Shakib's Record Books

Shakib's Record Books সাকিব আল হাসানের অজানা ও অবিশ্বাস্য রের্কড ও যেগুলো হয়তো আর ভাঙা সম্ভব না সেই সমস্ত রের্কড বুর্কস।

31/03/2022

ফুটবল কংগ্রেস অনুষ্ঠানে ইউরোপের সাংবাদিকরা বাংলাদেশ কে চিনে না বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ককে চিনেনা।
অথচ ক্রিকেটার সাকিবকে ঠিকই চিনে নিয়েছে। 🙂

সাকিব আল হাসান বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়।🇧🇩🇧🇩 🥰

টেস্ট ক্রিকেটে ৯ টি দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকার ও টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি সেঞ্চুরি হাকানো একমাত্র ক্রিকেটার অ...
31/03/2022

টেস্ট ক্রিকেটে ৯ টি দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকার ও টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি সেঞ্চুরি হাকানো একমাত্র ক্রিকেটার অনলি ওয়ান সাকিব আল হাসান।

Shakib's Record Books Shakib Al Hasan

বর্তমানে খেলছেন এমন এশিয়ান স্পিনার মধ্যে  সাউথ আফ্রিকার মাঠে 'ইনিংসে ৫ উইকেট' শিকার করেছেন;সাকিব আল হাসান - ২ বার (২ ইনি...
30/03/2022

বর্তমানে খেলছেন এমন এশিয়ান স্পিনার মধ্যে সাউথ আফ্রিকার মাঠে 'ইনিংসে ৫ উইকেট' শিকার করেছেন;

সাকিব আল হাসান - ২ বার (২ ইনিংস)
বাকি সবাই মিলে - ২ বার (৪৫ ইনিংস)

SENA [South Africa, England, Newzland, Australia ] দেশগুলোতে কমপক্ষে ৩ বার ৫ উইকেট শিকার ও ডাবল সেঞ্চুরি হাকানো একমাত্র ...
29/03/2022

SENA [South Africa, England, Newzland, Australia ] দেশগুলোতে কমপক্ষে ৩ বার ৫ উইকেট শিকার ও ডাবল সেঞ্চুরি হাকানো একমাত্র এশিয়ান ক্রিকেটার সাকিব আল হাসান।

রিমেম্বার দ্যা নেইম সাকিব আল হাসান 👑

সাকিব আল হাসান সব ধরনের টি টুয়েন্টিতে ৭০০০+ বল করে একবারও নো বল করেন নি 😱নো বল ছাড়া সাকিবের থেকে আর বেশি বল করতে পারেন ন...
29/03/2022

সাকিব আল হাসান সব ধরনের টি টুয়েন্টিতে ৭০০০+ বল করে একবারও নো বল করেন নি 😱

নো বল ছাড়া সাকিবের থেকে আর বেশি বল করতে পারেন নি আর কোনে বোলার।

28/03/2022

ভারতের অন্যতম লেগ স্পিনার চাহালকে ডাউন দ্যা উইকেটে এসে এক ওভারে তিনটি ছক্কা সাকিব আল হাসানের 👑

একেকটা ছয় যেনো চোখের প্রশান্তি ❣️

সাকিব আল হাসান শুধু মাঠের অলরাউন্ডার না বাহিরেও অলরাউন্ডার। মানবিক একজন মানুষও।এইতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হ...
28/03/2022

সাকিব আল হাসান শুধু মাঠের অলরাউন্ডার না বাহিরেও অলরাউন্ডার। মানবিক একজন মানুষও।

এইতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কথা তো আমরা সকলে জানি সাকিব তার প্রতিষ্টানের মাধ্যমে তাকে ১৫ লাখ টাকা দিয়ে সাহায্য করেছে তার চিকিৎসার জন্য। সাকিব শুধু টাকাই দেয় না তার খোজখবর ও রাখে। আশা করি সাকিবের এই মহৎ উদ্দোগ্য দেখে আসতে আসতে সকল ক্রিকেটাররা মোশাররফ হোসেন রুবেলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবে৷ কারণ ২-৫ লাখ কিছুই না ক্রিকেটারদের জন্য। সকলে ২-৫ লাখ দিলে অনেক টাকা হয়ে যাবে। কথায় আছে না..

