MD. Aminul Islam Tamim.

MD. Aminul  Islam Tamim. সাহিত্য রচনা। (কবিতা)

23/11/2022

যদি তুমি বল
মোঃ আমিনুল ইসলাম তামিম।

তোমার চোখের শুভ্রু চাহনির মায়ায় পড়ে
আমি নিশাচরী হয়ে ঘুরছি এদিক-সেদিক
যদি তুমি বল-
এ রিদয় শুধুই তোমার।

আমি ব্যাকুলতার আবেগ নিয়ে
নিবিড়তায় তোমায় ভালো বেসেছি
যদি তুমি বল-
এ রিদয় শুধুই তোমার।

কালো ধুয়ার মতো মেঘ নয়, যেন
আমার মনের বাতির পরশা- তুমি

অবাক জোছনায় লুকিয়ে থাকা
নিষ্পাপ ভালোবাসা, অতপ্পর_
যদি তুমি বল-
এ রিদয় শুধুই তোমার।

সাদা মেরুর লেলিহায় বোদনা সিক্ত টুটে যাবে
বাধ্য অভিমানে হারিয়ে যাবে বেদনার অশ্রু
যদি তুমি বল-
এ রিদয় শুধুই তোমার।

31/10/2022

আমার মা
তার কথা বলবোই-বা কি আর লিখবোই-বা কি?
তিনি খোদার সৃষ্টি এক অপরুপ মহা মানুষ।

আমার মা
তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না
এই পৃথিবীতে তাহার বিকল্প সে নিজেই।

আমার মা
পূর্নিমার ঐ চাঁদের থেকেও যেন বেশি উজ্জ্বল
আকাশের তারার চেয়েও যেন অনেক চমকপ্রদ।

আমার মা
এইপৃথিবীতে আপন বলতে আমি তাকেই পেয়েছি
দুঃখের সাগরে ভেসে গেলেও কখনো আমার
সাথে, ছলনা করে চলে যাননি....

31/10/2022
আল্লাহর সৃষ্টি বড়-ই চমৎকার......
20/10/2022

আল্লাহর সৃষ্টি বড়-ই চমৎকার......

19/10/2022

সফলতা কারো মুখ দেখে আসে না। সফলতা আসে তার কর্মের মাধ্যমে। সফলতা আসে তার মনের আত্নবিশ্বাস থেকে। যে ব্যাক্তি যতটা কর্মপরায়ন, সে ব্যাক্তি ততটাই সফল। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ অবধি যাঁরাই সফল হতে পেরেছেন, লক্ষ করলে দেখা যায় তারা ছিলেন কর্ম তৎপর এবং আত্নবিশ্বাসী। তেমনি কিছু সফল মানুষের জীবনী দেখলে দেখতে পাওয়া যায়, তারা কখনো ক্লান্ত হননি এবং নিজের উপর আত্নবিশ্বাস হারাননি। ❝কনোনেল স্যান্ডার্স❞ এই মানুষটি ১০০৯ বার ব্যার্থ হওয়ার পর ও কখনো নিজের উপর আত্নবিশ্বাস হারাননি। তিনি তার ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে বিশ্বসেরা ফাস্টফুড কেএফসি প্রতিষ্ঠা করেছেন এবং প্রমান করে গেছেন–
«আত্নবিশ্বাস ও ইচ্ছাশক্তিই সফলতার চাবিকাঠি»

মনের কথা-(২)
➡(️সফলতা)⬅️
✒️মোঃ আমিনুল ইসলাম (তামিম)

05/10/2022

দোস্তি
✒️মোঃ আমিনুল ইসলাম (তামিম)

এ দোস্তি ভুলে যাওয়ার জন্য নয়
এ দোস্তি নয় ক্ষনিকের
এ দোস্তি আজীবনের।।

দোস্ত মানে সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে চলা
দোস্ত মানে দুঃখের দিনে সাহস দিয়ে কথা বলা।

