ZazaBar-যাযাবর

  • Home
  • ZazaBar-যাযাবর

ZazaBar-যাযাবর দেওলিয়া জীবনে হারাবার কিছুই নেই!

07/12/2023

ZazaBar-যাযাবর

ধর্মীয় গাম্ভীর্য আর প্রকৃতির নির্মলতা একসঙ্গে মিশেছে সীতাকুণ্ডের পাহাড় সারির সবচেয়ে উচুঁ চূড়া চন্দ্রনাথ মন্দিরে। এটি মূল...
01/12/2023

ধর্মীয় গাম্ভীর্য আর প্রকৃতির নির্মলতা একসঙ্গে মিশেছে সীতাকুণ্ডের পাহাড় সারির সবচেয়ে উচুঁ চূড়া চন্দ্রনাথ মন্দিরে। এটি মূলত একটি বিখ্যাত তীর্থক্ষেত্র। এর সঙ্গে জড়িয়ে আছে হাজার বছর ধরে গড়ে ওঠা মিথ ও ধর্মীয় ঐতিহ্য। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে শিব চতুর্দশীতে এখানকার মেলায় যোগ দেন দেশ-বিদেশের লাখো পর্যটক। এছাড়া সারাবছরই লেগে থাকে পুণ্যার্থীদের ভিড়।

চন্দ্রনাথ ধামকে ঘিরে প্রচলিত আছে সনাতন ধর্মীয় বেশকিছু ঘটনা। সনাতন ধর্মীয় মতে, সত্যযুগে সীতা দেহ ত্যাগ করলে মহাদেব তার মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করে। এ সময় বিষ্ণু সীতার মৃতদেহ ছেদন করে। তার দেহখণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে যায়। পরবর্তী সময়ে সেই জায়গাগুলো হয়ে ওঠে শক্তিপীঠ, সনাতন ধর্মীয় মানুষের তীর্থস্থান। চন্দ্রনাথ মন্দির তেমনই একটি জায়গা।

মন্দিরটি ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। তবে ১২০০ ফুট উঁচু এই চূড়ায় পৌঁছানো বরাবরই চ্যালেঞ্জিং।
উচ্চতায় যদিও সামান্য মনে হচ্ছে কিন্তু মাইলের হিসেবে এ যুগের জন্য অসামান্য।
পাহাড়ের গোড়া অবধি পৌঁছাতেই শরীর ঘেমে ওঠে। চূড়ায় যাওয়ার দুটি পথ। হাতের ডান দিকের সিঁড়ি উঠে গেছে একেবারে চূড়া অবধি। বাঁ-দিকের পথ বেছে নিলে ডিঙোতে হবে পাহাড়ি উঁচু-নিচু রাস্তা। তবে ওঠার জন্য বামের পথটি তুলনামূলক সহজ। কারণ ডানে খাড়া সিঁড়ি বেয়ে ওঠা স্বাভাবিকভাবে কঠিন। আমরা বামের রাস্তা ধরে এগোলাম।

কিছুদূর উঠতেই চোখে পড়ে সীতাকুণ্ড রেঞ্জের আদিগন্ত সবুজের মেলা।শহরের বাড়িগুলো,রেললাইন, সমুদ্র। উচ্চতা ডিঙানোর ক্লান্তি ভর করলেও ওপরে নীল আকাশ আর দূর-দিগন্তে সাগর থেকে উঠ আসা লোনা হাওয়া শরীর জুড়িয়ে দেয়।
কিন্তু বিরুপাক্ষ পর্যন্ত পথটা একটু বেশিই খাড়া।

বিরুপাক্ষ উঠার ক্ষানিক আগেই সিদ্ধান্ত নিচ্ছিলাম নেমে যাব।
তবুও মনের তৃষ্ণা মেটাতে বিরুপাক্ষ পর্যন্ত থেমে থেমে পৌঁছাই।
আবার আমরা সর্বোচ্চ চূড়ার দূরত্ব দেখে ফিরে আসতে চাই-
কিন্তু ষাটোর্ধ এক মুরুব্বিকে দেখে আবার চলতে শুরু করি।
তবে একবার বিরুপাক্ষ পর্যন্ত উঠে গেলেই হলো, মনে হবে এ যেন সাক্ষাৎ স্বর্গ! ঘাসে বসার পর কানে এলো ঘণ্টার ধ্বনি। ক্লান্ত শরীর চাঙা করে আবারও খাড়া পাহাড়ি রাস্তা ধরে উঠছি

আরেক জায়গায় ক্ষানিকটা বসতে হলো। প্রায় সাড়ে ১১০০ ফুট উচ্চতায় তখন।
এরপর আর না থেমে আরও শতেক ফুট উচ্চতায় জোর কদমে ডিঙিয়ে সরাসরি চন্দ্রনাথ মন্দিরে পৌঁছালাম আমরা।
চট্টগ্রাম জেলার সর্বোচ্চ শৃঙ্গ তখন আমাদের পদতলে-
গা হিম করা সমীর সকল ক্লান্তি দূর করে দিয়ে আজকের জন্য সেরা আনন্দের উপহার দিল।
চারপাশে অতুলনীয় সৌন্দর্য।
অদূরে সাগরের লোনা ঘ্রাণ আর অনেক নিচে পাহাড়ি লালমাটির পথ।