ক্ষুদ্র ক্ষুদ্র ভালোকণা বিন্দু বিন্দু জল,
গড়ে ওঠে সাগর মহাদেশে অঠল।

26/03/2022

সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংস।

যে ইনিংস খেলে কলকাতার ৯০ হাজার দর্শকের প্লে কার্ডে নাম লিখিয়েছেন সাকিব 💙

25/03/2022

২০১৫ সাল বাংলাদেশ বনাম ভারতের খেলা চলতেছে।খেলা চলার সময় ধোনি ওভারের মাঝখানে টাইম নষ্ট করেছিল,আম্পায়ার কিছুই বলেনি।

এরপর সাকিব চোঁখে সমস্যার কারনে ওভারের মাঝখানে ড্রেসিংরুমে ইংগিত করেন।তোয়ালিয়া নিয়ে আসতে।কিন্তু তখনি আম্পায়ারের বাধা।

বাংলাদেশের গর্ব সাকিবও ছেড়ে কথা বলেননি।সাথে সাথেই করেছিলেন প্রতিবাদ।

তখনি ভাবলাম বিশ্বের বুকে বাংলাদেশের হয়ে কথা বলার আমাদেরও একজন আছে।💚

25/03/2022

পৃথিবীতে তিনটা কাজ একেবারে অসম্ভব।🥺

১ হাতিকে কোলে বসানো।
২ পিঁপড়ার ঠোঁটে লিপিস্টিক লাগানো।
৩ সাংবাদিকদের মানুষ বানানো।🙂

সাকিব সাংবাদিককে কাল ঠিক মতে ভরে দিছে 😃🤣

সাকিব আল হাসানের জন্মের পর থেকে টেস্ট ক্রিকেটে সাকিব ব্যতীত 'এক ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট' নিতে পারেনি পৃথিবীর আর কোন ক...
23/03/2022

সাকিব আল হাসানের জন্মের পর থেকে টেস্ট ক্রিকেটে সাকিব ব্যতীত 'এক ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট' নিতে পারেনি পৃথিবীর আর কোন ক্রিকেটার!

Advance Happy Birthday Shakib Al Hasan 🎂

স্বাভাবিক হিসেবে সাউথ আফ্রিকার সাথে তৃতীয় ওয়ানডে যতক্ষণে শেষ হবে, ততক্ষণে বাংলাদেশে সাকিবের জন্মদিন পালনের সময় হয়ে গেছে।...
23/03/2022

স্বাভাবিক হিসেবে সাউথ আফ্রিকার সাথে তৃতীয় ওয়ানডে যতক্ষণে শেষ হবে, ততক্ষণে বাংলাদেশে সাকিবের জন্মদিন পালনের সময় হয়ে গেছে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে সাকিব হয়তো কেক পাবেন, সেই কেকে কি লেখা থাকবে?
শুধুই "শুভ জন্মদিন"?

নাকি সাউথ আফ্রিকার সাথে সিরিজ জয়ের কথাই সাহস করে কেউ অগ্রিম লিখে রাখবেন সাকিবের জন্মদিনের কেকটায়?

লেখা যাই থাকুক, সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিততে অলরাউন্ডার সাকিবকে একটু বেশিই দরকার হবে; হবেই হবে।

আর কেক, ফুল, শুভেচ্ছা সব দূরে ঠেলে, ম্যাচ জিতিয়ে, নিজেই নিজেকে জন্মদিনের সেরা উপহারটা দিতে পারেন সাকিব আল হাসান।

২০১২ সালের আজকের এইদিনে.... শচীন,সাংগাকারা,মাহেলা,কোহলি,দিলশান,ধোনি,আফ্রিদি, মালিঙ্গাদের পিছনে ফেলে প্রথম বাংলাদেশী হিসে...
22/03/2022

২০১২ সালের আজকের এইদিনে....