সময়-সময় মান অভিমান,সময়-সময় হাশি
এর-ই নাম দোস্তি, ভালো বাসা রাশি রাশি।

মনটা আমার পড়ে থাকে কৈশোরের ঐ দিনে
একসাথে যেতাম পাঠশালাতে- দোস্ত দু'জনে।

দোস্তি মানে ভালো-বাসার রিদয়ের বন্ধন
দোস্তি মানে দূরের হয়েও অনেক আপন।

28/09/2022

তুমি মুজাহিদ
✒️মোঃ আমিনুল ইসলাম (তামিম)

এসো ভাই এসো
কুরানের পথ ধরে- রাসুলের মত করে
জীবন সাজাই,

ঝগড়া বিবাদ রেখে
হাতে - হাত দিয়ে- মনে শপথ নিয়ে
সামনে আগাই।

সত্যের ডাক এসেছে
সামনে আগাতে হবে- তাহলেই জয় হবে
ইহা নিশ্চিত,

ভুলে যেওনা হায়
রাসুলের সেনা তুমি- কুরান অনেক দামী
তুমি মুজাহিদ।

27/09/2022

চেয়েছিলাম এই সুন্দর পৃথিবীতে স্বপ্নের একটি গাছ বুনতে। কিন্তু গাছ বোনার আগেই গাছের বিজ আমাকে ছেড়ে চলে যায় অনেক দূরে। গাছ বোনার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। কতেকগুলো বসন্ত পেরিয়ে গেলেও সেই বীজের দেখা আমি আজো পাইনি। এভাবেই পেরিয়ে যাচ্ছে আমার জীবন। সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, আমারো ছিল। কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়ে আমার জীবনে স্বপ্ন দেখা এখানেই থামাতে হচ্ছে।
কারন-
সবার ভাগ্যে সবকিছু থাকে না।
✒️মোঃ আমিনুল ইসলাম (তামিম)
মনের কথা -১(সপ্ন)

24/09/2022

চেয়েছিলাম এই সুন্দর পৃথিবীতে স্বপ্নের একটি গাছ বুনতে। কিন্তু গাছ বোনার আগেই গাছের বিজ আমাকে ছেড়ে চলে যায় অনেক দূরে। গাছ বোনার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। কতেকগুলো বসন্ত পেরিয়ে গেলেও সেই বীজের দেখা আমি আজো পাইনি। এভাবেই পেরিয়ে যাচ্ছে আমার জীবন। সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, আমারো ছিল। কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়ে আমার জীবনে স্বপ্ন দেখা এখানেই থামাতে হচ্ছে।
কারন-
সবার ভাগ্যে সবকিছু থাকে না।

✒️মোঃ আমিনুল ইসলাম তামিম
মনের কথা -১ (স্বপ্ন)

16/09/2022

আল-কোরানের সুর
মোঃ আমিনুল ইসলাম (তামিম)

আাসুক যতই বাধা, যেতে হবে বহুদূর
পৌঁছে দিতে হবে আল- কোরানের সুর।

বাধার পথ মাড়িয়, আনতে হবে জয়
জতই কঠিন হোক, জয় হবে নিশ্চয়।

আল-কোরানের বানী,থাকবে সবার বুকে
আলোকিত সমাজ হবে, সবাই রবে সুখে।

আধার রাত্রি সরিয়ে, আনবো আলোর দুয়ার
সেদিন সবার মনে, বইবে খুশির জোয়ার।

আনবো মোরা সুখের দিন, গাইবো মোরা গান
সুখের ছোয়ায় ভাসবে সবাই,নাচবে সবার প্রান।

14/09/2022

খুলনার অবস্থা
মোঃ আমিনুল ইসলাম তামিম

খুলনা এখন হয়েছে অটোর রাজধানী
সারা জায়গায় জমে শুধু ড্রেনের পানি।

দেখ নতুন রাস্তা থেকে , সুদূর সোনাডাঙা
যায়না চলা এখান থেকে,হায় শুধুই ভাঙা।

খুলনা মেডিকেলের সামনে অবস্থা বেহাল
রুগীদের দূরাবস্থার, ধরবে কে আজ হাল?

