ইনতিযার - الإنتظار

  • Home
  • ইনতিযার - الإنتظار

ইনতিযার - الإنتظار কালির আঁচড়ে আঁধার ঘোচানোর ইনতিযার

للاعلانات و لإرسال الكتابة تواصلُم واتساب 01949079122

Royal Flag of The Bengal Sultanate (1338-1538).কালিমা তো একসময় আমাদের পতাকায়ও ছিলো!
05/10/2024

Royal Flag of The Bengal Sultanate (1338-1538).

কালিমা তো একসময় আমাদের পতাকায়ও ছিলো!

05/10/2024

প্রায় ৪০ টিরও বেশি হাদিসের মাধ্যমে প্রমাণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো পতাকা ছিল। অনেক বর্ণনায় সেটাকে উকাব নামেও নামকরণ করা হয়েছে।

সুতরাং কালো পতাকা উড়ানো যাবে কিনা এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

তবে আমাদের ভাইয়েরা যেসব পতাকা ওড়াচ্ছেন সেগুলোতে দেখলাম "علي ولي الله" লেখা আছে। এর মানে হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার অলি!

এটা মূলত শিয়াদের কালিমা ও তাদের মৌলিক আকিদা বিশ্বাস, যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক।

সুতরাং যে পতাকার মধ্যে "علي ولي الله" লেখা আছে সে ধরনের পতাকা ওড়ানো কখনোই জায়েজ হবে না। আমাদের সকলের এই ব্যাপারে সচেতন থাকা উচিত।

বহু ইনতিযারের পর হাতে পেলাম ইনতিযার - الإنتظارভাব-জগতের বাইরে বাস্তবতায় চোখ পড়লেই হতে হয় নির্বাক। বিলাসী ভাবনায় কাদা ছুড়...
04/10/2024

বহু ইনতিযারের পর হাতে পেলাম ইনতিযার - الإنتظار

ভাব-জগতের বাইরে বাস্তবতায় চোখ পড়লেই হতে হয় নির্বাক। বিলাসী ভাবনায় কাদা ছুড়ে মারে বাস্তবতা। খুব ইচ্ছে করে, শুদ্ধ ভাবনাটা ভাবতে। সঠিকটা খুঁজে ফিরতে। কিন্তু কোথায় পাবো নিরেট সুন্দর কিছু! চারপাশটা যে ভেজালের রাজত্বে আবদ্ধ!!

আলহামদুলিল্লাহ্ 'ইনতিযারে'র পাতায় আমার হৃদয়ের চাওয়ার কিছুটা হলেও খুঁজে পেয়েছি।
পেয়েছি এই ফিতনা ভরা সমাজে নিজেকে শুদ্ধতার উপর টিকিয়ে রাখার কিছু ভাবনা।
ধন্যবাদ তোমায় "ইনতিযার"।

-পাঠকের ক্লিকে ইনতিযার - الإنتظار
-হোসাইন

10/09/2024

ঘোষণা 📌

ইনতিযার - الإنتظار এর দ্বিতীয় সংখ্যাটা মাওলানা আতহার আলী রাহি.-কে নিয়ে একটি "বিশেষ সংখ্যা" করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মাওলানা আতহার আলী রাহি.-কে নিয়ে গবেষণাধর্মী প্রবন্ধ-নিবন্ধ, সাক্ষাৎকার, আলোচনা ও বিভিন্ন ভাবনা ইনতিযারের কাগজে সযত্নে ঠাঁই পাবে।

তাই আগ্রহী লেখক ও গবেষকদের উপরিউক্ত বিষয়ে লেখা তৈরির প্রস্তুতি নিতে আহ্বান করা হচ্ছে। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই "লেখা আহ্বান" আসবে।

মিনযারের প্রথম পাঠক!ইনতিযার - الإنتظار শিশু-কিশোর "মিনযার"
30/08/2024

মিনযারের প্রথম পাঠক!

ইনতিযার - الإنتظار শিশু-কিশোর "মিনযার"

আলহামদুলিল্লাহ শতাধিক মিনযার এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে।ইনতিযার শিশু-কিশোর 'মিনযার'
30/08/2024

আলহামদুলিল্লাহ

শতাধিক মিনযার এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে।

ইনতিযার শিশু-কিশোর 'মিনযার'

ইনতিযার হাতে নিহাদ আন-নাহিয়ান 🙂লোকেশন, শামসুল হুদা পাঁচবাগী স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাঁচবাগ মসজিদ, গফরগাঁও, ময়মনসিংহ
30/08/2024

ইনতিযার হাতে নিহাদ আন-নাহিয়ান 🙂

লোকেশন, শামসুল হুদা পাঁচবাগী স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাঁচবাগ মসজিদ, গফরগাঁও, ময়মনসিংহ

এই নিন তালিকা!ইনতিযার শিশু-কিশোর "মিনযার"
29/08/2024

এই নিন তালিকা!

ইনতিযার শিশু-কিশোর "মিনযার"

কেমন হলোইনতিযার শিশু-কিশোর  #মিনযারের প্রচ্ছদ?কিছুক্ষণের মধ্যে লেখকসূচি আসছে...
29/08/2024

কেমন হলো
ইনতিযার শিশু-কিশোর #মিনযারের প্রচ্ছদ?

