আমাদের খুলনা - Amader Khulna

আমাদের খুলনা - Amader Khulna Largest Media Page on Khulna Division of Bangladesh.
(159)

খুলনা (ইংরেজী: KHULNA) ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা জেলা এবং খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরে অবস্থিত। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের

দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩কি.মি.।

ঈদ মোবারক!! ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ ও সমৃদ্ধি,সেই প্রত্যাশায় ______আমাদের খুলনা।
10/04/2024

ঈদ মোবারক!!
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ ও সমৃদ্ধি,
সেই প্রত্যাশায় ______আমাদের খুলনা।

10/04/2024

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

আসছে সামনে ঈদ.......আর ঈদ মানেই একরাশ আনন্দের মেলা। এই আনন্দকে আরো বাড়াতে হয়তো আমরা খুলনাবাসীরা এখন থেকেই চিন্তাভাবনা কর...
10/04/2024

আসছে সামনে ঈদ.......
আর ঈদ মানেই একরাশ আনন্দের মেলা। এই আনন্দকে আরো বাড়াতে হয়তো আমরা খুলনাবাসীরা এখন থেকেই চিন্তাভাবনা করতে শুরু করেছি যে, এই ঈদে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। আপনার এই চিন্তাকে দূর করতে আমরা আছি আপনার পাশে। এই ঈদে খুলনার কোথায় যাবেন, কিভাবে যাবেন তা নিয়েই আমাদের এই প্রচেষ্টা। তাহলে আসুন জেনে নিই এই ঈদে প্রিয়জনদের নিয়ে আমরা কোথায় যাচ্ছি।

♦ খানজাহান আলী সেতুঃ

খুলনাবাসীর কাছে যেকোনো উপলক্ষে প্রথম পছন্দের জায়গা এই রূপসা খানজাহান আলী সেতু । শহর থেকে একদমই কাছে, মনোরম, ইট পাথরে গড়া সেতুর সাথে প্রকৃতির সংমিশ্রণ। এককথায় অতুলনীয়।

♦ জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্কঃ

শহর থেকে একটু দূরে মনোরম পরিবেশে, বাঘ, ভাল্লুকের সাথে দেখা করতে যেতে পারেন জাহানাবাদ চিড়িয়াখানাতে। সাথে বাচ্চাদের জন্য আছে বনবিলাস শিশু পার্ক, যেখানে বিভিন্ন রাইডে আপনার বাবুটি বেশ আনন্দেই থাকবে। শহর থেকে যেতে ঘন্টাখানিক সময় লাগবে।

♦ শহীদ হাদিস পার্কঃ

শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গাটি হলো এই হাদিস পার্ক। যেখানে সব বয়সী লোকেদেরই ভীড় জমে। বিশেষ করে সন্ধ্যাকালীন পানির ফোয়ারাটি এককথায় অতুলনীয়।

♦ শেখ রাসেল ইকো পার্কঃ

রূপসা সেতু থেকে অদুরে মাথাভাঙ্গা এলাকার শেখ রাসেল ইকো পার্ক খুলনাবাসীর কাছে বেশ জনপ্রিয় একটা জায়গা। ভৈরব নদীর গা ঘেঁষে সুন্দর এক মনোরম পরিবেশে যেতে পারেন স্বপরিবারে।

♦️ লিনিয়ার পার্ক, গল্লামাড়িঃ

গাছপালা ঘেরা সুন্দর পরিবেশের সাথে হরেক রকম রাইড। শহরের একদম কাছেই গল্লামাড়ি ব্রীজ পার হয়েই লিনিয়ার পার্ক। শিশু এবং বয়স্ক সব ধরনের মানুষের জন্যই একটা আদর্শ জায়গা।

♦️ ময়ূরী আবাসিক এলাকাঃ

শহরের অদূরেই সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকের বাইপাস রোডস্থ ময়ূরী আবাসিক এলাকা। শিশুদের জন্য রয়েছে ছোট খাটো একটা পার্ক এবং হেটে হেটে একটু সময় কাটাতে চাওয়া ব্যক্তিদের জন্যও আদর্শ জায়গা।

