SB Clouds

SB Clouds *আতর *টুপি *জায়নামাজ *পারফিউম *বেল্ট *ওয়ালেট *ঘড়ি *কসমেটিকস্ *গার্মেন্টস *অর্গানিক ও *ইসলামিক পণ্য

আচ্ছা ঘ্রাণ কি ঠান্ডা কিংবা গরম হয়??যদিও ঘ্রাণের তাপমাত্রা মাপার যন্ত্র এখনো আবিষ্কার হয়নি, তারপরও হয়৷ কিছু ঠান্ডা ধরনের...
02/12/2023

আচ্ছা ঘ্রাণ কি ঠান্ডা কিংবা গরম হয়??
যদিও ঘ্রাণের তাপমাত্রা মাপার যন্ত্র এখনো আবিষ্কার হয়নি, তারপরও হয়৷
কিছু ঠান্ডা ধরনের ঘ্রাণ আছে। যেটাতে একটা স্মুথ টাইপের ঘ্রাণ থাকে। ঠান্ডা ধরনের ঘ্রাণ বুঝতে আমরা হালকা টাইপের ঘ্রাণের সাথে মেলাতে পারি। যে ঘ্রাণটা উটকো বা কড়া হবে না...

এমনই একটি চমৎকার টাইপের আতর হলো "Hugo Boss"।

'হাজারে আসওয়াদ' নামটা শুনলেই মুহুর্তেই মনের অজান্তে কল্পনায় ভেসে আসে কালো পাথরটি!! যেটির প্রতি একটি আলাদা অনুভূতি কাজ কর...
01/12/2023

'হাজারে আসওয়াদ' নামটা শুনলেই মুহুর্তেই মনের অজান্তে কল্পনায় ভেসে আসে কালো পাথরটি!! যেটির প্রতি একটি আলাদা অনুভূতি কাজ করে প্রায় প্রতিটি মুসলিমেরই!!

এই পাথরের নামেই আতরের নাম "Hajare Aswad"।
আচ্ছা এই পাথরের কি কোনো ঘ্রাণ আছে? যার আদলে তৈরি এই আতরটি...

তেমনটি বোধ হয় না!!
আসলে ইসলামি ঐতিহ্যের এমন অনেকই জিনিস বা বিষয় আছে, যেগুলোর নামে নামকরণ করা হয়ে থাকে আতরের নাম।
যেমন মক্কা, মদিনা, জান্নাতুল ফিরদাউস, আতর আল কাবা, মাকামে ইব্রাহিম, জমজম, কাওসার, সালসাবিল ইত্যাদি...

"Hajare Aswad" ও তেমনই একটি আতর।

এর ঘ্রাণটি খুবই হালকা টাইপের। যে কারোরই হজম করতে পারার মতো আতর এটি_

মাঝে মাঝে বিভিন্ন আতর কাস্টমাইজ করি। কয়েকটা আতর একসাথে মিলিয়ে নতুন একটি ঘ্রাণের আতর তৈরি যাকে বলে!!এ ধরনের কোনো আতর বানা...
30/11/2023

মাঝে মাঝে বিভিন্ন আতর কাস্টমাইজ করি। কয়েকটা আতর একসাথে মিলিয়ে নতুন একটি ঘ্রাণের আতর তৈরি যাকে বলে!!

এ ধরনের কোনো আতর বানাতে গেলে এই 'Escape' আতরটা কখনো অ্যাড করতে পারি না। প্রথমে দুই-একবার অ্যাড করে বোকা সেজেছি।
কারন অন্যান্য আতরের সাথে এই 'Escape' আতরটা মেলালে অন্যান্য আতরের ঘ্রাণ আর খুঁজে পাওয়া যায় না। এতটাই সবার ভেতরে রাজ করা আতর এটি!!!

পারফিউম টাইপেরই একটি আতর। আর আতরটির ঘ্রাণ ছড়ায়ও খুব বেশি। যারা খুব ছড়ানো ঘ্রাণের আতর পছন্দ করে, তাদের জন্য পারফেক্ট একটি আতর_

Escape
(Indian Brand)

পারফিউম টাইপের মিষ্টি ঘ্রাণের একটি জনপ্রিয় আতর "Eterna Love"। বেশির ভাগ আতর লাভার্সদেরই পছন্দের তালিকার অন্যতম সেরা একটি...
29/11/2023

পারফিউম টাইপের মিষ্টি ঘ্রাণের একটি জনপ্রিয় আতর "Eterna Love"।

বেশির ভাগ আতর লাভার্সদেরই পছন্দের তালিকার অন্যতম সেরা একটি আতর এটি। এই আতরটির বিশেষ আকর্ষণ হলো এটির ঘ্রাণ আস্তে আস্তে সুশোভিত হয় এবং যত সময় যায় ততই আরো বেশি ভালো লাগে এর ঘ্রাণটি৷
আর এটির ঘ্রাণের স্থায়িত্বও বেশ লম্বা...

