Tarail Bichitra TV

Tarail Bichitra TV বিনোদনের জন্য
(1)

10/12/2023
প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন আকুবপুর প্রদত্ত মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেবের পক্ষে শুভেচ্ছা স্মারক গ্রহণ করলাম আমি। প্...
09/12/2023

প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন আকুবপুর প্রদত্ত মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেবের পক্ষে শুভেচ্ছা স্মারক গ্রহণ করলাম আমি। প্রধান অতিথি নিউজিল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ইঞ্জিনিয়ার সফিকুর রহমান ভূঁইয়া অনু।

07/12/2023

একি কথা বললেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল | ঘরোয়া মিটিং শেষে ব্রিফিং

07/12/2023

অপশক্তিকে প্রতিহত করতে তাড়াইল করিমগঞ্জবাসী ঐক্যবদ্ধ | মেজর (অবঃ) নাসিমুল হক

07/12/2023

শাপলা সুন্দরী
আঞ্চলিক গল্প। পর্ব-০৩
ছাদেকুর রহমান রতন

মতি মিয়া কান্তায়া কন্তায়া গিয়া শাপলার সাইডেদে হুইত্তে পড়ছে। এইদিকে ঘর ভরা মানুষ। নয়া বউ শাপলা শরমায়া আনিজিপিল করতাছে। কথাও কইতো পারে না। নয়া বউ কিতা কইবো?
মতির মা ছেড়ার ভাব নমুনা দেইখ্যা পাড়ার মানুষেরে কইতাছে, এল্লা তোমরা যাওগা। ভিরট্টে একটু কমাও। কালপোয়া হিরেবালি দেখবানে। ছেরাডা দুইরাইত ধইরে অঘুমা।
এইতা কইতেই সবাই যারযার মতো গেছেগা। মতি মিয়া মাথাডা গুঞ্জামাইরে রাইখখে মনে মনে কয়, মায়া একটা ভালা কাম করছে। আস্তে আস্তে উইট্টে দরজাডা লাগায়া বউয়ের মুখটার ধারো তার মাথাডা তুইছে। বউ খালি মুচড়ায়। শরমায়া মুখটা হেম্মে ফিরায়া রাহে। একটু একটু আসিও মারে। মতি মিয়া কয়, মাথাডা একটু আতায়া দেও। বউ রাও করে না। বউয়ের ডাইন হাতটা আঙ্গায়া মতির মাথার উপরে আইন্নে তয়া কয়, এল্লা দেও।
শাপলা আস্তে আস্তে মতি মিয়ার মাথাডা আতাইতাছে ঠিহেই কিন্তু রাও করে না। কিতা কয়া রাও করবো ভাও ফায় না। মতি কয়, জুরে টানো।
এর মেদে শাপলার মুখ খুলছে। শাপলা কয়, কেউ দেখলে কিতা কইবো? কইবো এরা দিনের বেলা কিতা শুরু করছে?
মতি কয়, কিতা কইতো? চুল টানলে আবার কওনের কিতা আছে? আমরা তো রুমের ভির্তেই আছি। দেখবো কেলা? সবাই তো গেছেগা।
শাপলা কয়, টিনের বেড়ার মেদে দেহুইন্না বিনবিন। বিন দেয়া কেউ ছুহি দিলেই তো দেইখ্যালবো।
মতি কয়, তে রুমের বাত্তিডে নিবায়ালাই।
শাপলা কয়, না না। অহনি না।
মতি কয়, কোম্বালা তে?
শাপলা কয়, আরও ফরে। সবাই ঘুমাইলে ফরে। রাইতে।
মতি মিয়া কয়, তে অংকান চুলডি একটু ভালা কইরে টানো। মাথাডা কিতা করতাছে।
শাপলা কয়, তে ভাও মতো ফুতুইন। কোনাকুনি হুইত্তে রইছুইনদু।
-------------------------------চলবে

শাপলা সুন্দরী কিশোরগঞ্জের আঞ্চলিক ধারাবাহিক গল্প।(পর্ব ০২)  ছাদেকুর রহমান রতন মতি মিয়া অতো সুন্দর বউ কিবায় ফাইলো এই গবেষ...
06/12/2023

