Md Jubraz Hossain

Md Jubraz Hossain All folow koro

13/10/2022
12/09/2022

Place support me

08/09/2022

সাদা সাদা🌝কালা কালা🌚
কারেন্ট গেছে রাত্রিবেলা
আমি বলি বাতি জ্বালা🙂

পল্লি বিদ্যুৎ বলে তুই ও কালা রাত ও কালা,
অন্ধকারে বইসা থাক সা!লা!'🤨সাদা সাদা🌝কালা কালা🌚
কারেন্ট গেছে রাত্রিবেলা
আমি বলি বাতি জ্বালা🙂

পল্লি বিদ্যুৎ বলে তুই ও কালা রাত ও কালা,
অন্ধকারে বইসা থাক সা!লা!'🤨

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?১৫০০ বছর আগে তুরষ্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। রাজার আদেশে রা...
03/09/2022

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?
১৫০০ বছর আগে তুরষ্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। রাজার আদেশে রাজ্যের ২০ টি সুন্দরী মেয়েকে উপস্থিত করা হয়, রাজা সবাইকে একটি করে বীজ দিলেন এবং বললেন, যে মেয়েটি ০৬ মাস পর এই বীজ থেকে গোলাপ ফুল ফুটাতে পারবে আমি তাকে বিয়ে করবো

ছয় মাস পর সব মেয়েরা এলো, সবার হাতে একটা করে গোলাপ, কারো হাতে লাল, কারো হলুদ, কারো হাতে সাদা। শুধু একটি মেয়ের হাতে গোলাপ ফুল ছিল না।

রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার গোলাপ কোথায় ?
মেয়েটি উত্তর দিল, রাজামশাই আপনি যে বীজটি দিয়েছিলেন তা গোলাপের বীজ ছিল না।
তার সততায় খুশি হয়ে রাজা তাকে বিয়ে করেন।

আর তালায় এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে সেটা আমারও জানা নাই :)

02/09/2022

মাঝরাতে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বললো " ২৫ ডজন চুড়ি, ০৫ টা শাড়ি, ০৫ টা থ্রি পিছ, ০৫ জোড়া জুতা আরো অনেক কিছু অর্ডার করতে চাই। আপনি কি ঠিকমতো পৌঁছে দিতে পারবেন? "

আমি অবাক হয়ে গেলাম। সবেমাত্র কিছুদিন আগে থেকে শুরু করেছি আমার অনলাইনের এই ছোট্ট বিজনেস। কিছু কিছু গ্রুপের মধ্যে টুকটাক পোস্ট করি। কিন্তু এই লোকটা যে পরিমাণ লিস্ট দিয়েছে তাতে কমপক্ষে ত্রিশ হাজার টাকার শপিং হবে।

আমি বললাম " ভাইয়া সবটাই যোগাড় করে দিতে পারবো, আপনার কবে নাগাদ লাগবে? "

" আমার হাতে বারো দিন সময় আছে, আপনি সেই বারো দিনের মধ্যে সংগ্রহ করবেন। সবকিছু হিসাব করে দামটা বলেন। আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো। "

এবার আরেকটু ভাবনা বেড়ে গেল। এতগুলো টাকা তিনি অগ্রিম দিতে চাইছেন। একদিকে যেমন ভাবছি, অন্যদিকে তেমন আনন্দ হচ্ছে। চোখ ভর্তি ঘুম ছিল, সব ঘুম হারিয়ে গেছে। আবার হঠাৎ করে মনে হলো কেউ ফাজলামো করে না তো। এমনও হতে পারে যে সবকিছু বলে তারপর আর নিবে না।

বললাম " ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে সম্পুর্ন খরচের লিস্ট দিচ্ছি। "

" ঠিক আছে তাড়াতাড়ি করবেন, গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে গিফট করবো। "

আমি সবকিছুর হিসাব করলাম। কিছু কিছুর দাম জানা নেই সেগুলোও জেনে ও আনুমানিক ভাবে হিসাব দিলাম। সবমিলিয়ে মোট তেত্রিশ হাজার সাতশো সত্তুর টাকা হলো।

লোকটা আমার বিকাশ নাম্বার নিয়ে পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দিলেন। তারপর মেসেজ দিয়ে বললেন " বাকিটা আগামীকাল দেবো, আজকে আর পাঠানো যাবে না। আপনি সবগুলো সংগ্রহ করার ব্যবস্থা করবেন। "

" ঠিক আছে ভাইয়া, কিন্তু ঠিকানা? "

" ঠিকানা দেবো, আগে সংগ্রহ করেন। তাছাড়া লিস্টে আরো কিছু এড হতে পারে। আপনি সব সংগ্রহ করে আমাকে বলবেন। আর আমি পঁচিশটা চিরকুট দেবো, আপনি সেগুলো আলাদা আলাদা কাগজে লিখবেন। "