ফরমাল কিংবা ইনফরমাল, সব জায়গাতেই অনায়াসে ব্যবহার করার মতো একটি আতর এটি!!

Eterna Love
(French Brand)

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।আর তাইতো প্রতিটা মিনিটের প্রতি নজর রাখতে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ...
29/11/2023

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
আর তাইতো প্রতিটা মিনিটের প্রতি নজর রাখতে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ঘড়ি 🕗।
একটা নান্দনিক কারুকার্য শোভিত দেওয়াল ঘড়ি 🕛। সৌন্দর্য বাড়িয়ে মন করে শান্ত✨।

এছাড়া অফিস, দোকান, বাসা-বাড়ি, বেডরুম, ড্রয়িং রুম, এমনকি রান্নাঘড়েও একটি দেওয়াল ঘড়ির 🕞 প্রয়োজনীয়তা অপরিসীম।
কারন সময় সচেতনতা প্রতিটি জায়গায়, প্রতিটি পরিস্থিতিতেই দরকার৷

তাইতো এবার ৩৫% থেকে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিস্কাউন্টে 🧨 খুব সুন্দর কিছু দেওয়াল ঘড়ির কালেকশন নিয়ে এলাম। ষ্টক সীমিত।

(মূল্য জানতে প্রতিটি ঘড়ির ছবির কমেন্ট বক্স চেক করুন)

Shout out to my newest followers! Excited to have you onboard! Nipa Nipa, Dɩɓʌ Isɭʌɱ, Hašib Hossin, Sumaiya NituThanks t...
29/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Nipa Nipa, Dɩɓʌ Isɭʌɱ, Hašib Hossin, Sumaiya Nitu

Thanks to all for staying with us...

যারা একটু কড়া টাইপের আতর চান, যে আতরের ঘ্রাণ  খুব ভালো ছড়াবে ও লাস্টিং করবে, তাদের জন্য খুবই ভালো মানের একটি আতর হলো "Gr...
28/11/2023

যারা একটু কড়া টাইপের আতর চান, যে আতরের ঘ্রাণ খুব ভালো ছড়াবে ও লাস্টিং করবে, তাদের জন্য খুবই ভালো মানের একটি আতর হলো "Green Bakhaur"।

একটু সিনিয়র বা বয়স্কদের পছন্দের তালিকার অন্যতম একটি সেরা আতর এটি।

Green Bakhaur
(Brand in Spain)

খুবই সুইট ও স্ট্যান্ডার্ড টাইপের একটি পারফিউম "Acqua D Gio"। যদিও গড়পড়তায় লোকজন এটিকে খুব একটা চেনে না! তবে 'পারফিউম লাভ...
27/11/2023

খুবই সুইট ও স্ট্যান্ডার্ড টাইপের একটি পারফিউম "Acqua D Gio"। যদিও গড়পড়তায় লোকজন এটিকে খুব একটা চেনে না! তবে 'পারফিউম লাভার' যারা আছে, তাদের খুবই পরিচিত একটি পারফিউম এটি।
আর ছবিতে প্রদর্শিত আতরটি হচ্ছে সেই ফ্রেগ্রেন্সেরই আতর।

হালকা লেমন টাইপের একটি ফ্লেভার ভেসে আসে এই আতরটি থেকে!! যেটি পরিবেশটাকে করে তোলে মিষ্টি ও মনোরম!!!
ফ্রেশ মুডের একটি আতর বলা যায় এটিকে...

Acqua D Gio
(French)

https://www.facebook.com/AlHaaqqahofficial?mibextid=ZbWKwL

আমার এক বন্ধু বেশ আগে থেকেই আতর ব্যবহার করে। এবং ভালো ভালো মানের আতরই ব্যবহার করে। কিন্তু সেদিন ও এসে বলছে যে, ওর বেলি ফ...
26/11/2023

আমার এক বন্ধু বেশ আগে থেকেই আতর ব্যবহার করে। এবং ভালো ভালো মানের আতরই ব্যবহার করে। কিন্তু সেদিন ও এসে বলছে যে, ওর বেলি ফুলের আতর লাগবে।
এটি শুনেই আমি আন্দাজ করলাম, হয়তো ভাবির জন্য!!
আমার আন্দাজ পুরোপুরি ঠিক না হলেও একেবারে ভুলও হয়নি।
মানে ভাবির জন্যই, তবে কেবলই ভাবির জন্য না। ও নিজেও ইউজ করবে৷ যদিও স্পষ্টভাবে বলেনি, তবে এটাও যে ভাবিরই আবদার, সেটা আর বুঝতে বাকি নেই।
এছাড়া ক'দিন আগে ওর শশুর-বাড়িতে গেলে ওর শাশুড়িসহ আরো কে কে যেন ওকে বলেছে, "কিসব আতর লাগাও তুমি? বেলি ফুলের আতর লাগাতে পারো না?"

