17/02/2025
আম্মু ছাড়া কেউ কোন দিন বলেনি কী খাবি? কী রাঁধবো? মায়েরা যে বলে, আমি দুনিয়া থেকে চলে গেলে কেউ চার আনার দামও দেবেনা, এটা মনে হয় সত্যিই বলে। ভেবে দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গাও ওই একটাই, আম্মু । টাকা লাগবে? আম্মু কে বলি । জামা, জুতা লাগবে ? আম্মু কে বলি । মন খারাপ? আম্মু কে ডাকি। মেজাজ খারাপ? আম্মুকে ডাকি। চশমা হারিয়ে গেছে? আম্মুকে ডাকি। তোমাকে ভালোবাসি আম্মু। 🥰 মায়েরা ভালো থাকুক সবসময়। আমিন!🥰