আয়ানের আম্মু ব্লগ 001

  • Home
  • আয়ানের আম্মু ব্লগ 001

আয়ানের আম্মু ব্লগ 001 আমি আয়ানের আম্মু ,আমার সকল চেষ্টা আমার ছেলেকে নিয়ে।চেষ্টা করি রান্না ভিডিও, ও ফ্যানি কিছু করার।
(15)

গ্রাম পাকুন্দিয়া আলমদী ঈদগাহ মাঠ খুব সুন্দর জায়গা,,,,    #কিশোরগন্জ  #পাকুন্দিয়া
01/02/2025

গ্রাম পাকুন্দিয়া আলমদী ঈদগাহ মাঠ খুব সুন্দর জায়গা,,,, #কিশোরগন্জ #পাকুন্দিয়া

আয়ানে নানাবাড়িতে আসা কিছু টা সময়। গ্রাম দৃশ্য,,,  #কিশোরগন্জ  #পাকুন্দিয়া  #...
31/01/2025

আয়ানে নানাবাড়িতে আসা কিছু টা সময়।
গ্রাম দৃশ্য,,, #কিশোরগন্জ #পাকুন্দিয়া #...

এমন বাজার ই তো আমরা চে‌য়ে‌ছিলাম!!!আলু ৫ কে‌জি ৮০টাকাপিয়াজ ৩কেজি ৯৫টাকা ম‌রিচ ২ কেজি ৩৫টাকা ট‌মে‌টো ১কেজি ১০-১৫ টাকা বাধ...
28/01/2025

এমন বাজার ই তো আমরা চে‌য়ে‌ছিলাম!!!
আলু ৫ কে‌জি ৮০টাকা
পিয়াজ ৩কেজি ৯৫টাকা
ম‌রিচ ২ কেজি ৩৫টাকা
ট‌মে‌টো ১কেজি ১০-১৫ টাকা
বাধা ক‌ফি ২টা ১০টাকা
ফুলক‌ফি ২টা ১০টাকা
বেগুন ২০টাকা কে‌জি
ওল ৩‌ কেজি ১৫ টাকা
ধনিয়া পাতা কেজি২০ টাকা
সিম ১ কেজি ৫-৮ টাকা
লাল শাক ৫ আটি ২০টাকা
পালংশাক ৫আটি ১০ টাকা
পিয়াজের পাতা ১কেজি ১৫ টাকা

স্থান : তারাকান্দি সবজি বাজার
২৮/০১/২০২৫ইং

আজকে পিঠা উৎসব শুরু হয়ে গেছে। মানুষের ভিড় ভরে গেলো পিঠা সুস্বাদু খাবার সেই স্বাদ লাগে।  #কিশোরগন্জ, গুরুদয়াল কলেজ।
23/01/2025

আজকে পিঠা উৎসব শুরু হয়ে গেছে। মানুষের ভিড় ভরে গেলো পিঠা সুস্বাদু খাবার সেই স্বাদ লাগে। #কিশোরগন্জ, গুরুদয়াল কলেজ।

জীবন কখনো সখনো তোমাকে এমন কিছু মুহুর্তের সামনে এসে দাঁড় করাবে, যখন তোমার অনেক দুঃখ থাকবে কিন্তু বলার মতন কিছুই তুমি খুঁজ...
23/01/2025

জীবন কখনো সখনো তোমাকে এমন কিছু মুহুর্তের সামনে এসে দাঁড় করাবে, যখন তোমার অনেক দুঃখ থাকবে কিন্তু বলার মতন কিছুই তুমি খুঁজে পাবে না। টুকটাক যদি কিছু পেয়েও যাও তবে কাউকে বলতে তা ভয় লাগবে এই ভেবে যে, যদি কেঁদে ফেলো, সামান্য একটা শব্দেই যদি পাজেলের মতন এলোমেলো হয়ে যাও।
তখন তোমার মাথা নিচু করে রাখা ছাড়া আর কোনো উপায় হাতে থাকবে না৷ যাতে চোখের জল গড়ালেও তা পায়ের তলায় গিয়ে মিশে যায়। যাতে কারো চোখে সে জল না পড়ে।

এমন মুহুর্ত আসেই জীবনে। তখন আমরা শুধু চুপচাপ বসে থাকতে চাই। কাউকে যদি পাশেও পাই, তাহলেও চাই সে যাতে হাতটা ধরে বসে থাকে। কেবল বসে থাকে। ব্যস...

