Hindu Famaily

Hindu Famaily Please invite your all Hindu friends and share the Hindu Family page.
পেজ টা Fellow কর

শুভ মহা নবমী।🥰🥰🥰
04/10/2022

শুভ মহা নবমী।🥰🥰🥰

🥀🥀সবাইকে শারদীয় দূর্গা পূজার 🥀🥀🌹🌹অগ্রিম শুভেচ্ছা 🌹🌹🙏🙏জয় মা দূর্গা 🙏🙏
25/09/2022

🥀🥀সবাইকে শারদীয় দূর্গা পূজার 🥀🥀
🌹🌹অগ্রিম শুভেচ্ছা 🌹🌹
🙏🙏জয় মা দূর্গা 🙏🙏

বিশ্বকর্মা প্রনাম মন্ত্র🙏দেবশিল্পিন্ মহাভাগ দেবানাং কার্যসাধক।বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টফলপ্রদ॥সবাইকে জানাই বিশ্বক...
17/09/2022

বিশ্বকর্মা প্রনাম মন্ত্র🙏
দেবশিল্পিন্ মহাভাগ দেবানাং কার্যসাধক।
বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টফলপ্রদ॥
সবাইকে জানাই বিশ্বকর্মা পূজোর অনেক অনেক শুভেচ্ছা 🌸
রাত পোহালেই বিশ্বকর্মা পূজো (Viswakarma Puja)। তাই ব্যস্ততার শেষ নেই কলকারখানা, ওয়ার্কশপ আর বিভিন্ন অফিস-কাছারিতে। কাজের সঙ্গে সঙ্গে পুজোর কাজেও হাত লাগাবেন কর্মচারীরা। আগামীকাল সকলে মেতে উঠবেন ভগবান বিশ্বকর্মার (Lord Viswakarma) আরাধনায়।
বিশ্বকর্মাকে মূলত দেবতাদের ইঞ্জিনিয়ার বলা হয়। ঋক বেদে উল্লেখ্য দেবতাদের মধ্যে একজন হলেন বিশ্বকর্মা। লক্ষ্য করা যায়, প্রায় প্রতি বছরই বিশ্বকর্মা পুজো বছরের একটি নির্দিষ্ট দিনে হয়ে থাকে। কারণ, মনে করা হয়, কন্যা সংক্রান্তির দিনেই (আসলে এই দিনেই সূর্য অবস্থান বদলে কন্যা রাশি বা ভার্গো সাইনে চলে যায়) এসেছিলেন বিশ্বকর্মা। এবার চলে আসা যাক, চলতি বছরের বিশ্বকর্মা পুজোর দিন, ক্ষণ এবং তাৎপর্য প্রসঙ্গে।
ভগবান বিশ্বকর্মার পরিচয়:
সাধারণত ইঞ্জিনিয়র, ছুতোর, স্থপতি এবং কারিগরদের দেবতা হিসেবে পূজিত হন তিনি। পৌরাণিক মতে, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা গড়ে দিয়েছিলেন কারিগরদের দেবতা বিশ্বকর্মাই। প্রচলিত রয়েছে, পুরীর জগন্নাথ দেবের মন্দিরও বিশ্বকর্মার হাতে গড়া হয়েছিল। এ ছাড়াও তালিকা দীর্ঘ। বলা হয়, ভগবান শিবের ত্রিশূল, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, রাবণের পুষ্পক বিমান এবং দেবরাজ ইন্দ্রের বজ্র- এ সবই বিশ্বকর্মারই গড়া।
ছবিতে বিশ্বকর্মা:
ভগবান বিশ্বকর্মার ছবি আমরা যে ভাবে দেখে আসছি, তাতে দেখা যায়, বিশ্বকর্মা সুপুরুষ। তিনি শ্মশ্রুগুম্ফশোভিত এবং চোখে জ্ঞানের গভীরতা। তিনি চতুর্ভুজ। অর্থাৎ, চারটি হাত তাঁর। জেনে নেওয়া যাক, তাঁর এই চার হাতে কী কী থাকে। উপরের ডান এবং বাম হাতে থাকে যথাক্রমে একটি মাপের ফিতে এবং একটি স্কেল। আর নিচের ডান এবং বাম হাতে যথাক্রমে থাকে একটি বই এবং একটি পাত্র।
বিশ্বকর্মা পুজোর দিন:
চলতি বছর বিশ্বকর্মা পুজো পালিত হবে ১৭ সেপ্টেম্বর, শুক্রবার।
বিশ্বকর্মা পুজো সংক্রান্তির সময়:
এই বছরের বিশ্বকর্মা পুজোর সংক্রান্তির সময় রাত ১টা বেজে ২৯ মিনিট।
বিশ্বকর্মা পুজোর তাৎপর্য:
১. পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং কর্নাটকে এই পুজো সাড়ম্বরে পালন করা হয়।
২. কলকারখানা এবং বিভিন্ন কারিগর, শিল্পী, ছুতোর, স্থপতিদের ওয়ার্কশপেও বিশ্বকর্মা পুজো করা হয়। শুধু তা-ই নয়, ব্যবসা-বাণিজ্য এবং কাজের উন্নতি ও সাফল্যের আশায় প্রার্থনা করা হয় ভগবান বিশ্বকর্মার কাছে।
৩. পুজোর দিনে কলকারখানা ও ওয়ার্কশপে ভগবান বিশ্বকর্মার মূর্তির পুজোর সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতিরও পুজো করা হয়।
৪. কর্মক্ষেত্রে যাতে কোনও দুর্ঘটনা না-ঘটে, সেই বিষয়েও প্রার্থনা করা হয় বিশ্বকর্মার কাছে।
৫. প্রতি বছর পুজোর দিনে কাজের জায়গা থেকে নেতিবাচকতা বা অপশক্তির বিনাশ করতে ভগবান বিশ্বকর্মার পুজো সাড়ম্বরে পালন করা হয়।
৬. পুজোর দিনে কর্মচারীরা শুধু সাফল্যের প্রার্থনাই করেন না, সেই সঙ্গে মেতে ওঠেন আনন্দে। যাতে আবার পরের দিন থেকে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন।
🙌🙌জয় জয় শ্রী বিশ্বকর্মার জয়🙌🙌

