15/01/2025
- ফেইসবুকে কিছু কিছু পোস্ট দেখলে আসলেই খারাপ লাগে.....
আস্তাগফিরুল্লাহ !!!
পোস্টের ধরনঃ
১:- Just- সালাম দিন, রিপ্লাই আসলে
আপনি ভাগ্যবান- ইনশাআল্লাহ্!
২:- আমি পর্দা করি আলহামদুলিল্লাহ ইউ..
৩:- আজকে কে কে ফজরের নামাজ পড়েছো তাদের চাঁদ মুখ খানা দেখতে চাই।
৪:- ১ ঘন্টায় 1k আল্লাহর পাগল দেখতে চাই।
৫:- কথা দিলাম আল্লাহ নামটি লিখবো।
৬:- মহানবী (সাঃ) কে ভালোবাসলে একবার তার নামটা লিখে যান।
৭:- যে এই পোস্টটা পড়ছেন একবার হইলেও আল্লাহ নামটা লিখে যান।
৮:- কে কে নামাজ পড়ছো কোরআন পরছো হাত তুলো।
৯:- ফাস্ট তারাবী ডান,, ফাস্ট ইফতার ডান, ফাস্ট সেহরি ডান।
১০:- কেউ আমীন না লিখে যাবেন না!
১১:- যেকোনো পোস্টে আবার এটাও লিখে , কালিমার দাওয়াত দিয়ে গেলাম !
১২:-যারা ইসলাম ধর্ম পেয়ে খুশি,, শুধুমাত্র তারাই বলি আল-হামদুলিল্লাহ
আস্তাগফিরুল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!!
দ্বীনি ভাই/বোন এটা আমাদের চরম মূর্খতার পরিচয়! ইসলাম জোর করে কাউকে দিয়ে কিছু করানো শেখায়নি,।
কেন আপনারা কি পাবলিককে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করেন?? আর যারা কমেন্ট না করে তারা কি জীবনে নামাজ পরে না নাকি !
তারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসে না?
আল্লাহর ইবাদত যত গোপনে করবেন আল্লাহ তত খুশি হবে। ইসলাম আমাদের বলে তুমি এমনভাবে দান করো যাতে ডান হাতে দান করলে বাম হাতও টের না পায়...
আর বর্তমানে মানুষ এমনভাবে দান করে মনে হয় বিশ্বজয় করে মাইকিং করছে!
বিরত থাকুন এসব পোস্ট করা থেকে।
লোক দেখানো এবং রিচ বাড়ানো এমন এটেনশন সিকিং পোস্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন!! (আমিন)
©