" ঠিক আছে। "

" আরেকটা কথা, আমার পরিচিত একজনের কাছ থেকে আপনার কথা জেনেছি। তাই আপনার কাছে সব অর্ডার দিলাম। তাছাড়া আমিও খুলনার মানুষ, আপনি আমি একই শহরের মানুষ। "

" কে সে? "

" তেমন কেউ না, বাদ দেন। "

" আচ্ছা। "

লোকটা শুভরাত্রি বলে অফলাইন হয়ে গেল। আমি আমার আইডি দিয়ে তার আইডির ভিতর গেলাম। অনেকটা কৌতূহল নিয়েই গেলাম। যিনি তার প্রিয়জনের জন্মদিনে এতকিছু দিচ্ছেন তার প্রতি কৌতূহল হতেই পারে।

অনেক পোস্ট আর পিকচার আপলোড দেখলাম। একটা মেয়ের হাতে হাত রেখে, পিছন থেকে ও মেয়েটা হিজাব পরিধান করা অবস্থায় কিছু ছবি আছে। বুঝ

This will coming soon.  15 September 🤣🤣🤣 are you redy? Move live hobe. Examer rutin unujai purbo kora hoyese.
02/09/2022

This will coming soon. 15 September 🤣🤣🤣 are you redy? Move live hobe.
Examer rutin unujai purbo kora hoyese.

All friend. নতুন মুভি তৈরি করলাম,,, 😁😁😁😁15 tarikhe rilij hobe.  Live hobe move ta atodin folow diye sathe thakun Md JMd ...
02/09/2022

All friend.

নতুন মুভি তৈরি করলাম,,, 😁😁😁😁
15 tarikhe rilij hobe.

Live hobe move ta atodin folow diye sathe thakun Md JMd Jubraz HossainrMd Jubraz HossainsMd Jubraz Hossaini 🤣🤣🤣🤣🤣🤣

02/09/2022

পরিবারের বড় ছেলে যে কেনো হলি তুই... বড় ছেলে না হলে বেঁচে যেতি অনেক দায়িত্ব থেকে"

'বন্ধু নীলের কথা শুনে আমি আকাশের দিকে তাকিয়ে নিরব হাসলাম।

'তুই হাসছিস কেনো?

আমি বললাম পরিবারের বড় ছেলে হয়েছি বলেই নিজ দায়িত্বে মা বাবার জন্য দিন রাত খেঁটে তাদেরকে সেবা করার সুযোগ পাচ্ছি। পরিবারের বড় ছেলে বলেই ছোট ভাই দুটোকে পড়াশোনা করিয়ে সমাজের মুখ থেকে বাহবা পাচ্ছি। এই সৌভাগ্য কয়টা ছেলের জুটে বলতো?

বাসায় ঢুকতেই দেখলাম মা বারান্দায় মোমবাতি জ্বালিয়ে বসে আছে আমার জন্য। আমি সামান্য একটা চাকরি করি। বাবা কয়েকদিন আগে এক্সসিডেন্টে একটা পা হারায়। মা অনেক বার কাজ করবে বলেছিলো আমি করতে দেয়নি।

"বাপ আইছোস?

" হো আম্মা। তুমি ঘুমাওনাই?

"তোরে না খাওয়াইয়া আমি কোনোদিন ঘুমাইবার গেছি?

" সবাই খাইছে?

"আমি কথাটা বলতেই দেখলাম আমার দুইটা ছোট ভাই চুপচাপ মসথা নিচু করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বাবাও এসে দাঁড়িয়েছে। তখন বুঝলাম কেউ খায়নি। আমি না আসা অব্দি কেউ কখনো খেয়ে ঘুমাইনা। আমি বললাম, " আম্মা বেগুন ভাজা আর শুঁটকির ভর্তা দিয়া ভাত ভারো। সবাই জমিয়ে খাবো। ভাই দুটো জড়িয়ে ধরলো আমায়। আম্মার মুখে স্নিগ্ধ হাসি। বাবার চোখে আনন্দের অশ্রুকণা। এইগুলোর চেয়ে বড় উপহার একটা ছেলের জীবনে কিইবা হতে পারে!

