Ottoman Empire

Ottoman Empire All Qualityies Turkey series /Movie Bangla subtitle

01/09/2023
19/06/2023

Turkey Islamic Series Bangla Subtitle Group (Kayi Family) কখনো বলা হয়নি বাবা তোমাকে অনেক Milon 360 ভালোবাসি Osman 786

14/01/2023

Turkey Islamic Series Bangla Subtitle Group (Kayi Family) আপনার স্ত্রীর বিভিন্ন অঙ্গ দেখে প্রতিরাতে হাজারো পুরুষের গোপনাঙ্গ উত্থিত হয়। Osman 786 প্রতিদিন সকালে অগনিত ছেলে আপনার স্ত্রীকে কল্পনা করে ফরজ গোসল করে। আপনি নিজেকে পুরুষ মনে করেন কোন হিসাবে? আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ। আপনার বাবা আপনার মত কাপুরুষ জন্ম দিয়েছে তাই আপনার বাবাও কাপুরুষ।Milon 360

শুনুন.... এই যে ঘরে থাকা মেয়েটা টিকটক লাইকি, ইউটিউবে নাচানাচি করার জন্য রিং লাইট কিনলো।
টাকাটাতো আপনার কাছ থেকেই নিয়েছে। ঠোটে লিপস্টিক মেরে ঠোট কামড়িয়ে নাভি উদম করে নিতম্ব দেখিয়ে হাজারো ছেলের স্বপ্ন দোষ করায় এই লিপিস্টিকের টাকাতো আপনিই দেন.. তাইনা?

অসম্ভব- জ্ঞান দিতে আসবেননা।
আপনার শরিরে রক্ত বলতে কিছুই নেই। আপনি ঢাকার ভাষায় অমানুষ, ঘরের অমানুষের বাচ্চা।
তানাহলে আপনার ঘরে খেয়ে মেয়েটা হাজারো ছেলের উত্থিত হবার কারন হয় কিভাবে। আপনি কাপুরুষ। আপনার শরিরে রক্ত নেই। সবি পূজ, সবি পূজে ভরা। একথায় চুড়ান্ত।

কি? আমাকে খারাপ লাগে?
হা আমি এভাবেই কথা বলি।
ভাল না লাগলে এখনি আমাকে ব্লক করে চলে যান
পথ খুলা আছে অতএব: জ্ঞান দিতে আসবেননা।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন...
ঐ পুরুষ পুরুষ নয় যে পুরুষ তার অধিনস্হ নারীকে বেপর্দায় চলতে দেয়। সে দায়ূস। দায়ূসের জন্য জান্নাত হারাম। একথা আল্লাহ নবী বলেছেন!

এবার " দেখি আপনার বউকে, বোনকে, মেয়েকে।
বোরকা পড়িয়ে টকটক করিয়ে কিভাবে জান্নাতে যান। জনাব: ধর্মকে পাগল মনে করেন তাইনা?
পাগল মনে হয় ইসলামকে আপনার? যে মনে যা চায় তাই করে জান্নাতে চলে যাবেন?

অতএবঃ আপনার পরিবারের যে মেয়ে টিকটক,লাইকিতে নাচানাচি করে। হাজারো ছেলেরকে আনন্দ দেয় তাকে নসিহত করার পরেও যদি কথা না শুনে ওর খাবার বন্ধ করে দিতে হবে। দেখি না খেয়ে সে কতদিন এই রংঢং করতে পারে। দেখি না খেয়ে কতদিন সে নাচে।

মনে কষ্ট নিবেন না তিতা হলেও বাস্তব কথা বলছি ,

মহান আল্লাহ তায়ালা সকল কে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন 🤲😭😭😭

24/10/2022
Osman 786 প্রথম বিশ্বযুদ্ধে খিলাফতে উসমানিয়ার পতন এবং তার শাসনাধীন অঞ্চলগুলির প্রায় দুই তৃতীয়াংশ হারানোর পর, ব্রিটিশ ...
21/10/2022