শচীন,সাংগাকারা,মাহেলা,কোহলি,দিলশান,ধোনি,আফ্রিদি,
মালিঙ্গাদের পিছনে ফেলে প্রথম বাংলাদেশী হিসেবে এশিয়াকাপের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাকিব আল হাসান।

দ্যা কিং অফ বাংলাদেশ ক্রিকেট 💥

প্রথম সন্তান প্রসবকালীন স্ত্রীর সাথে না থেকেও সাকিব দেশের হয়ে খেলেছেন!কাছের আত্মীয় মারা যাওয়ার পরও সাকিব সেখানে না গিয়ে ...
22/03/2022

প্রথম সন্তান প্রসবকালীন স্ত্রীর সাথে না থেকেও সাকিব দেশের হয়ে খেলেছেন!

কাছের আত্মীয় মারা যাওয়ার পরও সাকিব সেখানে না গিয়ে সাকিব দেশের হয়ে খেলেছেন!

প্রিয় মা, সন্তান, শাশুড়ী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে শুনেও সাকিব দেশের জন্য খেলবেন!

তারপরও সাকিবের দেশপ্রেম নেই🙂

সাকিবের তিন সন্তান সাকিবের মা ও শাশুড়ী অসুস্থ💔তারপরও তৃতীয় ওয়ানডে খেলে দেশে আসবেন সাকিব। তারপরও কিছু লোক বলে সাকিব দেশের...
21/03/2022

সাকিবের তিন সন্তান সাকিবের মা ও শাশুড়ী অসুস্থ💔
তারপরও তৃতীয় ওয়ানডে খেলে দেশে আসবেন সাকিব।

তারপরও কিছু লোক বলে সাকিব দেশের জন্য খেলে না নিজের জন্য খেলে 😭

অসাধারণ বোলিং পারফরম্যান্স সাকিব। ১০ ওভারে দুইটা মেইডেন ওভার ভাবা যায় তাও ওয়ানে ফ্যারমেটে সাকিব বলে হয়তো সম্ভব।
20/03/2022

অসাধারণ বোলিং পারফরম্যান্স সাকিব।

১০ ওভারে দুইটা মেইডেন ওভার ভাবা যায় তাও ওয়ানে ফ্যারমেটে সাকিব বলে হয়তো সম্ভব।

20/03/2022

কতটা নির্লজ্জ হলে সাকিব আউট হওয়ার পর তামিম ভক্তরা "আলহামদুলিল্লাহ" বলে। তাও আবার তামিমের জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে তামিম ভক্তরা গিয়ে।

সাকিব তো বাহিরের দেশের খেলোয়াড় নয় তাহলে আউট হওয়ার পর এমন উল্লাস কেনো ফেসবুক লাইভে!

সবাই শেয়ার করে ছড়িয়ে দেন যাতে সকলে তাদের চিনতে পারে 🙏

>সাকিব নাকি  দেশের বাহিরে নাকি খেলতে ভয় পায়......                     কিন্তু average 67 🤍🤍   উপমহাদেশের বাহিরে সাকিব আল ...
20/03/2022

>সাকিব নাকি দেশের বাহিরে নাকি খেলতে ভয় পায়......
কিন্তু average 67 🤍🤍

উপমহাদেশের বাহিরে সাকিব আল হাসানের খেলা সর্বশেষ ২৫ ওয়ানডে ইনিংসের রান ছিলো যথাক্রমে:১০, ২৯, ১১৪, ১৫, ২৯, ৫, ৬৩, ৯৭, ৫৬, ৩৭, ৬১*, ২৯, ৫০*, ৭৫, ৪১, ৬৪, ১২১, ১২৪*, ৫১, ৬৬, ৬৪, ৩০, ৯৬*, ১৯, ৭৭।

