বাংলা বিভাগ

  • Home
  • বাংলা বিভাগ

বাংলা বিভাগ প্রচুর বই পড়ুন। চর্চা করুন। নিজেকে জানুন। লক্ষ্য স্থির করুন। কঠোর পরিশ্রম করুন। হাল ছাড়বেন না। 💜❤️😊

20/09/2024

প্রায় একই নামের বাংলা সাহিত্যকর্মসমূহ

গীতাঞ্জলি (কাব্য)- রবীন্দ্রনাথ ঠাকুর
গীতবিতান (সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
গীতালি ( সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিগুচ্ছ (কাব্য)- সুকান্ত ভট্টাচার্য
মানচিত্র(কবিতা): অালাউদ্দিন অাল অাজাদ।
মানচিত্র(নাটক): অানিস চৌধুরী।
মৃত্যুক্ষুধা(উপন্যাস): নজরুল
জীবনক্ষুধা (উপন্যাস): অাবুল মনসুর অাহমেদ
জননী(উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায়।
জননী(উপন্যাস): শওকত ওসমান।
অভিযাত্রিক(কাব্য): সুফিয়া কামাল
অভিযাত্রিক(উপন্যাস): বিভূতিভূষণ।
সাম্যবাদী(কবিতা): নজরুল
সাম্যবাদী (পত্রিকা) :খান মোঃ মঈনুদ্দিন
সাম্য (প্রবন্ধ)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
নীলদর্পণ (নাটক)- দীনবন্ধু মিত্র
নীললোহিত (গল্প)- প্রমথ চৌধুরী
রক্তরাগ (কাব্য)- গোলাম মোস্তফা
রক্তকরবী (নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর
রক্তাক্ত প্রান্তর (নাটক)- মুনীর চৌধুরী
রিক্তের বেদন (গল্প)- কাজী নজরুল ইসলাম
দেয়াল(উপন্যাস)- হুমায়ূন আহমেদ
দেয়াল (উপন্যাস)- আবুজাফর শামসুদ্দীন

20/09/2024
08/05/2022

#কে_সুখি!!!
বিসিএস ক্যাডারের মন ভাল নেই!!!
কাজের অনেক চাপ, নড়াচড়ার সময় পর্যন্ত নেই।
এদিকে নন-ক্যাডারের আফসোসের শেষ নেই! অল্পের জন্য ক্যাডারটা মিস হয়ে গেল। ক্যাডারই হতে পারলাম না জীবনে!!

এডমিন ক্যাডার ভাবতেছে পুলিশ ক্যাডার ভাল আছে! আর পুলিশ ক্যাডার ভাবছে ধ্যাত্তারি! নিজের জীবন বলতে কিছু নেই! যখন তখন ডিউটি!

ডাক্তার ভাবছে ইঞ্জিনিয়ার হতে পারলাম না। জীবনটা হয়তো আরও সুন্দর হতো! এই কাঁটাছেড়া করতে করতে জীবনটা শেষ! ইঞ্জিনিয়ারের মনটাও বেজায় খারাপ! একটা প্রেসক্রিপশন লিখেই ডাক্তার বন্ধু মাসে লাখ টাকা বসে থেকে কামিয়ে নিচ্ছে!

এদিকে আবার বেসরকারি কর্মকর্তার হতাশার শেষ নেই! মাসে ৬ ডিজিট ব্যাংক একাউন্টে ঢুকলেও ব্যাংকারদের মতো চাকরীর নিশ্চয়তা নেই!
গাড়ি বাড়ির নাম মাত্র ইন্টারেস্টে লোন নেই!

ব্যাংক কর্মকতার আহাজারি আবার আকাশ সমান!
সকালে বের হবার সময় বউ ঘুমিয়ে থাকে, বাসায় যাবার পরও দেখে বউ আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে! সময়ই মিলছে না জীবনে নতুন বউকে দেবার মতো!

জুনিয়র কর্মকতা ভাবছে এসব আনস্মার্ট লোকজন কিভাবে একটা অফিসের বস হয়! বসের বেজায় মেজাজ খারাপ কি সব লোকজন অফিসে কাজ করে কাজের কোন আউটপুট নাই!

সরকারি কলেজে চান্স পাওয়া বন্ধুটারও ভীষণ মন খারাপ! ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সটা পেলামই না!
এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুটিও ভাল নেই! বন্ধুরা মন মতো ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে! কিন্তু আমি পছন্দের ডিপার্টমেন্টটা পেলাম না!