Osman 786 প্রথম বিশ্বযুদ্ধে খিলাফতে উসমানিয়ার পতন এবং তার শাসনাধীন অঞ্চলগুলির প্রায় দুই তৃতীয়াংশ হারানোর পর, ব্রিটিশ ব্যঙ্গ মেগাজিন মেস দ্বারা প্রকাশিত একটি রাজনৈতিক কার্টুন। Turkey Islamic Series Bangla Subtitle Group (Kayi Family)

সিংহটি হল ব্রিটেন, তার ডানে বিষন্ন মনে যে বিড়ালটি বসে আছে সেটি হল আষ্ট্রিয়া, তিনটি কুকুর যেগুলো যথাক্রমে, ফ্রান্স, ইতালি ও জার্মানি। পেছনে অসন্তুষ্টচিত্তে একা বসে থাকা রুশ ভল্লুক, ঐযে দূরে একটি মোরগ টুপি পরে তাকিয়ে আছে 🥲 সেটি হলো তুরস্ক।

ব্রিটিশ সিংহ! তার হাতে একটি বড় ছুরি, যার উপর লেখা তুরস্কের বিভাজন, অর্থাৎ তুরস্কের সেই অঞ্চলগুলো যেগুলো ১৯১৮ সাল পর্যন্ত উসমানীয় খিলাফতের শাসনাধীন ছিল।

টুইট করে সাকিবকে প্রশংসায় ভাসালেন দুই পাকিস্তানি ।🗣️__হারিস: "যদি সাকিব আর ১৫০ কিলো পশ্চিমে(ওপার বাংলা কলকাতা) জন্মগ্রহ...
17/10/2022

টুইট করে সাকিবকে প্রশংসায় ভাসালেন দুই পাকিস্তানি ।
🗣️__হারিস: "যদি সাকিব আর ১৫০ কিলো পশ্চিমে(ওপার বাংলা কলকাতা) জন্মগ্রহন করতো তাহলে সাকিব হতো মর্ডান ক্রিকেটের সব থেকে হাইপ ও আলোচিত খেলোয়াড়।"

🗣️__কামরান আকমালঃ "বিশ্ব ক্রিকেটে সাকিব সব থেকে আন্ডাররেটেড অলরাউন্ডার। সবাই স্টোকস এবং জাদেজার কথা বলে। কিন্তু আমি অনুভব করি সাকিব তাদের দুইজনের থেকে ব্যাটার"

Osman 786 আল্প আরসালান বুয়ূক সেলজুকলু'র ৩২ ভলিয়মে সুলতান মুহাম্মাদ তুগরুল বে'র আগমন ঘটতে যাচ্ছে।১০৫৮ খ্রিষ্টাব্দে ( ৪৪...
14/10/2022

Osman 786 আল্প আরসালান বুয়ূক সেলজুকলু'র ৩২ ভলিয়মে সুলতান মুহাম্মাদ তুগরুল বে'র আগমন ঘটতে যাচ্ছে।

১০৫৮ খ্রিষ্টাব্দে ( ৪৪৭ হি.)শিয়া বুয়াহিদদের কর্তৃক বাগদাদ দখল হওয়ার পরে সেটা উদ্ধার করতেই সুলতান তুগরুল বাগদাদে যান। এবং বুয়াহিদদের নাস্তানাবুদ করে বাগদাদের শৌর্যবীর্য পুনরায় ফিরিয়ে আনেন।

এজন্য ইতিহাসবেত্তাগণ তাকে আব্বাসী খেলাফতের 'পুনরুজ্জীবনদানকারী' বলে আখ্যায়িত করেছেন। দ্বীনের প্রতি অগাধ আস্থাশীল এবং শরিয়তের হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করার জন্য তাকে 'রুকনুদ্দীন' বলা হতো।

