কোরিয়ান পাঠশালা / EPS Topic Information

কোরিয়ান পাঠশালা / EPS Topic Information আসসালামুআলাইকুম, এই পেজে কোরিয়ার বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা হবে।

24/12/2024
একটা হল সৌর ক্যালেন্ডার। সূর্যের গতির উপর ভিত্তি করে সময় নির্ধারণ করে। আরেকটি হল চন্দ্র ক্যালেন্ডার। চাঁদের গতির উপর ভি...
23/12/2024

একটা হল সৌর ক্যালেন্ডার। সূর্যের গতির উপর ভিত্তি করে সময় নির্ধারণ করে। আরেকটি হল চন্দ্র ক্যালেন্ডার। চাঁদের গতির উপর ভিত্তি করে সময় নির্ধারণ করে। ধন্যবাদ

ফ্রি ফ্রি ফ্রি। কোরিয়ান ভাষা নতুন বইয়ের ৬০ অধ্যায়ের গ্রামার শিখতে চাইলে। ইনবক্সে মেসেজ দিন। ইনশাআল্লাহ নতুন বছরের এক ...
23/12/2024

ফ্রি ফ্রি ফ্রি। কোরিয়ান ভাষা নতুন বইয়ের ৬০ অধ্যায়ের গ্রামার শিখতে চাইলে। ইনবক্সে মেসেজ দিন। ইনশাআল্লাহ নতুন বছরের এক তারিখ থেকে কোর্সটি চালু হবে।

কোরিয়ান ভাষার গ্রামার শেখার গুরুত্ব অনেক। এটি ভাষার গঠন ও সঠিকভাবে বাক্য তৈরি করার জন্য অপরিহার্য। কোরিয়ান ভাষার বিশেষ...
22/12/2024

কোরিয়ান ভাষার গ্রামার শেখার গুরুত্ব অনেক। এটি ভাষার গঠন ও সঠিকভাবে বাক্য তৈরি করার জন্য অপরিহার্য। কোরিয়ান ভাষার বিশেষ বৈশিষ্ট্য হলো, এর বাক্য গঠন ইংরেজি বা বাংলা ভাষার মতো নয়। এখানে বিষয় + বস্তু + ক্রিয়া কাঠামো অনুসরণ করা হয়। নিচে কোরিয়ান গ্রামারের কয়েকটি গুরুত্ব উল্লেখ করা হলো:

১. সঠিক বাক্য গঠন:

কোনো ভাষায় সঠিকভাবে কথা বলতে ও লিখতে গেলে গ্রামার জানা আবশ্যক। কোরিয়ান ভাষার ক্রিয়া, বিশেষণ ও বিশেষ্যের সঠিক ব্যবহারের জন্য গ্রামার বুঝতে হবে।

২. সম্মানসূচক ভাষার ব্যবহার:

কোরিয়ান ভাষায় সম্মানসূচক স্তর (formal এবং informal) রয়েছে। কারো সঙ্গে কীভাবে কথা বলতে হবে, তা নির্ভর করে গ্রামারের নিয়ম অনুযায়ী। উদাহরণস্বরূপ,

সাধারণ: 가다 = যাওয়া

সম্মানসূচক: 가십니다 = যাচ্ছেন।

৩. ক্রিয়ার রূপান্তর:

কোরিয়ান ভাষায় ক্রিয়ার রূপান্তর সময়, স্থান ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন,

하다 = করা।

ভবিষ্যৎ কালে: 할 거예요 (করবো)

৪. বাক্য বুঝতে সাহায্য করে:

যদি গ্রামার জানা না থাকে, তবে বাক্যের অর্থ পুরোপুরি বুঝা সম্ভব নয়। কোরিয়ান ভাষায় এক শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে, যা গ্রামার ছাড়া নির্ধারণ করা কঠিন।

৫. কথোপকথনে আত্মবিশ্বাস:

গ্রামারের নিয়ম ভালোভাবে জানলে কোরিয়ান ভাষায় সঠিকভাবে কথা বলা সহজ হবে, ফলে আত্মবিশ্বাস বাড়বে।

কোরিয়ান ভাষা শেখার সময় ধীরে ধীরে গ্রামারের নিয়ম বুঝে প্রয়োগ করার চেষ্টা করুন। এটি আপনাকে কোরিয়ান ভাষায় দক্ষ হতে সাহায্য করবে।

ই পি এস টপিক টেস্ট বুকের অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নাই।আমার একটা বিষয় ভালো লাগছে। বইটিতে কাজ রিলেটে...
21/12/2024

ই পি এস টপিক টেস্ট বুকের অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নাই।আমার একটা বিষয় ভালো লাগছে। বইটিতে কাজ রিলেটেড অনেক কিছুই নতুন দেওয়া হয়েছে। এখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারব ।

20/12/2024

Eps Topic textbook পরিবর্তন হয়েছে। নতুন ভার্সন HRD কোরিয়ার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে

15/12/2024

কার কার ছোট বেলায় ফিরে যেতে মন চাই।

Address

Kushtia
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when কোরিয়ান পাঠশালা / EPS Topic Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরিয়ান পাঠশালা / EPS Topic Information:

Videos

Share