শাপলা সুন্দরী
কিশোরগঞ্জের আঞ্চলিক ধারাবাহিক গল্প।
(পর্ব ০২) ছাদেকুর রহমান রতন

মতি মিয়া অতো সুন্দর বউ কিবায় ফাইলো এই গবেষনা চলছে গাঁও দিগালে। আধামাদা বেডা কিবায় কামডা বানাইলো কেউর মাথাত ঢুহে না।
শাপলা আসলেই এক সুন্দরী নারী। যার ডাগর ডাগর চোখে লম্বা লম্বা পাপড়ি। গোলাকার মুখটা যেন আলোকিত আস্ত একটা পুর্ণিমা চাঁদ। হাওর বেষ্টিত গজারিয়া গ্রামে কোনো এক রাতে ইশ্বর হয়তো শাপলার মায়ের উপর চাদের প্রতিবিম্ব ফেলেছিল। শাপলার বাবা ছিল একজন সাধারণ কৃষক। খেত খামারেই সময় কাটে তার। সেই কৃষকের ঘর আলোকিত করে জন্ম নেয় শাপলা। গাঁয়ের মেয়েরা শাপলাকে হাপলা নামে ডাকে। আর শাপলার মাকে ডাকে হাপলার মা।
এদিকে শাপলারে বেয়া কইরে আইন্নে মতি মিয়া বউয়ের ধারো একটু যাইতোও পারে না। পাড়ার মানুষ বউ দেখতো আয়া ঠাসকি খায়া বয়া থাহে। যে বেডা বেয়া করছে হেই বেডা একটু বউয়ের ধারো বইবো, কথা কইবো, আদর করবো এই ভাও নাই। বেহেই মনে করতাছে মইত্তে তো বউয়ের ধারো রাইতে সেন যাইবো। দিনো গিয়া কিতা করবো? আচ্ছা, দিনের বেলায় কি নয়া জামাই নয়া বউয়ের ধারো যাইতো পারে না? হতিনের ঝিয়াইনে বুঝে না কেড়ে? এইতার কি বাড়িতে কাম কাজ নাই? এই কথা কয়া মতির মা লালবানু চিল্লাইতাছে। কইতাছে, বউডা একটু ঘুমাইতো পারতাছে না। মাইনষের মাথা মাইনষে খাইতাছে। জ্বালারে জ্বালা।
মতি মিয়া কিন্তু ফাঁক খুঁজতাছে কোম্বালা শাপলার ধারো গিয়া একটু বইবো, একটু হুতবো আর কথা কইবো। বেডা একটু লাজুক কিসিমের। এর লাইগ্গে কেউরে কিস্তা কয়না। মানুষের ভির যহন শেষই অয়না তহন পরে মতি মিয়া আস্তে আস্তে কান্তায়া কান্তায়া গিয়া বউয়ের ধারদে আত্কা হুইত্তে পড়ছে। অংকান বউ ঠাসকি খায়া ভাবতাছে এল্লা এল্লা গো অহন কিতা অইবো? মানুষ আইতাছে যাইতাছে অতো মানুষের সামনে এইবায় কেরে হুতছে?
------------------------------চলবে

05/12/2023

অবশেষে কাজটি সম্পন্ন হলো | কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়ার সঠিক থাকলে উন্নয়ন টেকশই হয় | আকুবপুর তাড়াইল

04/12/2023

ছাদেকুর রহমান রতন এর ৫১তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান

04/12/2023

মেঠোপথ সাহিত্য সম্মাননা পদক পেলেন জননেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দার

শাপলা সুন্দরী ধারাবাহিক আঞ্চলিক গল্প (পর্ব ০১)ছাদেকুর রহমান রতন মতি মিয়ারে সবাই মইত্তে কয়া ডাহে। গেরামে এইতা স্বভাব অনেক...
04/12/2023

