07/12/2022
১ ডিসেম্বর থেকে -৬ ডিসেম্বর পর্যন্ত প্রথম পত্রিকা থেকে চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য
নোট ✍️✍️✍️ Anam Uddin
প্রথম আলো ৬/১২/২২
#বাংলাদেশঃ
১। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের তিনটি অঙ্গ সংস্থা - UNDP, UNFPA, UNOPS এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।
২। ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি ৫ ডিসেম্বর ২০২২ সালে ভূমিকম্প অনুভূত হয়- ৫.২ মাত্রার ( ভূমিকম্পের উৎপত্তিস্থল- বঙ্গোপসাগর)
৩। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নতুন ঘূর্ণিঝড় (৫ ডিসেম্বর ২০২২) এর নাম হচ্ছে - মানদাউস ( নামকরণ করেছেন- আরব আমিরাতের আবহাওয়াবিদরা)
৪। দেশে বর্তমানে ইসলামি ধারার ব্যংক হচ্ছে - ১০টি ( মোট ব্যাংক আছে ৬১টি)
৫। বর্তমানে মূল্যস্ফীতির হিসাবের ভিত্তিবছর ধরা হয়- ২০০৫-০৬ ( বিবিএসের তথ্য অনুসারে, নভেম্বর মাসে মূল্যস্ফীতি ৮.৮৪ %)
#লিখিতঃ উচ্চ মূল্যস্ফীতির কারণগুলো হচ্ছে -
১। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি
২। নিত্যপণ্যের বাড়তি দাম
৩। মার্কিন ডলারের সংকট
৪। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা
৫। উৎপাদন হার কম
#আন্তর্জাতিকঃ
১। ইসরায়েলের সাথে সম্প্রতি, শান্তিচুক্তি করে দু'টি আরব মুসলিম দেশ- সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।
২। ফিনিশীয় ভাষাকে "International Documentary Heritage " হিসেবে 'Memory of the World Register ' এ ইউনেস্কো অন্তর্ভুক্ত করে - ২০০৫ সালে।
৩। সম্প্রতি চীনে কঠোর করোনা নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের হাতে প্রদর্শিত "সাদা কাগজ" ছিল - বাকস্বাধীনতার প্রতীক।
৪।অক্সফোর্ড ডিকশনারি ২০২২ সালের সেরা শব্দ ঘোষণা করলো- ‘গবলিন মোড’।
৫। সর্বপ্রথম নির্বাচনে ই-ভোটিং ব্যবস্থা চালু করে- এস্তোনিয়া
৬। চীনে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল - ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে (গুইঝো প্রদেশ চীনে অবস্থিত)
৭। "গোলাপি বিপ্লব " সংগঠিত হয়েছিল - ইরানে।
৮। কলকাতা নগরীকে কেন্দ্র করে "সিটি অব জয়" বহুল বিক্রিত বইয়ের লেখক- ফ্রান্সের দোমিনিক ল্যাপিয়ের।
#খেলাধুলাঃ
১। জাতিসংঘের সদস্য নয় এমন দু'টি দেশ কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তা হচ্ছে - ইংল্যান্ড এবং ওয়েলস। ( জেনে রাখা ভালো-
জাতিসংঘের সদস্য ১৯৩ টি দেশ এবং ফিফার সদস্য ২১১ টি দেশ।)
এটির বিস্তারিত ব্যাখ্যা ১ম কমেন্টে দেওয়া আছে।
#সাহিত্যঃ
১। কোথায় / ও কিসের শব্দ শোনা যায়? / চুপ করো, চুপ করো শুনতে দাও, শুনি।,,,,, আওয়াজ কি পাই খালি আমি একলাই?,,,,,, অংশটুকু সৈয়দ শামসুল হকের "পায়ের আওয়াজ পাওয়া যায়" মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের অন্তর্ভুক্ত।
#উক্তিঃ
১। "Man is the measure of all things "- প্রোটাগোরাস
২। "নিজেকে জানো"/ "I to die, you to live, which is better only God knows"- সক্রেটিস
৩। "মানুষ সামাজিক জীব"- এরিস্টটল
#অতিরিক্তঃ
১। পৃথিবীর রুটি ঝুড়ি হচ্ছে - প্রেইরি, যুক্তরাষ্ট্র
২। ইউরোপের রুটি ঝুড়ি হচ্ছে - ইউক্রেন
৩। বাংলাদেশের রুটি ঝুড়ি হচ্ছে - দিনাজপুর
//
প্রথম আলো ৫/১২/২২
#বাংলাদেশঃ