এই ২৫ ইনিংসে কোন দলের সাথে কতো রানের ইনিংস খেলেছিলেন, তা দেখুন—

অস্ট্রেলিয়াঃ ৪১, ২৯
ইংল্যান্ডঃ ১২১, ১০
ভারতঃ ৬৬, ১৫
পাকিস্তানঃ ৬৪
আয়ারল্যান্ডঃ ৫০*
আফগানিস্তানঃ ৫১
জিম্বাবুয়েঃ ৩০, ৯৬*, ১৯
নিউজিল্যান্ডঃ ৬৪, ১১৪
দ.আফ্রিকাঃ ৭৭, ৭৫, ৬৩, ৫, ২৯
ওয়েস্ট ইন্ডিজঃ ১২৪* ২৯, ৬১*, ৩৭, ৫৬, ৯৭

মোরাল অফ দ্য স্টোরি, দেশের বাইরে ভয় পায় সাকিব।😂

কিছু নতুন দর্শক বলে সাকিব নাকি বড় দলের সাথে খেলতে ভয় পায়। তো তাদের কে বলতে চাই... দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে...
17/03/2022

কিছু নতুন দর্শক বলে সাকিব নাকি বড় দলের সাথে খেলতে ভয় পায়। তো তাদের কে বলতে চাই...

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে ওডিয়াইতে বাংলাদেশের পক্ষে সবোচ্চ ৩৯৭ রান সাকিবের।

তেমনিভাবে বাংলাদেশের হয়ে সবোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব ১৩ উইকেট।

নতুন যারা খেলা দেখে তারা হয়তো এই পরিসংখ্যান টা জানে না।

১৪৪ বছরের টেস্ট ইতিহাসে ইনিংসের যেকোন পর্যায়ে একটানা শুধু মাত্র ৪-৬ মেরে সবচেয়ে বেশী রান করার রেকর্ড সাকিব আল হাসানের। ২...
16/03/2022

১৪৪ বছরের টেস্ট ইতিহাসে ইনিংসের যেকোন পর্যায়ে একটানা শুধু মাত্র ৪-৬ মেরে সবচেয়ে বেশী রান করার রেকর্ড সাকিব আল হাসানের।

২০১০ সালে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু মাত্র ৪-৬ মেরে টানা ৫২ রান করেছিলেন সাকিব।৷ যা বিশ্বে দ্বীতীয়ত্ব আর কারো নেই।

কাউন্টি লীগে লেস্টারশায়ার ও ডার্বিশায়ারের মধ্যকার 'ফ্রেন্ডস লাইফ টি২০' ম্যাচে অ্যালবি মরকেল বর্তমান বাংলাদেশের পাওয়ার হি...
15/03/2022

কাউন্টি লীগে লেস্টারশায়ার ও ডার্বিশায়ারের মধ্যকার 'ফ্রেন্ডস লাইফ টি২০' ম্যাচে অ্যালবি মরকেল বর্তমান বাংলাদেশের পাওয়ার হিটিং কোচকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছয় মারছেন সাকিব আল হাসান!

★২৩ জুন,২০১৩

শুভ জন্মদিন বিশ্বসেরা অলরাউন্ডারের একমাত্র ছেলে আইজাহ আল হাসান। দোয়া করি বাবার মতো বিশ্বসেরা হও 💙
15/03/2022

শুভ জন্মদিন বিশ্বসেরা অলরাউন্ডারের একমাত্র ছেলে আইজাহ আল হাসান।

দোয়া করি বাবার মতো বিশ্বসেরা হও 💙

প্রায় ১৫ ঘন্টা জার্নি করে দ.আফ্রিকা বিমানবন্দরে নেমেই সরাসরি দলের সাথে প্র‍্যাক্টিসে সাকিব আল হাসান, সেরেছেন রানিং। সাকি...
14/03/2022

প্রায় ১৫ ঘন্টা জার্নি করে দ.আফ্রিকা বিমানবন্দরে নেমেই সরাসরি দলের সাথে প্র‍্যাক্টিসে সাকিব আল হাসান, সেরেছেন রানিং।

সাকিব আল হাসানের সবচেয়ে বড় গুণ তিনি জানেন কখন তার কি করতে হবে এবং তিনি সেটা করেন।

12/03/2022

৯২*(৬৯)
সাকিব আল হাসান!

