01/04/2023
#গতকাল_রাতের_ভয়াবহ_সড়ক_দূর্ঘটনার_সি_সি_টিভি___ফুটেজ।
নিহত ০১, গুরুতর আহত,০২ জন।
চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা বাজারে,আরামডাঙ্গা বটতলা নামক স্থানে গত কাল রাত আটটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সি.সি টিভি ফুটেজ থেকে সংগ্রহ করা ভিডিও এসেছে দৈনিক অনুসন্ধান এর হাতে।
ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল চলন্ত অবস্থায় ইউটার্ন (মোড়) নেয়,আর পিছনে থাকা যমদূত নামক বেপরোয়া ট্রাক্টর ব্রেক করেও তার কন্ট্রোল আনতে পারেনি।
দুই ড্রাইভার এর অসতর্কতায় ঝরে গেল একটি তরতাজা প্রাণ।