১। বাংলাদেশে বর্তমানে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) আছে - ৮টি।
২। বর্তমানে বাংলাদেশে এজেন্ট ব্যাংকের সংখ্যা -৩০টি ( প্রথম এজেন্ট ব্যাংকিং শুরু ২০১৪ সালে)
৩। ওভার ইনভয়েস হচ্ছে- আমদানি মূল্য বাড়িয়ে দেখানো।
৪। ভারতের আসামে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), শিলচরে সম্প্রতি উদ্বোধন করা হয় - ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং "বঙ্গবন্ধু গার্ডেন " (৩ নভেম্বর ২০২২)
৫। "কপ-২৭ জলবায়ু সম্মেলন" জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অভিযোজন তহবিল উন্নত দেশ থেকে বাংলাদেশ সহযোগিতা পাবে- ৩০ মিলিয়ন ডলার।
৬। বন্যপ্রাণী (সংরক্ষণ এবং নিরাপত্তা) আইন রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি লাভ করে- ২০১২ সালে ১০ জুলাই।
৭। বাংলাদেশে শিক্ষানীতি (কুদরাত-এ-খুদা শিক্ষানীতি) প্রনয়ণ করা হয়- ১৯৭৪ সালে
৮। পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ ঘোষণা দেওয়া হয়েছিল - ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে।
৯। ইমার্জেন্সি ডিজিটাল ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে - ঢাকা ব্যাংক ( তাদের নতুন অ্যাপ- ই-রিন এছাড়া সর্বোচ্চ ২৫ হাজার টাকা ঋণ সুবিধা পাবেন)
#আন্তর্জাতিকঃ
১। "পয়েন্ট নিমো" অবস্থিত - প্রশান্ত মহাসাগরে
২। মিয়ানমারের কারাগারকে নরক বলেছেন, জাপানের চলচ্চিত্র নির্মাতা- তরু কুবোতা।
৩। কাসা গ্রান্ডে শহরটি অবস্থিত - অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র।
৪। "ভিঝিনজাম " আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত- কেরালা, ভারতে।
৫। "লা স্টাম্পা" জাতীয় সংবাদপত্র- ইতালির
৬। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম- এইচপি ফ্রন্টিয়ার (যুক্তরাষ্ট্রের তৈরি)
৭। PIN এর পূর্ণরূপ- Personal Identification Number
৮। ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার সিদ্ধান্তকে ব্রেক্সিট বলা হয়।
৯। জার্মানি কর্তৃক ভোলহিনিয়া গণহত্যা সংগঠিত হয়েছিল -১৯৪৫ সালে
১০। যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে- ২০২৩ সালের ৬ মে।
#খেলাধুলাঃ
১। ফরাসি ভাষার শব্দ Hublot সম্পর্কিত হচ্ছে - খেলাধুলার সাথে ( হাবলট মূলত- সুইজারল্যান্ড এর একটি ঘরি নিমার্ণ প্রতিষ্ঠান যা বিভিন্ন খেলাধুলায় স্পন্সরসিপ নিয়ে থাকে)।
#সাহিত্যঃ
১। "রেখ, মা, দাসেরে মনে " উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভূমির প্রতি" কবিতার অংশ। এখানে মা বলতে, মাতৃভূমিকে বোঝানো হয়েছে।
২। "এই গৃহ এই সন্ন্যাসী" কাব্যগ্রন্থের লেখক- মহাদেব সাহা।
৩। বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম প্রকাশিত হয়- বঙ্গদর্শন পত্রিকায়, ১৯০৫ সালে।
৪। "অপরাজেয় বাংলা" হচ্ছে - সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীক।
#অতিরিক্তঃ
NPSB:National Payment Switch Bangladesh
BFIU: Bangladesh Financial Intelligence Unit
MFS:Mobile Financial Services
MFI: Micro Finance Institutions
//
প্রথম আলো ৪/১২/২২
#বাংলাদেশঃ
১। বাংলাদেশে মোট কর অঞ্চলের সংখ্যা- ৩১ টি
২। বর্তমানে দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ - ৩৬%
