Shofi Ahmed PPM

Shofi Ahmed PPM সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ

09/12/2023

মানুষ তার স্বপ্নের মতোই বড় হয়।
স্বপ্ন কখন হয় না অপূরন।

02/12/2023

নিউজিল্যান্ডের বনাম বাংলাদেশের আয়োজিত ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল ১৫০ রানে নিউজিল্যান্ড টীমকে পরাজিত করেছে। তাইজুলের অনবদ্য ১০ উইকেট। অভিনন্দন বাংলাদেশ টীম।

প্রথম জয়.... সিলেট ভলান্টিয়ার প্রিমিয়ার লিগ ২০২৩। Youth Power
01/12/2023

প্রথম জয়.... সিলেট ভলান্টিয়ার প্রিমিয়ার লিগ ২০২৩।
Youth Power

আগামীকাল সিলেট ভলান্টিয়ার প্রিমিয়ার লিগ ২০২৩। Youth Power...
30/11/2023

আগামীকাল সিলেট ভলান্টিয়ার প্রিমিয়ার লিগ ২০২৩।
Youth Power...

♥️Two Queen ♥️
29/11/2023

♥️Two Queen ♥️

I've received 275,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
28/11/2023

I've received 275,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আম্মা.....♥️
24/11/2023

আম্মা.....♥️

আনুষ্ঠানিক ভাবে সামাজিক কাজের ১০ বছর পূর্তি শুভকামনা প্রাণের সংগঠন
16/11/2023

আনুষ্ঠানিক ভাবে সামাজিক কাজের ১০ বছর পূর্তি
শুভকামনা প্রাণের সংগঠন

15/11/2023

নবীন পুলিশ সদস্যদের বরণ করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ।

15/11/2023

অনেক দিন পর বোলিং করলাম।
কে যেন বলছিলো ৪ টা ছক্কা মা'রবে।

12/11/2023

আলহামদুলিল্লাহ
আ'গু'নে ঘর পু'ড়ে গেলে একটি সংগঠন ১টি রুম বানিয়ে দিয়েছে৷ আমরা চাইছিলাম আসবাবপত্র কিনে দিবো কিন্তু ভু'ক্ত'ভু'গীর রান্না ঘর করার জন্য টিন লাগে তাই ৩ বান টিন ক্রয় করে দেওয়া হলো।
উক্ত টিন বাবদ আর্থিক স'হা'য়তা করেন ছোট ভাই আব্দুল মুহিত যোহা ১০,০০০/- ও তানজিল ভাই শেখঘাট ৩,০০০ টাকা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

10/11/2023

চা শ্রমিকদের সন্তানদের নিয়ে আমাদের প্রাণের সংগঠন Social Care Of Nation এর দশ বছর পূর্তি উদযাপন।

I've received 270,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
07/11/2023

I've received 270,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

05/11/2023

কোনো অ'সহা'য়'ত্ব থামিয়ে রাখতে পারবেনা এমনই এক বালক সাব্বির।
৩ কিলোমিটার রাস্তা পা না থাকা সত্বেও অতিক্রম করে স্কুলে ১০০% হাজিরা থাকে সাব্বির।
তার জন্য একটি রিকশা ক্রয় করে দিলে কেমন হয়৷
চাইলে তার পাশে দাঁড়াতে পারেন।

03/11/2023

সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা প্রদান।

জুম্মা মোবারক.....
03/11/2023

জুম্মা মোবারক.....

02/11/2023

আজ জাতীয় র'ক্তদাতা দিবস ও আমার জন্মদিন উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

01/11/2023

একটা ভাব আসে না কি বলেন।
ভিডিও এর শেষে চমক আছে।

24/10/2023

অসাধারণ পর্যটন এলাকা সিলেটের "রাতারগুল"

আলহামদুলিল্লাহ চার মাস পর পর র'ক্ত দিতে পারবেন।আপনার পরিবারের নতুন সদস্য আগমনের পূর্ব দুই জন র'ক্ত'দাতা ম্যানেজ করে রাখব...
23/10/2023