#অনুগল্প
#সৌভাগ্যবান
:মারশিয়া_জাহান_মেঘ

02/09/2022

@+[102041911303093:0]

+ চিহ্ন বাদ দিয়ে কোডটি লিখেন😊
কালিমা তাইয়্যেবা চলে আসবে❤❤

02/09/2022

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

👉 সংগ্রহীত MMd Shahidul Islam AkashSMd Shahidul Islam AkashIMd Shahidul Islam AkashAMd Shahidul Islam Akash

*বাবা সব সময় পিছিয়ে থাকে,**জানি না কেন?*  ১.  মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা প...
02/09/2022

*বাবা সব সময় পিছিয়ে থাকে,*
*জানি না কেন?*
১. মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

লেখা‌টি কুড়িয়ে পাওয়া।
পৃ‌থিবীর সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি🥀💝

02/09/2022

রাজার রাজ্যে ১ লোক রুটি বিক্রি করতো। একমাত্র রুটি বিক্রেতা।

সে একদিন রাজার কাছে যেয়ে বললঃ 'হুজুর, অনেক বৎসর ৫ টাকা করে রুটি বিক্রি করি। এখন দাম বাড়িয়ে ১০ টাকা করতে চাই। আপনি যদি অনুমতি দেন!'

রাজা বললেন, 'যা, কাল থেকে ২০ টাকা রুটির দাম!'

দোকানী বলল, 'না হুজুর, আমার ১০ টাকা হলেই চলবে!'

রাজা বললেন, 'চুপ করে থাক! আর আমি যে দাম বাড়াতে বলেছি, কাউকে বলবিনা!'

রুটি ওয়ালা খুশিমনে ফিরে গেল।
পরদিন থেকে তার রুটির দাম ২০ টাকা!

সারা রাজ্যে প্রতিবাদ! জনগণ ক্ষেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, 'হুজুর, আমাদের বাঁচান! এ কি অন্যায়! ৫ টাকার রুটি ২০ টাকা হলে আমরা বাচবো কি খেয়ে!'

রাজা হুংকার দিলেন, 'রুটি ওয়ালাকে ধরে আনো! এই অন্যায় মানা যায় না!'

তারপর ঘোষণা দিলেন কাল থেকে রুটির দাম ১২ টাকা।

এইদিকে রাজা রুটিওয়ালাকে গোপনে বল্ল ২ টাকা আমার তহবিলে জমা করবে।

সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল! শুধু এমন একজন রাজা ছিলো বলে! না হলে জনগণের কি হতো!


রুটি ওয়ালা খুশি!
জনগণও খুশি!
রাজাও খুশি! 🙄

MMd Jubraz HossainJMd Jubraz HossainHMd Jubraz Hossain
[Disclaimer: সব চরিত্র কাল্পনিক]

02/09/2022

বিয়ের বয়স সবে মাত্র তিন দিন। ঘরে বসে ফেসবুকিং করছি। আচমকা শ্বাশুড়ি মা ঘরে ঢুকে আমাকে উদ্দেশ্য করে বলেন,

মনে করো আমি আর তুমি শপিংয়ে গেছি, এ সময় এক দোকানি তোমাকে বললো, আপা উনি আপনার কি লাগেন? ;

তখন তুমি কি বলবা ?

উনার প্রশ্নের ধরণ দেখে আমি পুরাই ভ্যাবাচ্যাগা খেয়ে খেলাম। এ রকম একটা সহজ প্রশ্নের কি উত্তর দিবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় একটা নি:শ্বাস নিয়ে বল্লাম,

: যেটা উত্তর সেটাই বলবো।

: প্যাঁচ মাইরো না, যে উত্তর দিবা সেইটা বলো ?

আমি বুঝতে পারলাম এই ভদ্রমহিলা খুব সহজ মানুষ না। আমি আর এদিক-সেদিক না যেয়ে বললাম,

আমি বলবো, উনি আমার মা।

: তারপর কি হবে জানো ? দোকানি তোমার দিকে আর আমার দিকে ঠিক তিনবার করে তাঁকিয়ে মনে মনে বলবো, এই কাইল্যা বেডির মাইয়া এতো ফর্সা হয় কেমনে?

আমি কি বলি সেটা একটু মনোযোগ দিয়ে শুনো। তোমরা তো এখন আবার মোবাইল ছাড়া আর কিছুর প্রতি মনোযোগ দিতে পারো না।

আমি আলগোছে হাতের মোবাইলটা শাড়ির আঁচলের আড়ালে ঢুকিয়ে নিলাম।

এবার তিনি বলেন,

অনেক বাঙালি শ্বাশুড়ি-বউ প্রচলিত ও তথাকথিত সম্পর্ককে ভেঙ্গে দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছে। কিন্তু শেষ মুহুর্ত পর্যন্ত পারেনি। পারার কথাও না। কেননা আমি তোমার মায়ের মতো কিন্তু মা নই। অনুরূপভাবে তুমি আমার কাছে মেয়ের মতো কিন্তু মেয়ে নও। আমরা বিন্দুমাত্র ন্যাকামি না করে কেবলমাত্র বউ-শ্বাশুড়ির সরল সূত্রে বিশ্বাস রেখে আমাদের সম্পর্ককে মধুর করতে চেষ্টা করতে পারি। বাকীটা সৃষ্টিকর্তার ইচ্ছা। কাজেই তুমি দোকানি বলবে, উনি আমার শ্বাশুড়ি মা কিংবা Mother in law.

