14/12/2024
প্রিয় ভাই /বোনেরা,
আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী জানুয়ারি মাসের ২,৩ এবং ৪ তারিখ রোজ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নতুন বছর উদযাপন উপলক্ষে #আনন্দ_মেলা_২০২৫" অনুষ্ঠিত হবে। জায়গা স্বল্পতার কারণে আমরা সবাইকে স্টল দিতে পারি নাই। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনাদের ভালোবাসায় আমরা মাত্র ২ দিনে সব স্টল বুকিং সম্পন্ন করতে পেরেছি। KBS এর প্রতি আপনাদের ভালোবাসায়ই এটা সম্ভব হয়েছে । আপনাদের সবার এই বিশ্বাস, ভালোবাসার প্রতিদান যেন আমরা দিতে পারি সেই প্রার্থনা করবেন।
যে সকল সদস্যদের আমরা স্টল বরাদ্দ দিয়েছি তাদের সবার সঙ্গে আমরা পরিচিত না বা আপনারাও হয়তো আমাদের সাথে পরিচিত না। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি যে, আপনাদের সাথে আমরা একটা মিটিংয়ের আয়োজন করবো। সেখানে আপনারা মেলা সম্পর্কে আপনাদের যে-কোন প্রশ্ন বা পরামর্শ দিতে পারবেন। আমরাও কিভাবে মেলা সুন্দরভাবে আয়োজন করবো সেটাও আপনাদের জানাবো। আমরা মেলার আগে আর কোন মিটিংয়ের সময় পাবো না। তাই যে সকল সদস্যরা স্টল বুকিং কনফার্ম করেছেন তারা অবশ্যই এই মিটিংয়ে হাজির থাকবেন। আমি আবারও বলছি যে, অবশ্যই অবশ্যই হাজির হতে হবে। কোন কারণে আপনি উপস্থিত হতে না পারলে আপনার কোন প্রতিনিধি যেন উপস্থিত থাকে। মেলার তিনদিন আমাদের করণীয় কি, কোন ধরনের পণ্য আপনি স্টলে রাখবেন, কিভাবে সেল বাড়াতে পারেন ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করবো। পরিবর্তীতে আমরা কাউতে ব্যক্তিগতভাবে এবিষয়ে জানানোর সময় পাবো না। অবশ্যই আপনারা উপকৃত হবেন। সুতরাং আপনারা(যারা স্টল বুকিং কনফার্ম করেছেন শুধুমাত্র তারাই) অবশ্যই উপস্থিত থাকবেন বলে আশা করছি।
#স্থানঃ বিজয়গাঁথা কমিউনিটি সেন্টার, শিববাড়ি, খুলনা।
#তারিখঃ ১৯/১২/২০২৪ রোজ বৃহস্পতিবার।
#সময়ঃ সকাল ১১ টা। অবশ্যই যথা সময়ে উপস্থিত হবেন।
#বিঃদ্রঃ মিটিংয়ে যোগদানের সময় সঙ্গে করে A4 সাইজের ৩টি কাগজ আনবেন ।।