04/05/2024
::কুলাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের ০৩ সদস্য আটক::
মাননীয় পুলিশ সুপার মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলী মাহমুদ স্যারের নেতৃত্বে ০৩/০৫/২০২৪ খ্রি: তারিখ রাত ২২.৪৫ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/সালাউদ্দীন মিফতা (বিপি-৯২২১২৩৮৭৩৩), সঙ্গীয় সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আমির উদ্দিন, এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আলী, এএসআই (নিরস্ত্র)/মোঃ রুমান মিয়া, এএসআই (নিরস্ত্র)/তাজুল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/তপন দেব, এএসআই (নিরস্ত্র)/মো: বাবুল মিয়া, এএসআই (নিরস্ত্র)/মোঃ নুরু মিয়া, এএসআই (নিরস্ত্র)/আরিফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/জয়নুল হক, ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানাধীন কুলাউড়া পৌরসভার অন্তর্গত ২নং ওয়ার্ডের শিবির রোডের (ভূমি অফিস রোড) জনৈক শফিক ইসলামের মালিকানাধীন শফিক অটো ফার্নিচার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির উদ্দেশ্যে সমবেত হওয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ১। হৃদয় আহমদ বাহার (৩০), পিতা মৃত মো: আব্দুল মতিন @ মনির মিয়া, মাতা-মৃত মোমেনা বেগম, সাং-শিবির রোড, কুলাউড়া পৌরসভা, থানা-কুলাউড়া, ২। মো: আল আমিন (৩৭), পিতা মৃত শফিক মিয়া, মাতা-জবেদা বেগম, সাং-মাঝেরহাটি ছৈয়ারপুর, ১নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা, থানা-মৌলভীবাজার সদর, এ/পি-মুন্সিবাজার, কমলগঞ্জ থানা, ৩। মো: সাজু মিয়া (৩৫), পিতা আছকর মিয়া, মাতা-রেজিয়া বেগম, সাং-মাতারকাপন, ইউ/পি-চাদনিঘাট, থানা-মৌলভীবাজার সদর, সর্ব জেলা-মৌলভীবাজারদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যান্য আসামীগন পালিয়ে যায়। ডাকাতদের নিকট হইতে (ক) ০১ (এক) টি সিলভার রংয়ের স্টীলের পিস্তল সাদৃশ্য গ্যাস লাইটার, একটি SAMSUNG Galaxy A01 Core মোবাইল, একটি ITEL it2320B বাটন মোবাইল, একটি নীল রংয়ের পুরাতন HERO HONDA Splendor+ মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।