সাকিব তখন অনেকটাই পরিনত। দ্বায়িত্ব কাধে নিতে শিখে গেছেন ততোদিনে। ব্যাট বল হাতে রাজত্ব কায়েমের আভাস দিয়ে যাচ্ছেন নিয়মিত..

সে সাকিবের ঝলকানিতে প্রথম বারের মতো আন্তর্জাতিক কোন সিরিজের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সালটা ২০০৯, ১৪ জানুয়ারি। বছরের প্রথমে শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে নিয়ে তিন দলের সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ..

বড় স্বপ্ন সাধনের প্রথম ধাপে জিম্বাবুয়ে বাধা উতরাতে পারেনি টাইগাররা। ৩৮ রান ব্যবধানের হারে হোছট খায় আশরাফুলের বাংলাদেশ। তবে সমীকরণ মেলানোর মতো তখন অনেক কিছুই বাকি!

পরের ম্যাচে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার কাছে ১৩০ রানের ব্যবধানে হারে। সমীকরণ দাঁড়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারলে ফাইনালে যেতে পারবে...

অলিখিত সেমিফাইনালে, আগে ব্যাট করতে নেমে ম্যাশের ৩ উইকেট, রুবেলের ৪ উইকেটের বিধ্বংসী বোলিংয়ে ১৪৭ রানে অলআউট হয়ে যায় সনাথ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের শ্রীলঙ্কা..

এর আগে টাইগারদের ঢেরায় একবারই ধরাশায়ী হয়েছিল শ্রীলঙ্কা। ২০০৬ সালে বগুড়ায় প্রথম বারের মতো শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ..

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটদের মনোযোগ কেড়ে নিতে সফল হয় লঙ্কান বোলাররা। দলীয় ০ রানে জুনায়েদ(রান আউট), ১০ রানে মুশফিক(ক্যাচ), ১১ রানে তামিমের রান আউট...

সব মিলিয়ে ধোয়াশা দেখছিল বাংলাদেশ.. তখন মাঠে বাংলাদেশের বড় তারকা আশরাফুল, সাথে যোগ দিলেন সাকিব...বিষ্ময় সাকিব!

বদলে দিলেন ম্যাচের গতিপথ। ওহ! লক্ষ্য কিন্তু ২৪.৫ ওভারে ১৪৮! কারন বোনাস পয়েন্ট দরকার! ১ বল পরেও যদি জয় তুলে নেয়, সেটা শুধু জয় হিসেবেই গণ্য হবে। ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে!

তেজস্বী সাকিবের ব্যাটিং, ম্লান হয়ে যায় লঙ্কানদের ফাঁদ। আশরাফুল যখন মান বাঁচানোর চেষ্টায়, সাকিবের মাথায় তখন রক্ত ছড়েছে, জয়ের চিন্তা ছাড়া কিছুই ভাবছেন না! হয়তো আগেই জানতে আজকে কোন বলই তাকে আটকাতে পারবেন না..

নিজের সর্বোচ্চ দিয়ে ব্যাট চালালেন, অন্য প্রান্তে দাঁড়িয়ে আশরাফুল কেবল তাকিয়েই রইলেন.. ফুল করলেন, কাভার ড্রাইবে বল পাঠালেন সীমানায়, ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারলেন, ৪৫ বলে তুলে নিলেন ১২তম অর্ধশতক..

জুটির ৯৯ রানের মাথায় ফিরে গেলেন আশরাফুল। দল তখন জয়ের স্বপ্নে বিভোর। গ্যালারি ভর্তি দর্শকের কন্ঠ তখন কেবল সাকিবেরই নাম..

