Dream Day

Dream Day It is a dream project for me.

Children are heavenly creation by God .They don't deserve laboring and living in street .By our little effort they can overcome from this kind of situation .So lets begin !!

15/02/2022

ভালোবাসা শুধু দিবসে আবদ্ধ না থাকুক ।
ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকায় আবদ্ধ না থাকুক ।
ভালোবাসা ছড়িয়ে পরুক মানুষ থেকে মানুষের মাঝে ।
spread love spread happiness ❤️

29/09/2021

অনেক সময় আমরা দায়িত্ব ছেড়ে পালিয়ে আসি 😓। কিন্তু এই মানুষটা তার প্রতিবন্ধকতা নিয়েও তার দায়িত্ব পালন করে চলেছে।❤ মানুষটার পা অচল। কাজ করার সামর্থ নেয়।😭 তাই আমাদের মতো হাজারো মানুষের কাছে সাহায্য চেয়ে পরিবারসহ নিজের ক্ষুদা নিবারণ করে।🙏

05/09/2021

জন্ম থেকেই পম্গু লোকটা।জীবন যে কতটা কঠিন হয়তো সে এইব্যাপারটা বোঝার কোন চেষ্টা করেননি।🥰🥰
কিন্তু যাদের জীবনে হঠাৎ করে এলোমেলো হয়ে যায়, 😰😰শুধু তারাই বোঝেন কতটা স্বার্থপর আর কঠিন হতে পারে বাস্তবতা আমার সাধ্যমত লোকটাকে সহযোগীতা করলাম সবাই ভালো থাকুক ❤❤❤

23/08/2021

কিছু মানুষদের দেখলে,খুব স্বাভাবিক ভাবেই দূর্বলতা চলে আসে ।🥰🥰 কারণ এই মানুষ গুলো অক্ষম হলেও বিশাল দায়িত্ব নিয়ে তাদের চলতে হয়।❤পরিবার ছেলে মেয়ে সবার দায়িত্ব ,কিন্তু ভাগ্য দুর থেকে শুধু পরিহাস করতেই জানে ।😢আমরা আমাদের সাধ্যমত তাদের কে সহযোগিতা করবো।🙏🙏তাহলে তারা জীবনে বেচেঁ থাকার আরো উৎসাহ পাবেন ।🙏🙏

18/08/2021

দেহের নিম্নাংশ অচল! জীবনযুদ্ধে তারপরও এগিয়ে যাওয়া ! এই বাবার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।❤️❤️চলার পথে এরকম সংগ্রামী ব্যাক্তিদের সাথে য়দি আমাদের দেখা হয়,আমরা যেন এনাদেরকে একটু সম্মান দেখাই,হয়ত তাতেই তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে।🙏🙏
আমাদের সবার জীবনে সংগ্রাম আছে,প্রতিবন্ধকতা আছে কিন্তু এই বাবাদের দেখলে কেন জানি মনে হয় সৃষ্টিকর্তা এদরেকে সংগ্রাম করার অপরিসীম ক্ষমতা দিয়ে পা্ঠিয়েছেন!🥰🥰

13/08/2021

শহর উন্নত হবার সাথে হাজারো উদ্বাস্তু মানুষ শহরে আসছে।😲

কিন্তু কতজন ঠিক মত কাজ পাচ্ছেে ?এই ছেলেটার মত না জানি কত পথশিশু ক্ষুধার যন্ত্রনায় রাস্তায় রাস্তায় ঘুরছেে ।আমাদের যাত্রা পথে এদের কে আমরা নিশ্চয় দেখেছি🙏🙏

হয়তো গালাগালও করেছি,নেশা করে,ছিনতাইকারী বলেছি ।😢😢

কিন্তু আসলেই কি তাই? আমাদের স্বাধ্য মত এদের জন্য একটু চিন্তা করি,সবাই আমরা ভালো থাকবো ।🥰🥰

08/08/2021

রিকসা ভাড়া ঠিক করে করতে পারছেন,কথা বলে বুজলাম
কানে তেমন শুনেন না😢
আমার মত করে একটু সহযোগিতা করলাম
বিনিময়ে পেলাম বৃদ্ধ বাবার দোয়া ।🥰🥰
যা অমূল্য 😍😍
আমরা আমাদের বৃদ্ধ বাবাদের কি একটু খেয়াল রাখতে পারি না?🙏🙏🙏

06/08/2021

DAY💜💜

আমাদের চারপাশে জানা অজানা অনেক মানুষ উদ্বস্তু হয়ে ঘুরছেন।ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন,বৃষ্টিতে মাথা গোজার ঠাই পাচ্ছেন না ,এমন মানুষ গুলোর কথা কি আমরা চিন্তা করেছি?কোন দিন কি একটু ভেবেছি এরা কারা ,এদের কি কোন পরিবার আছে ?আমাদের পরিবার মা বাবা সবাই আছেন।এই মহামারীর সময়ে এই মানূষ গুলোই সবথেকে বেশি কষ্টে আছে ।আপনার আমার ছোট্ট একটু সহযোগিতায় এদের কষ্ট কিছুটা হলেও দূর হতে পারে। আসুন না আমরা সবাই একটু চেষ্টা করি।🙏🙏