ইতোপূর্বে সূর্যি মামা ডুব দিয়েছে-
এসবের সঙ্গে পূজার ঘণ্টাধ্বনি। যদিও মাত্র ১২০০ ফুট উচ্চতার পর্বতারোহণের হিসেবে ঈর্ষণীয় কিছু নয়।
তবুও অদ্ভুত ভালোলাগার ঘোর সুর বাজতে থাকলো মনে।

28/11/2023
23/11/2023

খোদার কাছে জানতে চাইলাম, "আমাকে অশান্ত নদীতে কেন ফেললে?"
খোদার জবাব, "কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না।"
মূল: জালালুদ্দিন রুমি
অনুবাদ : আলমগীর মোহাম্মদ।

কে রে ভাই???
21/11/2023

কে রে ভাই???

21/11/2023

তেলাপোকাকে বন্দী করলে সে পাখি হয়ে যায়-
ছাড়া পেলেই উড়ে চলে।
অতএব তেলাপোকাকে বন্দী কা করে ছেড়ে রাখাই ভাল।

30/06/2023

Mizanur Rahman Azhari

16/10/2022

একজীবনের অক্লান্ত চাওয়া ছিল শৈশবের দিনগুলো শেষ করেই ধাম প্রস্থান...

কি মায়া,কি মোহ!
কিসের কারণে এই ছুটেচলা,যেখানে মৃত্যু এক বিপুল প্রমাণিত ধ্রুব সত্য।

শৈশব ছিল কত নিরহংকার,এখন ঝগড়া এই এখনই আবার ছুটে চলা।
শৈশবের দিনগুলো ছিল সদ্য বাণের জল নেমে যাওয়া নদীর উর্বর চর।
কি সুজলা চাষাবাদ ছিল মধুর শৈশবে।
মায়ের আচল ব্যাতিত কখনো কোথাও খাওয়ার পর হাত মুছা হয়েছে কিনা স্মরণ নেই।
শৈশব সকাল শুরু হতো মক্তবের মাধ্যমে,ইস্কুল শেষ করে বাকি বেলা খেলাধুলায় কাটতো।

দেশীয় ফলের গাছ প্রায় বিলুপ্ত,যা আছে তা বাগান আকারে!
একেক পাড়ায় এক বাড়িতে একেকটা'র জন্য আমাদের নজর থাকতো,কোথাও বড়ই,কোথাও পেয়ারা,কোথাও,ডেফল,কোথা গাব,কোথাও কামরাঙা,কোথাও আম,জলপাই,কাঁঠাল,আতা,জাম,ডাব,পেপে,তাল,বকুল ফল ইত্যাদি।
আমাদের দল খুঁজে বেড়াতো কোথায় কি আছে-
পিঁপড়ের মত কি করে যেনো খবর পেয়ে যেতাম।
এলাকার যত্ত চিপাচাপা আর জঙ্গল গুলোতে বেশিরভাগ গাব গাছ ছিল।
কিন্তু আমরা কেমন যেনো সেবয়সে বেশ নির্ভীক ছিলাম।
ভয় বুঝলে তো ভিতু হতাম তাইনা?
সময় সুযোগ মিলিয়ে গৃহ মালিকের অজান্তেই আধুনিক বা শুদ্ধ অর্থাৎ প্রচলিত বাংলায় চুরি যাকে বলে আরকি!
শুরু করে দিতাম মিশন,আর কতবার যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া হয়েছে তা হিসাব বহির্ভূত।
কি ছিল শৈশব!
কি কাটিয়েছি-
কি দিনগুলো গত হয়েছে,
মায়ের,বাবার,ভাইয়ের,বোনের কিংবা খেলার সাথী যেভাবেই হউক মাইর খাওয়া বাদ যায়নি কোনোদিন।
চোখের কোণে প্রতিদিন'ই আবেগী অশ্রুর ফোঁটা থাকতো'ই।

কি মায়ার শৈশব ছিল!
যন্ত্রণার,ছটফটের,পরিকল্পনার,পেয়ে বেশির,তীব্র নিদ্রার,অলসতার,নির্বুদ্ধিতার,দুরন্তপনার।
কি শৈশবই না ছিল-

আহা শৈশব!
আহারে!খুব বেশিই ফিরে যেতে ইচ্ছে করে।
পৃথিবীর বুক থেকে বিলুপ্তির আগে এমন অনুভূতি হয় আমার ঠিক কি সময়টা চলছে জানিনা।
তবে নিরহংকারী শৈশবের স্মৃতি বড্ড টানে-
খুব বেশিই টানে-

___মো. এমদাদ ইমন।
শৈশবের ভাবাবেগ
পর্বঃ-১।

18/08/2022
18/08/2022

#যাযাবর-ZazaBar

রাদিতুবিল্লাহি রাব্বা।"সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম"           জুম্মা মোবারক।
28/07/2022

রাদিতুবিল্লাহি রাব্বা।

"সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম"

জুম্মা মোবারক।

Address


Telephone

+8801912159352

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZazaBar-যাযাবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZazaBar-যাযাবর:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share