বোনাস পয়েন্টের জন্য দলের প্রয়োজন ৩৫ বলে ৪৫ রান। সাকিব তখন ৫২ বলে ৫৯ রানে..

২১তম ওভারে বল হাতে আসেন কুলাসাকারা। স্কুপ শটে চার, এক বল বাধে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল পাঠালেন সীমানার ওপারে। সে ওভারে সাকিব আদায় করে নিলেন ১৩ রান..

রকিবুল ফিরলে সাকিবের সঙ্গ দিতে আসেন ছক্কা নাঈম। ২৪ তম ওভারের ১ বল আগেই খেলা শেষ হয়ে যায়। চতুর্থ বলে মিড অফে চার, পঞ্চম বলে সে মিড অফের উপর দিয়ে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন নাঈম।

বাংলাদেশ ম্যাচ জিতে বোনাস পয়েন্টসহ ২৩.১ ওভারে। সাকিব অপরাজিত থাকেন ৬৯ বলে অপরাজিত ৯২ রানে..

এর আগে অন্তত ৩০ রানের ইনিংস খেলা ম্যাচে সাকিব ১০০ স্ট্রাইক রেট নিয়ে মাঠ ছেড়েছেন ২ বার। ২০০৬ সালে বগুড়ায় জিম্বাবুয়ে বিপক্ষে ৩৬ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১২৮.৫৭! দ্বিতীয়টি ছিল ২০০৮ সালে লাহোরে ৭৫ রানের ইনিংসে ১০২.৭৩ স্ট্রাইক রেট। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ১৩৩.৩৩!

সে সাকিব আজ বিশ্বসেরা। বিশ্বমানের ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন।

যদি পড়ে থাকেন! তৃপ্তির ঢেঁকুর তুলতে দেখে নিতে পারেন সে ব্যাটিংয়ের হাইলাইটস-

সাকিব আর বিসিবির মধ্যে সামনে বড় ধরনের সমস্যা হলে আমি চিন্তিত না, কেননা আমার মতে বিসিবির সত্যিকারের অভিভাবক প্রধানমন্ত্রী...
11/03/2022

সাকিব আর বিসিবির মধ্যে সামনে বড় ধরনের সমস্যা হলে আমি চিন্তিত না, কেননা আমার মতে বিসিবির সত্যিকারের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সাকিব ইস্যু বা বিভিন্ন সময় বিসিবি ভুল পথে যেতে লাগলেই যখনই প্রধানমন্ত্রীর চোখে পরেছে তখনই সঠিক উপদেশ দিয়ে সঠিক পথে ফিরিয়ে এনেছে।

কোন বড় সমস্যা হলে সেটার ব্যাপারে বিসিবি প্রেসিডেনট তুলনামূলক ভাবে কেউ না- আসল লিডারের কাছ থেকেই সঠিক সিধান্ত আসবে এমনটাই আমাদের আশা।

আমাদের প্রধানমন্ত্রীর মত ক্রিকেটপ্রেমি থাকতে বিশ্বসেরা অল-রাউনডার, বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ড সাকিব আল হাসানের সাথে কেউ চক্রান্ত করে বাংলাদেশের ইমেজ বিশ্বের কাছে নষ্ট করতে পারবে না এটাই কাম্য।

তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আছেন সাকিব আল হাসান 🥰সাকিব আল হাসান ব্র্যান্ড 💥🇧🇩
10/03/2022

তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আছেন সাকিব আল হাসান 🥰

সাকিব আল হাসান ব্র্যান্ড 💥🇧🇩

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি সাকিবের!!ছুটি কাজে লাগালে ভয়ংকর এক সাকিব পাব আশা করা যায়!!🤍
09/03/2022

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি সাকিবের!!

ছুটি কাজে লাগালে ভয়ংকর এক সাকিব পাব আশা করা যায়!!🤍

দুবাইয়ে ফুরফুরে মেজাজে সাকিব ❤️
08/03/2022

দুবাইয়ে ফুরফুরে মেজাজে সাকিব ❤️

07/03/2022

ক্রিকেটকে জয় করতে ক্রিকেটকে উপভোগ করতে হয়....