_ নাবিলা তাসনিম

সবজি বাজার ৫০ টাকা বাজার। ২০ টাকা কেজি ফুল কপি, টমেটো ৪০ টাকা কেজি, আলু ৫০ টাকা কেজি।  #কিশোরগন্জ
17/01/2025

সবজি বাজার ৫০ টাকা বাজার।
২০ টাকা কেজি ফুল কপি, টমেটো ৪০ টাকা কেজি, আলু ৫০ টাকা কেজি। #কিশোরগন্জ

With Jamil Mia – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉
16/01/2025

With Jamil Mia – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

আজকের পাইকারি বাজার১৬জানুয়ারি রোজ বৃহস্পতিবার ১ / কাচা মরিচ ২০-২৫ টাকা কেজি২/নতুন আলু -১৭-২২-২৫ ৩/পেয়াজ - ৩৫-৪০-৪২ টাকাল...
16/01/2025

আজকের পাইকারি বাজার
১৬জানুয়ারি রোজ বৃহস্পতিবার

১ / কাচা মরিচ ২০-২৫ টাকা কেজি
২/নতুন আলু -১৭-২২-২৫
৩/পেয়াজ - ৩৫-৪০-৪২ টাকা
লাল তীর হাইব্রিড -৩২-৩৫ টাকা
৪/মিস্টি লাউ -২০-২৫-৩০ পিচ
৫ / সিম দেশি -৬-১০-১২ টাকা
৬/সিম হাইব্রিড -৫ -টাকা
/কেরালা-৬ টাকা
৭/ টমেটো -২৫-৩০ টাকা
৮/টমেটো কাচা -১৮-২০ টাকা
৯/ফুলকপি -১০-১৫ টাকা পিচ
১০/পাতাকপি -১০-১২ টাকা পিচ
১১/শশা-২০-২৫ টাকা কেজি
১২ / পেয়াজের ফুল -৭০ -৯০টাকা (২০ আটি)
১৩/ধনিয়া -৩০ টাকা কেজি
১৪/বেগুন -২৫-৩০ টাকা কেজি
১৫/লাল শাক -৫০ টাকা (২০ আটি)
১৬ / লাল আলু -৩০ টাকা কেজি
১৭/লেবু -৪৫ টাকা
১৮/ বতুয়া শাক -৮০-১০০ টাকা ২০ আটি
১৯/খিরাই-২০-২২ টাকা কেজি

সকাল সকাল খুদের ভাত ভর্তা গুলো সেই স্বাদ লাগে সুস্বাদু খাবার। কারা কার পছন্দ করে?...
15/01/2025

সকাল সকাল খুদের ভাত ভর্তা গুলো সেই স্বাদ লাগে সুস্বাদু খাবার। কারা কার পছন্দ করে?...

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটিবাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।:হটাৎ:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরেজোরে কা...
14/01/2025

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।
:হটাৎ
:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে
জোরে কান্না করতে লাগলো।
:বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই
ঘুম ভেঙ্গে গেলো।
,,
স্বামী বললেন,
ওকে একটু থামাও.....!
আর মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে
নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।
:
কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে
উঠে ঘর থেকে
বের হয়ে গেলেন।
:
কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে
ফিরে এলেন
আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস
করলেন,
কোথায় গেছিলে ?
:
তিনি বললেন ,
:
মায়ের কবরটা দেখতে
গিয়েছিলাম।
:
বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,
:
এত রাতে কেন ?
:
সে উত্তর দিল ,
আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিলো
তখন আমার খুব বিরক্ত লাগছিল।
:
কিন্তূ
:
তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে
হাটতেছ।
কারন,
তুমি তার মা।
:
তখনি মনে পড়ে গেলো।
:
হয়তো , আমি যখন ছোট ছিলাম
তখন
আমার মা ও আমাকে এভাবেই যত্ন
করেছিলেন।
:
তাই মাকে দেখতে গেছিলাম।
:
আজ আমি মায়ের যত্নে এত বড়
হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে
কতটুকু যত্নে
আছেন।
:
পৃথিবীতে মা একমাত্র আপন।
:
হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার
সেবা করার তৌফিক দিন।
যাদের মা বাবা পৃথিবী তে নেই
তাঁদের কে জান্নাত বাসি করুন।।
(আমিন)

অভিমান করতে করতে মেয়েরা  একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ...
13/01/2025

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই
সেই মানুষটার কাছে,
ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,
তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়,
নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় ,
তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না,
কে পাত্তা দিল কে পাত্তা দিল না,
তাতে তার কিছুই যায় আসে না,
মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়
মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়,
চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না💔

শুভ জন্মদিন প্রিয় ❤️❤️দোয়া ও ভালোবাসা রইল সবসময় ভালো থাকো। আল্লাহর তোমাকে সুস্থতা নেক হায়াত দান করেন।
13/01/2025

শুভ জন্মদিন প্রিয় ❤️❤️
দোয়া ও ভালোবাসা রইল সবসময় ভালো থাকো। আল্লাহর তোমাকে সুস্থতা নেক হায়াত দান করেন।