আলহামদুলিল্লাহ

চার মাস পর পর র'ক্ত দিতে পারবেন।

আপনার পরিবারের নতুন সদস্য আগমনের পূর্ব দুই জন র'ক্ত'দাতা ম্যানেজ করে রাখবেন।

হি'মোগ্লো'বিন কম থাকলে শাকসবজি খাওয়াবেন ও ডা'ক্তারের পরা'মর্শ নিবেন।

আশা করি র'ক্তের জন্য আপনার স্ত্রী ও সন্তান কোনো ক্ষ'তি হবে না৷

16/10/2023

আলহামদুলিল্লাহ
আপডেট।
মস'জিদে অজু'খানার কাজ সম্পূর্ণ হচ্ছে।

13/10/2023

আলহামদুলিল্লাহ
আবারও আপনাদের সহায়তা পৌঁছে দেওয়া হলো।

12/10/2023

অ'গ্নি নি'র্বাপক - অ'গ্নি নি'র্বাপক য'ন্ত্রের ধরন, কীভাবে ব্যবহার করবেন এবং আরও অনেক কিছু...
#পুলিশ
#বাংলাদেশ

11/10/2023

#আলহামদুলিল্লাহ
#আপডেট
এই মস'জিদের অ'জু'খানা নির্মাণের জন্য সহযোগিতার জন্য পোস্ট করলে ৭,০০০/- টাকা পেয়েছি।
আমরা তা পৌঁছে দিয়েছি।
আর চাইলে স'হয়তা করতে পারেন নিম্নে যোগাযোগের ঠিকানা দেওয়া হলো।
হাইস্কুল মহল্লা জামে ম'সজিদ, লাউড়ের গড়, বাদাঘাট, #তাহিরপুর, #সুনামগঞ্জ।

ভলান্টিয়ার #শাহরিয়ার হোসেন।
পুলিশ সদস্য সিলেট মেট্রোপলিটন পুলিশ।
০১৭৫৭৬৭০৩৩৯
#মসজিদে_নির্মাণে_সহয়তা
#সুনামগঞ্জ, #সিলেট

10/10/2023

নবম বর্ষপূর্তি উদযাপন.... ♥️🇧🇩

আলহামদুলিল্লাহ ১০ বছরে পদার্পণ....
09/10/2023

আলহামদুলিল্লাহ
১০ বছরে পদার্পণ....

08/10/2023

আপনাদের সহযোগিতা পৌঁছে দিলাম।
দ্বিতীয় ধাপে সহায়তা।
#এতিমখানায়_খাদ্য_সংকটে
#এতিমখানা
#এয়ারপোর্ট
#সিলেট

 #আপডেট- ম'সজিদের অ'জু'খা'নাফেসবুকে এই মসজিদের অজুখানা নির্মাণ কাজে সহযোগিতা চেয়ে পোস্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ মোট সহয়...
07/10/2023

#আপডেট- ম'সজিদের অ'জু'খা'না
ফেসবুকে এই মসজিদের অজুখানা নির্মাণ কাজে সহযোগিতা চেয়ে পোস্ট করেছিলাম।
আলহামদুলিল্লাহ মোট সহয়তা পাই ২০০০ টাকা আমরা তা পৌঁছে দিয়েছি। এবং অজু'খা'নার কাজ শুরু হয়েছে।
আমার পরিচিত কেউ সামান্য দান করতে চাইলে করতে পারেন।

07/10/2023

🇧🇩🇧🇩 চলো বাংলাদেশ 🇧🇩🇧🇩
♥️

06/10/2023

মেধাবী ১০শিক্ষার্থীদের মধ্যে সানাবিল ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

আলহামদুলিল্লাহ পরিবর্তন আসবেই৷
05/10/2023

আলহামদুলিল্লাহ
পরিবর্তন আসবেই৷

 #এতিমখানায়_খাদ্য_সংকটেআপনাদের সহযোগিতা চেয়ে ছিলাম।হযরত আলী (রা.) ইসলামী সেন্টার ও এতিমখানা এয়ারপোর্ট, সিলেট এ আবাসিক ছা...
01/10/2023

#এতিমখানায়_খাদ্য_সংকটে
আপনাদের সহযোগিতা চেয়ে ছিলাম।
হযরত আলী (রা.) ইসলামী সেন্টার ও এতিমখানা এয়ারপোর্ট, সিলেট এ আবাসিক ছাত্রদের #খাদ্য_সংকট।