শাপলা সুন্দরী
ধারাবাহিক আঞ্চলিক গল্প (পর্ব ০১)
ছাদেকুর রহমান রতন

মতি মিয়ারে সবাই মইত্তে কয়া ডাহে। গেরামে এইতা স্বভাব অনেকের আছে। কেড়ে? মতি মিয়া কয়া ডাকলে কি মান ইজ্জত কইম্মে যাইবোগা? কট্টি পুংগির পুতাইন আছে এইসবতা করে কি সুন্দর একটা নাম বিটকায়া ডাকবো। তে মতি মিয়া বেয়া করছে গজাইরে গেরামো। গজাইরে একটা অবহেলিত গেরাম। এই গেরামো কিবায় কিবার বেয়া কইরে বউ আনছে মতি। বউ খুবই সুন্দর। সুন্দর বউ দেইখ্যা কেউ কেউ মতি মিয়ারে কয় কিরে মইত্তে, এই বউ কিবায় ফাইলে?
মতি মিয়া মুচকি আসি মাইরে দাঁতটি বাইর কইরে যেবালা চায় এইবালা মনে অয় মতি মিয়া অন্য গ্রহের বাসিন্দা। কয়, ফাইছি। বউ কি দেশো অভাব আছে?
আসলেই অভাব নাই। মেলা বউ গাঁও গেরামে আছে। কেউ গরুর গুবর দেয়া মুইট্টে বানায়, কেউ ছডা বানায়, কেউ হারাদিন চুলার পাড়ো বয়া রান্দে। এইসব বউয়াইনও কিন্তু মেলা সুন্দর। একটু সাজগোছ করলে কারিনা কাপুরও ফেইল। কিন্তু এইতা কি কেউ চিন্তা করে? করে নাগো ভায়ু। বেহেই খালি কাম করায় আর আবুদুবাইন জন্ম দেয়। গেরামের সুন্দর বেইট্যানও জামাইর ঘরো আয়া অতো চিন্তা করে না। সাজবো কোম্বালা? আবু ফালতে ফালতে আর কাম করতে করতে জীবনডা তামা তামা অয়া পড়ে। তেউ শান্তি। কামদুম কইরে আবুটাবু ফাইল্লে সংসারো সুহেই আছে।
মতি মিয়ার বউ সুন্দর দেইখ্যা কেউ কেউ মশকারি করে। আগ্গয়া যায় কথা কইতো। জিগায়, ভাবি আপনের নাম কি?
বউয়ে আসি মাইরে কয় শাপলা।
গেরামের রফিক কয়, হাপলা নামডা খুব সুন্দর।
শাপলা কয়, হাপলা না ভাই। আমার নাম শাপলা।
রফিক শাপলার আসি দেইখ্যা আর কথা হুইন্নে কেমন জানি হয়া গেছেগা। মনে মনে কইতাছে, এইডে তো হাপলা নারে এইডেদু আগুন। আয়হায়! মইত্তে এই বউ কই পাইলো?
মতি মিয়ারে রফিক জিগায় কিরে মইত্তে, কাম তো বানায়ালছস। যা, তর জীবনডা সার্থক। ভাবি যাইগে। পরে আরেকবার কথা কয়ামেনে।
রফিক যায় আর টেনশন করে মইত্তের লাগান বেডা বউডা কিতা ফাইছে! হালার ঘরের হালাদু বিনাশ কইরেলছে। এই কথাডা রফিক গেরামের আরও কয়েকজনরে কইছে। মইত্তে একটা জিনিস আনছেরে। এই হালায় কিবা কিতা করলো?
(চলবে)

04/12/2023

মিনিবার ফুটবল টুর্নামেন্ট গালিমগাজী, কাদিরজঙ্গল

02/12/2023

ঘরোয়া আলোচনা শেষে আজিজুল হক ভূইয়া মোতাহার সাহেবের ব্রিফিং | তাড়াইল-করিমগঞ্জ নির্বাচন প্রসঙ্গ

01/12/2023

করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া খেলার মাঠে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ২০২৩

কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ-তাড়াইল আসনে সতন্ত্র মনোনয়নপত্র জমা দলেন জননেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দার
01/12/2023

কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ-তাড়াইল আসনে সতন্ত্র মনোনয়নপত্র জমা দলেন জননেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দার

28/11/2023

তাড়াইল-করিমগঞ্জ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ঘরোয়া মিটিং শেষে মাহফুজুল হক হায়দার এর ব্রিফিং

25/11/2023

গরম তৈল ঢেলে দিয়েছে আওয়ামী নেতা আজম | খেলা হবে করিমগঞ্জ-তাড়াইলে

হেন্ডপেন্টিং শাড়ি। অনলাইনেও বিক্রি করা হয়।মোবাইল নম্বর ০১৭৫৬-৯৩৩৩৫৮দেখতে চাইলে তাড়াইল বিচিত্রা স্টুডিওতে আসুন।খান ব্রাদা...
24/11/2023

হেন্ডপেন্টিং শাড়ি। অনলাইনেও বিক্রি করা হয়।
মোবাইল নম্বর ০১৭৫৬-৯৩৩৩৫৮
দেখতে চাইলে তাড়াইল বিচিত্রা স্টুডিওতে আসুন।
খান ব্রাদার্স টাওয়ার নীচতলা, তাড়াইল।

24/11/2023

৩০ কেজি করে চাল পাচ্ছে হতদরিদ্র মানুষ | শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌছে গেছে | জাওয়ার, তাড়াইল

24/11/2023

তাড়াইলে হঠাৎ কর্মী সমাবেশ | আবারও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ | নবাব চেয়ারম্যান কি বললো?