♦ প্রেম কানন ও জোড়াগেট ৬ নং ঘাটঃ

একসময়ের নামকরা জায়গা প্রেমকানন। বিশেষ করে বিভিন্ন পশু প্রানীর আকৃতিতে গাছের বেড়ে ওঠার সৌন্দর্যটি এখনো খুলনাবাসীদের হৃদয়ে ভাসে। কিন্তু এখন আর সেই জৌলুশ নেই। তবুও এখনো অনেকের কাছে এটি পছন্দনীয় স্থান। তবে এর পাশেই আছে ৬ নং ঘাট এলাকা যেখানে আপনি পাবেন, নদীর পাশে সুন্দর বসার জায়গা।

♦ দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সঃ

শহর থেকে একটু দূরে ঘুরতে যেতে পারেন দক্ষিনডিহী রবীন্দ্রনাথ ঠাকুরের শশুড়বাড়ীতে। খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার তিন কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণডিহি অবস্থিত।

♦ গল্লামারী স্মৃতিসৌধ ও বদ্ধভূমি, খুলনা বিশ্ববিদ্যালয়ঃ

শহরের কাছেই রয়েছে ঘোরার মতো সুন্দর এই জায়গাটি। গল্লামারীর এই এলাকাতে আপনি পাবেন, গল্লামারী স্মৃতিসৌধ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো দারুন উপভোগ্য কিছু জায়গা।

♦ সোনাডাঙ্গা সোলার পার্কঃ

সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্কটিও এই ঈদে অনেকের পছন্দের তালিকাতে থাকতে পারে। সুন্দর ও মনোরম পরিবেশে, দীঘির পাশে বসে কিছু সময় কাটাতে চাইলে যেতে পারেন এখানে।

♦ খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কঃ

অনেকেরই পছন্দের তালিকায় এটিও একটি। বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা। দারুন দারুন সব রাইডে আপনার বাবুটি থাকবে অনেক আনন্দে। শহরের কাছাকাছিই এর অবস্থান। খুলনার যেকোনো জায়গা থেকেই নাম বললে যেকোনো রিকশাচালক বা ইজিবাইক নিয়ে যাবে।

♦ মুজগুনী শিশুপার্ক ও মুজগুনী ঈদ মেলাঃ

খালিশপুর মুজগুনী এলাকাতে আসলে ঘুরে যেতে পারেন এই শিশুপার্ক থেকে। এখানে আছে বিভিন্ন রাইড। আর এর কাছাকাছিই বসে ঈদ মেলা, যেখানে গেলেও আপনার সময়টা ভালো কাটবে।

♦ রূপসা ভূতের আড্ডা পার্কঃ

কিছু ভয়ানক মুর্তি আর আর সেরকম পরিবেশ দিয়ে সাজানো এই ভূতের আড্ডা পার্কটি। রূপসা ব্রীজের থেকে দক্ষিন দিকেই এর অবস্থান।

♦ বটিয়াঘাটা গোপীখালী ওয়াই সি রিসোর্টঃ

খুলনা শহর থেকে একটু দূরে যেতে পারেন বটিয়াঘাটা গোপীখালী ওয়াই সি রিসোর্টে। খুলনা থেকে বটিয়াঘাটা নেমে সেখান থেকে সোজা রিসোর্টে।

♦ জাতিসংঘ শিশুপার্কের ঈদ মেলাঃ

এবারেও খুলনার তারের পুকুরপার জাতিসংঘ শিশু পার্কে বসেছে ঈদ মেলা। শিশুদের জন্য এক অনন্য উপভোগ্য মেলা। ঘরের বাচ্চাদের সাথে নিয়ে আপনিও এখানে আসতে পারেন।

★খুলনা শহরের বাইরের কিছু জায়গা যা আপনার পছন্দের তালিকায় থাকতে পারে.......

