্ষসীটাই ঠিক ছিলো😁

বয়কট   বয়কট  বয়কট  বয়কটগ্রামীণ সিম বয়কট। বাংলাদেশে যতগুলো সিম রয়েছে, তার মধ্যে সবথেকে ভয়ংকর খাদক, রক্ত শোষক,নরপিচাস হলো ...
14/01/2024

বয়কট বয়কট বয়কট বয়কট
গ্রামীণ সিম বয়কট।
বাংলাদেশে যতগুলো সিম রয়েছে, তার মধ্যে সবথেকে
ভয়ংকর খাদক, রক্ত শোষক,নরপিচাস হলো গ্রামীণ সিম।
তার দৃষ্টান্ত যদি দিতে হয়, তাহলে সকল পাকেজের তুলনায়, ইমার্জেন্সি ব্যালেন্সে সবথেকে বেশী লুটপাট করে খায়।
যেমন, বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়া যায় ৫০/৭০/২০০টাকা পর্যন্ত।এবং এই ব্যালেন্স দ্বারা অনেক কাজে আসে। যেমন-যদি আপনি বাংলালিংকের ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে, মিনিট, ইন্টারনেটের মত ইত্যাদি পাকেজ কিন্তে পারবেন। কারণ তারা গ্রাহকে সেটাতার মালিক বানিয়ে দেয়।যার ফলে গ্রাহক নিজের মত সুবিধাভোগ করতে পারে।কেমন যেনো এটা বাস্তবে কোন টাকা ঋন নেয়ার মত।


অথচ এদিকে দেখা যায় গ্রামীণে তার পুরাটায় বিপরীত।
তার থেকে যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেয়া হয়,খন দেয়
মাত্র ২৫/৩৫টাকা করে, তাও কোন কাজে লাগানো যায়না,না মিনিট কেনা যায়, আর না ডেটা।
যদি ঐ টাকা দিয়ে কল করে, কথা বলি- চাই সেটা
তাদের সিমেই হোক না, তুবুও মিনিটে ৪.টাকা. ৫০ পয়সা করে কাটে। এটা সুদের থেকেও ভয়ংকর।
তাই আমি বাংলাদেশের সকল জণগণকে বলছি। তাদের সিম বয়কট করুন।

25/01/2023

এক লক্ষ টাকার কান্না || Support Humanity By Showkat Hossain ppmআস্সালামু আলাইকুম,,,,আমাদের প্রয়াসে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা ।আমাদের এ.....

25/01/2023
25/01/2023
25/01/2023
21/12/2022
10/11/2022

নতুন পদ্ধতিতে,, আলু,, চালকুমড়ো ও ডিম দিয়ে রান্না
এক মজাদার সবজি ঝোল তরকারি।

Send a message to learn more

03/10/2022

ফেসবুকে নিজ ধর্মের প্রচারে গ্রেপ্তার যুবক, হেড লাইন হওয়ার কথা ছিলো এমন।

28/09/2022

সংবর্ধনার পার্থক্য দেখে কিছু লোকের এলার্জি কেন?!

27/09/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাততুল্লাহ
সকলকেই জানাই এক অমৃত স্বাদে নতুন সীম রান্নার অভিনন্দন।

এই সীমটির পরিচয় নিচে 👇👇👇👇
সাধারণত এই সীমটি বাংলাদেশের সব স্হানে পাওয়া যায়না। তবে চট্টগ্রামের দিকে অথবা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এলাগুলোতে পাওয়া যায়, তবে খুব কম।
তবে এর বেশি চাষাবাদ করা হয় ইন্ডিয়া তামিললাড়ু বা হায়দারাবাদ এলাকাগুলোতে।
এর দামটাও আমাদের দেশীয় সীমের থেকে অনেক বেশী,এই যেমন ধরেণ ১০০ বা ১৫০ টাকা কেজি ধরে।

হাটহাজারি মাদ্রাসার গেটের সামনে এগুলো
মাঝেমাঝে দেখা যায়।
মনে রাখবেন এই সীমটি যদি কেউ পান তবে
যেকোনো ধরেণের শুটকি মাছ দিয়ে রান্না করতে পারবেন। তবে কাঁচা মাছ দিয়ে রান্না করলে খুব একটা
মজাদার হয় না।

যাহোক,,
এটি আমার ওস্তাদে মুহতারাম মুফতী মুহাম্মাদ আলী গড়দুয়ারা সাহেব ক্রয় করে আনেন।
অতঃপর এগুলো আমাকে, চিংড়ি শুটকি মাছ দিয়ে রান্না করতে বলেন।
প্রথমে অবশ্য একটু পেরেশানে পড়ে যায়, যে কিভাবে রান্না করবো। কারণ এই সীম কখনো চখে দেখিনি।
রান্নাতো অনেক দুরের ব্যাপার।
তামিলনাড়ু দেশের লোকেরা বেশি রান্না করে, তবে তাদের ভাষা বুঝা যায়না।
আবার বাংলাদেশের অনলাই রেসিপাদের কাছ থেকে কোনো টিপস পাইনি।
যাই হোক, পরে জানতে পারলাম কিভাবে রান্না করতে হয়।
তাই আমিও আপনাদের জন্য এই সীম রান্নার একটি ভিডিও করে পাঠাইলাম।

ভালো লাগলে কমেন্টে ________😋

পরিচয়ঃ
এই সীমের গাছ লতাধারণের হয়ে থাকে।
এটাকে ইংরেজিতে moon flower বলা হয়।
এই নামটি তামিলনাড়ু লোকেরা ব্যবহার করে থাকে।
তবে আমাদের বাংদেশে এটিকে নীল সীম বা ঝুনঝুনি সীম বলে।

27/09/2022

অভিভাবকরা পড়ুন এবং ভাবুন, আলেমরা কেন সত্য বলেন: লিখেছেন ইডেন মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী

Address


Alerts

Be the first to know and let us send you an email when Muslim senter ahsan tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim senter ahsan tv:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share