Md Saifur Rahman 64

Md Saifur Rahman 64 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Saifur Rahman 64, Video Creator, Kulaura.

ইসলামিক পেইজ আপনাকে স্বাগতম এখানে ইসলামিক গঠন মূলক ভিডিও পোস্ট করা হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করতে ভুলবেন না। ভিডিও আপলোড করতে চাই নাম্বারে কল করুন 01718252064
MD Saifur Rahman

আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ঈসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করে...
13/01/2025

আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ঈসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেন জকিগঞ্জ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

৬ জানুয়ারি, ২০২৫ ঈসায়ী
ফুলতলী

আলহামদুলিল্লাহ ❣️
13/01/2025

আলহামদুলিল্লাহ ❣️

13/01/2025

“নিজেকে শক্ত ও ইয়াং রাখতে হলে কখনো পেছনে তাকাবেন না, কি পাইনি সে আফসোস করবেন না। সততা ও মাথায় ১২ চুঙ্গার বুদ্ধি থাকলে জীবন সফল হবেই”

২৫ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা-মা তো...
13/01/2025

২৫ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা-মা তো ভীষণ খুশি। ঠিক দুই মাস আগে নতুন এপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটাও বেশ ভাল ফেভার করেছে। বছর বছর চাকুরীতে পদন্নোতি পাচ্ছে। বেতনও বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি-গাড়ি সব কিনে ফেলল। সংসারে যেন আনন্দের বন্যা বইছে।
সেই সুবাদে রিয়াজ বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্নীয়-স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হৈ-হুল্লোর আর খাওয়া দাওয়ায় রিয়াজ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংশায় পঞ্চমুখ।
সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে,ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিং এ যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগল। রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে।
রিয়াজ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা। স্ত্রীর নামে ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অংকের ডি.পি.এস আর এফ.ডি.আর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে-ভাতে।
চার মাস পরের কথা। গাড়ি এক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাত। রিয়াজ যতদিন চালিয়েছে ধীরে সুস্হ্যেই চালিয়েছে। কোন সমস্যা হয় নাই। ড্রাইভারেরর বেসামাল গতি এদূর্ঘটনার বড় একটা কারন। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি আর এখন তো সবই শেষ হয়ে গেল।
সারা বাড়িজুড়ে শোকের মাতম। স্ত্রী, সন্তান, মামা-বাবা, আত্নীয়স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে। রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউ মাউ করে কাঁদছে। এত সুখের সংসারটা ভেঙ্গে খান খান হয়ে গেল।
রিয়াজের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মত দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাযা পড়ানো হবে। মৃত রিয়াজ সবার আহাজারী,আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসল, জানাযা পড়ানো হলো। কবর দেয়া হলো। কবর হতে হতে রাত প্রায় ১২ টা বেজে গেলো। সবাই ফিরে গেছে, এখন কবরস্হানে আর কেউ নেই।
দুইজন ফেরেশতা এসে মুখ গোমড়া করে রিয়াজকে কিছু প্রশ্ন করতে লাগল। তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওয়ানা হলো। অর্ধ-আসমানে পৌছানোর পর আওয়াজ আসল, থামো,এর আত্না আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনও শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহনযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল। রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছে আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙ্গে ফেল,ছেলেমেয়েদের সমস্ত ডি.পি.এস আর এফ.ডি.আর ভেঙ্গে ফেল আমি আর এ যন্ত্রনা সহ্য করতে পারছি না। কিন্তু না, রিয়াজের চিৎকার কারও কাছে পৌছাল না।
এভাবে ৬ মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুন কষ্টে রিয়াজ আফসোস করতে লাগল। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি আর আজ আমার কোন মুল্য নাই। ৬ মাস হয়ে গেল এখনও আমার আত্না গ্রহনযোগ্যতা পেল না, আর কোনদিন পাবে কিনা তাও জানি না। রিয়াজ কাঁদতে লাগল।
আসরের আযানের শব্দে রিয়াজের ঘুম ভাঙ্গল। এতক্ষন রিয়াজ স্বপ্ন দেখছিল। ঘেমে একাকার হয়ে গেছে। রিয়াজ উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয় মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো এ দুনিয়াতে কেউ কারো নয়।
প্রতিজ্ঞা করল, আর কোন ঋণ নয়।

সমাপ্ত
(কপি পোস্ট)

পোস্ট টা ভালো লাগলে শেয়ার করতে পারেন ❤️

অর্ধেক ঢেকে আছে বরফে, আর অর্ধেক জ্ব' ল' ছে দাবানলে..সৃষ্টিকর্তা কতোটা নিপুণভাবে তাদের সাথে খেলছে.. সারা পৃথিবী মিলেও তাদ...
13/01/2025

অর্ধেক ঢেকে আছে বরফে, আর অর্ধেক জ্ব' ল' ছে দাবানলে..
সৃষ্টিকর্তা কতোটা নিপুণভাবে তাদের সাথে খেলছে..
সারা পৃথিবী মিলেও তাদেরকে এতোটা ক্ষতি করতে পারতো না।
والله علي كل شييء قدير٠٠٠٠

13/01/2025

হঠাৎ মন চাইলো হালিম খাওয়ার জন্য।।
সাথে আমার বন্ধু রাজু
তাইলে চলে আসলাম ইস্টান রেস্টুরেন্টে রেলওয়ে স্টেশন রোড কুলাউড়া।
চাইলে আপনারাও আসতে পারেন সকালের নাস্তা দুপুরের খাবার ও রাতের খাবারের জন্য।