কিছুক্ষণের মধ্যে লেখকসূচি আসছে...

লেখক ও সম্পাদক মাওলানা আশিক আশরাফ ভাইয়ের হাতে আমাদের ইনতিযার ❣
29/08/2024

লেখক ও সম্পাদক মাওলানা আশিক আশরাফ ভাইয়ের হাতে আমাদের ইনতিযার ❣

পাঠকের হাতে ইনতিযার ❣️ছবিটি পাঠিয়েছেন,  ফুয়াদ আল মাইমুন
26/08/2024

পাঠকের হাতে ইনতিযার ❣️

ছবিটি পাঠিয়েছেন, ফুয়াদ আল মাইমুন

পাঠকের হাতে ইনতিযার ❣️ছবিটি পাঠিয়েছেন, মুহাম্মাদ মাহদী হাসান
26/08/2024

পাঠকের হাতে ইনতিযার ❣️

ছবিটি পাঠিয়েছেন, মুহাম্মাদ মাহদী হাসান

26/08/2024

ইনতিযার শিশু-কিশোর 'মিনযারে'র জন্য আসা লেখাগুলো বাছাই করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে খুব। সবগুলো লেখাই কী চমৎকার! কোনটা রেখে কোনটাকে প্রাধান্য দেব!! কোনটাকে বাছাই করব!!

শিশু-কিশোরদের উপযোগী যে কোন লেখা আপনিও পাঠাতে পারেন। আজ সন্ধ্যা পর্যন্ত শেষ সময়। লেখা পাঠাতে পেজের ইনবক্সে যোগাযোগ করুন।

ইনতিযার শিশু-কিশোর "মিনযার"এইতো আরেকটু অপেক্ষা!...- ইনতিযার সহকর্মী, সালমান আহমাদ
25/08/2024

ইনতিযার শিশু-কিশোর "মিনযার"

এইতো আরেকটু অপেক্ষা!...

- ইনতিযার সহকর্মী, সালমান আহমাদ

22/08/2024

Let's get ready...
Make some noise
Make some movement
Prophet's promise, the situation will be in our favor...!

05/08/2024

বিজয়ের উল্লাসে বাড়াবাড়ি কাম্য নয়। অনেক বাড়াবাড়ি হচ্ছে চারপাশে। মন্দির, রাষ্ট্রীয় সম্পদ, আওমী কারো মার্কেট যেখানে সাধারণ অনেক মানুষের দোকানপাট আছে, মানুষ সহ ঘরবাড়ি- ইত্যাদি সংবেদনশীল জায়গায় আগুন ও ভাঙ্গচুর হচ্ছে, লুটতারাজও চলছে।

নিশ্চিতভাবে এসব কাজ নিন্দাযোগ্য। এর থেকে সকলের বিরত থাকা এবং অন্যদের বিরত রাখা জরুরী।

৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেও এবার ইনতিযার - الإنتظار সংগ্রহ করতে পারবেনপ্রাপ্তিস্থান, কলান্তর প্রকাশনীর হেড অফিস, ...
31/07/2024

৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেও এবার ইনতিযার - الإنتظار সংগ্রহ করতে পারবেন

প্রাপ্তিস্থান, কলান্তর প্রকাশনীর হেড অফিস, দ্বিতীয় তলা, বশির কমপ্লেক্স ,বন্দরবাজার, সিলেট

29/07/2024

তুর্কী প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনীদের জন্য প্রয়োজনে ইজরাইলে হামলা করার হুমকি দিয়েছেন।
তিনি বলেন, প্রয়োজনে তুর্কী আর্মী ইজরাইলে প্রবেশ করবে। যেভাবে তারা প্রবেশ করেছে লিবিয়া, সিরিয়া এবং নাগারনো কারাবাখে।

ইজ্রাইলী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এরদোয়ান এই ভুল করলে তার অবস্থা হবে সাদ্দাম হোসেনের মতো।

মদীনা মুনাওয়ারা থেকে ...🥰ইনবক্সে ছবিটি পাঠিয়েছেন, মিহাদ হাসান
27/07/2024

মদীনা মুনাওয়ারা থেকে ...🥰

ইনবক্সে ছবিটি পাঠিয়েছেন, মিহাদ হাসান

26/07/2024

ولا تحسبنّ اللهَ غافلاً عمّا يعملُ الظالمون إنّما يؤخّرهم ليومٍ تشخص فيه الأبصار!

সংগ্রহ করে নিন ইনতিযার!
12/07/2024

সংগ্রহ করে নিন ইনতিযার!

‏يمكن للإنسان أن يعيش بالتمر والماء فقط!ইনতিযার - الإنتظار
11/07/2024

‏يمكن للإنسان أن يعيش بالتمر والماء فقط!

ইনতিযার - الإنتظار

Address

৫৭৮ হারুয়া কিশোরগঞ্জ।

01949079122

Telephone

+8801949079122

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনতিযার - الإنتظار posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইনতিযার - الإنتظار:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share