Luna’s Whisper

Luna’s Whisper From the pages of books to the frames of life, whispers from the moonlight, guiding you through a world of books, one story at a time.

কখনো যদি শুনতে পান আপনাদের লুনা আপু বুকশপ দিয়ে ফেলেছে অথবা একটা আস্ত বই লিখে ফেলেছে তখন আপনাদের মনোভাব কেমন হবে?ছবি: অন্...
26/01/2025

কখনো যদি শুনতে পান আপনাদের লুনা আপু বুকশপ দিয়ে ফেলেছে অথবা একটা আস্ত বই লিখে ফেলেছে তখন আপনাদের মনোভাব কেমন হবে?

ছবি: অন্তিক মাহমুদ ❤️

উড়ে যাও ইকারাস।ঈশ্বর কখনো কাউকে ডানা দেননি।থমথম মেঘ ঝরে যায় আশ্বিনের শেষে।   ~ঈশ্বর,মেঘ, ইকারাস সমগ্র (২০১৮)©Fahim Shiha...
26/01/2025

উড়ে যাও ইকারাস।
ঈশ্বর কখনো কাউকে ডানা দেননি।
থমথম মেঘ ঝরে যায় আশ্বিনের শেষে।

~ঈশ্বর,মেঘ, ইকারাস সমগ্র (২০১৮)
©Fahim Shihab Reywaj

পড়ছি ইকরাসকে। ছোট্টবেলায় ভাবতাম একদিন আমিও ইকারাসের মতো ডানা ঝাপটে চলে যাব সূর্যের অনেক কাছে। আপনারা কোন বইটি পড়ছেন?

বই: যেখানে স্মৃতিরা বেঁধেছিললেখক: খায়রুজ্জামান খান সানি © Luna’s Whisper
25/01/2025

বই: যেখানে স্মৃতিরা বেঁধেছিল
লেখক: খায়রুজ্জামান খান সানি

© Luna’s Whisper

প্রহেলিকা - কি নামটা একটু অদ্ভুত ঠেকছে না? প্রথম দেখায় আমার কাছেও নামটা অদ্ভুত লেগেছিলো। এত্তো কিছু থাকতে প্রহেলিকা কেন?...
24/01/2025

প্রহেলিকা - কি নামটা একটু অদ্ভুত ঠেকছে না? প্রথম দেখায় আমার কাছেও নামটা অদ্ভুত লেগেছিলো। এত্তো কিছু থাকতে প্রহেলিকা কেন? অনেক ভেবেচিন্তে প্রহেলিকা কিনেই ফেলি।

কয়েক পৃষ্ঠা পড়ার পর বুঝতে পারি কেন এই নাম। প্রথম থেকে শেষ পৃষ্ঠা অব্দি এক বসাতেই শেষ করেছি। বই শেষ করার পর একটা কথাই মাথায় চলেছে, প্রহেলিকা- বইয়ের নামটা সার্থক।

বই: প্রহেলিকা
লেখক: নাজিম উদ দৌলা
প্রকাশনী: Premium Publications
রেটিং: ১০/১০

আপনারাও পড়ে দেখতে পারেন প্রহলিকা। আর চেষ্টা করতে পারেন প্রহেলিকার প্রহেলিকা সমাধান করার।
Happy reading ❤️

বই: আমাজনিয়ালেখক: জেমস রলিন্সঅনুবাদ: রাকিব হাসানপ্রকাশনী: বাতিঘরমুদ্রিত মূল্য :৫৮০৳পৃষ্ঠা সংখ্যা :৪১৫রেটিং:১০/১০একটি প্র...
23/01/2025

বই: আমাজনিয়া
লেখক: জেমস রলিন্স
অনুবাদ: রাকিব হাসান
প্রকাশনী: বাতিঘর
মুদ্রিত মূল্য :৫৮০৳
পৃষ্ঠা সংখ্যা :৪১৫
রেটিং:১০/১০

একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক: যদি পৃথিবীর সবচেয়ে গভীর, রহস্যময় জঙ্গলে এমন একটি সত্য লুকিয়ে থাকে যা মানবজাতির ভবিষ্যতকে বদলে দিতে পারে, তবে আপনি কী করবেন? এ জঙ্গল কি শুধু গাছপালা আর প্রাণীর বাসস্থান? নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু, যা মানুষের কল্পনাকেও হার মানায়? জেমস রোলিন্সের আমাজোনিয়া পড়তে পড়তে আপনার মনে হবে, আপনি কাগজে মুদ্রিত কোনো গল্প নয় বরং জীবন্ত এক জঙ্গলের গভীরে হাঁটছেন। প্রতিটি শব্দ যেন জঙ্গলের কুসুমলতা হয়ে আপনাকে জড়িয়ে ধরছে, প্রতিটি বাক্য যেন আপনাকে ধাক্কা দিয়ে আরও গভীরে নিয়ে যাচ্ছে।