23/11/2023

গিয়াস উদ্দিন লাকী উজ্জীবিত করলো তাড়াইল উপজেলা আওয়ামী লীগকে | নৌকা এবার চাইই চাই

৯১ ব্যাচ বন্ধু দিপালী আজ মারা গেছে।এতো তাড়াতাড়ি চলে যাওয়ার কি তাড়া ছিলরে? আমরাও তো যাব। আর কিছুদিন থাকলে হয়তো আরও দেখা হ...
22/11/2023

৯১ ব্যাচ বন্ধু দিপালী আজ মারা গেছে।
এতো তাড়াতাড়ি চলে যাওয়ার কি তাড়া ছিলরে? আমরাও তো যাব। আর কিছুদিন থাকলে হয়তো আরও দেখা হতো, কথা হতো বন্ধু। তোর মায়া, তোর হাসি, তোর বন্ধুত্ব কোনোদিন ভুলতে পারবো না। ওপাড়ে ভালো থাকিস দিপালী।

22/11/2023

তাড়াইল আওয়ামী লীগের নৌকার দাবিতে শান্তি ও কর্মী সমাবেশ | আজিজুল হক মোতাহার বললেন নৌকা আসবে

অনেক দিন পর লাল জিলিপি খাইলাম।সেই স্বাদ। মাত্র ১৪০/- টাকা কেজি।
22/11/2023

অনেক দিন পর লাল জিলিপি খাইলাম।
সেই স্বাদ। মাত্র ১৪০/- টাকা কেজি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীশেখ হাসিনার নিকট প্রার্থনাসংসদীয় আসন কিশোরগঞ্জ-৩ এ মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেবকে নৌকা...
21/11/2023

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার নিকট প্রার্থনা

সংসদীয় আসন কিশোরগঞ্জ-৩ এ মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেবকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র সুদৃষ্টি কামনা করছি। তৃণমূলের পছন্দের জনবান্ধব একজন নেতা হিসেবে মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেব নৌকা পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। কারণ তিনি পরিক্ষিত একজন আওয়ামীলীগার এবং দলের জন্য তিনি জীবন বাজী রেখে অনেক কিছু করেন এবং যা করছেন তা নজিরবিহীন। অত্যান্ত ভদ্র এবং মিশুক প্রকৃতির নিরাপদ রাজনীতিবিদ হিসেবে এই ডায়নামিক নেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দার গত ১৫ বছরে কিশোরগঞ্জ-৩, করিমগঞ্জ-তাড়াইল এলাকায় আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মকাণ্ডে সহায়তা করেছেন এবং ইউনিয়ন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন এবং উজ্জীবিত করেছেন।
এই নজিরবিহীন কর্মকাণ্ড আর কারও ব্যক্তিগত কেরিয়ারে নাই। আজ অনেকেই মনোনয়ন চাইছেন চাইবেন। চাওয়ার অধিকার অনেকের আছে। কিন্তু বর্তমান সময়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেবের মতো ডায়নামিক নেতার প্রয়োজন আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন প্রকৃত যোদ্ধা হিসেবে জনাব মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেবকে নৌকা প্রতীকের মনোনয়ন দিন। আমানতে খেয়ানত হবে না ইনশাআল্লাহ।
অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করে কিশোরগঞ্জ-৩ আসনের বিজয় নিশ্চিত করবো আমরা। পাশাপাশি এ অঞ্চলে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে স্মার্ট ও ডায়নামিক নেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দার ভোটযুদ্ধে ইতিহাসে রেকর্ড করবে বলে আমরা বিশ্বাস করি।
করিমগঞ্জ-তাড়াইলের আওয়ামীলীগ ও জনগণ আজকের বিরোধী দল(জাতীয় পার্টির) রোষানলে থাকা এবং কোনঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের অস্তিত্ব পুনরুদ্ধারে মোহাম্মদ মাহফুজুল হক হায়দার সাহেবকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে বিজয় নিশ্চিত করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

19/11/2023

করিমগঞ্জ কাদিরজঙ্গল ইউনিয়নে মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলায় মাহফুজুল হক হায়দার ও নেতৃবৃন্দ

16/11/2023

হোসনে আরা মমতাজ ফাটাফাটি গান গাইলো | তাড়াইল বিচিত্রা টিভি স্টুডিও উদ্বোধন

16/11/2023

তাড়াইল বিচিত্রা টিভি স্টুডিও উদ্বোধন অনুষ্ঠানে গান গাইলো নীল গঞ্জের খোকা | ফাটাফাট | Tarail bichitra

16/11/2023

হায়দার ভাইয়ের সালান নিন নৌকা মার্কায় ভোট দিন | তাড়াইল-করিমগঞ্জ | কিশোরগঞ্জ -৩

15/11/2023

তাড়াইল উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে বোরগাঁও বাজারে পথসভা | কথা বলছেন জিয়াউর রহমান জিয়া

২৭ নভেম্বর আমার ৫১তম জন্মদিন রাজ্যের সবাইকে কেক কাটার আয়োজনে আমন্ত্রণ জানানো হলো।
15/11/2023

২৭ নভেম্বর আমার ৫১তম জন্মদিন
রাজ্যের সবাইকে কেক কাটার আয়োজনে আমন্ত্রণ জানানো হলো।

15/11/2023

Address

Sachail, Tarail, Kishorganj
Kishoreganj
2316

Telephone

+8801756933358

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarail Bichitra TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category