Mou's diray

Mou's diray নিজের জন্য বাঁচি � বাঁচার জন্য লড়াই করি😌

17/02/2025

আম্মু ছাড়া কেউ কোন দিন বলেনি কী খাবি? কী রাঁধবো? মায়েরা যে বলে, আমি দুনিয়া থেকে চলে গেলে কেউ চার আনার দামও দেবেনা, এটা মনে হয় সত্যিই বলে। ভেবে দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গাও ওই একটাই, আম্মু । টাকা লাগবে? আম্মু কে বলি । জামা, জুতা লাগবে ? আম্মু কে বলি । মন খারাপ? আম্মু কে ডাকি। মেজাজ খারাপ? আম্মুকে ডাকি। চশমা হারিয়ে গেছে? আম্মুকে ডাকি। তোমাকে ভালোবাসি আম্মু। 🥰 মায়েরা ভালো থাকুক সবসময়। আমিন!🥰

16/02/2025

বয়স টা এখন এমন দার প্রান্তে এসে দাড়িয়েছে যে কি করবো, কি করা উচিৎ কিচ্ছু মাথায় ঢুকছে না৷ হয়তো জীবনের এই একটা ফেসে এসে মানুষ আটকে যায়। সিদ্ধান্তহীনতা যে কতটা কষ্ট দিতে পারে তা এই সময় না আসলে বুঝা মুশকিল ছিলো।
নিজের দিকে ফোকাস দিবো নাকি ক্যারিয়ার নাকি ফ্যামেলি। মনে হয় সবাইকে ভালো রাখার,সবার দায়িত্ব নেওয়া যেনো আমারই প্রধান কাজ হয়ে দাড়িয়েছে। এই স্বার্থপর দুনিয়ায় সবাই নিজ নিজ চিন্তায় ব্যস্ত সেখানে আমারই কেন সবার সুখের কাছে হেরে যেতে হচ্ছে! আমার কাছে কোন উত্তর নেই!:)

15/02/2025

মৌনতা সবসময় সম্মতির লক্ষণ হয়না। অনেক সময় মৌনতা ক্লান্তির লক্ষণ, অসহায় আত্মসমর্পণের লক্ষণ, প্রচণ্ড ক্রোধে কিছু করতে না পারার লক্ষণ, বহু অপেক্ষার পরও না পাওয়ার লক্ষণ।

Heard words are loud but those unheard are the loudest at times!!

14/02/2025

হারামের বিলাসিতা দেখে আপসোস করবেন না, বরং শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন..। আলহামদুলিল্লাহ

14/02/2025

নিজের মতো করে বাঁচো !!
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!🌸🥀

12/02/2025

'ফ্যামিলি প্রবলেম' যাদের আছে,তারা ভিতরে ভিতরে শেষ! কাউকে বলতে পারেনা, কাউকে বুঝাইতে পারেনা,নিজে মানতে পারেনা! চোখের সামনে সব দেখে কিন্তু কিছুই করার থাকেনা! তাদের দেখে কেউ বুঝেও না তাদের জীবনে কি চলে!
ফ্যামিলি প্রবলেমে থাকা মানুষ সব চেপে গিয়ে অন্য সবাই কে বলে 'ভালো আছি আলহামদুলিল্লাহ!'

12/02/2025

জীবন কখনো একরঙা হয় না, প্রতিটি মুহূর্তে থাকে আলো-অন্ধকারের খেলা।
কষ্ট আসবে, কিন্তু তা শুধুমাত্র আমাদের শক্তি বাড়ায়, বাঁচার ইচ্ছাকে আরও জোরালো করে তোলে।
কখনো মনে হয় পৃথিবী থেমে গেছে, কিন্তু সেই থেমে যাওয়া সময়টাই আমাদের নতুন পথের সূচনা।
যত বড় কষ্টই হোক না কেন, জীবনের লড়াই শেষ নয়—এটি তো শুধু এক নতুন অধ্যায়।

এটি জীবন এবং কষ্টের মাঝে শক্তি ও সাহস খোঁজার একটি চেষ্টা।

31/01/2025

সুরা ইউসুফ কতো সুন্দর!

এটা আমাদের শেখায়; কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করতে পারে, ভাঙা হৃদয় ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে পারে, কষ্টের পর সচ্ছলতা আসে, দুঃখী হওয়া আর অকৃতজ্ঞ হওয়া সমান নয় এবং ধৈর্যশীল মানুষদের শেষ পরিনতি সুন্দর হয়!

সুবহানআল্লাহ!🖤

ছেলে বলেছিলো শহরে নাকি উনার বাড়ি গাড়ি সব আছে, এই তার নমুনা চিত্র 😁
29/01/2025

ছেলে বলেছিলো শহরে নাকি উনার বাড়ি গাড়ি সব আছে, এই তার নমুনা চিত্র 😁

28/01/2025

আমাদের জীবনটা chatgpt এর মত। সবাই আপনার বেস্ট সময়ে আপনাকে নিয়ে হাইপ তুলবে, আপনাকে ছাড়া তাদের চলে না বলবে, the moment they'll find a better alternative, they'll start to make jokes on you. They'll make you feel inferior, will forget your contribution, help and support. তারা আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে!

27/01/2025

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়ত। এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে।

সুতরাং কষ্ট পাওয়া যাবে না। মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। ভেবে নিন এটাই পৃথিবীর নিয়ম এটাই জীবন।

25/01/2025

জীবনে যা ই করেন, এমন একজন মানুষ রাখবেন যার কাছে গিয়ে আপনি মন খুলে কথা বলতে পারবেন, যার কাছে গিয়ে কান্না করেও শান্তি পাবেন,যার কাছে আপনার কথা শুনার মতো 'সময়' থাকবে!

