পাপী ツ

পাপী ツ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ🌼
পেইজ টা ফলো করে আমাদের প্বাশে থাকুন💙
(7)

25/07/2024
25/07/2024

নেট ও ঠিক হলো,দেশ ও শান্ত হলো,কোটারও রায় হলো।

কিন্ত আমার মায়েরা এখনো কাঁদছে কেনো?

08/05/2024

কিগো! তুমি নাকি চেলচেলায়া জান্নাতে গেছো! বুঝাইতে চাইলাম! স্বর্গ পাইছো?😂তো কেমন আচো? তুমিকী ভালো আচো!😽

16/04/2024

Forever

11/04/2024

💜🌙💫

06/04/2024

হে আল্লাহ 🤲
শবে-কদরের উছিলায় সবাইকে ক্ষমা করে দিন।সবাইকে বিপদ আপদ থেকে উদ্ধার করুন। প্রতিটা মানুষের মনের নেক ইচ্ছে গুলা পূরন করুন।সকল পিতা মাতাকে নেক হায়াত দান করুন ।প্রতিটা অসুস্থ মানুষকে সুস্থ করুন। প্রতিটা ছেলে মেয়েকে হেদায়াত করুন। কবর বাসিদের জান্নাতুল ফেরদৌস দানকরুন🤍প্রতিটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দিন।হে আল্লাহ আপনার রহমত আমাদের উপর বর্শন করুন। তাদের সবার সাথে আমার পরিবারকেও সামিল করুন আমিন🤍

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সকলের দোয়া কবুল করুন🤍আমিন🤍

03/04/2024

🫶💫

15/03/2024

Friday + Ramadan🕋
Alhamdulillah🖤

15/03/2024

কিগো বাচ্চারা আজ পরিক্ষা কেমন দিলা তোমরা😌

12/03/2024

আল্লাহ'র উপরে বিশ্বাস রাখুন, এই রমজানেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন।❤️

11/03/2024

এই 'রোজা' লাইফে 'ভালো' চেঞ্জ নিয়ে আসুক। 'বাজে অভ্যাস' গুলা যাতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাক৷ অতিরিক্ত রাগ,অতিরিক্ত হিংসা কমে যাক। অল্পতেই বেশি কষ্ট পাওয়া মন টা আরেকটু শক্ত হোক৷
আত্নীয় স্বজন,প্রিয় মানুষ যারা গতোবছর ছিলো,এই বছরে 'নাই', তাদের হারিয়ে ফেলা শোক নাহয় শক্তি তে পরিনত হোক৷ খারাপ পথ থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসুক। মানুষ মন্দ বলুক বা যতো সমালোচনা করুক,নিজের কাছে,আল্লাহর কাছে যাতে 'ভালো' হতে পারি,সেই চেষ্টা অবিরত থাকুক। মন সব সময় 'শান্ত' থাকুক। সব শুভাকাঙ্ক্ষী,আশেপাশের মানুষজন সবাই ভালো থাকুক। সবার সাথে 'ভালো' কিছুই হোক। আমিন ❤️
©️: Umed Ibneemostafa

09/03/2024

আমি লিপস্টিক দিয়ে লিখে রেখেছি তোমার প্রতারণার গল্প,
আমি দূরবীন দিয়ে দেখে ফেলেছি আমাকে ফাঁদে ফেলার অস্ত্র।
তবুও আমি দমে যাইনি।

তোমাকে কাছে আসতে দিয়েছি,
আমার খয়েরি লিপস্টিক ছুঁতে দিয়েছি।
এমনকি তোমার দূরবীনটারও প্রশংসা করেছি।

তুমি বুঝতেই পারোনি, আমি যে সব ধরে ফেলেছি।
এত মিথ্যে বলার পরও কখনও মাথা নত করোনি তুমি;
শেখোনি কী করে ঝুঁকতে হয়।

চোখে চোখ রেখে মিথ্যে বলতে একটুও ভয় করে না তোমার, এটা দেখে আমারই তো ভয় করছে!

তুমি জিতে গেছ।
এত বড়ো বিজয় আমি আগে দেখেনি।
ফুলের তোড়া রেখে গেলাম তোমার টেবিলে।
তুমিই সত্যিকারের মানুষ, তুমিই ব্যাকরণ, তুমিই বিধিমালা।
©️Sushanta Paul

09/03/2024

Move one এমন ভাবে করো!
যাতে সে তোমাকে দেখে ডিপ্রেশনে চলে যায়😌

09/03/2024

আমাকে কে ভুলে গেলে আমিও তাকে ভুলে যেতে পাড়ি😊
কেও আমার স্মৃতি রাখতে না চাইলে আমিও তার স্মৃতি মুছে দিতে পাড়ি😊

09/03/2024

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি! কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি! এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!

২৫টা বছরে আমি একটা ঠিক মানুষ চুজ করতে পারলাম না!

09/03/2024

-প্রিয় রমা'দান এই কুলষিত দূর্বল হৃদয়ে হেদায়েত এর নুর হয়ে এসো!📖📿

আমিন!

Copy:নপ্স😓

Address

Kishorganj
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাপী ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share