Masum Bin Mannan-মাসুম বিল্লাহ

Masum Bin Mannan-মাসুম বিল্লাহ আল্লাহ'র জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজে আইন।
(2)

আমরা ভাঙ্গি লৌহ - কারা কাঁদতে জানিনা,
আমরা চলি ঝড়ের সাথে ভয়কে মানিনা ।

সত্যের সন্ধানে আমি কলমের সৈনিক.

ফিরে এসো নতুন সন্ধানে কুরআনের পথ নির্ভুল.

আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে.

আমি চাই সংসদ থেকে বলবে সবাই আল্লাহর কথা.

সিংহের মতো গর্জে উঠো ওহে মুসলমান জিহাদের ঐ রণাঙ্গনে তোমায় আহবান.

তোমরা কালো পদ্ম লেখো,
আমরা লিখবো লাল গোলাপ।
তোমরা জমিনে অন্যায় লিখে দাও,
আসমানে বিপ্লব লেখা হবে,

👉 MMasum BillahBMasum Billah
31/10/2024

👉 MMasum BillahBMasum Billah

26/10/2024

আমার এই আইডিতে সকলে যুক্ত হয়ে পাশে থাকুন Masum Billah

প্রিয় নবী (ﷺ)কে অবমাননাকারী ব*নখে*কো মোশা*ররফ এর পুত্র মাস*রুফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।একদিকে তার বাবা মোসা*ররফ হলেন ...
09/07/2024

প্রিয় নবী (ﷺ)কে অবমাননাকারী ব*নখে*কো মোশা*ররফ এর পুত্র মাস*রুফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

একদিকে তার বাবা মোসা*ররফ হলেন ভুমি খো*কো দূর্নীতিবাজ আর সে হল শাতিমে রাসুল। বাপ-পুত্র উভয়ের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করছি।

রাসুল (ﷺ) নিজের সর্বোচ্চ শক্তি বিলীন করে সর্বোত্তম চরিত্র ও আদর্শ দিয়ে পৃথিবীকে যে আলোকিত সমাজ উপহার দিয়েছেন গোটা মানবজাতী তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।

তবে দুঃখজনক হলেও সত্য মানবরুপী কিছু সংখ্যক অমানুষ রাসুল (ﷺ) এর সেই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় না করে উল্টো রাসূলুল্লাহ (ﷺ) কে অবমাননা করে এবং রাসুল (ﷺ) এর পবিত্র চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা চালায়।

আর এমনি একজন মানবরুপী অমানুষ হল ব*নখে*কো মোশা*ররফ এর পুত্র মাস*রুফ।

সে বিভিন্ন ব্লগে ও বিভিন্ন কমেন্টে রাসুল (ﷺ)কে অবমাননা করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার বিষয়ে রাসুল (ﷺ) এর চরিত্র নিয়ে কটুক্তি করেছে! (প্রমাণ নিম্নে কমেন্ট বক্সে )

রাসুল (ﷺ) কে অপমান করার মানে মুসলিম উম্মাহর হৃদয়কে ক্ষত-বিক্ষত করা ।

দ্রুত সময়ে ট্রাইবুনালের বিচারের আওতায় এই সকল রাসুল অবমাননকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা। ১২০ বছর আগে, খাজা সলিমুল্ল...
05/07/2024

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)

১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ‍্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!

পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ‍্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ‍্যালয়ের প্রথম দাবি তুলেন। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হলো।

সলিমুল্লাহ ছিলেন আদ‍্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন‍্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ‍্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ‍্য অবদান।

শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। অথচ সেই মানুষটাকে নিয়ে আমাদের সমাজে তেমন আলোচনা দেখি না। স্মরণসভা দেখি না। কষ্ট হয় কিছুটা!

মাত্র ৪৩-৪৪ বছর বয়সে তিনি মা'রা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন‍্য আরো বহুকিছু করে যেতেন।

নবাব স‍্যার খাজা সলিমুল্লাহর প্রতি বিনম্র শ্রদ্ধা।

28/06/2024


"প্রচার করো,
যদি একটি মাত্র আয়াতও হয়।"
সহীহ বুখারি: ৩৪৬১

15/06/2024

ব'ল'দ বন্ধু বান্ধুবির খোঁজ খবর নেন, গরুর হাটে বিক্রি হয়ে গেছে কিনা!!

01/06/2024

আল্লাহ কিছু মানুষকে সুখী হওয়ার ক্ষমতা দেয়নি.!
তবে প্রচন্ড হাসিখুশি থাকার ক্ষমতা দিয়েছেন!🖤
আলহামদুলিল্লাহ🌸

29/05/2024

- আলহামদুলিল্লাহ ❤️

ফি'লি'স্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পেয়েছে! 🇵🇸

"আর যমীনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর সমুদ্র (হয় কালি), তার সাথে কালিতে পরিণত হয় আরো সাত সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ ...
23/05/2024

"আর যমীনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর সমুদ্র (হয় কালি), তার সাথে কালিতে পরিণত হয় আরো সাত সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

(সূরা-লোকমান, আয়াত ২৭)

কত সুন্দর মুহূর্ত - মাশা-আল্লাহ 🤍
23/05/2024

কত সুন্দর মুহূর্ত - মাশা-আল্লাহ 🤍

21/05/2024

আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু
(সূরা নিসা; আয়াত ১০৬)

20/05/2024

"আল্লাহর পরিকল্পনা'ই শ্রেষ্ঠ!"
- আলহামদুলিল্লাহ!🌸

20/05/2024

এইই জেনারেশনের বড় একটা অংশ তাশাহুদ আর দোয়ায় কুনুত পারে না!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রেস্ট ইন পিস, স্যার!!আপনার এই মৃ'ত্যু  আমরা মনে রাখবো। কা'পু'রুষের এই পৃথিবীতে আ...
20/05/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রেস্ট ইন পিস, স্যার!!

আপনার এই মৃ'ত্যু আমরা মনে রাখবো। কা'পু'রুষের এই পৃথিবীতে আপনার এই মহান মৃ'ত্যু অমর হয়ে থাকবে।

এই নির্মম সময়ের ইতিহাস পৃথিবীতে একদিন লেখা হবে।

সেই ইতিহাসের নায়কের পাতায় আপনার নামটা থাকবে। আমরা সাক্ষ্য দিচ্ছি, যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ নেতা কা'পু'রুষের মতো হাতে চুরি দিয়ে বসেছিলো, সেই সময়, আপনি ল'ড়া'ই করে বীরের মৃ'ত্যু বরণ করে নিয়েছিলেন!!

এই মৃ'ত্যুর জন্য কষ্ট আছে, আফসোস আছে, বাট অভিযোগ করি কী করে?

Address

Khulna

Telephone

+966554969187

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Bin Mannan-মাসুম বিল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Bin Mannan-মাসুম বিল্লাহ:

Videos

Share