সবকিছুর শুরু একটি অসম্ভব প্রত্যাবর্তন দিয়ে। একজন মানুষের ফিরে আসা, যে বছর কয়েক আগে এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। কিন্তু সে ফিরেছে এমন কিছু প্রশ্ন নিয়ে, যা যুক্তি আর বিজ্ঞানের নিয়ম ভেঙে চুরমার করে দেয়। তাকে ঘিরে গড়ে ওঠা এই প্রশ্নের উত্তর খুঁজতে বের হয় একটি দল। তাদের যাত্রা শুরু হয় এই রহস্যময় জঙ্গলের ভেতর কিন্তু তারা জানে না, প্রতিটি পদক্ষেপে কী অপেক্ষা করছে তাদের জন্য।

আমাজনের বর্ণনা এখানে শুধু পটভূমি নয়, এটি যেন এক বিশাল- নিঃশ্বাস ফেলা দানব। ঘন বৃক্ষরাজির ফাঁক দিয়ে সূর্যের আলো স্পর্শ করেনা ভূমি, কানে তালা লেগে যাওয়ার মতো অদ্ভুত সব শব্দ। মনে হয় যেন প্রতিটি পাতা, প্রতিটি লতা-পাতা আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনি জানেন—এই জঙ্গল আপনাকে গ্রহণ করছে না বরং শিকার করছে।

রোলিন্সের লেখায় এমন এক রহস্য আর উত্তেজনার প্রবাহ আছে যা আপনাকে বইয়ের পাতা ছেড়ে উঠতে দেবে না। এটি একটি অভিযানের গল্প হলেও এই অভিযান যেন পাঠকের মন আর শরীরেও ছাপ ফেলে। প্রতি মুহূর্তে আপনি অনুভব করবেন, জঙ্গল শুধু প্রাকৃতিক নয়—এটি কিছু একটা, এমন কিছু যা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না।

আমাজোনিয়া পড়ার পর আপনার মধ্যে একটি প্রশ্ন থেকেই যাবে: এই জঙ্গল কি কেবলই একটি স্থান নাকি একটি জীবন্ত রহস্য, যা আমাদের ছাপিয়ে যায়?

গত কয়েক মাস যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মতো কেটেছে। ডিসেম্বর থেকে একেরপর এক সমস্যা, ব্যস্ততা—জীবনের সেই ছোট্ট আনন্দগুলো যে...
23/01/2025

গত কয়েক মাস যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মতো কেটেছে। ডিসেম্বর থেকে একেরপর এক সমস্যা, ব্যস্ততা—জীবনের সেই ছোট্ট আনন্দগুলো যেন হারিয়ে যাচ্ছিল। আমার সবচেয়ে প্রিয় সঙ্গী, বইয়ের পাতাগুলো, প্রিয় বইয়ের জগৎ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম।এই দূরত্বটা যেন ভেতরে কষ্টের পাহাড় জমিয়েছিল।

মনের মধ্যে চাপা একটা কষ্ট ছিল—নিজের ভালোবাসার জগৎ থেকে দূরে সরে যাওয়ার। কিন্তু মাঝে মাঝে আমাদের জীবনে একটা ব্রেক প্রয়োজন হয়। কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর, ভেতরের জগৎকে নতুন করে খুঁজে নেওয়ার, হারানো ভালোবাসাকে নতুন করে খুঁজে পাওয়ার।

আজ থেকে আমি নতুন করে শুরু করছি। বইয়ের পাতায় ফিরছি, নিজের ভালোবাসার জগৎকে আবার জড়িয়ে ধরছি। জীবন যত ব্যস্তই হোক না কেন, আমার ভালোবাসার জগৎকে আর হারাতে দেব না। বইয়ের পাতায় ফিরে আসব, হারানো গল্পগুলোকে নতুন করে অনুভব করব।

~৯ মাঘ ১৪৩১

🥹🥹🥹
22/01/2025

🥹🥹🥹

অনুবাদ ভালো লাগে না?
অনুবাদ নিয়ে কন্ট্রোভার্সি?
তাতে কি হয়েছে? ইংলিশ এডিশন পেয়ে যাচ্ছেন বাজেটের মধ্যে তাও আবার হার্ডকাভার❤️