♦ রামপালের চন্দ্রমহলঃ

যদিওবা অনেকের কাছেই জায়গাটি পুরানো কিন্তু তাও নিরুপায় খুলনাবাসী মাঝেমধ্যেই যায় এখানে। খুলনা থেকে প্রায় ঘন্টাখানিকের পথ।

♦ বাগেরহাট ষাট গম্বুজ ও মাজারঃ

যেতে পারেন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে আর তার কাছাকাছি তো খানজাহান আলী (রহঃ) এর মাজার আছেই।

♦ ভরত রাজার দেউলঃ

ইদানীংকাল জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মহাস্থান গড়ের মতো দেখতে এই ভরত রাজার দেউলও বেশ ভালোই। খুলনার ডুমুরিয়ার শাহাপুর হয়ে যশোরের কেশবপুরে এর অবস্থান।

♦ সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নার,বারাকপুর,বাগেরহাটঃ

সোনাডাংগা বাস স্ট্যান্ড থেকে বাগেরহাটের বাসে উঠে বারাকপুর রিসোর্টের কথা বললেই নামিয়ে দিবে।
এখানে পাবেন সুন্দরবনের মতো সাজানো মনোরম পরিবেশ।

♦ সাতক্ষিরা মন্টু মিয়ার বাগানবাড়িঃ

খুলনা থেকে প্রায় ঘণ্টা দুয়েকের রাস্তা। চমৎকার জায়গা, সুন্দর মনোরম পরিবেশের রিসোর্ট সাথে চিড়িয়াখানা। সব মিলে দারুন।

♦ সুন্দরবন করমজলঃ

খুলনা বিভাগের সবচেয়ে বড় আকর্ষণ সুন্দরবন। তাকে একটু স্পর্শ করতে এই ঈদে প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারেন মংলার কাছাকাছি সুন্দরবন করমজল থেকে। সব মিলিয়ে খুলনা থেকে গিয়ে আবার বিকেলের মধ্যেই ফিরে আসতে পারবেন।

♦ সাগরদাঁড়ি, যশোরঃ

কবি মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ি থেকেও ঘুরে আসতে পারেন এবারের ঈদে।

♦ নড়াইল নিরিবিলি পিকনিক কর্নারঃ

যেতে পারেন নড়াইলের নিরিবিলিতে। খুলনার সোনাডাঙ্গা থেকে সরাসরি বাসেই চলে যেতে পারেন এখানে।

♦ যশোর জেস গার্ডেন, বিনোদিয়া পার্কঃ

এই ঈদে আপনার পছন্দের তালিকায় যশোরের জেস গার্ডেন সহ বিনোদিয়া পার্কটিও স্থান পেতে পারে।

আপনাদের সহযোগীতায় পাশে আছি আমরা, আমাদের খুলনা - Amader Khulna

10/04/2024

সারারাতে টেনশনে ঘুম হয়নি,
না জানি সকালে উঠে আবার শুনি আজকে ঈদ!

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ বুধবার, 📌 ১০ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ৩০ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২৭ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব...
10/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ বুধবার,
📌 ১০ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ৩০ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২৭ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩১ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৪৫ মিঃ
🕌 এশরাকঃ ৬.০৮ মিঃ
🕌 যোহরঃ ১২.০৭ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.২১ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২৪ মিঃ
🕌 এশাঃ ৭.৩৯ মিঃ
🕌 আগামীকাল তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.২৪ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

৩০ রমজান। ১০ এপ্রিল। বুধবার।
09/04/2024

৩০ রমজান। ১০ এপ্রিল। বুধবার।

09/04/2024

বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
১১ ই এপ্রিল, বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আজকের খুলনার আকাশ!!!!
09/04/2024

আজকের খুলনার আকাশ!!!!

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ মঙ্গলবার, 📌 ০৯ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২৯ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২৬ শে চৈত্র ১৪৩০ বঙ্গ...
09/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ মঙ্গলবার,
📌 ০৯ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২৯ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২৬ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩২ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৪৬ মিঃ
🕌 এশরাকঃ ৬.১১ মিঃ
🕌 যোহরঃ ১২.০৭ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.২১ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২৪ মিঃ
🕌 এশাঃ ৭.৩৯ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.২৫ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

আজ ২৯ রমজানের রাত, বেজোড় রাত। সম্ভাব্য শবে কদরের রাত। আজকের রাতে তাহাজ্জুদ, তেলাওয়াত, দুয়া, জিকিরের মাধ্যমে শবে কদর তালা...
08/04/2024