----- সাকিব আল হাসান

06/03/2022

যারা বলে সাকিব অহংকারী তাদের জন্য ভিডিওটা!!!

টি-২০ তে টপ ১০ দলের বিপক্ষে বাংলাদেশি ব্যাটার দের ৪০ উর্ধ্ব ইনিংস ঃ𝗦𝗵𝗮𝗸𝗶𝗯 𝗔𝗹 𝗛𝗮𝘀𝗮𝗻  (10)- 84(54)   Vs PAK  (2012) - 70(4...
05/03/2022

টি-২০ তে টপ ১০ দলের বিপক্ষে বাংলাদেশি ব্যাটার দের ৪০ উর্ধ্ব ইনিংস ঃ

𝗦𝗵𝗮𝗸𝗶𝗯 𝗔𝗹 𝗛𝗮𝘀𝗮𝗻 (10)

- 84(54) Vs PAK (2012)
- 70(45)* Vs AFG (2018)
- 66(52) Vs AUS (2014)
- 61(43) Vs WI (2018)
- 60(38) Vs WI (2018)
- 57(41)* Vs PAK (2015)
- 50(40)* Vs PAK (2016)
- 47(31) Vs PAK (2010)
- 42(26) Vs WI (2018)
- 41(34) Vs NZ (2017)

𝗠𝘂𝘀𝗵𝗳𝗶𝗾𝘂𝗿 𝗥𝗮𝗵𝗶𝗺 (9)

- 72(35)* Vs SL (2018)
- 72(55)* Vs IND (2018)
- 66(44)* Vs SL (2018)
- 60(43)* Vs IND (2019)
- 57(37)* Vs SL (2021)
- 50(29) Vs NZ (2013)
- 47(36) Vs AUS (2014)
- 46(37) Vs AFG (2018)
- 41(26)* Vs WI (2011)

𝗠𝗮𝗵𝗺𝘂𝗱𝘂𝗹𝗹𝗮𝗵 (9)

- 64(48)* Vs WI (2012)
- 52(47) Vs NZ (2016)
- 49(29)* Vs AUS (2016)
- 45(38) Vs AFG (2018)
- 44(39) Vs AFG (2019)
- 43(18)* Vs SL (2018)
- 43(21) Vs WI (2018)
- 43(31) Vs SL (2018)
- 43(48)* Vs NZ (2021)

𝗟𝗶𝘁𝗼𝗻 𝗗𝗮𝘀 (6)

- 61(32) Vs WI (2018)
- 60(34) Vs WI (2018)
- 60(44) Vs AFG (2022)
- 44(43) Vs WI (2021)
- 43(19) Vs SL (2018)
- 43(25) Vs WI (2018)

𝗦𝗼𝘂𝗺𝘆𝗮 𝗦𝗮𝗿𝗸𝗮𝗿 (6)

- 51(27) Vs NZ (2021)
- 51(32) Vs SL (2018)
- 48(48) Vs PAK (2016)
- 47(31) Vs SA (2017)
- 44(27) Vs SA (2017)
- 42(28) Vs NZ (2017)

𝗧𝗮𝗺𝗶𝗺 𝗜𝗾𝗯𝗮𝗹 (6)

- 88(61)* Vs WI (2012)
- 74(44) Vs WI (2018)
- 65(53) Vs PAK (2020)
- 50(42) Vs SL (2018)
- 47(29) Vs SL (2018)
- 43(48) Vs AFG (2018)

ব্যান থেকে ফেরার পর সাকিবের ব্যাটিংটা সাকিব সুলভ হচ্ছেনা। এটা নিয়ে যথেষ্ট সমালোচনার জায়গা আছে।

