14/10/2021
😓😓
আমি কালো, আনস্মার্ট বলে, গেঁয়ো ভূত বলে,
অবহেলা করে যেদিন চলে গেলে প্রিয়,
সেদিনের পর,
কতবার বসন্ত এলো,
এলো গাছে গাছে নতুন পাতা।
এলো আমগাছে মুকুল,
কতবার এলো মোড়ের পাশের কৃষ্ণচূড়া গাছটায় রক্তবর্ণ ফুল।
তবুও কিন্তু তুমি আমের মুকুল হাতে কিংবা রক্তবর্ণ কৃষ্ণচূড়া হাসিমুখে আর আসোনি।
হাসিমুখে না হোক,বিষাদমুখে আসলেও পারতে,
তাও আসোনি।
সেদিনের পর,
কতবার পেলাম চাঁপা, নয়নতারা আর পলাশের সুঘ্রাণ।
কিন্তু তোমার চুলের মৃদু গন্ধ পাইনি।
বসন্ত কতবার এলো কতবার গেলো,
কতবার শুনলাম কোকিলের সুরেলা কণ্ঠে কুহু কুহু,
কিন্তু সেদিনের পর তোমার কন্ঠ আর শোনা হয়নি।
সেদিনের পর বুঝলাম,
শহুরে যান্ত্রিক মানুষ নিখাদ ভালোবাসা চেনে না,
চেনে যান্ত্রিকতা।
তুমি সেই যে গেলে,আর এলে না।
আসবে কি কখনো,শত অনিশ্চিয়তা,
তবুও অপেক্ষায় থাকি।
জানি না কবে শেষ হবে এই অপেক্ষা,
হয়তো শেষ হবে,
হয়তো কোন এক বসন্তে ফিরে আসবে তুমি,
দুজনে ঘুরতে যাবো,হাতে হাত রেখে হাঁটব, এক অজানা শহরে, অজানা গন্তব্যে।
"সেদিনের পর"
📝সেলিম খান