15/04/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন😭😭
সময় তখন রাত সারে নয়টা বাজে _৯ঃ—৩০ মিনিট আমি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলাম একটা কাজে, ফিরতে রাত প্রায় চারটা হয়, এসেই শুনি আবুল কালাম আজাদ ভাইয়ের কন্ঠে সেই মধুমাখা ফজরের আজান, শরীরটা খুবই ক্লান্ত হওয়ার কারনে আর নামাজ আদায় করা হয়ে উঠে নি, ক্লান্ত শরীর নিয়ে যাই বিছানায় গিয়েই শুয়ে পরি,সকাল প্রায় ১১ঃ-টার দিকে দিকে ঘুম থেকে উঠেই শুনি হৃদয় বিদারক এক মর্মান্তিক ঘটনা, মৃত্যুর সংবাদ, সে আর কেউ নয়, আমার শ্রদ্ধেও উস্তাদ, হাফিজঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাইয়ের মৃত্যুর সংবাদ, তারাতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে যেতে যেতে শুনি উনি রোড এক্সিডেন্টে দুনিয়ার সকল মায়া ত্যাগ করেছেন, আমি তখনো আমার নিজের কানকে, অনেকের কথাকে বিশ্বাস করতে পারছি না, যার আজান শুনে ঘুম ভাঙ্গতো, সে কি না তার মৃত্যুর সংবাদ শুনে আজ আমার ঘুম ভাঙ্গলো, আমি মনে মনে আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে বলছি মাওলা তুমি সব পারো, যদি সত্যিই হয়ে থাকে, আমি যা শুনেছি তা যেন মিথ্যে হয়, তুমি তো চাইলেই সব কিছু করতে পারো, ও মাবুদ আমি যাওয়ার পুর্বে কিছু একটা করে দাও ব্যেস, গিয়ে যেন দেখতে পাই কালাম ভাই এখনো বেছে আছে,তুমি চাইলে সব পারো,ভাবতে ভাবতে আমি পৌঁছে যাই কুলাউড়া সরকারি হাসপাতালে, ওখানে গিয়ে শুনি কুলাউড়া থানায় নেওয়া হয়েছে, আমি দেরি না করে তারাতাড়ি যাই কুলাউড়া থানায় গিয়ে দেখি অনেক লোকজনের বি-র, অনেক চেনাপরিচয় লোকজন এবং তালামিজের অনেক সদস্য হতে নেতাকর্মীরা, বুঝতে আর বাকি রইলো না কিছু, তখন আমি একাকি হুজুরের লাসটার কাছে অনেক্ক্ষণ ছিলাম, কিছু সময় পর আমার শরীর শিউরে ওঠে, ভাবতেই অবাক লাগে কালাম ভাই যে আর পৃথিবীতে নাই, বুজতে পারলাম যে আমার শরীরটা কিছু দুর্বল লাগছে, পরে আমি বাড়ির উদ্দেশ্যে আবার রওয়ানা হলাম, বাড়িতে এসে ডুকতেই আমার ফ্যামিলির সবাই জানতে চাইলে বলি আমি একটু পরে সব খুলে বলবো, বলেই রুমের দরজা লাগিয়ে নিরবে শুয়ে থাকি, কিছু সৃতি হটাৎ চোখের সামনে ভাসতে লাগলো,যা ভুলার মতো নয়, আর আমি বলেও বুজাতে পারবো না। আমি কিছুক্ষণ পরে দেখি আমার দু–চোখের কোনে থেকে গরম পানি আমার বা হাতের কুনোই পরে, তখন আমি আমার রুম থেকে বের হতেই আমার আম্মি বুজতে আর উনার বাকি রইলো না, আমাকে অবশেষে আমার আম্মি অনেক কথাই বলেন খুব যত্ন সহকারে শুনে কিছুটা স্থির হলাম,আমি আমাকে বুজাতে সক্ষম হলাম যে - ( কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ) - পরিশেষে বলি,আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন আমিন 🤲🤲 MD Kamal Ahmed Marjan ゚viralシfypシ゚viralシalシ