![ভেবেছি তোমায় ডাকবো প্রভুসকাল বেলা-তে।উঠতে উঠতে হয়ে গেলো দেরি, ভাবলাম! ডাকবো তোমায় বিকাল বেলা তে।কাজ শেষে ফিরলাম ঘরে, শর...](https://img5.medioq.com/466/737/122106666464667376.jpg)
14/12/2024
ভেবেছি তোমায় ডাকবো প্রভু
সকাল বেলা-তে।
উঠতে উঠতে হয়ে গেলো দেরি,
ভাবলাম! ডাকবো তোমায় বিকাল বেলা তে।
কাজ শেষে ফিরলাম ঘরে,
শরীরটা বেশ ক্লান্ত, এখন একটু ঘুমিয়ে পড়ি।
সন্ধ্যা হলো দিন গেলো,
ডাকবো তোমায় কালকে।।
এই ভেবে ভেবে দিনতো ফুরালো,,
প্রভু, পেলাম না সময়,,,
তোমাকে স্মরণ করার।।।
এখন আমি নীড় হারা পাখি-
হয়েছে যাবার সময়।
ক্ষমা করো প্রভু,
ডাকিনি তোমায় সময়কালে
ডাকছি আমি অবশেষে।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।🙏🙏🙏