আজ ২৯ রমজানের রাত, বেজোড় রাত। সম্ভাব্য শবে কদরের রাত।
আজকের রাতে তাহাজ্জুদ, তেলাওয়াত, দুয়া, জিকিরের মাধ্যমে শবে কদর তালাশের চেষ্টা করি।

২৯ রমজান। ০৯ এপ্রিল। মঙ্গলবার।
08/04/2024

২৯ রমজান। ০৯ এপ্রিল। মঙ্গলবার।

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ সোমবার, 📌 ০৮ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২৮ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২৫ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব...
08/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ সোমবার,
📌 ০৮ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২৮ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২৫ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩২ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৪৭ মিঃ
🕌 এশরাকঃ ৬.১০ মিঃ
🕌 যোহরঃ ১২.০৭ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.২১ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২৪ মিঃ
🕌 এশাঃ ৭.৩৮ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.২৬ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

২৮ রমজান। ০৮ এপ্রিল। সোমবার।
07/04/2024

২৮ রমজান। ০৮ এপ্রিল। সোমবার।

07/04/2024

ঈদের দিন ভ্যাপসা গরম থাকবে।
বৃষ্টির সম্ভাবনা নেই।
__আবহাওয়া অধিদপ্তর

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ রবিবার, 📌 ০৭ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২৭ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২৪ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব...
07/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ রবিবার,
📌 ০৭ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২৭ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২৪ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩৪ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৪৮ মিঃ
🕌 এশরাকঃ ৬.১১ মিঃ
🕌 যোহরঃ ১২.০৮ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.২০ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২৩ মিঃ
🕌 এশাঃ ৭.৩৮ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.২৬ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

আজ রমজানের ২৭ তম রাত, বেজোড় রাত। সম্ভাব্য শবে কদর। তাই আজকের রাতে তাহাজ্জুদ, তেলাওয়াত, তাসবীহাত, দুয়া, জিকিরের মাধ্যমে শ...
06/04/2024

আজ রমজানের ২৭ তম রাত, বেজোড় রাত। সম্ভাব্য শবে কদর। তাই আজকের রাতে তাহাজ্জুদ, তেলাওয়াত, তাসবীহাত, দুয়া, জিকিরের মাধ্যমে শবে কদর তালাশ করি।

২৭ রমজান। ০৭ এপ্রিল। রবিবার।
06/04/2024

২৭ রমজান। ০৭ এপ্রিল। রবিবার।

06/04/2024

অনিরাপদ রক্ত পরিসঞ্চালন!
খুলনাতে বাড়ছে এইডস রোগী!
বিস্তারিত কমেন্টে....

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ শনিবার, 📌 ০৬ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২৬ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২৩ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব...
06/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ শনিবার,
📌 ০৬ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২৬ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২৩ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩৫ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৪৯ মিঃ
🕌 এশরাকঃ ৬.১২ মিঃ
🕌 যোহরঃ ১২.০৮ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.২০ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২৩ মিঃ
🕌 এশাঃ ৭.৩৮ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.২৮ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

২৬ রমজান। ০৬ এপ্রিল। শনিবার।
05/04/2024

২৬ রমজান। ০৬ এপ্রিল। শনিবার।

05/04/2024

অতিরিক্ত গরমের সাথে,
নিয়মিত লোডশেডিং হয় রাতে, অতিষ্ঠ খুলনা নগরবাসীদের জীবন!

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ পবিত্র শুক্রবার, 📌 ০৫ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২৫ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২২ শে চৈত্র ১৪...
05/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ পবিত্র শুক্রবার,
📌 ০৫ ই এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২৫ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২২ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩৫ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৫০ মিঃ
🕌 এশরাকঃ ৬.১৩ মিঃ
🕌 যোহরঃ ১২.০৮ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.২০ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২৩ মিঃ
🕌 এশাঃ ৭.৩৮ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.২৯ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

