MMR Media

MMR Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MMR Media, News & Media Website, Kishoreganj.

27/10/2024
16/10/2024

#ভালবাসা কিশোরগঞ্জের ছেলে

15/10/2024

শুভ সকাল,আজ মঙ্গলবার! ১৫ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ,৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রবিউস ১৪৪৬ হিজরি! আপনার দিন শুভ হোক :

আলহামদুলিল্লাহ। বাচ্চা সহ মহিলা চোর টি কে  পাওয়া গিয়েছে, শরীয়তপুর থেকে পাওয়া গিয়েছে এখন বাচ্চাটিকে বাসায় নিয়ে যাওয়...
14/10/2024

আলহামদুলিল্লাহ।
বাচ্চা সহ মহিলা চোর টি কে পাওয়া গিয়েছে, শরীয়তপুর থেকে পাওয়া গিয়েছে এখন বাচ্চাটিকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে!


মো: সাইফান মজুমদার।
বয়স:৮মাস।
কেরানীগঞ্জ,ঢাকা ১৩১০।
ইস্পাহানি ২নং রোড।
বাচ্চাটি হারিয়েছে গতকাল ১১:৩০/১২:০০ টায়।
তথ্য নিশ্চিত Delwar Hossain

এই মহিলা বাসা থেকে সাইফান কে নিয়ে চলে যায়। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছেনা। এই বাচ্চাকে কোথাও দেখলে দয়া করে আমাদের সাথে...
13/10/2024

এই মহিলা বাসা থেকে সাইফান কে নিয়ে চলে যায়। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছেনা। এই বাচ্চাকে কোথাও দেখলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কলিজাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন।
01766910130

শেয়ার করুন আর এই ক্রিমিনাল মহিলাকে ধরিয়ে দিন
কপি পোস্ট Beauty Hacks

I got 8 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you....
06/10/2024

I got 8 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

পৃথিবীর এক প্রান্তে একটু পানির জন্য হাহাকার, অন্যপ্রান্তে অতিরিক্ত পানি থেকে বাঁচতে হাহাকার।

পৃথিবীর এক প্রান্তে একটু পানির জন্য হাহাকার, অন্যপ্রান্তে অতিরিক্ত পানি থেকে বাঁচতে হাহাকার।
22/08/2024

পৃথিবীর এক প্রান্তে একটু পানির জন্য হাহাকার, অন্যপ্রান্তে অতিরিক্ত পানি থেকে বাঁচতে হাহাকার।

আসসালামু ওয়ালাইকুম সকলের দৃষ্টি আর্কশন করছি বিশেষ করে ময়মনসিংহ এবং জামালপুর জেলার অভিভাবকদের। অনুমান ১৪/১৫ বছরের ছেলেটি ...
19/08/2024

আসসালামু ওয়ালাইকুম সকলের দৃষ্টি আর্কশন করছি বিশেষ করে ময়মনসিংহ এবং জামালপুর জেলার অভিভাবকদের।

অনুমান ১৪/১৫ বছরের ছেলেটি পাওয়া গেছে। তার কোন ঠিকানা বলতে পারে না শুধু বাড়ি কোথায় জিজ্ঞেস করলে ময়মনসিংহ জামালপুর এসব বলে।
নাম জিজ্ঞেস করলে বলে আরিফ
বাবা-মা বা গ্রাম অন্য কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না!
ছেলেটির বয়স অনুযায়ী জ্ঞান কম স্বাভাবিক বাচ্চাদের মতো চালাক-চতুর নয় ছেলেটা বোকা সহজ সরল।
ছেলেটি কারো পরিচিত হলে যোগাযোগ করুন। সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো

মের্সাস ওয়াহাবুল এন্টারপ্রাইজ
ডার্চ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং
যশোদল বাজার, কিশোরগঞ্জ সদর
ব্যাবস্তাপনা পরিচালক
হাজী শাহ মোঃ ওয়াহাবুল ইসলাম
মোবাইল = 01720956915

বাচ্চার মায়েরা সবাই সাবধান গড়ের দাইর কেটে বাচ্চাটি চুরি করে নিয়া গেছে তাড়াইল থানা, তালডাঙ্গা ইউনিয়ন, শাহবাগ গ্রাম ১০...
10/06/2024

বাচ্চার মায়েরা সবাই সাবধান
গড়ের দাইর কেটে বাচ্চাটি চুরি করে নিয়া গেছে
তাড়াইল থানা, তালডাঙ্গা ইউনিয়ন,
শাহবাগ গ্রাম ১০/০৬/২৪

আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে শুনলাম খুব অদ্ভুতভাবে চুরি হইছে
বাচ্চার বয়স হচ্ছে আড়াই মাস
বাচ্চার মা ঘুম থেকে উঠে দেখে বাচ্চা নাই অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পিছনে গিয়ে দেখে ঘরের দাইর কাটা তারপর ভাবছে শিয়ালে নিয়ে গেছে,,আশেপাশে অনেক ছোটা ছুটির পরে একজনে বলছে ফজরে আযানের পরে মসজিদ থেকে বার হওয়ার সময় একটা বোরকা পরা মহিলা বাচ্চা নিয়া হাইটা যাইতেছে ওরে জিজ্ঞাসা করছে এত সকালে কই যাও সে উত্তর দিছে আকবপুর যাইতেছি পরে আর ওই মুসল্লী কিছু বলে নাই ভাবছে হয়তবা তার নিজেরই সন্তান
, তাড়াইল উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি
দ্রুত তদন্ত করে এই মাসুম বাচ্চাটিকে দ্রুত তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য আর যে এই কাজটি করেছে
দুষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি,,,বেশি বেশি করে সবার আইডিতে পোস্ট করে দিবেন
বাচ্ছাটাকে ,,তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য সবাই সাহায্য করুন,,

11/05/2024

বাস্তব কথা

*কিশোরগঞ্জের জেলার সদর থানাধীন আঃ সামাদ প্লাজার নিচ তলায় “মেসার্স জেএফ টেলিকম” নামক দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফো...
23/04/2024

*কিশোরগঞ্জের জেলার সদর থানাধীন আঃ সামাদ প্লাজার নিচ তলায় “মেসার্স জেএফ টেলিকম” নামক দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন, আইএমইআই পরিবর্তন করার ডিভাইস, ডেক্সটপসহ ০১ জন সাইবার অপরাধীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।*

অদ্য ২২/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকা থেকে ১৪:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে কিশোরগঞ্জের জেলার সদর থানাধীন আঃ সামাদ প্লাজার নিচ তলায় “মেসার্স জেএফ টেলিকম” নামক দোকানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুহুল আমিন(৩৫), পিতা-আঃ জলিল, সাং-পাঁচ দড়িল্লা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে চুরিকৃত মোবাইল-০৩টি, আইএমইআই পরিবর্তন কাজে ব্যবহৃত সিপিইউ ও মনিটর-০১টি, আইএমইআই পরিবর্তন করা ডিভাইস-০৩টি উদ্ধার করা হয়।

Address


2300

Telephone

+8801716640326

Website

Alerts

Be the first to know and let us send you an email when MMR Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MMR Media:

Videos

Share