৩। বিবিএস, সর্বশেষ মূল্যস্ফীতি গণনা করে থাকে কতটি পণ্যের বাজারদরের ওপর ভিত্তি করে -৪৭টি
৪। বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কেন্দ্র- ৬টি (সর্বশেষ- বরিশাল)
৫। ১৬ নভেম্বর ২০২২ সালে চালুকৃত পুলিশের নতুন সেবার নাম- হ্যালো এসবি অ্যাপ
৬। বিশ্বের ২য় বৃহৎ অনলাইন শ্রম সরবরাহকারী দেশ- বাংলাদেশ।
৭। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেয়োনিয়ারের প্রতিবেদন ২০২২ অনুযায়ী, বার্ষিক আয় বৃদ্ধিতে বিশ্বের শীর্ষ ১০ ফ্রিল্যান্সার দেশের মধ্যে বাংলাদেশ-৮ম ( শীর্ষে, যুক্তরাষ্ট্র। বিঃদ্রঃ বিশ্বের ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশই বাংলাদেশের।)
৮। দেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হয়েছিল - ২০০৭ সালে ( তত্ত্ববধায়ক সরকারের আমলে)
৯। অ্যাটলাসবিগ ডটকমের মতে, তুলা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে -৪০তম (শীর্ষে, ভারত)
এবং ইনডেক্সমুন্ডি ডটকমের মতে, তুলা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান -৩২তম (শীর্ষে,চীন)
১০। সারাদেশে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে - ১৮ হাজারের অধিক।
#আন্তর্জাতিকঃ
১। সম্প্রতি ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে নাসা'র একটি স্পেসক্রাফট একটি গ্রহাণুকে ধাক্কা দেওয়ার পরীক্ষায় সফলভাবে সম্পন্ন করেছে। এই স্পেসক্রাফটির নাম হচ্ছে - DART
২। "COZY BEAR " হচ্ছে রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ
৩। যুক্তরাষ্ট্র এবং দ.কোরিয়া পরিচালিত যুদ্ধবিমান মহড়ার নাম- ভিজিল্যান্ট স্ট্রম।
৪। ২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলনের স্লোগান হচ্ছে - এক বিশ্ব,এক পরিবার, এক ভবিষ্যৎ।
৫। JICA এর পূর্ণরূপ- Japan International Cooperation Agency ( জাইকা আত্মপ্রকাশ করে ১ অক্টোবর ২০০০)।
৬। জ্বলন্ত পর্বত বা ইয়ানার দাগ অবস্থিত - আজারবাইজানের রাজধানী বাকুতে। (বিঃদ্রঃ এই পর্বতের জন্য আজারবাইজান "আগুনের দেশ" হিসেবে পরিচিত)
৭। "হক এয়ার-ডিফেন্স মিসাইল সিস্টেম" তৈরিকারক দেশ- স্পেন
৮। সম্প্রতি, সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে - মিয়ানমারের জান্তা সরকার
৯। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি পাসপোর্ট পেলেন- রাশিয়ার (বর্তমানে তিনি রাশিয়ার নাগরিক) ।
#খেলাধুলাঃ
১। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত চলচ্চিত্র - দামাল ( পরিচালক- রায়হান রাফি)
২। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে ফিফা
জার্সি নিয়েছে - ৬লাখ
৩। বিশ্বকাপের প্রথম নারী রেফারি- "স্তেফানি ফ্রাপার" (ফরাসি)
#সাহিত্যঃ
১। ‘সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,/ রেখেছ বাঙালি করে, মানুষ করো নি।’ অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘বঙ্গমাতা’ কবিতার।
++
প্রথম আলো ৩/১২/২২
#বাংলাদেশঃ
১। যৌথবাহিনি গঠিত হয়েছিল -২১ নভেম্বর ১৯৭১ সালে
২। মুক্তিবাহিনী গঠিত হয়েছিল- ১১ই জুলাই ১৯৭১ সালে
৩। সমুদ্র বিজয়ের মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরের ১লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার জায়গা উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।