  Please invite your all Hindu friends and share the Hindu Family page.পেজ টা Fellow করে পাশে থাকুন।
15/09/2022


Please invite your all Hindu friends and share the Hindu Family page.
পেজ টা Fellow করে পাশে থাকুন।

 # #সনাতন ধর্মের মূল গ্রন্থসমূহ: একটু দেখুন। এগুলো পড়ার পর সনাতন ধর্মের সমালোচনা করা যাবে । তার আগে কখনোই নয় । তবে অবশ...
14/09/2022

# #সনাতন ধর্মের মূল গ্রন্থসমূহ: একটু দেখুন। এগুলো পড়ার পর সনাতন ধর্মের সমালোচনা করা যাবে । তার আগে কখনোই নয় । তবে অবশ্যই সঠিক গ্ৰন্থটা খুঁজে পড়তে হবে । দেখুন এক জীবনে কতোটা সম্ভব !!! অন্যের সমালোচনা করতে লোকে বিনা পয়সায় উপরী খাটে।
#বেদ ৪ টি- মন্ত্র সংখ্যা- ২০,৪৩৪
১.ঋগবেদ. মন্ত্রসংখ্যা- ১০,৫৮৯
২.সামবেদ. মন্ত্রসংখ্যা- ১,৮৯৩
৩.যজু:বেদ. মন্ত্র সংখ্যা- ১,৯৭৫
৪.অথর্ববেদ. মন্ত্রসংখ্যা- ৫,৯৭৭
#উপবেদ ৪ টি.
১. আয়ুর্বেদ. ২.ধনুর্বেদ. ৩.গন্ধর্ববেদ. ৪.অর্থশাস্ত্র.
#বেদাঙ্গ -৬ টি.
১.শিক্ষা- পাণিনী
২.কল্প- বিভিন্ন ঋষি সম্প্রদায়
৩.ব্যাকরণ- পাণিনী.
৪.নিরুক্ত- যাস্ক.
৫.ছন্দ- পিঙ্গলাচার্য.
৬.জ্যোতিষ- গর্ণ.
#বেদের উপাঙ্গ-৪ টি.
১.পুরাণ. ২.মীমাংসা. ৩.ন্যায়. ৪.ধর্মশাস্ত্র
#বেদের জ্ঞানকাণ্ড- ২ টি.
১.আরণ্যক. ২.উপনিষদ.
#আরণ্যক - ৪ টি. ১.ঐতেরেয়. ২.কৌষীতকী ৩.শতপথ ব্রহ্মণ. ৪.ছান্দোগ্য.
#উপনিষদ -১২ টি.
১.বৃহদারণ্যক মন্ত্র- ৪৩৫.
২.ছান্দোগ মন্ত্র- ৬৬৮
৩.তৈত্তিরীয় মন্ত্র- ৬৮.
৪.ঐতরেয় মন্দ্র- ৩৩
৫.ঈশোপনিষ মন্ত্র- ১৮
৬.কেন উপনিষদ- ৩৫
৭.কঠো উপনিষদ- ১১৯.
৮.প্রশ্ন উপনিষদ- ৬৭
৯.মুণ্ডকোপনিষদ- ৬৫.
১০.মাণ্ডুক্যউপনিষদ- ১২
১১.শ্বেতাশ্বতর উপনিষদ. মন্ত্র. - ১১৩.
১২.কৌষীতকী উপনিষদ মন্ত্র. - ৪৯.
্শন -৬ টি.
১.সাংখ্যা দর্শন - মহর্ষি কপিল.
২.যোগ দর্শন- পাতঞ্জলি.
৩.ন্যায় দর্শন - গৌতম.
৪.বৈশেষিক দর্শন-কণাদ.
৫.পূর্ব মীমাংসা - জৈমিনী.
৬.উত্তর মীমাংসা বেদান্ত দর্শন- ব্যাসদেব.
#মীমাংসা - ২ টি.