অর্ডার করতে ইনবক্স করুন Read-اقرء পেজে
বইছবি: Luna’s Whisper

বই: আদর্শ হিন্দু হোটেল লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়প্রকাশনী: সূর্যোদয় মুদ্রিত মূল্য :২৮০৳পৃষ্ঠা সংখ্যা :১৭৫রেটিং:১০/১০য...
21/01/2025

বই: আদর্শ হিন্দু হোটেল
লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
প্রকাশনী: সূর্যোদয়
মুদ্রিত মূল্য :২৮০৳
পৃষ্ঠা সংখ্যা :১৭৫
রেটিং:১০/১০

যতটা সম্ভব নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করো, অন্যথায় তোমার জীবন কাটবে অন্যের স্বপ্নের পেছনে।

আদর্শ হিন্দু হোটেল এমন একটি বই যা একবার পড়লে পাঠকের মনকে গভীরভাবে নাড়া দেয়। এটি শুধু এক সাধারণ রাঁধুনির গল্প নয় এটি মানবতা, স্বপ্ন এবং সংগ্রামের একটি হৃদয়স্পর্শী চিত্র। যদি আপনি এখনও বইটি না পড়ে থাকেন, তবে পড়ার জন্য সময় বের করুন—এটি আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং এক নতুন অনুভূতি দিয়ে ভরিয়ে তুলবে।

রঘুর জীবন এক অনন্ত সংগ্রামের কাহিনী। যখন তার চারপাশের মানুষগুলো নিজেদের স্বার্থে ব্যস্ত তখন রঘু তার সৎ পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে নিজের জীবনকে নতুনভাবে গড়তে শুরু করে। গল্পে আপনি পাবেন ছোট ছোট স্বপ্ন, অসংখ্য বাধা এবং সেই মুহূর্তগুলো যখন রঘু আমাদের দেখায় কীভাবে বিশ্বাস হারানোর পরেও আশা বাঁচিয়ে রাখা সম্ভব।

বিভূতিভূষণ তাঁর সরল লেখনীর মাধ্যমে সমাজের বৈপরীত্য এবং মানুষের চরিত্রের দ্বৈততা তুলে ধরেছেন। একদিকে স্বার্থপরতা, হিংসা এবং শোষণ; অন্যদিকে পরিশ্রম, নিষ্ঠা এবং অদম্য ইচ্ছাশক্তি—এই বিপরীতমুখী বিষয়গুলো উপন্যাসটিকে জীবন্ত করে তোলে।

বিভূতিভূষণের কলম যেন রঘুকে শুধু গল্পের পাতা থেকে তুলে এনে আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়। তার প্রতিটি ব্যথা, প্রতিটি আনন্দ, প্রতিটি চেষ্টার সঙ্গী হয়ে ওঠে পাঠক। রঘুর চোখ দিয়ে সমাজটাকে দেখার সময় আপনি অনুভব করবেন- এই সমাজে একদিকে মানুষ মানুষকে ছোট করার চেষ্টা করে আর অন্যদিকে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর শক্তিও রাখে।

এই উপন্যাসটি পড়ার সময় মনে হয়েছিল যেন আমি নিজেই রঘুর সাথে তার হোটেলের রান্নাঘরে দাঁড়িয়ে আছি। তার কষ্টে আমি দুঃখ পেয়েছি, তার ছোট সাফল্যে আনন্দিত হয়েছি। বইটি আমাদের এমন একটি সমাজের পরিচয় করিয়ে দেয় যা কখনো কঠোর আবার কখনো বা কোমল।

আপনারা কি জানেন "কামোগাওয়া রেস্তোরায় আপনাকে স্বাগতম" বইটির ২য় খন্ড আসছে?🤐
20/01/2025

আপনারা কি জানেন "কামোগাওয়া রেস্তোরায় আপনাকে স্বাগতম" বইটির ২য় খন্ড আসছে?🤐

❝Man is the only creature that consumes without producing. He does not give milk, he does not lay eggs, he is too weak t...
20/01/2025

❝Man is the only creature that consumes without producing. He does not give milk, he does not lay eggs, he is too weak to pull the plough, he cannot run fast enough to catch rabbits. Yet he is lord of all the animals. He sets them to work, he gives back to them the bare minimum that will prevent them from starving, and the rest he keeps for himself.❞

~ Anumal farm (George Orwell)

বন্ধুরা যখন বাসায় বেড়াতে এসে আমার শেলফ ভর্তি বই দেখে বই ধার চায় তখন মনে মনে আমি🙂:
19/01/2025

বন্ধুরা যখন বাসায় বেড়াতে এসে আমার শেলফ ভর্তি বই দেখে বই ধার চায় তখন মনে মনে আমি🙂:

শুভ সকাল। এই মিষ্টি শীতের দিনে কোন বইটি পড়া হচ্ছে?
19/01/2025

শুভ সকাল।
এই মিষ্টি শীতের দিনে কোন বইটি পড়া হচ্ছে?

