Rifat Siddiqui

Rifat Siddiqui Hello! I am Rifat Siddiqui, A Professional and creative experienced Digital Marketer.

04/12/2024
26/11/2024

আমরা ম'ন্দির পাহারা দিয়েছিলাম।
আর আপনারা মসজিদ ভে/ঙে দিলেন।
আমাদের ভাইকে হ/ত্যা করলেন।

তবুও আমি মু'সলিম ভাইদের বলবো এটা একটি ফাঁদ। উত্তেজিত হয়ে পদক্ষেপ নেওয়ার মানেই তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সহযোগিতা করে ফেলা,পরাজিত হয়ে যাওয়া।

রাষ্ট্রীয়ভাবে সকল অ'পরাধীকে কঠোর বি/চা/রের মুখোমুখি করার জন্য সবরের পথই আমাদের ধরতে হবে এখন।

তবে ফোকাস সরানো যাবে না ততক্ষণ! বি/চা/র হবে না যতক্ষণ।

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কখনো রসে ডুব দেয় (রস চিতই), দুধে চুব খায়  (দুধ চিতই), গুড়ে মাখামাখি করে।...
25/11/2024

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।
কখনো রসে ডুব দেয় (রস চিতই),
দুধে চুব খায় (দুধ চিতই),
গুড়ে মাখামাখি করে।
আবার সমান তালে শুঁটকি, ধনিয়াপাতা,সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না।
সুযোগ পেলে হাঁস মুরগী গরু ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস।

চরিত্রের দিক থেকে এক রোখা অবস্থানে আছে তেলের পিঠা। ফুটন্ত তেলে ঝাপ দেয়া ছাড়া তার জীবনে আর কোনো লক্ষ্য নেই 🥴

25/11/2024

সৌদি আরবের মাটিতে গানের কনসার্ট হবে এটা কখনো কল্পনা করতেও ভয় পেতাম, তবে এখন এটাই বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান দুনিয়ার অবস্থা কতটা ভয়াবহ, আল্লাহ তুমি হেফাজত করো🤲

মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিব শায়েখ আহমাদুল্লাহ সাহেবের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সিদ্ধান্ত নেন,  বিরল মেধ...
23/11/2024

মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিব শায়েখ আহমাদুল্লাহ সাহেবের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সিদ্ধান্ত নেন, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাবেন।

কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু'জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব না।

15/11/2024

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🤲

26/10/2024

কাউকে ঘৃণা করার মত সময় আমার হাতে নেই।

25/10/2024

বাংলাদেশই হয়ত একমাত্র দেশ,
যেখানে জনসংখ্যার চেয়ে কমিটির সংখ্যা বেশি।

21/10/2024

আজ পর্যন্ত যারেই ঢং করে বলছি "আরে আমি তো সুন্দর না!" কেউই পাল্টা বলে নাই "না না তুমি তো সুন্দর"
সবাই বলে "আরে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য"।


21/10/2024

আজ লঘুচাপ সৃষ্টির পর এ সপ্তাহের মধ্যে রুপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে-'ডানা'।

20/10/2024

চেহারার মুগ্ধতার চেয়ে, ব্যবহারের মুগ্ধতা শ্রেয়।

19/10/2024

Happy International Freelancer Day 2024

19/10/2024

অতি ভারী বর্ষণে
প্লাবিত পাইকগাছা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা।

17/10/2024

কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে -পবিস।

Address

Kapilmuni
Khulna

Telephone

+8801711327445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Siddiqui posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Siddiqui:

Videos

Share