বুয়াহিদদেরকে বাগদাদ থেকে বিতাড়িত করার পরে তাকে ' রুকনুদ্দীন ওয়াদ্ দুনিয়া' উপাধীতে ভূষিত করা হয়। যার অর্থ- দ্বীন ও দুনিয়ার স্তম্ভ।

মূলত এই সময়টার ব্যবধান দেখানোর জন্যই সুলতান তুগরুলকে বিগত পর্বগুলোতে অনুপস্থিত রাখা হয়েছে। ভলিয়ম ৩২ এ আবারও তার আগমন ঘটতে যাচ্ছে।

Osman 786 Kurulus Osman volume 100 officials pic
12/10/2022

Osman 786 Kurulus Osman volume 100 officials pic

12/10/2022

ব্রেকিং নিউজঃ ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ উপলক্ষে, ২০ নভেম্বর ২০২২ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ অবধি আলপ আরসলান বুয়ুক সেলজুকলু সহ তুরস্কের জাতীয় টেলিভিশন টিআরটির সকল সিরিজ সম্প্রচার বন্ধ থাকবে।

এটিভির সিরিজ কুরুলুস উসমান যথারীতি সম্প্রচারিত হবে।

ফিঙ্গার প্রিন্টের জনক বাংলাদেশী বিজ্ঞানী কাজি আজিজুল হককাজি আজিজুল হকের পারিবারিক নাম কাজি সৈয়দ আজিজুল হক। তিনি জন্মেছি...
08/10/2022

ফিঙ্গার প্রিন্টের জনক বাংলাদেশী বিজ্ঞানী কাজি আজিজুল হক

কাজি আজিজুল হকের পারিবারিক নাম কাজি সৈয়দ আজিজুল হক। তিনি জন্মেছিলেন ১৮৭২ সালে। ব্রিটিশ ভারতের খুলনা জেলার ফুলতলার পয়োগ্রাম কসবায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের গণিতের ছাত্র ছিলেন।

আঙুল ছাপ আবিষ্কার

সম্পাদনা

১৮৯২ সালে তিনি কাজ শুরু করেন কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে। তখন অ্যানথ্রোপমেট্রি (মানবদেহের আকৃতি) পদ্ধতিতে অপরাধীদের শনাক্ত করার কাজ চলত। গণিতের ছাত্র এবং সদ্য সাব-ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া আজিজুল হক অক্লান্ত চেষ্টার ফলে তিনি যে পদ্ধতি উদ্ভাবন বা আবিষ্কার করলেন, তা-ই ‘হেনরি সিস্টেম’ বা ‘হেনরি পদ্ধতি’ নামে পরিচিত হলো] কাজের পুরস্কার হিসেবে আজিজুল হককে দেওয়া হয়েছিল ‘খান বাহাদুর উপাধি’, পাঁচ হাজার টাকা এবং ছোটখাটো একটা জায়গির। চাকরিতে পদোন্নতি পেয়ে হয়েছিলেন পুলিশের এসপি।

মৃত্যু

সম্পাদনা

অবিভক্ত ভারতের চম্পারানে (বর্তমানে ভারতের বিহার রাজ্যের একটি জেলা যা উত্তর চম্পারান নামে পরিচিত) কাটে তার জীবনের শেষ দিনগুলো।[১] সেখানেই তিনি ১৯৩৫ সালে মারা যান। বিহারের মতিহারি স্টেশনের অনতিদূরে তার নিজের বাড়ি ‘আজিজ মঞ্জিল’-এর সীমানার মধ্যে তাকে সমাহিত করা হয়। ১৯৪৭ সালের দেশ ভাগের পর তার পরিবারের অন্য সদস্যরা তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে চলে আসেন। মরহুম আজিজুল হকের পুত্র আসিরুল হক পুলিশ বিভাগের ডিএসপি হয়েছিলেন। তার দুই বিখ্যাত নাতি ও নাতনি হচ্ছেন যথাক্রমে ইতিহাসের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ (১৯২২-২০১৪) এবং শহীদ জায়া বেগম মুশতারী শফী (১৯৩৮-২০২১)।

