Robin Tech

Robin Tech My Youtube Channel Name:→

Robin IT

29/11/2024

আমার মা

মায়ের হৃদয় স্পন্দন থেকে আমি আমার হূদয়স্পন্দন পেয়েছি। মাতৃদুধই প্রথম রক্ষা করেছে আমার জীবন। ছোটবেলায় আমার জান গড়ে উঠেছে মায়ের কোলে। মায়ের স্নেহময় লালনে পথিবীতে বিকশিত হয়েছে আমার জীবন। মায়ের মুখ থেকেই আমি ভাষা পেয়েছি, শিখেছি কথা বলতে। আমার মা আমার জীবনের পরম আশ্রয়। সুখে-দুঃখে, বিপদে-আপদে মা-ই আমার একান্ত সহায়। তাই আমার মা-ই আমার সবচেয়ে প্রিয়জন।
×
Ezoic

আমি আমার বাবা-মার একমাত্র সন্তান। তাই ছেলেবেলা থেকেই আমি মা-ঘেঁষা। আমার মা আমকে খুব ভালবাসেন। তিনি খুব ভােরে উঠে সংসারের কাজে হাত দেন। তিনি রােজ সকালে আমাদের সবার জন্য নাশতা তৈরি করেন। স্কুলে যাওয়ার সময় দরকারি বইপত্র ব্যাগে নিলাম কিনা, জামাকাপড় ঠিকমতাে পরলাম কিনা, সেদিকে তিনি খুবই খেয়াল রাখেন। তিনি স্কুলে পড়াতে যাওয়ার পথে আমাকে স্কুলে পৌছে দেন এবং ফেরার পথে আমাকে স্কুল থেকে নিয়ে আসেন।

দুপুরে, বিকেলে ও রাতে তিনি আমাদের জন্য নানা রকম মজাদার খাবার রান্না করেন। আমি যেতে ভুলে গেলে কিংবা খেতে না চাইলে তিনি বুঝিয়ে শুনিয়ে আদর করে আমাকে খাওয়ান। আমার মা খুবই শান্ত, ধীরস্থির ও নরম মনের মানুষ। তিনি সাধারণত কখনােই আমাকে বকাবকি করেন না। কোনাে ভুল করলে তিনি সেটা ধরিয়ে দেন। লেখাপড়ার ব্যাপারে মা সব সময় আমাকে সাহায্য করেন। তবে, কখনাে বাড়তি চাপ দেন



ক্লাসে প্রথম হওয়ার জন্য মুখ বুজে লেখাপড়া কিংবা প্রাইভেট শিক্ষকের ওপর নির্ভরতা তার পছন্দ নয়। বরং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, মেলামেশা, আচার-ব্যবহার মিলিয়ে নিজেকে মার্জিত মানুষ হিসেবে গড়ে তােলাই তার পছন্দ। তাই তিনি আমাকে গান গাওয়া, ছবি আঁকা, আবৃত্তি চর্চায় উৎসাহ দেন। আমাদের আত্মীয়-পরিজনদের আনন্দবেদনায় মা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেন। আমিও মাঝে মাঝে মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় যাই। আমার অসখ হলে মা খুব উদ্বিগ্ন ও অথর হয়ে পড়েন। একবার আমার জ্বর হয়েছিল। মা তখন সারা রাত আমার পাশে জেগে ছিলেন।
×
Ezoic

আমার মা খুব চমৎকার রাঁধেন। প্রায়ই তিনি আমার পছন্দের খাবার তৈরি করেন। আমার বন্ধুদেরও তিনি মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ান। আমার জন্মদিন পালনে তার উৎসাহ ও আয়ােজনের অন্ত থাকে না।আমার মায়ের গানের গলা খুব সুন্দর। ঘরােয়া কাজের সময়ে প্রায়ই তিনি গুনগুন করে গান করেন। সে সময়টা আমার খুব ভাল লাগে। আমি পরীক্ষায় ভালাে করলে মা আমাকে বই উপহার দেন। কিন্তু কখনাে পরীক্ষায় খারাপ করলে তিনি আমাকে বকেন না। বরং আমার ভুলগুলাে শুধরে দেন। দুর্বোধ্য বিষয় ভালােভাবে বুঝিয়ে দেন। আমার মা কেবল আমাকে নয় তার ছাত্রছাত্রীদেরও খুব ভালবাসেন।