#আপডেট
অনেকেই সাহায্য করেছেন- রাব্বি-৫০০, নাইম-১০০০, টিটু আলম ভাই-২০০০/-, ফয়সল ভাই- ৫০০/-, নাম না জানা-১০০/-।
সাহায্য করতে চাইলে জানাবেন আপনার দানকৃত অর্থ সঠিকভাবে বন্টন করা হবে৷

28/09/2023

স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, কাজ করি, স্বপ্ন বাস্তবায়ন হয় এটাই আমরা।
মানবিক টিম সিলেট

আপনাদের সফলতা কামনা করছি। প্রবাসে থেকেও মানুষের জন্য কাজ করায় মোঃ নাজিম উদ্দীনকে বিশেষ সম্মাননা প্রদান। আব্দুর রহমান পার...
24/09/2023

আপনাদের সফলতা কামনা করছি।
প্রবাসে থেকেও মানুষের জন্য কাজ করায় মোঃ নাজিম উদ্দীনকে বিশেষ সম্মাননা প্রদান।
আব্দুর রহমান পারভেজ এর প্রবাসগমণ উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান৷
দুইজনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

24/09/2023

শিক্ষাবৃত্তি-২০২৩
আরও ৩০ জন শিক্ষার্থী আছেন যারা ভর্তি হতে পারছেন না টাকার জন্য।
এভাবেই ঝরে যাওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সকলের কাছে অনুরোধ করছি৷
আপনিও চাইলে অন্তত ১ জনের পাশে দাঁড়াতে পারেন।

22/09/2023

তুমি মুগ্ধতা চড়াও
প্রকৃতি তোমাকে এগিয়ে দিবে
সুন্দর পৃথিবীতে।।
মেধাবী শিক্ষার্থী তানিয়া আক্তার।

উল্লেখ্য সানাবিল ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৩
সহযোগিতায় Humanitarian Team Sylhet এর অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তানিয়া আক্তারের অনুভূতি প্রকাশ।

মেধাবী ১০শিক্ষার্থীদের মধ্যে সানাবিল ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদানসিলেটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র অসহায় মেধাব...
22/09/2023

মেধাবী ১০শিক্ষার্থীদের মধ্যে সানাবিল ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

সিলেটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র অসহায় মেধাবী ১০ শিক্ষার্থীদের মধ্যে সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ও মানবিক টিম সিলেট'র সহযোগিতায় ১লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার(২২সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় জিন্দাবাজারস্থ কাজী নজরুল ইসলাম একাডেমিতে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মানবিক টিম সিলেট'র সভাপতি শেখ আল-মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক।

তিনি বলেন,লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করলেই হবে না। ভবিষ্যতের সুনাগরিক হওয়ার জন্য মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হবে। আজকে ছাড়া শিক্ষাবৃত্তি পেয়েছেন তারাই একদিন এদেশের প্রতিনিধিত্ব করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি, মানবিক টিম সিলেট ও সানাবিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের কল্যাণে বিগত দিনে যেভাবে পাশে ছিলো ঠিক সেভাবে আগামীতে পাশা থাকার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রণক ছালিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, লোক সংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ,
সিলেট প্রতিদিন ২৪ ডটকম ও এনটিভি ইউরোপ'র সিলেট ব্যুরো সাজলু লস্কর, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সহকারী রেজিস্ট্রার ডা.মোহাম্মদ জাকারিয়া।

মানবিক টিম সিলেট'র সদস্য মো.মশাহিদ আলীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টিমের প্রধান সমন্বয়ক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো.সফি আহমদ পিপিএম এবং পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদস্য পারভেজ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন মানবিক টিম সিলেটের
উপদেষ্টা নাজিম উদ্দীন, সদস্য মোক্তার রাসেল,শরীফুল, আরিয়ান আলীম,তায়েফ, ইমদাদ, রাহিদ, হোসাইন,