আজ রমজানের ২৫ তম রাত, বিজোড় রাত! সম্ভাব্য শবে কদরের রাত।
04/04/2024

আজ রমজানের ২৫ তম রাত, বিজোড় রাত! সম্ভাব্য শবে কদরের রাত।

২৫ রমজান। ০৫ এপ্রিল। শুক্রবার।
04/04/2024

২৫ রমজান। ০৫ এপ্রিল। শুক্রবার।

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ বৃহস্পতিবার, 📌 ০৪ ঠা এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২৪ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২১ শে চৈত্র ১৪৩০ ...
04/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ বৃহস্পতিবার,
📌 ০৪ ঠা এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২৪ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২১ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩৬ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৫১ মিঃ
🕌 এশরাকঃ ৬.১৪ মিঃ
🕌 যোহরঃ ১২.০৯ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.১৯ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২২ মিঃ
🕌 এশাঃ ৭.৩৭ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.২৯ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

২৪ রমজান। ০৪ এপ্রিল। বৃহঃবার।
03/04/2024

২৪ রমজান। ০৪ এপ্রিল। বৃহঃবার।

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ বুধবার, 📌 ০৩ রা এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২৩ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ২০ শে চৈত্র ১৪৩০ বঙ্গা...
03/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ বুধবার,
📌 ০৩ রা এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২৩ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ২০ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩৭ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৫২ মিঃ
🕌 এশরাকঃ ৬.১৫ মিঃ
🕌 যোহরঃ ১২.০৯ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.১৯ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২২ মিঃ
🕌 এশাঃ ৭.৩৭ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.৩০ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

আজ ২৩ রমজানের রাত, বিজোড় রাত। সম্ভাব্য শবে কদরের রাত।
02/04/2024

আজ ২৩ রমজানের রাত, বিজোড় রাত। সম্ভাব্য শবে কদরের রাত।

২৩ রমজান। ০৩ এপ্রিল। বুধবার।
02/04/2024

২৩ রমজান। ০৩ এপ্রিল। বুধবার।

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅📆 আজ মঙ্গলবার, 📌 ০২ রা এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,📌 ২২ শে রমজান ১৪৪৫ হিজরী,📌 ১৯ শে চৈত্র ১৪৩০ বঙ্...
02/04/2024

🌅🌅🌅 শুভ সকাল খুলনাবাসী 🌅🌅🌅

📆 আজ মঙ্গলবার,
📌 ০২ রা এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ,
📌 ২২ শে রমজান ১৪৪৫ হিজরী,
📌 ১৯ শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

🕋 খুলনা ও এর আশপাশ এলাকার আজকের নামাজের ওয়াক্ত সমূহ ও সূর্যোদয়/সূর্যাস্তের সময়সূচীঃ-

🕌 ফজর শুরুঃ ৪.৩৮ মিঃ
🌅 সূর্যোদয় ও ফজরের শেষ সময়ঃ ৫.৫৩ মিঃ
🕌 এশরাকঃ ৬.১৬ মিঃ
🕌 যোহরঃ ১২.০৯ মিঃ
🕌 আসরঃ ৪.২৯ মিঃ
🌄 সূর্যাস্তঃ ৬.১৯ মিঃ
🕌 ইফতার ও মাগরিবঃ ৬.২২ মিঃ
🕌 এশাঃ ৭.৩৬ মিঃ
🕌 আগামীকাল সেহরি ও তাহাজ্জুদের শেষ সময়ঃ ৪.৩১ মিঃ
( তথ্য সূত্রঃ খুলনা জেলা ইমাম পরিষদ প্রণীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার )

এমন কোনো একটি দিনে আমাদের যেসব বন্ধুরা সবাইকে আনন্দিত করে এসেছিলেন এ ধরার বুকে, আমাদের খুলনা - Amader Khulna এর পক্ষ থেকে তাদেরকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।

🎈🎉✨🎊🎂🎈 শুভ জন্মদিন 🎈🎉✨🎊🎂🎈

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের খুলনা - Amader Khulna এর সাথেই থাকুন।
আজকের দিনটি ইনশাআল্লাহ সবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধতায়, সেই শুভ কামনায়.....আমাদের খুলনা - Amader Khulna

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের খুলনা - Amader Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের খুলনা - Amader Khulna:

Videos

Share


Other Social Media Agencies in Khulna

Show All