আমার মায়ের সুন্দর বাচনভঙ্গি, পড়ানাের সহজাত ক্ষমতা, তার অসীম স্নেহ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তার ছাত্রছাত্রীরা সবাই তাকে ভালবাসে, শ্রদ্ধা করে। এটা দেখে আমার খুব ভালাে লাগে। মায়ের জন্য আমার গর্ব হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মাকে অনুসরণ করতে যাতে আমিও মায়ের মতাে সবার ভালবাসা পেতে পারি। আমার মা-ই আমার অস্তিত্বের শেকড়। তাই তিনিই আমার সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব।

03/11/2024

পুকুরের মাঝে একটা সাইনবোর্ড পড়ে ছিলো
আমি অনেক কষ্ট করে সাতার কাইটা সাইনবোর্ড উঠাইয়া দেখি!

সাইনবোর্ডে লেখা 'পুকুরে কুমির আছে কেউ পানিতে নামবেন না' 😕

02/11/2024

নিরহংকারী মানুষ গুলো ফুলের মতো সুন্দর। 🤍🌸

01/11/2024

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা। কারও ভালো দেখলে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বলে বিশ্বাস করেছি। সেজন্য আফসোস হয়নি কখনো। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

14/10/2024
09/10/2024

যখন কেউ কোন মুসলিম ভাইয়ের গোপন দোষ তালাশে ব্যস্ত হয়, নিজেকে ইজহার করার বিমারী ক্বলবে চেপে বসে, চেহারাটা মানুষের মত কিন্তু ক্বলবে বাসা বাঁধেহিংসার হিংস্র আগুন!

যখন ক্বলবে জন্ম নেয় ইবলিসি অহমিকা গীবত, শেকায়েত, চোগলখোরি হয় নাসিহাতের আলোচ্য বিষয়, ইসলাহের সুরতে মুমিন ভাইয়ের গোপনীয়তা ভরা মাজলিসে নগ্ন করাটা খাসলতে পরিণত হয়,

তখন আল্লাহ তায়া'লা তাকে ইনসাফের সাথে লাঞ্ছিত করেন। হয় ভরা মাজলিসে অথবা নিজের আয়নায়! এমনকি যদিও সে নিজের ঘরে লুকিয়ে থাকে!

মহান আল্লাহ আমাদের সবাইকে ক্বলবের সমস্ত বিমারী থেকে শিফা দান করুন। আমিন।

তেরা মেরা রিশতা কিয়্যা লা ইলাহা ইল্লাল্লাহ। ☝️
09/10/2024

তেরা মেরা রিশতা কিয়্যা
লা ইলাহা ইল্লাল্লাহ। ☝️

09/10/2024

Facebook post e Unlimited Like❣️❤️

09/10/2024

একটি শিক্ষামূলক পোস্ট ::
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।,,/©

নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব - ২০ এর নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। ♥️অভিনন্দন বাংলাদেশ! 🇧🇩
28/08/2024

নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব - ২০ এর নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। ♥️
অভিনন্দন বাংলাদেশ! 🇧🇩

সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুফে যুক্ত হয়ে নিন।
23/08/2024

সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুফে যুক্ত হয়ে নিন।

➪Official Telegram channel of "Robin IT" If you like the like comment reaction all post and subscribe the channel to get the next Update ㋛︎

(১) গ্রামীণফোনে ডায়াল করুন *121*5050 #১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রী দিচ্ছে তারা।[শুধুমাত্র ফেনী,নোয়াখালী, কুমিল্লা,ব্রাহ্মণবা...
22/08/2024

(১) গ্রামীণফোনে ডায়াল করুন *121*5050 #
১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রী দিচ্ছে তারা।

[শুধুমাত্র ফেনী,নোয়াখালী, কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জের জন্য।]

(২) রবি এবং এয়ারটেলে *২১২*১ # ডায়াল করুন
২৫০ এমবি ও ২০ মিনিট ফ্রী দিচ্ছে তারা।

(৩) বাংলালিংকে *১২১*৯০০*৩ # ডায়াল করুন
১০ মিনিট এবং ৫০০ এমবি ফ্রী দিচ্ছে তারা।

[শুধুমাত্র ফেনী,নোয়াখালী ও কুমিল্লার জন্য]
©©©

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robin Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share