Abir gaming

Abir gaming 1 সেকেন্ডের জন্য হলেও অন্য মানুষের মুখে হাসি ফোটাতে পারি জেনো 🥰🔪 তার জন্য আপনাদের সাপোর্ট প্রোয়জন please follow my page 😊🔪

26/10/2024

ইন্টার মায়ামি ২০২৫ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ যোগ্যতা অর্জন করবে 💪😎🥰👑💚

আমার gf এর results 😐🙃
15/10/2024

আমার gf এর results 😐🙃

মৃত্যের আগে ৬ লক্ষ ৬০ হাজার মানুষের কর্মসংস্থান করে গেলেন! টাকা পাচারের কোন ঘটনা ঘটেছে বলে শোনা যায় নি।বরং পৃথিবীর বিভিন...
13/10/2024

মৃত্যের আগে ৬ লক্ষ ৬০ হাজার মানুষের কর্মসংস্থান করে গেলেন!

টাকা পাচারের কোন ঘটনা ঘটেছে বলে শোনা যায় নি।

বরং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা করে ভারতের অর্থনীতি কে করেছেন সমৃদ্ধ।

আপনার মৃত্যু তে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি।

রতন টাটা ১৯৬১ সালে টাটা গ্রুপে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম কাজ ছিল টাটা স্টিলের শপ ফ্লোর পরিচালনা করা। এরপর পড়াশোনা শেষ করতে হার্ভার্ড বিজনেস স্কুলে যান তিনি। এছাড়া তিনি কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচারও পড়াশোনা করেন।[১০] তিনি ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান এবং অক্টোবর ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন টি সি এস। তার নেতৃত্বে টাটা গ্রুপ ইস্পাত প্রস্তুতকারক কোরাস, ব্রিটিশ মোটর গাড়ি সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার এবং ব্রিটিশ চা সংস্থা টেটলির সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়। ফলে টাটা কোম্পানি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে।[১০] ২০০৯ সালে ছোট গাড়ি ন্যানো তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি। যাতে সাধারণ মানুষ মাত্র এক লক্ষ টাকা খরচ করে এই গাড়ি কিনতে পারেন সেটাই ছিল তার স্বপ্ন। পশ্চিমবঙ্গে সিঙ্গুরে গাড়ি তৈরির কারখানার কাজ অনেকটাই এগিয়েছিল কিন্তু রাজনৈতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটা বাস্তবায়িত হয়নি। ফলে তিনি গুজরাটের আনন্দে এই গাড়ি তৈরি করার কারখানা স্থাপন করেন।

রতন টাটা নিজেকে বিভিন্ন সেবামূলক কাজেও নিয়োজিত করেছিলেন। তার উদ্যোগে টাটা গ্রুপ ভারতের স্নাতক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়কে ২৮ মিলিয়ন ডলারের টাটা স্কলারশিপ ফান্ডের ব্যবস্থা করা হয়। ২০১০ সালে একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য হার্ভার্ড বিজনেস স্কুল তারই উদ্যোগে ৫০ মিলিয়ন ডলার অনুদান পায়। প্রসঙ্গত উল্লেখ্য, এখান থেকেই তিনি স্নাতক প্রশিক্ষণ পেয়েছিলেন।[১০] ২০১৪ সালে টাটা গ্রুপ মূলত গরিব ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য আইআইটি বোম্বেকে ৯৫ কোটি টাকা অনুদান দেয়। সাধারণ মানুষের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের সেবা ইত্যাদির ক্ষেত্রেও তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু মানবপ্রেমিক নন পশুপ্রেমিকও ছিলেন তিনি। রাস্তার কুকুরদের উপযুক্ত খাদ্য, প্রয়োজন হলে ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করতেন তিনি

উফ ভিডিওটা সেই ছিলো🫦🫦 লিং,ক কমে,ন্ট ব,ক্সে 👇
12/10/2024

উফ ভিডিওটা সেই ছিলো🫦🫦 লিং,ক কমে,ন্ট ব,ক্সে 👇

🙂🤏
12/10/2024

🙂🤏

12/10/2024

I gained 21 followers, created 33 posts and received 42 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

মোবাইল ছোট বড় যেমনই হোক সিম ঢুকানো জায়গা সমানই থাকে 🫣🤏
09/10/2024

মোবাইল ছোট বড় যেমনই হোক সিম ঢুকানো জায়গা সমানই থাকে 🫣🤏

আমার বাবার ক্রাশ ছিল এখন আমার ক্রাশ।🙂🐸
09/10/2024

আমার বাবার ক্রাশ ছিল এখন আমার ক্রাশ।🙂🐸

02/10/2024

Iphone 16 pro max 😂

কেউ নোয়াখালীর পাশে নেই, কারণ নোয়াখালী তো বাংলাদেশের পাশের দেশ। 😊🔪
24/08/2024

কেউ নোয়াখালীর পাশে নেই, কারণ নোয়াখালী তো বাংলাদেশের পাশের দেশ। 😊🔪

23/08/2024
23/08/2024

আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আমিন 🙂🤲

10/08/2024

আব্বা ডাকাইয়া ছারছে আওয়ামী লীগের লোকগো respect সেনাবাহিনী

,

10/08/2024

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন 🔥🙂

10/08/2024

বেশি কিছু না চাঁদা তুলতে গেছিলো বাকিটা ইতিহাস 🙂🔪

আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশের স্বাধীন সৈনিক

08/08/2024

শপথ নিলেন অন্তবর্তীকালীন সরকার ।

শপথ নিলেন অন্তবর্তীকালীন সরকার

04/08/2024

Power of students 💪✊

Address

Konabari Ambag
Konabari
1700

Alerts

Be the first to know and let us send you an email when Abir gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir gaming:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share