28/01/2025
blue lotus🧚♀️
বিকাল ৩:৪৫ বাজে।হটাৎ দেখছি তুমি বাসন্তী কালারের একটা শাড়ি পড়ে আমার সামনে😍।
কি বলবো বুঝতে পারছিনা নিশ্চুপ স্তব্ধ হয়ে গেছে আমার সর্ব শরীর 😇। হটাৎ তোমার কথায় আমি স্বাভাবিক হয়। তুমি আমার হাতটা ধরে বলছ,চলো ও-ই দিকটাতে হেটে বেড়ায় 🥰। কিছুদূর যেতে না যেতেই ঝুম বৃষ্টি আর তুমি বৃষ্টিতে ভিজতে শুরু করে দিলে আর আমি পলকবিহীন ভাবে তাকিয়ে রইলাম তোমার দিকে☺️ আর ভাবতে লাগলাম এই তোহ সে❤️, যাকে আমি এতটা ভালোবাসি,সে ফিরে এসেছে আবার এই বুঝি আমার অপেক্ষার সমাপ্তি হলো। এমন ভাবে তাকে নিয়ে ভেবেই চলেছি আমি।হটাৎ করে সে পা ফস্কে পড়ে গেল😥। আমি দৌড়ে গিয়ে তাকে কলে তুলে নিলাম 🥰 আর সে আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে চেয়ে থাকলো,আর কানে কানে বললো আর কখনো ছেড়ে যাবো না। আর আমিও তাকে ফিরে পেয়ে ভিশন খুশি😚
,,,,,,,,অতঃপর আমার ঘুম ভেঙে গেল 😔 এটা সপ্ন ছিলো 😭💔
১৮/০১/২০২৫
অনেক বেশি মিস করি তোমাকে আমার ভালোবাসা আমার সব কিছু।যে খানে থাকো ভালো থাকো দোয়া করি তোমার জন্য 🤲