৪। ভারত এবং চীনের সাথে বাংলাদেশ "ব্লু ইকোনমিক " এবং "মেরিটাইম খাতের মানোন্নয়ন সহযোগিতা " বিষয়ে দুটি সমঝোতা সাক্ষর সাক্ষরিত করেছিল- ২০১৮ সালে।
৫। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে - বিশ্বব্যাংক
৬। DAP ( Detailed Area Plan) এর সময়সীমা -২০২২-২০৩৫
৭। বর্তমানে দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ = ১২ শতাংশের বেশি।
৮। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ= ১৪.১%
৯। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী,বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বনজ সম্পদ ব্যবহার করে থাকেন= ১০ কোটি ৮০ লাখ মানুষ।
১০। ২০৩০ সালের মধ্যে দেশের বনভূমির পরিমাণ ১৬% করার লক্ষ্য বাংলাদেশের।
#আন্তর্জাতিকঃ
১। বি-২১ রেইডার বিমানটি প্রস্তুুতকারক দেশটি হচ্ছে - মার্কিন যুক্তরাষ্ট্র।
২। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর-২০২২ হচ্ছে - কলম্বো, শ্রীলংকা
৩। ব্লু ইকোনমিক বা নীল অর্থনীতির কথা এসডিজি এর ১৪ নং লক্ষ্যে বলা হয়েছে।
৪। বর্তমান বিশ্বের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে - পর্যটন খাত ( এবছর আন্তর্জাতিক পর্যটন দিবস আয়োজক দেশ ছিল- বালি, ইন্দোনেশিয়া)
৫। PPCP( Private -Public -Community Partnership) ধারণাটি সম্পর্কিত - পর্যটন খাতের সাথে
৬। সম্প্রতি, ১০ নভেম্বর ২০২২ মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত আনা হারিকেন হচ্ছে - নিকোল
৭। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী,বিশ্বে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বনজ সম্পদ ব্যবহার করে থাকেন= ২৬০ কোটি মানুষ।
৮। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী,বিশ্বে বন দ্বারা আবৃত জায়গা হচ্ছে= ৩১%
#খেলাধুলাঃ
১। সাবেক ব্যালন ডি'অর বিজয়ী এছাড়া ফিফা বর্ষসেরার পাশাপাশি আফ্রিকার মহাদেশীয় তিনবারের সেরা খেলোয়াড় স্বীকৃতি প্রাপ্ত জর্জ উইয়াহ বর্তমানে কোন দেশের প্রেসিডেন্ট- আফ্রিকার দেশ লাইব্রেরিয়ার।
২। সম্প্রতি, ভারত 'এ' দলের বিপক্ষে টানা ১০ ঘন্টার ওপর ব্যাটিং করে বিশ্ব রেকর্ড করেন - জাকির হাসান,বাংলাদেশ।
++
প্রথম আলো ২/১২/২২
#বাংলাদেশঃ
১। বাংলাদেশে প্রথম এইডস রোগী সনাক্ত হয়- ১৯৮৯ সালে (১ম মৃত্যুর ঘটনা ঘটে ২০০০ সালে)
২। বাংলাদেশে এইডস সংক্রমণের হার বর্তমানে= ০.০১ শতাংশের নিচে।
৩। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ২য় (১ম চীন) (বিঃদ্রঃ তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দী হচ্ছে - ভিয়েতনাম)
৪। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান - ৭ম (১ম ভারত)
৫। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছিল- ২ ডিসেম্বর ১৯৯৭ সালে (২০২২ সালে ২৫ বছর পূর্ণ হয়েছে এই চুক্তির)
৬। সম্প্রতি, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 চূড়া জয় করেন- ওয়াসফিয়া নাজরীন
৭। পাবলিক সার্ভিস ও ডিপ্লোম্যাসিতে অবদান রাখায় এ বছর ‘গুসি শান্তি পুরস্কার’ পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৮। বর্তমানে দেশের রিজার্ভ - ৩৩.৮৬ বিলিয়ন ডলার(৩০ নভেম্বর,২০২২)
৯। বাংলাদেশের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম-"বেশতো"।
১০। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম-"আই সাইট"(EYE SIGHT).
