Projapoti Media Official

Projapoti Media Official Entertainment �

25/04/2024

যখন গরম বেশি পড়বে‚ তখন তোমরা বেশি করে নামায আদায় করো। কারণ‚ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস।
হযরত মুহাম্মাদ (সাঃ)
[মিসকাতুল মাসাবীহ্ঃ–৫৯১]

10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

10/04/2024

Don't need any salami,
if possible pray for me.

09/04/2024

সাবধান এই ফোন ধরা যাবে না | সর্বনাশ কল ধরলেই মোবাইলের টাকা সব শেষ | Bangladeshi people be careful

07/04/2024

মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করলেও সমস্যা, খালি টাকা হাওলাত চায়!😒

05/04/2024

আল্লাহ আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা, আজকে যারা নামাজ পড়ে দোয়া করেছেন যা যা চেয়েছেন,, আল্লাহ আপনি সকলের মনের আশা পুরন করে দিয়েন 🥰🥰

24/03/2024

ব্যাক টু ব্যাক✅

20/03/2024

সরকারি চাকুরিতে পেনশন আগের সিস্টেমে আছে। শুধু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বজনীন পেনশন করা হয়েছে।

15/03/2024

Fish cutting video

14/03/2024

কুড়িগ্রামে হচ্ছে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’

বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে জিটুজি ভিত্তিক প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের সম্ভাবনা যাচাই করতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও ভুটানের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ (বেজা)- এর নির্বাহী চেয়ারম্যান ও বেজা'র উর্ধতন কর্মকর্তাবৃন্দ আজ কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করছেন।
অর্থনৈতিক অঞ্চলের জন্য কুড়িগ্রাম জেলা শহরের পূর্ব প্রান্তে ধরলা ব্রিজের পূর্বে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের পূর্ব পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সদরের ভোগডাঙা ইউনিয়নের মাধবরাম মৌজার অন্তর্ভুক্ত ১৩৩ দশমিক ৯২ একর খাস জমি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) হস্তান্তর করেছে জেলা প্রশাসন। ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উত্তর-পূর্ব দিকে এই খাস জমির অবস্থান।

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ও চিলমারী নদী বন্দরের সঙ্গে ভুটানে যোগাযোগ সুবিধা রয়েছে। জেলার নদী ও স্থলবন্দর-কেন্দ্রিক বাণিজ্য ইতোমধ্যে জেলার অর্থনীতিতে ভূমিকা রাখছে। বিস্তৃর্ণ চরাঞ্চল, কাঁচামাল তৈরির সম্ভাবনা এবং মানবসম্পদ মিলিয়ে কুড়িগ্রামে যৌথ অর্থনৈতিক অঞ্চল হলে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে।

প্রতিনিধি দল আগামীকাল চিলমারী নদী বন্দরও পরিদর্শন করবেন।

ছবিতে অর্থনৈ‌তিক অঞ্চ‌লের জন্য নির্ধা‌রিত স্থান
ছবি কৃতজ্ঞতা: মো: মুসফিকুল আলম হালিম
উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর

13/03/2024

How to break bricks into small pieces | ইট ভাঙ্গা মেশিনে ইট ভাঙ্গা হচ্ছে

10/03/2024

➪ সেহেরীতে ডেকে দেওয়ার জন্য
😊..মা‚ নামক এলার্ম টা বেঁচে আছে কার কার ?

➪ আমার আছে ☺️আলহামদুলিল্লাহ❤️❤️❤️

সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হলেও পুরানো স্মৃতিগুলো কখনো চেঞ্জ হয়না!!কারণ সেগুলো চেঞ্জ এর সুযোগ ই থাকেনা😊😊
26/02/2024

সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হলেও পুরানো স্মৃতিগুলো কখনো চেঞ্জ হয়না!!
কারণ সেগুলো চেঞ্জ এর সুযোগ ই থাকেনা😊😊

24/02/2024
23/02/2024

যা না জানলেই নয় | benglai language short history | বাংলা ভাষার কিছু তথ্য | 21 February

19/02/2024

oki o bondhu kajol vromora re gann. গানটি ভালো লাগলে শেয়ার করুন

18/02/2024

কুড়িগ্রামে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে!
আগামী ২১,২২,২৩,২৪ ফেব্রুয়ারী।
বইমেলায় স্টল দিন। বইমেলায় আসুন। বই কিনুন। প্রিয়জনকে বই উপহার দিন।
বইমেলার স্থান: কলেজ মোড়, আউটার স্টেডিয়াম, কুড়িগ্রাম।

16/02/2024

সবাই শেয়ার করুন। কুড়িগ্রাম | মন চায় তোমায় দেখতে বন্ধু গান

Address

Kurigaon
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Projapoti Media Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Projapoti Media Official:

Videos

Share