আমার কাছে এই শহর প্রানের চেয়েও দামি
এই শহরের দূরাবস্থা, মানবো নাকো আমি।

খুলনার সব সমস্যাগুলো করতে হবে সমাধান
নইলে গদি ছেড়ে দে থাকতে তোদের প্রান।

11/09/2022

ডাকছে রনাঙ্গন
মোঃ আমিনুল ইসলাম (তামিম)

ভোরের স্নিগ্ধ বাতাস,মোদের আজ
বলছে ডেকে,রেখে দিয়ে সব কাজ,

জেগে ওঠো,, দূর করে সব ভয়'
ওহে তরুন,তুমি এবার ঘুরে দাঁড়াও
সামনে এগোনোর বুকে রাখো প্রত্তয়।

ওরে নওজোয়ান, কান পেতে তুই শোন
হাতছানি দিয়ে তোরে, ডাকছে রনাঙ্গন,

আনতে হবে সোমালি দিনের ভোর'
কে-বা আছে রুখবে মোদের আজ
তৈরি হ-রে ভেঙে, আয়েশের ঘোর।

সাহস তোমায়, নিয়ে যাবে বহুদূর
কন্ঠে তোল, চির সংগ্রামের সুর,

করছে যারা এই সমাজে অন্যায়'
আর রবনা, চুপটি করে বোসে
দূর্গ ওদের, ভেঙে করবো ক্ষয়।।

09/07/2022

বছর ঘুরে আবার এলো আত্ম ত্যাগের ঈদ
খুশির জোয়ারে ওগো ভাঙতে সবার নিদ।
ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْ
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম

সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

06/07/2022

(((তুমি)))
মোঃ আমিনুল ইসলাম তামিম।

আজ বিষন্ন ভরা মন নিয়ে
বসে আছি অপরাহ্নে,
দুখের দহনে পুড়ে ছাড়-খার
রাখেনি সে মোরে মোনে।

সেতো বলছিলো আমায়
যদিও যায় কোনো অজানায়,
তবু ভুলবেনা কভু মোরে,
কোন এক পুষ্প কানন ভোরে-
আমি কেঁদেছি অঝোরে।

তবু পাইনি তাহার খোঁজ,
আমি খুঁজেছি তাহারে রোজ।

আমি হতাম যদি পাখি
থাকতো যদি ডানা,
চলে যেতাম তোমার কাছে
মানতাম না কোনো মানা।

কোথায় গিয়ে রইলে তুমি
ভুলে গিয়ে মোরে,
তুমি ভুলেছো তাতে কি
আমি ভুলিনি তোমারে,
তোমায় রেখেছি মনের কুঠরে।

আমার হ্নদয়ের যত ভালোবাসা আছে
সঁপিলাম আমি তা তোমার কাছে।

তোমার হাশি ভরা মুখ
আমার আজও মনে পড়ে,
স্বপ্নের ঘরে এসো তুমি
আলাপ হবে প্রান ভরে।

তুমি আমার সুখের কানন
তোমার সাথে ভাব জমাতে
মোন শোনেনা বারন,
তুমি আমার প্রিয়জন,
তোময় সঁপিলাম এই মন।

তুমি ভুলে যেওনা মোরে হায়
মনে রেখ করে স্বার্থের পরাজয়।

23/05/2022

আমি চাইনা
মোঃ আমিনুল ইসলাম (তামিম)

আমি কারো পথের কাটা হতে চাইনা।
আমি কারো মনের দুঃখের উপলক্ষ হতে চাইনা।
আমি কারো মুখাপেক্ষী হতে চাইনা।

যত দিন বেঁচে রব পৃথিবীর বুকে
বাঘের মত বাঁচতে চাই,
আর তা যদি নাহয়, তাহলে
মরে যাওয়া আমার কাছে শ্রেয়।

আমার জন্য অন্যে কষ্টে কুঁকড়ে মরুক,
এমনটা হওয়ার আগে আমিই যেন মরে যাই
হে মালিক,
আমার কথায় তুমি মধুরতা এনে দাও,
আমার কথায় যেন কেউ কষ্ট না পায়।

কষ্টের জীবন আমি কষ্টেই কাটাতে চাই
তবু সুখের আশায় যেন
আমি অন্যকে কষ্ট না দেই।

আমাকে ধৈর্য ধারণ করার জ্ঞান দাও,
শত বেদনার পরেও যেন আম
সবকিছু শক্ত হাতে সামলাতে পারি।