মানবিক টিম সিলেট'র সদস্যরা জানান, ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ২ বছর মেয়াদী শিক্ষাবৃত্তি প্রদান এবং এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের দুই বছরের যাবতীয় পড়ালেখার খরচ ও তাদের উচ্চশিক্ষা গ্রহণের সহয়তা করা। আজ প্রত্যেক শিক্ষার্থীদের কলেজে ভর্তি ও বই ক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকা করে মোট ১লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

শিক্ষাবৃত্তিপ্রাপ্তরা হলেন-রাবিয়া খানম, ইয়াসমিন বেগম,তানিয়া আক্তার, সাব্বির আহমদ বাবুল,
সাকিব আহমদ, তরিকুল ইসলাম ফরহাদ,
ফাইজা বেগম,সাদিকুর রহমান সুমন,নাদিয়া আক্তার তান্নি, মো: মাহদী হাসান নাইম।

যখন আমার কোনো কাজ ছিলো না। তখন নিজেকে নিয়েই ছিলাম। এখন আমার অনেক কাজ তাই কাজের গু'রুত্ব আমার কাছে অপ'রি'সীম। আমি মনে করি...
20/09/2023

যখন আমার কোনো কাজ ছিলো না।
তখন নিজেকে নিয়েই ছিলাম।
এখন আমার অনেক কাজ তাই কাজের গু'রুত্ব আমার কাছে অপ'রি'সীম।
আমি মনে করি কাজ না থাকলে নিজেকে নিয়ে পড়ে থাকুন। আপনার চি'ন্তা'ধারা আর জা'তীয় দ'লের খেলো'য়াড়'দের চি'ন্তা এক হবে না। তাই তাদের সমা'লোচনা করা থেকে বিরত থাকুন।
মনে রাখবেন নিজের সমা'লোচনা করা ব্য'ক্তি সর্বা'পেক্ষা বু'দ্ধি'মান।

মানুষের সমা'লো'চনা করার অ'ভ্যাস না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা অনেক ভালো।
19/09/2023

মানুষের সমা'লো'চনা করার অ'ভ্যাস না করে
নিজেকে নিয়ে ব্যস্ত থাকা অনেক ভালো।

আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্য অনুয়ায়ী দরিদ্র মেধাবী ১০ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে৷ আগামী ...
16/09/2023

আলহামদুলিল্লাহ
আমাদের লক্ষ্য অনুয়ায়ী দরিদ্র মেধাবী ১০ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে৷
আগামী শুক্রবারে আমরা তাদেরকে বৃত্তি প্রদান করবো ইনশাআল্লাহ।

এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের পোরা দুই বছরের খরচ প্রদান করা হবে। এবং তাদের উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা করা হবে৷
প্রাথমিক ভাবে তাদেরকে কলেজে ভর্তি ও বই এর জন্য ১০ হাজার টাকা প্রদান করা হবে৷

তবে একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।
শিক্ষা বৃত্তি পাবার জন্য অনেক গুলো আবেদন আমরা পাই। আমরা মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়ে ৪০ জনকে সিলেক্ট করি। তার মধ্যে শিক্ষার্থীদের ইন্টারভিউ নিতে গিয়ে বুঝতে পারলাম শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেয়ে মোবাইল ফোন বেশি প্রয়োজন। তাই এমন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে পারলাম না বলে দুঃখী।
আমরা আসলে যাদেরকে পড়াশোনা করার দায়িত্ব নিয়েছি আসলেই তারা প্রকৃতি অসহায় মেধাবী শিক্ষার্থী।
একটা উপদেশ আছে যে বা যারা শিক্ষাবৃত্তি প্রদান করে থাকেন দয়া করে তাদেরকেই শিক্ষাবৃত্তি দিবেন যারা টাকার অভাব বই, বেতন বা ভর্তি হতে পারছে না৷
এমন কাউকে বৃত্তি দিবেন না যে আপনার টাকা টা দিয়ে শপিং বা মোবাইল ফোন ক্রয় করবে।
ধন্যবাদ
আয়োজনে- Sanabil Foundation
সহযোগিতায়- মানবিক টিম সিলেট - Humanitarian Team Sylhet

Address

Kulaura

Telephone

+8801714363486

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shofi Ahmed PPM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shofi Ahmed PPM:

Videos

Share

Category