Smrity's Creation

Smrity's Creation একটি হাস্যোজ্জ্বল মুখ ভালোবাসার সূত্রপাত ঘটায়, হাসতে ভালোবাসি, ভালোবাসতে ভালোবাসি❤️❤️
(12)

কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আগের মতো আর থাকে না। হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সম...
03/02/2025

কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আগের মতো আর থাকে না। হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো, তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান সবকিছুই এক সময় অর্থহীন হয়ে যায়।

একদিন মানুষ শিখে যায়, বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে।

অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয়না। তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে।

মেয়েদের জীবন বরাবরেই আমার ভালো লাগে না,, কেমন একটা অদ্ভুত যন্ত্রণা, কেমন পরিবর্তন, নিজের আপনজন ছেড়ে জন্য একটা জায়গায় সবা...
02/02/2025

মেয়েদের জীবন বরাবরেই আমার ভালো লাগে না,, কেমন একটা অদ্ভুত যন্ত্রণা, কেমন পরিবর্তন, নিজের আপনজন ছেড়ে জন্য একটা জায়গায় সবাইকে আপন করা। নিজের ইচ্ছে গুলোকে, ভালো লাগাকে ভুলে যাওয়া। তারপরেও কৃত্রিম হাসি লেগে থাকতে হবে। সে চাইলেই সব করতে পারবে না। কোনো কোনো মেয়েকে তো আবার নিজের সকল স্বাদ আহ্লাদ সব ভুলে যেতে হয়,,, চাইলেই সে আর নিজের বাড়ি যেতে পারে না। তখন নাকি সে হয়ে যায় সে বাড়ির মেহমান। যেখানে তার জন্ম কর্ম সব সেখানেই সে মেহমান। আসলে মেয়েদের কি আছে? কে আছে?
না আছে নিজের বাড়ি, না আছে নিজের কিছু..... আমার বরাবরই ইচ্ছে করে, প্রতিটি মেয়ের অন্তত ছোট্ট একটা ঘর হোক,, যেটা একান্তই সেই মেয়ের। যেখানে তার কোনো জবাবদিহিতার ভয় থাকবে না,, থাকবে না কোনো বাধা। ছোট হোক তবুও একটা ঘর হোক।
মেয়েরা চাকরি করলেই কি সব সমস্যার সমাধান? না..... চাকরি, তবুও দিনশেষে মেয়েরা ক্লান্ত হয়ে যায়। চাকরি করে এসে ঘর সামলাও, বাচ্চা সামলাও। নিত্য দিনের নিয়মের বেড়াজাল থেকে প্রতিটি মেয়েই পালাতে চায়,,, আমি জানি তার একবার না একবার পালাতে ইচ্ছে করে,,,,, এসব ধরাবাঁধা নিয়মের বেড়াজাল থেকে সে পালিয়ে বাচতে চায়। ঠিক তখনেই তার নিজের সেই ছোট্ট ঘরটার প্রয়োজন পরে.... আসলে সত্যি বলতে যেই ঘরটা তার নেই..... এই অদ্ভুত জীবনের স্বাদ থেকে বাচার কি আদৌও কোনো উপায় আছে,,,,??

প্যাশন ফল 🥰
04/11/2024

প্যাশন ফল 🥰

পুরুষদের কমন কথা, "বাপের বাড়ি চলে যাও।"এই কথার গভীরতা যে কত ব্যাপক সেটা কোনো পুরুষই বুঝে না। নারীদের আসলে কিচ্ছু নেই। নি...
04/11/2024

পুরুষদের কমন কথা, "বাপের বাড়ি চলে যাও।"
এই কথার গভীরতা যে কত ব্যাপক সেটা কোনো পুরুষই বুঝে না। নারীদের আসলে কিচ্ছু নেই। নিজের কোনো বাড়ি নেই। মত প্রকাশের অধিকার নেই। কারো কথায় আঘাত লাগতে নেই। আছে কেবল চোখের পানি ঘিলে ফেলার ক্ষমতা।
চোখের পানি ঘিলে ফেলার ক্ষমতা যেই নারীর আছে, সেই নারী সবার চোখে সুখী।
প্রতিটি নারীর উচিত, একান্ত নিজের একটা বাড়ি তৈরী করা। যেটাকে বলা হবে সুখের বাড়ি।
আমারও একটা সুখের বাড়ি হোক, যেটা একান্তই আমার❤️❤️
যেখান থেকে কেউ বলতে পারবে না, বাপের বাড়ি যাও বা শ্বশুর বাড়ি যাও.....
প্রতিটি নারীর নিজের একটা পরিচয় দরকার,, একান্তই নিজের পরিচয়❤️❤️❤️

10/09/2024

#ইটনা_হাওর

22/08/2024

কিশোরগঞ্জের হাওরে প্রবল বেগে ঢুকছে ভারতের পানি
আল্লাহ আমাদের সহায় হন।
ভারতের পরিকল্পিত এই বন্যার সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

টাটা বাই বাই🙃🙃
05/08/2024

টাটা বাই বাই🙃🙃

পদত্যাগ❤️
05/08/2024

পদত্যাগ❤️

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
05/08/2024

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

05/08/2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার জন্য গণভবন থেকে চলে গিয়েছেন।

03/08/2024

পথনাটকে যখন আমার দেশ😭😭😭

Bad boy?  A Real Tiger 🔥Salman Mohammad Muqtadir
18/07/2024

Bad boy? A Real Tiger 🔥
Salman Mohammad Muqtadir

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smrity's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share