তাই সেই বন্ধুকে শেষমেশ বেলি ফুলের আতরই দিতে হলো!!!

বেলি ফুলের ঘ্রাণটি কিন্তু আসলেই অনেক সুন্দর। তবে এটির পছন্দের তালিকায় মেয়েদের সংখ্যাটাই বেশি। কারন ফুলের প্রতি দূর্বলতা মেয়েদেরই একটু বেশি থাকে...

Kachi Beli
(Brand in France)

বি.দ্রঃ- নারীদের সুগন্ধি ব্যবহারে সরাসরি নিষেধাজ্ঞা নেই, তবে সেই ঘ্রাণ যদি পরপুরুষের নাকে যায়, তাহলেই সমস্যা।
কারন, রসুলুল্লাহ (স.) বলেছেন, যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয় আর সেই ঘ্রাণ যদি কোনো পুরুষের (পরপুরুষ) নাকে যায়, তাহলে সে ব্যাভিচারিনী, ব্যাভিচারিনী, ব্যাভিচারিনী।
'ব্যাভিচারিনী' শব্দটি রসুলুল্লাহ (স.) ৩বার উচ্চারণ করেছেন।

পারফিউম জগতে 'Havoc' খুবই পরিচিত ও জনপ্রিয় একটি পারফিউম। এটি বেশ পুরনো ব্র্যান্ড। সেই একই ফ্রেগ্রেন্সের আতরও এখন চলে এসে...
25/11/2023

পারফিউম জগতে 'Havoc' খুবই পরিচিত ও জনপ্রিয় একটি পারফিউম। এটি বেশ পুরনো ব্র্যান্ড।
সেই একই ফ্রেগ্রেন্সের আতরও এখন চলে এসেছে সেসব আতরপ্রেমীদের জন্য, যারা একই সাথে 'Havoc' সেন্ট/বডি স্প্রে পছন্দ করেন, আবার (গ্যাস ও অ্যালকোহল) টাও এড়িয়ে চলতে চান!!

'Havoc আতর' ঘ্রাণের স্থায়িত্বের দিক দিয়ে 'Havoc বডি স্প্রে'র থেকে Better.

Havoc
(Indian)

বর্তমান বিশ্বে (বিশেষ করে বাংলাদেশে) সবথেকে জনপ্রিয় হলো 'উদ' এর আতরগুলো। আর এই উদের মধ্যে বেস্ট একটা উদ হচ্ছে "কাশ্মীরী ...
24/11/2023

বর্তমান বিশ্বে (বিশেষ করে বাংলাদেশে) সবথেকে জনপ্রিয় হলো 'উদ' এর আতরগুলো।
আর এই উদের মধ্যে বেস্ট একটা উদ হচ্ছে "কাশ্মীরী উদ"।
এটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ঘ্রাণের স্থায়িত্বকাল!
যারা আতর টাইপের ঘ্রাণ পছন্দ করেন এবং লং লাস্টিং এর আতর চান, তাদের জন্য পারফেক্ট একটি আতর হলো " কাশ্মীরি উদ"।
কাপড়ে যেখানে লাগাবেন, সেখানে ৪/৫ দিন পরও ঘ্রাণ পাবেন ইনশা-আল্লাহ...

Kashmiri Oud
(Indian)

নিছক খেল-তামাশা, হাসি-মজা, গায়ে হাওয়া লাগিয়ে ব্যবসা করা তো বেশ অনেকই হলো। ভাবছি ব্যবসাটা এবার একটু সিরিয়াসলিই করি...কারন...
23/11/2023

নিছক খেল-তামাশা, হাসি-মজা, গায়ে হাওয়া লাগিয়ে ব্যবসা করা তো বেশ অনেকই হলো। ভাবছি ব্যবসাটা এবার একটু সিরিয়াসলিই করি...

কারন গায়ে হাওয়া লাগানোর সময় তো এখন আমার ছেলের! আমার বোধ হয় আরো খানিকটা সময় আগেই সেটা পেরিয়ে গেছে!!

যাই হোক, ব্যবসাটা এবার একটু গুছিয়ে করার চেষ্টা করছি। শপের পজিশনটা চেইন্জ করেছি। এবারের শপের আয়তনও বেশ অনেক বড়৷ অলমোস্ট ৪০০ স্কয়ার ফুট। প্রোডাক্টের আইটেমও বৃদ্ধি করছি।

আর অফলাইনের পাশাপাশি অনলাইনেও এ্যাকটিভ হবো এবার সিরিয়াসলি ইনশাআল্লাহ...

দো'আর দরখাস্ত...

পেইজ লিংক
https://www.facebook.com/AlHaaqqahofficial?mibextid=zLoPMf

Address

Kodomtola Talimpur, Rupsha
Khulna
9241

Alerts

Be the first to know and let us send you an email when SB Clouds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SB Clouds:

Share

Category