শত বাঁধার প্রাচির ভেঙে যেন
আমি পৌঁছাতে পারি কাংখিত মোহনায়
- তোমার দয়ায়।

খুশির জোয়ারে আজ নাচছে সবার রিদ, চাঁদ উঠেছে ঐ আকাশে ঈদ এসেছে ঈদ।ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْতাকাব্বাল্লাহু মিন্না ও...
02/05/2022

খুশির জোয়ারে আজ নাচছে সবার রিদ,
চাঁদ উঠেছে ঐ আকাশে ঈদ এসেছে ঈদ।

ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْ
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক।

20/04/2022

°°°শান্তির দুয়ার°°°
মোঃ আমিনুল ইসলাম (তামিম)

অশান্তি দূর করে
আবার বছর ঘুরে
এলো মাহে রমজান,

সত্যের দ্বার খুলে
হিংসা বিবেদ ভুলে
জাগিয়ে তুলেছে প্রান।

কুরান নাজিলের মাসে
মহির আকাশে বাতাসে
অন্যায় হলো আজ বন্ধ,

সকলেই তুলেছে সুর
করতে অন্যায় দূর
ফুলেরা ছড়ালো সুগন্ধ।

আধার মাড়িয়ে আজ
সেজেছে আলোর সাজ
খুলেছে শান্তির দুয়ার,

রহমত এনেছে বয়ে
শুখের হাওয়া নিয়ে
আলকিত আজ চারিধার।
[বিঃদ্রঃ-কবিতাটি সকল প্রানপ্রিয় রোজাদার ভাই-বোনদের উৎসর্গ করছি। ]

20/04/2022
09/03/2022

১১ মার্চ ২০২২ ইংঃ এর সঙ্গীত ক্লাসের রুটিন ঃ-
# সকাল ১০ঃ০০ থেকে ১০ঃ২৫ পর্যন্ত বক্তৃতা ক্লাস।
ক্লাস নিবেনঃ এস এম আলমগীর স্যার
# ১০ঃ২৫ থেকে ১০ঃ৫৫ পর্যন্ত সঙ্গীত ক্লাস। ক্লাস নিবেনঃ নাবিল রেজা।
# ১০ঃ৫৫ থেকে ১১ঃ২০ পর্যন্ত কুরআন তেলওয়াত ক্লাস অনুষ্ঠিত হবে
ক্লাস নিবেনঃএইস এম আসাদুজ্জামান
{{((স্থানঃ ক্যানভাস কোচিং সেন্টার))}}

09/03/2022
03/03/2022

০৪ই মার্চ ২০২২ রোজ শুক্রবার ক্লাসের রুটিনঃ-

সকাল ১০থেকে ১০ঃ৩০ পর্যন্ত
কুরআন তেলওয়াত।
সকাল১০ঃ৩০থেকে ১১ঃ০০ পর্যন্ত ইসলামী সঙ্গীত।
সকাল ১১ঃ০০ থেকে ১১ঃ২৫ পর্যন্ত বক্তৃতা।
সকলকে আমন্ত্রণ জানাই।
স্থানঃ ক্যানভাস কোচিং সেন্টার।
মুজগুন্নি ২০নং রোড, খুলনা।।।।

বক্তব্য রাখছেন মুহিব স্যার
25/02/2022

বক্তব্য রাখছেন মুহিব স্যার

বক্তব্য রাখছেন প্রধান অতিথি আল হাফিজ সোহাগ স্যার।
25/02/2022

বক্তব্য রাখছেন প্রধান অতিথি আল হাফিজ সোহাগ স্যার।

আল হেরা সঙ্গীত একাডেমি এর উদ্ভোদনি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ক্যানভাস কোচিং এর পরিচালক এস এম আলমগীর স্যার।
25/02/2022

আল হেরা সঙ্গীত একাডেমি এর উদ্ভোদনি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ক্যানভাস কোচিং এর পরিচালক এস এম আলমগীর স্যার।

24/02/2022

আগামীকাল শুরু হচ্ছে আল হেরা সঙ্গীত একাডেমি এর প্রথম ক্লাস।
সবাইকে আমন্ত্রণ।

Address

Khulna

Telephone

+8801885660259

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. Aminul Islam Tamim. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Music production in Khulna

Show All