Please like this page👍 and support humanity💜💜 🙏🙏

05/08/2021

৭৫ বছর বয়স🥰
হাটঁতেও পারেন না😢
নীরবে বসে আছেন
হয়তো জীবনের হিসাব মেলাতে পারছেন না
সন্তান থাকতেও জীবনের শেষ মুহূর্ত গুলো আজ এভাবেই কাটঁছে তার
সৃষ্টিকর্তা কাকে কোথায় কীভাবে রাখবেন,জানি না🥺
কিন্তু কোন মাকে এই অবস্থায় দেখাটা কি কোন সন্তানের পক্ষে সম্ভব ?🙏🙏

আনন্দময় জীবনঅল্প একটু ভালোবাসা আর আদর পাইলেই হচ্ছেওদের মন খুশিকিন্তু যখন এরাই এই আনন্দ কে পিছনে ফেলে জীবন যুদ্ধে নেমে পর...
04/08/2021

আনন্দময় জীবন
অল্প একটু ভালোবাসা আর আদর পাইলেই হচ্ছে
ওদের মন খুশি
কিন্তু যখন এরাই এই আনন্দ কে পিছনে ফেলে জীবন যুদ্ধে নেমে পরে,তখন পৃথিবীটাকে অনেক নিষ্ঠুর মনে হয়,কেন এই জগত এত্ত ভেদাভেদ তৈরী করলো?
নিজেকে তখন অনেক ছোট মনে হয়।।।

কোন আক্ষেপ নাই,নাই কোন চিন্তা, ঝুড়ি নিয়ে বের হতে হবে,ঘুরে ঘুরে যা ইনকাম করা যায়,ঐটাই সব।কিন্তু আমরা বুঝতেছি দারিদ্র্যতার...
02/08/2021

কোন আক্ষেপ নাই,নাই কোন চিন্তা, ঝুড়ি নিয়ে বের হতে হবে,ঘুরে ঘুরে যা ইনকাম করা যায়,ঐটাই সব।কিন্তু আমরা বুঝতেছি দারিদ্র্যতার চরম গ্রাসে এটা পরিবারকে আরও একটু এগিয়ে দেওয়া,এ বয়সে এত্ত দায়িত্ব।
আর বাকি টা বুঝতেছেন সৃষ্টিকর্তা

28/07/2021

বাচ্চা একটা মেয়ে! কি তার বয়স?😲
এখনই পরিবারে কিছু আয় জোগাতে হবে এই চিন্তা নিয়ে রাস্তায় নেমেছে। ক’খানি পাপড় বেচঁলে যদি কিছু রোজগার হয়।🥰

দারিদ্রতা,মহামারী আমাদের এই শিশু গুলোকে জ্ঞানের জগত থেকে আজ কত দূর নিয়ে এসেছে। আমার নিজের মেয়ে কি ঠিক এই অবস্থঅয় দেখতে পারতাম?😭😭

প্রশ্ন টি রইলো আমাদের চেতনার কাছে।🙏

একটা গান হতো বিটিভিতে ‘শিশুর জন্য ভালোবাসা করো কি তোমরা অনুভব ,চাই বাধাঁ বন্ধন মুক্ত আনন্দময় শৈশব’। আমরা আমাদের জায়গা থেকে এই পথশিশুদের জন্য একটু এগিয়ে আসতে কি পারি না ?🙏

অনুরোধ রইলো সবার কাছে।🙏

25/07/2021

অফিসে যাচ্ছিলাম,একজন বই বিক্রেতা কে দেখলাম রোদে বই বিক্রি করছিলেন,সব শুনে দেখে বুঝলাম, বেশ কষ্টে আছে,কিছুটা উপকার করার চেষ্টা করলাম। পরে ভাবলাম ঠিক ঐ ব্যক্তির মত হাজার হাজার লোক বাংলাদেশে কষ্টে আছ। সরকার হয়তো চেষ্টা করছেন,কিন্তু দিন শেষে এই লোক গুলা অভুক্তই থেকে যান,এদের কাছে সরকারের কোন মানে নেই,ক্ষুধার যন্ত্রণা এদর কাছে বড় ব্যাপার,লোকটা তাও চেষ্টা করছেন ,এমন অনেকেই আছেন যারা তাও পারছেন না। এমন অসহায় লোকদের পাশে এগিয়ে ্‌আসরাব জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।আপনার সামান্য যত্নই এদেরকে আরও দুদিন বেচেঁ থাকার রসদের যোগান দেবে।

YouTube link 👉https://www.youtube.com/channel/UCi8Ww63NTUZL_M1sUT5RdfQ/videos

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Dream Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Day:

Videos

Share


Other Social Media Agencies in Khulna

Show All

You may also like