Jagodesh24.com

  • Home
  • Jagodesh24.com

Jagodesh24.com দৈনিক জাগো দেশ,স্বপ্ন চোখে, সত্যের পথে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খাঁন বাবু
03/11/2025

চুয়াডাঙ্গায় দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খাঁন বাবু

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। চুয়াডাঙ্গ....

চুয়াডাঙ্গায় দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খাঁন বাবু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ...
03/11/2025

চুয়াডাঙ্গায় দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খাঁন বাবু

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি আজ প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলের সূত্র আরো জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী মাঠের সক্রিয়তা বিবেচনায় শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবুকে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই দুই নেতা দলের পক্ষ থেকে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।

চুয়াডাঙ্গায় পরকীয়া প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর বিয়েসন্তান নিয়ে আদালত চত্বরে ধস্তাধস্তিশিমুল রেজা চুয়াডাঙ্গা সদর উপজ...
03/11/2025

চুয়াডাঙ্গায় পরকীয়া প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর বিয়ে
সন্তান নিয়ে আদালত চত্বরে ধস্তাধস্তি

শিমুল রেজা
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে প্রবাসীর স্ত্রী তামান্না খাতুনের (২২) পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষ ও আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। আজ দুপুরে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমপুর গ্রামের রুহুল আমীনের মেয়ে তামান্না খাতুনের সঙ্গে তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের হামিদের ছেলে মাসুমের (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী তাদের বিয়ে দিয়ে দেন।

এর আগে ৭ সাত বছর পূর্বে ছোট শলুয়া গ্রামের নশকর আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী সুজন আলীর (২৫) সাথে তামান্না খাতুনের প্রথম বিয়ে হয়। তাদের দুই সন্তান ছেলে মাহিম আলী (৫) ও মেয়ে সারা মনি (৩) রয়েছে। দুই বছর আগে কাজের সন্ধানে মালয়েশিয়া যান সুজন আলী। তার অনুপস্থিতিতেই তামান্না খাতুনের সঙ্গে মাসুমের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি জানাজানি হলে গ্রামের সালিশে তামান্নার সঙ্গে মাসুমের বিয়ে হয়। বিয়ের পর তামান্না নিজের দুই সন্তানকে ফেরত চেয়ে প্রাক্তন স্বামীর পরিবারের কাছে দাবি জানান। কিন্তু সুজন আলীর পরিবার সন্তান দিতে অস্বীকৃতি জানায়। পরে সন্তানদের হেফাজতের দাবিতে তামান্না আদালতে মামলা দায়ের করেন। গতকাল রোববার সেই মামলার হাজিরা দিতে চুয়াডাঙ্গা জেলা আদালতে আসেন সুজন আলীর পরিবারের সদস্যরা। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তামান্নার পরিবারের লোকজন হামলা চালিয়ে শিশু দুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন সুজন আলীর মা আর্জিনা বেগম।

তিনি জানান, ‘প্রায় চার মাস আগে আমার ছেলের বউ তামান্না পাশের বাড়ির মাসুমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ধরা পড়ে। পরে ছেলেটি তাকে তালাক দেয়, আর গ্রামবাসী সেই রাতেই মাসুমের সঙ্গে তামান্নার বিয়ে দেয়। তারা এখন সংসার করছে। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ তামান্না আমার দুই নাতি-নাতনিকে ফেরত চায়। আমরা না বলায় সে আদালতে মামলা করে। আজ হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গণে তামান্নার বাবা রুহুল আমীন, মা তহমিনা ও ভাই ডালিম আমাদের ওপর হামলা চালিয়ে শিশু দুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমাকে তারা বাঁশ ও ঘুষি মেরে রক্তাক্ত করে।’

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদালত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, দুই পরিবারের ধস্তাধস্তির ঘটনা হয় কোর্ট চত্বরে। তারপর আমরা দুই পরিবারের দুইজনকে সাময়িকভাবে আটক রেখেছি। দুই পরিবারের এ মামলা কোর্টে বিচার প্রক্রিয়াধীন আছে। শিশুকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত কোর্টের অর্ডারে মায়ের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, কোট চত্বরে যে ধস্তাধস্তি হয়েছে, এটা কোর্ট অবমাননার শামিল। তাই আমরা দুই পরিবারের দুইজনকে এ ঘটনায় আটক রেখেছি।