বুঝতে পারছো আমি কি বলেছি?

: জ্বি মা।

: তুমি পড়াশুনা জানা মেয়ে, যতদিন আমার শক্তি-সামর্থ আছে ততদিন চাকরি করতে পারো। তবে, অফিস থেকে এসে কিন্তু বলতে পারবে না, ‘মা আমি খুব টায়ার্ড, খাবার রেডি করে আমাকে ডাক দিয়েন।’ তাহলে কিন্তু জামাই-বউ দুইজনরে বাসায় ঢুকতে দিমু না। কারণ বাসাডা এখনো আমার নামে।

এরপর সে আমার দিকে তাঁকিয়ে বলেন, হাসতাছ কেন? আমি কি তোমারে কোন হাসির কথা বলছি?

: জ্বি না মা।

: এবার লক্ষী মেয়ের মতো আঁচলের আড়াল থেকে ফোনটা বের করে দু’জনের একটা সেল্ফি তুলে ফেসবুকে পোস্ট দাও তো। আর নীচে লিখে দাও, ‘ with my sweet mother in law.’

01/09/2022

- আপনি নামাজ পড়ুন 🙇‍♂️💓
- আপনার নামাজ পড়ার আগে 🙏

🔥🇧🇷ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং এ এক নাম্বারে আছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল 💚রাজাকে সিংহাসনে মানায়।💪💖💖
31/08/2022

🔥🇧🇷ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং এ এক নাম্বারে আছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল 💚

রাজাকে সিংহাসনে মানায়।💪💖💖

এটাই বাবা🙂 যার বুকে পুরো পরিবারের ঠাই💝💝
31/08/2022

এটাই বাবা🙂
যার বুকে পুরো পরিবারের ঠাই💝💝

🥰🌹স্বপ্ন সেটা নয়🌹🌹❤️ যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে;💕💕🥀🌹🏵️🪷 স্বপ্ন সেটাই 🌸🌷যেটা মানুষকে ঘুমাতে দেয় না💯🥰
29/08/2022

🥰🌹স্বপ্ন সেটা নয়🌹🌹❤️
যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে;💕💕🥀
🌹🏵️🪷 স্বপ্ন সেটাই 🌸🌷
যেটা মানুষকে ঘুমাতে দেয় না💯🥰

* ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরীনজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..কিন্তু সেই রুপ আর নাই....* সব পরীক্ষায় নকল করে ...
29/08/2022

* ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী
নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..
কিন্তু সেই রুপ আর নাই....

* সব পরীক্ষায় নকল করে পাস করা
ছেলেটিও এখন বিসিএস ক্যাডার.....

* ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময়
ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে...

* অন্যের গার্ল ফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া
বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন
আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ...

* ৮ বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার
নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন
ঋণের বোঝা নিয়ে কোন মতে বেচে আছে....

* ১০ বছর আগে ক্লাসের লাস্টে বসা
প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও
এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে...

* ৬-৭ বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা
ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্র পক্ষের কাছে
বার বার রিজেক্ট হচ্ছে....

* ৫ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা
এখন একজন আরেকজনের ব্লক লিস্টে....

* ৭-৮ বছর ধরে নিজের ইচ্ছামতো একের
পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের
অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে...

* ১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে
বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা
এখনো বন্ধুত্তহীনতায় ভুগছে....

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত,রুপ-গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি-আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো.. কিন্তু সময় সবসময় আমার-আপনার
ইচ্ছামত চলবে,এমন আশা করা টা ভুল.. সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়...

এত অহংকার কিসের আমাদের..?
জীবনের প্রথম গোসল করছি অন্যজনের হাতে,
শেষ গোসল টা ও হবে অন্যজনেরই হাতে....!!

28/08/2022

- বিয়ের পর জামাই কে বলবো.!😌

- ওগো লুঙ্গি পড়লে তোমায় সেই লাগে.!😘😍

- আসল কারন হলো জিন্স প্যান্ট ধুইতে ক'ষ্ট লাগে.!🐸🙂

দাদা আছে, হাঁ, না।
28/08/2022

দাদা আছে,
হাঁ, না।

Address

Khustia

Telephone

+8801726265718

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Jubraz Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share