#আন্তর্জাতিকঃ
১। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন হচ্ছে → জি-২০।
২। জি-২০ এর বর্তমান সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন, নরেন্দ্র মোদি -১ ডিসেম্বর ২০২২ সালে
৩। যুক্তরাষ্ট্রের তরুন অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা কর্মসূচীর নাম-ডাকা;
৪। সম্মেলনঃ
৪৯তম জি৭সম্মেলন-জাপান
৫০তম জি৭সম্মেলন-ইতালি
৫১তম জি৭সম্মেলন-কানাডা
৫। 'ব্লু উলফ অ্যাপ" ব্যবহারকারী সেনাবাহিনী - ইসরায়েলের।
৬। "লওকাউই" দ্বীপপুঞ্জ অবস্থিত - মালয়েশিয়ায়
৭। "বাই ব্রিটিশ লাস্ট" নীতিমালাটি গ্রহণ করেছিলেন- মাহাথির মোহাম্মদ
৮। "WS 61 Sea King "- হেলিকপ্টারটি তৈরি করেছে- যুক্তরাজ্য
৯। বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেনের নাম হচ্ছে - অ্যালিস, ইসরায়েল।
১০। "বিএনপিবি" দুর্যোগ প্রশমন সংস্থা - ইন্দোনেশিয়ার
++
প্রথম আলো ১/১২/২২
#বাংলাদেশঃ
১। পেরুর বিশ্ববিদ্যালয় থেকে ৬৬তম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন বাংলাদেশের- ড. মুহাম্মদ ইউনূস।
২। সম্প্রতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়েছে প্রয়াত মার্কিন সিনেটর- এডওয়ার্ড কেনেডিকে।
৩। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয়েছিল -১৯৯৯ সালে।
৪। বান্দরবানে সশস্ত্র গ্রুপ - "কুকি চীন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন " গঠিত হয়েছিল -২০০৮ সালে
৫। রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর বাংলাদেশে সংবিধান দিবস পালন করা হবে - ৪ নভেম্বর।
৬। বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা -৫০টি (জনশুমারি-২০২২ অনুসারে)
৭। বাংলাদেশের সংবিধান প্রণয়নের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লরমার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত।
৮। বর্তমানে নিকার বৈঠকে অনুমোদন পাওয়া নতুন পৌরসভা হচ্ছে - শ্যামনগর পৌরসভা (৩২৯তম), সাতক্ষীরা।
#আন্তর্জাতিকঃ
১। ACU-Asian Clearing Union এর বর্তমান সদস্য দেশ ৮টি;( সম্প্রতি ২৭ অক্টোবর ২০২২ ACU থেকে শ্রীলংকা পদত্যাগ করেছে)
২। বর্তমানে NDB ব্যাংকের সদস্য সংখ্যা ৭টি (ব্রিকসে যোগ দিতে মোট ৫টি দেশের নাম দেওয়া হয়েছে- ইরান,আর্জেন্টিনা,সৌদি আরব,তুরস্ক, মিশর)।
৩। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর২০২২-নিউইয়র্ক
৪। ২০২২ সালের ওয়ার্ড অব দ্যা ইয়ার বা বর্ষসেরা শব্দ হচ্ছে - গ্যাসলাইটিং
৫। "মেরিয়াম ওয়েবস্টার" ইংরেজি অভিধান হচ্ছে - যুক্তরাষ্ট্রের।
৬। বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম সূর্যের নাম- ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার রিঅ্যাক্টর বা আইটিইআর (ফ্রান্সে ৩৫টি দেশ মিলে কৃত্রিম সূর্য তৈরির কাজ করছে)
৭। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক হিউম্যানয়েড (মানবিক) রোবটের নাম- অ্যামেকা ( ইঞ্জিনিয়ার্ড আর্টস কোম্পানি, যুক্তরাজ্যের তৈরি)
৮। ডুয়িং বিজনেস রিপোর্ট প্রকাশ করে- বিশ্বব্যাংক
৯। "Isle of Wight" দ্বীপটি অবস্থিত - যুক্তরাজ্যে।
১০। মহাশূন্যে শুটিং করা বিশ্বের প্রথম চলচ্চিত্র - দ্য চ্যালেঞ্জ, রাশিয়া।
#খেলাধুলাঃ
১। ফিফার ইতিহাসে প্রথমবারের মতো জার্মানি-কোস্টারিকার ম্যাচ পরিচালনা করবে-৩জন নারী রেফারী।
২। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দিয়েছে - হাঙ্গেরি, ১৯৫৪ (৫ ম্যাচে ২৭ গোল)
#সাহিত্যঃ
১। "যে জলে আগুন জ্বলে" কাব্যগ্রন্থের রচয়িতা - হেলাল হাফিজ
ইনশাআল্লাহ প্রতিদিন পোস্ট দেওয়ার চেষ্টা চলমান থাকবে। পোস্টটি শেয়ার দিয়ে পাশে থাকুন।