চুয়াডাঙ্গায় ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক  চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্ট...
02/11/2025

চুয়াডাঙ্গায় ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু আলী নামের এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। রবিবার বিকালে উপজেলার উথলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু আলী উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের খোরশেদ আলমের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জুম্মান খান এবং এএসআই মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার বিকাল ৪টার দিকে জীবননগর থানার উথলী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উথলী বাজারের দারুল উলুম নুরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মিন্টু আলী নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় আটক মিন্টু আলীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে

২০ দিন ধরে একই গ্রামের ৫ জন নিখোঁজ ব্যক্তির উদ্ধারের দাবিতে মানববন্ধনচুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁ...
02/11/2025

২০ দিন ধরে একই গ্রামের ৫ জন নিখোঁজ ব্যক্তির উদ্ধারের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। আজ রবিবার বেলা ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দুইদিনে নিখোঁজ হয় পাঁচজন। নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন, গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭) এবং শওকত আলির ছেলে হাসান (২৭)। এরপর আমরা কোথাও তাদেরকে খুঁজে না পেলে গত ২১ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করি।

এ মামলায় আসামিরা হলেন, আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫), ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মন্ডল (৪২) এবং বাবলুর ছেলে শাহিন (৩২)। মানববন্ধনের পরিবারের সদস্যরা আরো বলেন, আমরা জীবননগর থানায় মামলা দায়ের করার ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত থানা পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার বা আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা চাই পুলিশ অতি দ্রুত নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিক। আর তা না হলে আমরা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব।

উল্লেখ্য, গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালান ব্যবসায়ীদের মধ্যে সংঘটিত বিবাদের ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর আনার ও ছেলে শফি নিখোঁজ হয় এবং তার পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর আবুল, হাসান ও স্বপন নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেলে গত ২১ অক্টোবর শওকত বাদী হয়ে জীবননগর থানায় একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গোয়ালপাড়া গ্রামে নিখোঁজ পাঁচ জন ব্যক্তির নিখোঁজের বিষয় নিয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে মূল ঘটনা উদঘাটন করতে পারব।

চুয়াডাঙ্গায় একই গ্রামের ৫ জনের উদ্ধারের দাবিতে মানববন্ধনচুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের...
01/11/2025

চুয়াডাঙ্গায় একই গ্রামের ৫ জনের উদ্ধারের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। রোববার সকাল ১১ টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিবারের সদস্যরা জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দুইদিনে নিখোঁজ হয় পাঁচজন। নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন, গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭) এবং শওকত আলির ছেলে হাসান (২৭)। এরপর আমরা কোথাও তাদেরকে খুঁজে না পেলে গত ২১ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করি।
এ মামলায় আসামিরা হলেন, আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫), ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মন্ডল (৪২) এবং বাবলুর ছেলে শাহিন (৩২)। মানববন্ধনের পরিবারের সদস্যরা আরো বলেন, আমরা জীবননগর থানায় মামলা দায়ের করার ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত থানা পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার বা আসামিদের গ্রেপ্তার করতে পারিনি। আমরা চাই পুলিশ অতি দ্রুত নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিক। আর তা না হলে আমরা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব।

উল্লেখ্য, গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালান ব্যবসায়ীদের মধ্য একটি ঝামেলা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর আনার ও ছেলে শফি নিখোঁজ হয় এবং তার পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর আবুল, হাসান ও শফি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেলে গত ২১ অক্টোবর শওকত বাদী হয়ে জীবননগর থানায় একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গোয়ালপাড়া গ্রামে নিখোঁজ পাঁচ জন ব্যক্তির নিখোঁজের বিষয় নিয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে মূল ঘটনা উদঘাটন করতে পারব।

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জেলা বিএনপির সভাপতি বাবু খানের নির্বাচনী পথসভা
01/11/2025

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জেলা বিএনপির সভাপতি বাবু খানের নির্বাচনী পথসভা

বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, “দিনের ভোট রাতে হয়ে গেছে, আপনার ভোট অন্য ক...