Md Saifur Rahman 64 Islam Is My Deen

আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না

।ফ'লো করুন পেইজ টা シ゚ ゚viral ゚viralシ ゚viralシ2023 ゚vir

▓▒F░O░L░L░O░W▒▓█
┊┊┊▕▔╲▂▂▂╱▔▏
╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮
╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯
┈┃⠀┃▏┈┈▅┈┈▕┃⠀┃
┈┃⠀┃▏┈╰┻╯┈▕┃⠀┃
┈┃⠀╰█▓▒░M░E░▒▓█

ছবিটা দেখে নরমালি বুঝা যাচ্ছে যে,ভিতরে মৃতদেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশটা ঢেকে বারান্দায় বা,ঘরে আশ্...
13/01/2025

ছবিটা দেখে নরমালি বুঝা যাচ্ছে যে,ভিতরে মৃতদেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশটা ঢেকে বারান্দায় বা,ঘরে আশ্রয় নিয়েছে। যে ছবিটা ক্যাপচার করেছে,সেও রুম থেকেই তুলেছে।
এবার বুঝে নিন আপনার প্রয়োজন কতটুকু।মরার একটু পরেই সবাই পর।আপনার লাশটি ঘরে তোলা যাবে না।আপনার জন্য কেউ বৃষ্টিতে ভিজতেও পারবে না।শুধু একটু অশ্রু ঝরবে সবার,যা বাড়িতে পোষা কোনো প্রাণী মারা গেলেও ঝরে চোখ থেকে।
কিন্তু,কোনো ব্যক্তির দামী কোনো অলংকার হারিয়ে যতবার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্মরণ করে ততবার আপনি মারা গেলেও স্মরণ করবে না।

সুতরাং,যতদিন বাঁচবেন নিজের জন্য বাঁচেন।ঈমান আমল নিয়ে বাঁচেন। কারণ, সবচেয়ে আপন হলেন আমাদের রব আমাদের আল্লাহ।
আসুন এখন থেকেই পরকালের চিন্তা করি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।🤲🤲

13/01/2025

দশম শ্রেণির ৮০ ছাত্রীর শার্ট খুলতে বাধ্য করলেন প্রিন্সিপাল!

‘বিস্তারিত কমেন্টে’

আল্লাহ তায়ালা দেশবাসীকে এ ধরনের ভাইরাস থেকে হেফাজত করুন।
12/01/2025

আল্লাহ তায়ালা দেশবাসীকে
এ ধরনের ভাইরাস থেকে হেফাজত করুন।

আমি আসছি আপনারা তো আসছেন ফুলতলী ছাহেব বাড়ি।আর মাত্র ৩ দিন বাকিবালাই হাওর প্রায় প্রস্তুত।
12/01/2025

আমি আসছি আপনারা তো আসছেন
ফুলতলী ছাহেব বাড়ি।
আর মাত্র ৩ দিন বাকি
বালাই হাওর প্রায় প্রস্তুত।

পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টান  ঘড়ে জন্ম নিয়ে আর পৃথিবী থেকে ছেড়ে চলে গেলেন মুসলমান হয়ে     আলহামদুলিল্লাহ ❣️❣️
12/01/2025

পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টান ঘড়ে জন্ম নিয়ে
আর পৃথিবী থেকে ছেড়ে চলে গেলেন মুসলমান হয়ে
আলহামদুলিল্লাহ ❣️❣️

নিখোঁজ সংবাদ  (দয়া করে সবাই শেয়ার করুন প্লিজ)কুলাউড়ার ছেলে বরুণা মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান নিখোঁজকুলাউড়া উপজেল...
12/01/2025

নিখোঁজ সংবাদ (দয়া করে সবাই শেয়ার করুন প্লিজ)

কুলাউড়ার ছেলে বরুণা মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান নিখোঁজ

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী গ্রামের সাইফুর রহমানের ছেলে আব্দুর রহমান,বরুণা মাদ্রাসার শিক্ষার্থী'কে সকাল থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

যদি কেউ দেখে থাকেন তাহলে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন:-
মোবাইল: ০১৭৫৪-৬৪২০৩২

12/01/2025

আলহামদুলিল্লাহ
একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদে
ভাই নতুন উমর আলী।।

সুবহানাল্লাহ ❣️

Md Saifur Rahman 64 Islam Is My Deen

আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না

।ফ'লো করুন পেইজ টা シ゚ ゚viral ゚viralシ ゚viralシ2023 ゚vir

▓▒F░O░L░L░O░W▒▓█
┊┊┊▕▔╲▂▂▂╱▔▏
╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮
╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯
┈┃⠀┃▏┈┈▅┈┈▕┃⠀┃
┈┃⠀┃▏┈╰┻╯┈▕┃⠀┃
┈┃⠀╰█▓▒░M░E░▒▓█

12/01/2025

প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ্ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এই ছেলেটি ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে । তার পরিচয় পাওয়া যায়নি। দয়া করে পোস্ট টি...
12/01/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এই ছেলেটি ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে । তার পরিচয় পাওয়া যায়নি। দয়া করে পোস্ট টি সবাই শেয়ার করে তার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

আলহামদুলিল্লাহ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া পৌর শাখার মাসিক সভা সম্পন্ন। ১০ জানুয়ারি ২০২৫ ঈসায়ি।
11/01/2025

আলহামদুলিল্লাহ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া পৌর শাখার মাসিক সভা সম্পন্ন।

১০ জানুয়ারি ২০২৫ ঈসায়ি।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন আল্লাহ তাআলা তাকে বেহেস্ত নসিব করুক আমিন
10/01/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন আল্লাহ তাআলা তাকে বেহেস্ত নসিব করুক আমিন

Address

Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when Md Saifur Rahman 64 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category