মৌলিক গবেষণা

সম্পাদনা

২০০১ সালে প্রকাশিত কলিন বিভান তার ফিঙ্গারপ্রিন্টস গ্রন্থে তার গবেষণার মৌলিকত্ব সম্পর্কে লিখতে গিয়ে জানাচ্ছেন, অ্যানথ্রোপমেট্রিক পদ্ধতি নিয়ে কাজ করতে গিয়ে আজিজুল হক ভয়ানক অসুবিধার সম্মুখীন হন। ফলে নিজেই হাতের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্টের শ্রেণীবিন্যাসকরণের একটা পদ্ধতি উদ্ভাবন করে সে অনুযায়ী কাজ করতে থাকেন। তিনি উদ্ভাবন করেন একটা গাণিতিক ফর্মুলা। ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের ধরনের ওপর ভিত্তি করে ৩২টি থাক বানান। সেই থাকের ৩২টি সারিতে সৃষ্টি করেন এক হাজার ২৪টি খোপ। বিভান আরও জানাচ্ছেন, ১৮৯৭ সাল নাগাদ হক তার কর্মস্থলে সাত হাজার ফিঙ্গারপ্রিন্টের বিশাল এক সংগ্রহ গড়ে তোলেন। তার সহজ-সরল এই পদ্ধতি ফিঙ্গারপ্রিন্টের সংখ

ব্রেকিং নিউজ  আলহামদুলিল্লাহ আরও একটি শুভ সংবাদ আমাদের আরও একটি  অর্জন....অভিনন্দন তোমাকে- হাফেজ সিহাবুল্লাহ।মাত্র নয় বছ...
05/10/2022

ব্রেকিং নিউজ
আলহামদুলিল্লাহ আরও একটি শুভ সংবাদ
আমাদের আরও একটি অর্জন....
অভিনন্দন তোমাকে- হাফেজ সিহাবুল্লাহ।
মাত্র নয় বছর বয়সে বিশ্ব জয়।
ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ২৫-তম আন্তর্জাতিক
কুরআন প্রতিযোগিতায় ৪৩টি দেশকে পিছনে ফেলে ৩য় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু হাফেজ
মুহাম্মাদ শিহাবুল্লাহ। আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ

পেইজ ফলো করুন 👉 Osman 786 Ottoman Empire

22/09/2022

কুরআনের ছোট্ট পাখিকে অভিনন্দন! 🌟🌸
তাকরীমের জন্য শুভকামনা।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমেদ তাকরীম বিশ্বের ১১১ দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ।

কুরআনের আলোয় আলোকিত হউক পৃথিবী।

আলহামদুলিল্লাহ.! ছুম্মা আলহামদুলিল্লাহ...!সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মধ্য...
22/09/2022

আলহামদুলিল্লাহ.! ছুম্মা আলহামদুলিল্লাহ...!
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের এক ফুটন্ত গোলাপ হাফেজে কুরআন সালেহ আহমাদ তাকরীম ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, এদেশের মানুষের হৃদয়ে আশার সঞ্চার করেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ যে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সে কথার প্রমান দিয়েছে।

নেপালে নারী খেলোয়াড়দের বিজয়ে নারী লি-প্সু না-স্তিক মহল যখন এদেশের উলামায়ে কেরাম ও ইসলাম পন্থিদের এক হাত নেয়ার চেষ্টা করছিলো ঠিক সে সময় বাংলাদেশী বিজয়ী হাফেজের এই কৃতিত্ব এদেশের আলেম উলামা ও ইসলাম পন্থিদের মুখে উজ্জ্বল হাসি ফুটিয়েছে।

দুঃখ ও পরিতাপের বিষয়, নারী খেলোয়াড়দের সংবর্ধনার জন্য মিডিয়া কর্মী, তথাকথিত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের এয়ারপোর্টে ছুটাছুটি চোখে পরার মতই কিন্তু আন্তর্জাতিক হাফেজে কুরআন দেশে ফিরে আসে তাদের জন্য কোন সংবর্ধনার ব্যবস্থা থাকে না। জাতি হিসেবে এটা আমাদের চরম ব্যর্থতা ছাড়া আর কি হতে পারে?