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন শিমুল রেজা চিত্রনায়ক সালমান শাহ...
01/11/2025

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

শিমুল রেজা
চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে, শনিবার( ১ নভেম্বর) বেলা ১১ টার সময় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সালমান ভক্তরা। এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি। এতদিনেও তাঁর হত্যার রহস্য উন্মোচন হয়নি। এখন সময় এসেছে প্রকৃত তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার।

চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকূলের ডাকে আয়োজিত মানববন্ধনে নাফিসা সুরভি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় সালমান শাহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু দেশের লাখো দর্শককে শোকাহত করেছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, যেটিকে প্রথমে ‘অপমৃত্যু’ বলে উল্লেখ করা হয়েছিল। তবে দীর্ঘ ২৯ বছর পর মামলাটি এবার নতুন মোড় নিয়েছে এবং রূপ নিয়েছে হত্যা মামলায়।

সম্প্রতি সালমান শাহ পরিবার তার মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দাবি করেছে। সেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়। আরও আসামি করা হয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনকে। হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হচ্ছেন সালমান শাহ-এর ভক্তরা।

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপনসমবায় খাতকে আধুনিক ও গতিশীল করার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদ...
01/11/2025

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪ তম
জাতীয় সমবায় দিবস। দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সমবায় অফিসের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট মোড় ঘুরে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,“দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সমবায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সম্মিলিত ভাবে কাজ করলে বড় বড় কাজ সহজে সম্পন্ন করা সম্ভব হয়। কৃষিসহ অন্যান্য খাতেও সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করা যায়।” পৌর কলেজের শিক্ষক আয়েশা আক্তার রিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন। সমবায়ী আব্দুল আলিম, মোক্তার হোসেন। জেলায় বর্তমানে ১৩টি কেন্দ্রীয় ও ১ হাজার ৬৩০ টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এ সকল সমিতিতে ৬৪ হাজার ২৯০ জন সদস্য রয়েছেন। যাদের সংগৃহীত মূলধন ৭ কোটি ৩৭ লাখ টাকা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

চুয়াডাঙ্গায় টানা তিনদিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে আধা পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক
01/11/2025

চুয়াডাঙ্গায় টানা তিনদিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে আধা পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক

শিমুল রেজা, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলায় টানা তিনদিনের বৃষ্টিতে মাট....

চুয়াডাঙ্গার গাইদঘাটে উত্তীর্ণ ২৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
31/10/2025

চুয়াডাঙ্গার গাইদঘাটে উত্তীর্ণ ২৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইদঘাট স....

31/10/2025

কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে, হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে, আবার সেই স্বাক্ষরের বিপক্ষেই অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। জাতীয় স্বার্থের বিরুদ্ধে ‘না’–এর পক্ষে অবস্থানকারীদের হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, একটি রাজনৈতিক দল জুলাই সনদে আমাদের মৌলিক বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করে, আজ আবার সেই স্বাক্ষরের বিপক্ষেই অবস্থান নিয়েছে। তাহলে আমরা বলব বিয়েই যেহেতু করবেন না, তাহলে কাবিননামায় স্বাক্ষর কেন করলেন? সংসার যদি না–ই করবা, তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু স্বাক্ষরও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে, আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে।’

জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নেবে, ভোটের অধিকার কেড়ে নেবে। এদের বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘এ সংস্কারের বিপক্ষে যারা “না”–এর অবস্থান নিয়েছে, তাদের আপনারা চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনার ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে।’
এর আগে ফিতা কেটে কুমিল্লার লাকসাম উপজেলা এনসিপির কার্যালয় উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ। দলের লাকসাম উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমুদের (ফজলে রাব্বী) সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জুলাই আন্দোলনের শহীদ লাকসামের জিসানের নানা জাবেদ মিয়া, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সালাউদ্দিন জাবের, লাকসাম উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ। পথসভা সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান ও মো.আশিকুল ইসলাম। সভা শেষে লাকসাম সদরে এনসিপির পক্ষে জনমত গঠনে প্রচারপত্র বিতরণ করা হয়

Address

চুয়াডাঙ্গা

Alerts

Be the first to know and let us send you an email when Jagodesh24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagodesh24.com:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Jagodesh

Jagodesh....................