নাহলে প্রচন্ড একাকিত্বের সময় গুলোতে আপনি আরো একা হয়ে যাবেন! কাউকে বলতে গিয়েও বলতে পারবেন না! আপনার কষ্ট কেউ বুঝবে না, আপনার একাকিত্ব কাউকে ছুয়ে যাবেনা!
আপনি যাদের কথা শুনতেন,তারাও এই সময় গুলাতে আপনাকে এড়িয়ে যাবে! এমন টাই হয় আসলে,খারাপ সময়ে সবাই আরো খারাপ হয়ে যায় কেনো জানি!

একটা মানুষ থাকুক সবার,যে হারাবে না! কখনোই না!

25/01/2025

মাঝেমধ্যে মনে হতেই পারে 'আর ভাল্লাগেনা! নিতে পারতেছিনা আর এতো প্যারা!' চিল্লাইয়া বলতে ইচ্ছে করবে 'আল্লাহ! মুক্তি দাও! আর সহ্য হয়না৷ নিয়ে যাও আমারে৷ আমি মুক্তি চাই!'

চিল্লাইয়া বলা হয়না৷ সব সহ্য করে যেতে হয়৷ হাসি মুখে বলতে হয় 'ভালো আছি!'
মানুষ এর সাথে দূরত্ব বাড়ে৷ সবাই ভুল বুঝে। ভুল টা ভাঙ্গাতেও ইচ্ছে করেনা। যার যা ইচ্ছে তা ভেবে বসে থাকুক। দুনিয়াদারি আর সহ্য হয়না৷
দুনিয়ার সব ঠিকঠাক চলে৷ আমরাও চলি৷ সবাই জানে আমরা ঠিক আছি,ভালো আছি৷ সবাই যেটা জানেনা,সেটা আমরা নিজেরা জানি। আমরা জানি আমরা নিজেরা ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি,যে খবর কেউ জানেনা,যে খবর কাউকে জানানো যায় না! জানাতে ইচ্ছে করেনা...

24/01/2025

কিছু মানুষ আমাদের জাস্ট 'ইয়ুজ' করে! আমরাও বুঝি তারা আমাদের ইয়ুজ করতেসে কিন্তু আমরা তাদের কিছু বলিনা! তাদের মতো শুধুমাত্র দরকারের সময় মেসেজ দেইনা,মেসেজ সীন করে ফেলে রাখিনা!
তারা তাদের দরকারের সময় এমন ভাবে কথা বলে,আমাদের মনে হয় 'তার জীবনে মে বি আমাকে আসলেই দরকার!' আমরা আমাদের সর্বোচ্চ টা দিয়ে তাদের হেল্প করি!
'দরকার' শেষ হইলেই তারা হারিয়ে যায়! আর মেসেজের রিপ্লাই দেয়না! আমরা রাগ অভিমানে প্রতিজ্ঞা করি 'আর কখনো রিপ্লাই দিবো না!'
এইসব মানুষ আমাদের খুব 'প্রিয়' বলেই তারা আবার মেসেজ দিলে আমরা 'প্রতিজ্ঞার' কথা ভুলে গিয়ে রিপ্লাই দেই 'আছিইইই আমি৷ কি লাগবে বলো!

23/01/2025

তুমি খুব শীঘ্রই স্বস্তির নিঃশ্বাস নেবে! গন্তব্যে পৌঁছাতে আরেকটুখানি পথ বাকি! এই অবস্থায় নিরাশ হইয়োনা! থমকে যেওনা! আরেকটু কষ্ট করো! আরেকটু সহ্য করো! বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে দেওয়ার জন্যই ব্যাকুল হয়ে আছেন! ইচ্ছে পূরণে নাহয় আরেকটু ধৈর্য ধরো, আল্লাহ তোমার সব ইচ্ছে পূরন করবেন!❤️

ইনশাআল্লাহ!

22/01/2025

বয়স তেমন কিছুই নয় এখনো, অথচ দেখো, শরীর যেন ক্লান্তির বোঝা টানে, মনটা যেন নিঃশেষ হয়ে পড়ে রোজ। এতটা পথ তবে কি ভুলে ভরা ছিলো? নাকি জীবনের কাছে কিছু চাওয়ায় ছিলো অপরাধ ! একসময় যে স্বপ্নগুলো রঙিন ছিলো, আজ তারা ফিকে হয়ে গেছে ক্লান্তির ছায়ায়। সময়ের ঘড়ি হয়তোবা এগিয়ে যায়, কিন্তু হৃদয়ের বোঝা! সেতো প্রতিদিন আরো ভারী হয়ে ওঠে।

22/01/2025

তুমি হয়ত কোনদিনও জানবে না কেউ একজন তোমায় প্রচন্ড ভালোবেসেছিলো।
তোমায় নিয়ে হাজারো স্বপ্নও দেখেছিলো সেই মানুষটা। আসলে পৃথিবীতে যাকে আমরা সত্যিই ভালোবাসি তাকে ভালোবাসি কথাটা বলা কিংবা বুঝানো অনেকটাই কঠিন।

দিনশেষে কেউ হয়ত বলতে পারে আর কারও হয়ত কখনোই বলা হয়ে উঠে না।
কারণ সবসময় সব সত্যি সবাইকে জানানো যায় না। কিছু সত্যি সবসময় অপ্রকাশিত থেকে যায়।
হয়ত এভাবেই কিছু কিছু ভালোবাসা থেকে যায় অসমাপ্ত। থেকে যায় অপ্রকাশিত।🖤

Address

Kuliarchar, Kishorganj
Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Mou's diray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share