বই: ইন্দুবালা ভাতের হোটেল লেখক: কল্লোল লাহিড়ী প্রকাশনী : সুপ্রকাশ মুদ্রিত মূল্য :৩০০৳পৃষ্ঠা সংখ্যা :১৬০রেটিং:১০/১০প্রান্...
18/01/2025

বই: ইন্দুবালা ভাতের হোটেল
লেখক: কল্লোল লাহিড়ী
প্রকাশনী : সুপ্রকাশ
মুদ্রিত মূল্য :৩০০৳
পৃষ্ঠা সংখ্যা :১৬০
রেটিং:১০/১০

প্রান্তিকতার গল্প লিখতে গেলে যে গভীর মমতা আর জীবনবোধ দরকার, ইন্দুবালা ভাতের হোটেল তা নিখুঁতভাবে ধরে রেখেছে। গল্পের মূল চরিত্র ইন্দুবালা—একজন পরিযায়ী নারী, যাঁর জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি স্মৃতি যেন আমাদের চোখের সামনে এক রঙিন চলচ্চিত্রের মতো ভেসে ওঠে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে শেকড় হারানোর বেদনা, নতুন ভূমিতে একা টিকে থাকার লড়াই আর সেই লড়াইয়ের ফাঁকে মানুষের জন্য নিঃস্বার্থ ভালোবাসা—ইন্দুবালার চরিত্র যেন এই সমস্ত অনুভূতির এক সংমিশ্রণ।

ইন্দুবালার হাতের রান্না যেমন মানুষের ক্ষুধা মেটায় তেমনই তাঁর গল্প আমাদের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা আর উষ্ণতার মিশেল এনে দেয়।তার সেই রান্নাঘর, সেই ছোট্ট ভাতের হোটেল হয়ে ওঠে মানুষের গল্প, মানুষের যন্ত্রণা আর ভালোবাসার আশ্রয়।

গল্পের প্রতিটি পৃষ্ঠা আমাদের ইন্দুবালার জীবনের এক অদেখা দিক দেখায়। গল্পটি যতই এগোয় আমরা ইন্দুবালার সঙ্গে তাঁর অতীতের অলিগলিতে ঘুরি।তাঁর হারানো দেশ, ফেলে আসা ভালোবাসা, ভাঙা বন্ধুত্ব আর একাকীত্বের গভীর বেদনা আমাদের হৃদয় ভারী করে তোলে। তবু তাঁর লড়াই আমাদের শেখায় কীভাবে বেঁচে থাকতে হয়, কীভাবে জীবনকে গ্রহণ করতে হয় এমনকি কষ্টের মাঝেও।

ইন্দুবালা ভাতের হোটেল শুধু ইন্দুবালার জীবনের কথা নয়; এটি প্রতিটি শেকড়ছেঁড়া মানুষের অনুভূতির গল্প। জীবনের সব কষ্ট, শূন্যতা, আর ত্যাগের মাঝেও কীভাবে অন্যের জন্য বেঁচে থাকা যায়, তা ইন্দুবালা শিখিয়ে যান। এই উপন্যাস এক জীবনগান—যেখানে মমতা আর ভালোবাসা জীবনের প্রকৃত সৌন্দর্য তুলে ধরে।

উচ্চতর গণিত ১ম ও ২য়🙂আপনার কোনটা??
18/01/2025

উচ্চতর গণিত ১ম ও ২য়🙂

আপনার কোনটা??

নতুন পার্সেল হাতে আসার পর বইয়ের থেকে এটার জন্য বেশি এক্সাইটেড থাকি🙂
17/01/2025

নতুন পার্সেল হাতে আসার পর বইয়ের থেকে এটার জন্য বেশি এক্সাইটেড থাকি🙂

আজকের মেন্যু কি? বলুন তো
16/01/2025

আজকের মেন্যু কি?

বলুন তো

16/01/2025

এ শহরে আমার কোন বন্ধু নেই
বড় হওয়ার তাগিদে সবাই শহর ছেড়েছে💔

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luna’s Whisper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share