মিশরের মত একটি সেকুলার রাষ্ট্রেও আন্তর্জাতিক ক্বারী ও হাফেজে কুরআনদেরকে রাষ্ট্রীয় পদক ও ক্রেস্ট তুলে দেন সে দেশের রাষ্ট্রপ্রধানগন।
পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও থাইল্যান্ডে ক্বারী ও হাফেজদেরকে কি সম্মান ও সংবর্ধনা দেওয়া হয় তা তো বলার অপেক্ষা রাখে না আর তুরস্কের বিষয় তো আরো ভিন্ন। সে সব রাষ্ট্রগুলোতে প্রচুর সেকুলার বুদ্ধিজীবী আছে নিজ মতাদর্শে বিশ্বাসী হলেও ইসলামি তাহযিব-তামাদ্দুন ও আদর্শের প্রতি তারা শ্রদ্ধাশীল। ব্যতিক্রম শুধু উপমহাদেশের কা-ফের মু-শরেক নাস-তিক অ-বিশ্বাসীরাই। ইসলাম, মুসলমান, আলেম উলামা ও পীর মাশায়েখদের বিরুধীতা ও তাদের প্রতি বিদ্বেষ পোষনটাই যেনো তাদের নেশা ও পেশা।

তার কারনগুলোর মধ্যে নৃতাত্ত্বিক সমস্যা অনেকগুলো কারনের মধ্যে একটি। কারন এ অঞ্চলটি বিদেশি উপনিবেশিক দ্বারায় শাসিত হয়েছে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ। পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, ইংরেজ, মুঘল, খান, পাঠান বিভিন্ন উপনিবেশিকদের বংশ ধারার মিশ্রণের কারনে এ অঞ্চলের কা-ফের, মু-শরেক, নাস-তিক ও অ-বিশ্বাসীদের খাসলত বা স্বভাব খুবই নি-কৃষ্ট ও কু-রুচিপূর্ণ যে কারনে এদের চারিত্রিক অন্যতম নীতি হয়ে গিয়েছে সত্য ও ভালোর বিরুধীতা, মিথ্যা ও কু-কর্মের পৃষ্ঠ পোষকতা। বাংলাদেশেও এ প্রকৃতির মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।

অতএব,

ইলিশের মৌসুম চলছে, অনেকেই ইলিশের মত দেখতে মাছ কিনে প্রতারিত হয়।তাদের জন্য এটি একটি সচেতনতা মূলক পোস্ট।ইলিশের মত দেখতে কি...
22/09/2022

ইলিশের মৌসুম চলছে, অনেকেই ইলিশের মত দেখতে মাছ কিনে প্রতারিত হয়।তাদের জন্য এটি একটি সচেতনতা মূলক পোস্ট।

ইলিশের মত দেখতে কিন্তু ইলিশ বলে বিক্রি হয় এইসব মাছ।
প্রতারণা এখানে দুইভাবে হয়ঃ

১. ইলিশের নামে সব অন্য মাছ দেয়
২. আসল ইলিশের সাথে অন্য মাছ মিশিয়ে দেয়া হয়।

তাই দেখে বুঝে কিনুন।

02/05/2022

Address

Mirpur
Kushtia
7210

Alerts

Be the first to know and let us send you an email when Ottoman Empire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ottoman Empire:

Videos

Share

Category