আজকের পাইকারি  আপডেট ১০/০১/২০২৫প্রতি কেজি হিসেবে দর।কাচা মরিচ ২৫-৩০-নতুন পেয়াজ -৪০-৪৫আলু পুরাতন -৫৫নতুন আলু ২২-২৫-২৭লাল ...
10/01/2025

আজকের পাইকারি আপডেট
১০/০১/২০২৫
প্রতি কেজি হিসেবে দর।
কাচা মরিচ ২৫-৩০-
নতুন পেয়াজ -৪০-৪৫
আলু পুরাতন -৫৫
নতুন আলু ২২-২৫-২৭
লাল আলু -৩৫-৪০
পেয়াজের ফুল -৪-৫ টাকা আটি (২০ আটি--৭০ -৮০টাকা)
পেয়াজ পাতা সহ ২৫- কেজি
পেয়াজ পাতা -২-টাকা আটি
শশা-২০-২৫
মুলা-৬-৮১০ প্রতি হালি
বেগুন -২৫-৩০
পাকা টমেটো -৩৫-৪০-কেজি
কাচা টমেটো ১৮-২০-কেজি
ধনিয়া -২০-২২ টাকা কেজি
সিম দেশি ১৫-১৮
আলি সিম-৩৫-৪০
লেবু-৩০-৩৫
পেপে-২৫-২৭
কেরালা সিম -১০-১২
খাট সিম /চেপ্টা ৮-১০
ফুলকপি ৬-১০-১২-- সাইজ অনুযায়ী
পাতাকপি -১০-১৩পিচ
লাল শাক --৫০ -৬০-(১ কুড়ি)
পালং শাক -৪০-৫০ (২০ আটি)
মিস্টি লাউ -২৫-৩০-টাকা পিস
পানি লাউ --৩৫-৪০
পান আলু -১৫-১৮-
নিয়মিত আপডেট পেতে ফলো দিয়ে সাথেই থাকুন

লাল শাক ২০ টাকা হালি লাউ শাক ২৫ টাকা ফুলকপি ৪০ টাকা কেজি মুলা ২০ টাকা লাল আলু ৭০ টাকা কেজিপুরান আলু ৫০ টাকা কেজি কাঁচা ম...
08/01/2025

লাল শাক ২০ টাকা হালি
লাউ শাক ২৫ টাকা
ফুলকপি ৪০ টাকা কেজি
মুলা ২০ টাকা
লাল আলু ৭০ টাকা কেজি
পুরান আলু ৫০ টাকা কেজি
কাঁচা মরিচ ৫০ টাকা কেজি
বেগুন ৪০ টাকা কেজি।
#কিশোরগন্জ, হয়বতনগর।

08/01/2025

🥶🥶
শুভ সকাল
আয়ানে নাস্তা খাবে, আয়ানে স্কুল যাবে রেডি হও তারপর হাটে যাবে স্কুলে ক্লাসে কি মজা আনন্দ 😍

শিশু নার্সারিতে বইয়ে প্রশ্ন,,,,
08/01/2025

শিশু নার্সারিতে বইয়ে প্রশ্ন,,,,

বই ছড়া কবিতা শিশু নার্সারিতে বই।
08/01/2025

বই ছড়া কবিতা শিশু নার্সারিতে বই।

কবিতা শিরোনাম: চন্দ্র-শোভাকলমে:     শাহাব উদ্দিনতারিখ:     ০৭/০১/২৫ইংকাজলকালো দুটি আঁখিসে যে আমার পরান পাখিআছে হৃদয় জুড়ে...
07/01/2025

কবিতা
শিরোনাম: চন্দ্র-শোভা
কলমে: শাহাব উদ্দিন
তারিখ: ০৭/০১/২৫ইং

কাজলকালো দুটি আঁখি
সে যে আমার পরান পাখি
আছে হৃদয় জুড়ে,
হাঁটবো দুজন হাতে ধরে
জ্যোৎস্না মাখা রাত্রি ভরে
যাবো অনেক দূরে ৷

জ্যোৎস্না রাতে গভীর বিলে
চন্দ্র-শোভা জলে মিলে
রূপে দৃষ্টি কাড়ে,
আনচান করে আমার হিয়া
সাথীকে মোর সাথে নিয়া
হাঁটবো বিলের ধারে ৷

নীল নীলিমায় ইন্দু হাসে
বিলের জলে শাপলা ভাসে
আবছা আবছা লাগে,
বিলের ধারে তেঁতুল শাখে
মধুর সুরে কোকিল ডাকে
হৃদে পুলক জাগে ৷

Address

Kishorganj

01

Telephone

+8801860952484

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়ানের আম্মু ব্লগ 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share