যাক গে! অন্যদিকেও একই কান্ড!
জ্যামে বসে বাসের হেল্পার ভাবছে ড্রাইভার হতে না পরলে এই জীবনে আর কোন সুখ আসবেনা! হুদায় সিটে বসে ড্রাইভার ফালপাড়ে! বাসের ড্রাইভারও হতাশ! এতো বছর ড্রাইভারি করে আর কি হলো! পরের গাড়ি চালিয়ে দিন যাচ্ছে! নিজের যদি একটা বাস থাকতো!!

এদিকে বাসের মালিকও ভাল নেই!
তার মাত্র ৩ টা বাস চলে ঢাকা আরিচা মহাসড়কে!
অথচ নিলয় দাদার ১৫ টা চলছে দিব্বি! কত সুখে আছে তিনি!

সাংবাদিক ভাইয়ের মনটাও খারাপ! এই পেশায় কি আর জীবন চলে! নিজের যদি একটা পত্রিকা থাকতো তাও না হয় একটা দাপুটে জীবন হতো! পত্রিকওয়ালা ভাইয়ের দিন ভাল যাচ্ছেনা, এই পত্রিকা নাকি মানুষ এখন আর পড়েনা! লাভ নাই!

যাকগে টিভিওয়ালা হয়তো ভাল আছে! সেকি! তারও মনটাও ভীষণ খারাপ! শুধু টিভি চ্যানেল দিয়ে কি আর হয়রে ভাই! একটা শিল্প প্রতিষ্ঠান করতে না পারলে হচ্ছে কই? অন্তত একটা শপিং মলও তো করা লাগে!

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ভাল নেই। অভাব অনটনে অবস্থা নাকি খুবই খারাপ! এই কয়টাকা বেতনে কি আর দিন চলে! তার থেকে পিএইচডি করতে গিয়ে বিদেশ পাড়ি দেওয়াই ভাল ছিল!

ওদিকে পিএইচডি করতে যাওয়া ভাই-ব্রাদার স্বপ্নে বিভোর! পিএইচডি শেষ করেই নেক্সট সার্কুলারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে না পারলে এই জীবন বৃথা!

নাহ ভাই!
বহু বড় মানুষের মন খারাপ নিয়ে মেলা কথা হয়ে গেছে! থাকগে, যাকগে!

কিন্তু এদিকে আবার শান্তর মন খারাপ! সুন্দরী একটা বউ পেয়েছে ঠিকই কিন্তু মাথায় কোন বুদ্ধিশুদ্ধি নাই! কিশোর বেচারাও মহাচিন্তায়! কোটিপতি বাপের একমাত্র মেয়ে বিয়ে করলাম কিন্তু শান্তর মতো সুন্দরী বউ পেলাম না!

অনু খুব চাপে আছে! পাশের বাসার ভাবি গতকালই একসেট নতুন গহনা কিনেছে! অথচ তার হাসবেন্ড সেই কবে একটা হোয়াইট গোল্ডের গলার হার কিনে দিয়েই শেষ! এই জীবন রেখে আর কি হবে!

মন্দিরার মেজাজ বড্ড গরম! একসেট গহনা কিনে দিলেই হয়ে গেল? বাসায় ৪ জন সদস্য অথচ গাড়ি মাত্র একটা। এত কষ্ট করে জীবন চলে!?

নাহ! কোন ভাবেই চলেনা। এতো কষ্ট করে কারোরই আসলে বেঁচে থাকারই দরকার নেই!

সমাজে যাদের কিছুই নেই,বড় কোন আশা নেই,
তাই আশাহত হবার সুযোগ নেই,জীবন যাবার ভয় নেই,
জীবনে হতাশার বালাই নেই,বন্ধুর উন্নতিতে মন খারাপ নেই,রেষারেষি নেই,হেঁটে বা রিক্সায় অফিস যেতে আফসোস নেই, এসির জন্য কষ্ট নেই,রোদে পুড়তে ভয় নেই,ত্বক হারাবার টেনশন নেই,জীবনযুদ্ধে পরাজয়ের ভয়-ডর নেই।
বরং মায়ের মুখে এক চিলতে হাসি ফুটানোর সাহস আছে,বাবার হাতে মাসের শুরুতে হাত খরচ গুজে দেবার কলিজা আছে,বন্ধুর ভরসা হয়ে থাকার সুযোগ আছে,সুস্থ সবল শরীর মন আছে।

এবং দিনশেষে জীবনের সকল সিচুয়েশানে ভগবানের কৃপায় ভাল আছি বলে তৃপ্তির ঢেঁকুর তোলার সাহস আছে!!!
জীবনটা ছোট্ট জটিল এবং সুন্দর বলে মুহূর্তগুলোকে উপভোগ করার কৌশল জানা আছে তারাই বরং ভাল আছে!!!

জীবনটা আসলেই এমন- "নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস"

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা বিভাগ:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share