তাই বলে আমি এটা নিয়ে একমত না যে সে কখনো টি-২০ তে ভালো ব্যাট করেনি। আমাদের কোন ব্যাটার ই এই ফরম্যাটে বিশ্বসেরা দের কাতারে নেই। আর দেশের হয়ে সবচেয়ে বেশি সংখ্যক ভালো ইনিংস ও সাকিবের দখলে।

পরিচ্ছন্ন সমালোচনা করুন সে এখন কেনো ভালো করছেনা, নোংরা কাদা ছুড়াছুড়ি নয়।

সর্বকালের সেরাদের ক্লাবে সাকিব, কিছুদিনের মধ্যেই আরও ৫ ধাপ উপরে উঠে যাবে, আর ক্যারিয়ার শেষে ১ বা ২ নাম্বারে থাকবে ।বাস্ত...
05/03/2022

সর্বকালের সেরাদের ক্লাবে সাকিব, কিছুদিনের মধ্যেই আরও ৫ ধাপ উপরে উঠে যাবে, আর ক্যারিয়ার শেষে ১ বা ২ নাম্বারে থাকবে ।

বাস্তবতা হচ্ছে সাকিব একাই অন্য লেভেলের বাংলাদেশের মধ্যে কেউ এখনও এই লেভেলে নাই, সে একাই।

প্রিয় সাকিব ভাই😍আমি হলাম এ দেশের ১৬ কোটি মানুষের মধ্যে একজন।আমার একটি বিশেষত্ব হলো আমি আপনার অনেক বড় ভক্ত।কেন জানি না আপ...
04/03/2022

প্রিয় সাকিব ভাই😍

আমি হলাম এ দেশের ১৬ কোটি মানুষের মধ্যে একজন।আমার একটি বিশেষত্ব হলো আমি আপনার অনেক বড় ভক্ত।কেন জানি না আপনার প্রতি আমার ভালবাসা একটু বেশি-ই,একটু না বলতে গেলে অনেক বেশি।আপনি হয়তো জানেন না আমি ক্রিকেট কে কতটা ভালবাসি।আর এই ক্রিকেট খেলার প্রতি ভালবাসা আপনাকে দেখেই।সবার সপ্ন থাকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আরো কত কি ! কিন্তু আমার সপ্ন হলো আপনার সাথে একটা বার দেখা করা।হয়তো বা আপনার সাথে দেখা করার ক্ষমতা আমার নেই তাও আমি রোজ আপনার সাথে দেখা করার সপ্ন টা দেখি।হয়তো বা আমার সপ্নটা সপ্ন-ই রয়ে যাবে তাও আপনার প্রতি আমার ভালবাসা-শ্রদ্ধা-সম্মান একটুও কমবে না।আপনাকে নিয়ে আমি গর্ব করি,অহংকার করি,আপনার কথাই সবাই কে বলে বেড়াই।আপনাকে আমি ফলো করি সেই ২০১১ সাল থেকে তখন আমি খুব সম্ভবত ক্লাস ফোর এ পড়ি, সেই সময় থেকেই সাকিব আল হাসান নামটা বুকের বাম পাশে ভালবাসা হিসেবে রয়ে গেছে এবং আজীবন থাকবে।আপনাকে নিয়ে লেখা শেষ করা অসম্ভব।যতদিন বেচে আছি আপনার সাথে দেখা করার চেষ্টা টা করে যাবো। আরেকটা কথা আপনি বিশ্বাস করবেন কি না জানি না, বলতে গেলে প্রত্যেকটা দিন নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনার সাথে আমাকে দেখা করিয়ে দেয় এবং আপনি যেখানেই থাকেন আল্লাহ যাতে আপনাকে ভাল রাখেন আর সুস্থ রাখেন।সব শেষে এই কথাটাই বলবো ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে অতি-শীগ্রই ফিরে আসেন,আপনার জন্য অফুরন্ত ভালবাসা রইলো ভাই❤

✍️ Jakir Hossain Pranto

Address

Kishoreganj

Telephone

+8801627560509

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib's Record Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakib's Record Books:

Videos

Share

Category


Other Record Labels in Kishoreganj

Show All

You may also like