১.কর্ম মীমাংসা ২.ব্রহ্ম মীমাংস বা ব্রহ্মসূত্র.
#স্মৃতি_সংহিতা(সমাজ ব্যবস্থাপক শাস্ত্র) ২০টি
১.মনু সংহিতা
২.অত্রি সংহিতা.
৩.বিষ্ণু সংহিতা.
৪.হরিত সংহিতা.
৫.যাজ্ঞবল্ক্য সংহিতা.
৬.পরাশর সংহিতা.
৭.ব্যাস সংহিতা.
৮.উশনা সংহিতা.
৯.অঙ্গিরা সংহিতা.
১০.যম সংহিতা.
১১.অপস্তম্ভ সংহিতা
১২.সম্বর্ত সংহিতা.
১৩.কাত্যায়ন সংহিতা.
১৪.বৃহস্পতি সংহিতা.
১৫.শঙ্খ সংহিতা
১৬.লিখিত সংহিতা.
১৭.দক্ষ সংহিতা.
১৮.গৌতম সংহিতা.
১৯.শতাতপ সংহিতা.
২০.বশিষ্ট সংহিতা.
#পুরাণ - ২ টি.
১.মহাপুরাণ. ২.উপ-পুরাণ.
#মহা_পুরাণ -১৮টি.
১.ব্রহ্ম পুরাণ মন্ত্রসংখা-১০,০০০.
২.শিব পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০.
৩.পদ্ম পুরাণ মন্ত্রসংখ্যা-৫৫,০০০.
৪.বিষ্ণু পুরাণ মন্ত্রসংখ্যা-২৩,০০০.
৫.ভাগবত মহাপুরাণ মন্ত্রসংখ্যা-১৮,০০০.
৬.মার্কণ্ডেয় পুনাণ মন্ত্রসংখ্যা-৯,০০০.
৭.অগ্নি পুরাণ মন্ত্রসংখ্যা-৫,৪০০.
৮.ভবিষত পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,৫০০.
৯.ব্রহ্মবৈবর্ত্ত পুরাণ মন্ত্রসংখ্যা-১৮ ,০০০.
১০.মৎস পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,০০০.
১১.লিঙ্গ পুরাণ মন্ত্রসংখ্যা-১১,০০০.
১২.বরাহ পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০.
১৩.কুর্ম্ম পুরাণ মন্ত্রসংখ্যা-১৭,০০০.
১৪.গরুড় পুরাণ মন্ত্রসংখ্যা-১৯,০০০.
১৫.ব্রহ্মান্ড পুরাণ মন্ত্রসংখ্যা-১২,০০০.
১৬.নারদীয় পুরাণ মন্ত্রসংখ্যা-২৫,০০০
১৭.স্কন্ধ পুরাণ মন্ত্রসংখ্যা-৮১,১০১.
১৮.বামন পুরাণ মন্ত্রসংখ্যা-১০,০০০.
# #রামায়ণ.
# #মহাভারত.
# #দেবী_ভাগবত(শাক্ত সম্প্রদায়)
# #শ্রীমদ্ভাগবদ(বৈষ্ণব সম্প্রদায়)
# #চৈতন্যচরিতামৃত.
# #শ্রীমদ্ভাগবতগীতা মন্ত্রসংখ্যা-৭০০ শ্রেষ্ঠগ্রন্থ (৫ম বেদ)
# #শ্রীশ্রীচণ্ডী.মন্ত্রসংখ্যা-৭০০
Collected:
dadar time line theka

14/09/2022
ওঁ পরম ব্রহ্মণে নমঃ 👋   🎟️ চুরাশি লক্ষ যোনি ভ্রমণ সম্পর্কে হিন্দু ধর্মীয় পৌরানিক  শাস্ত্রসমূহে বর্ণীত তথ্যসমূহঃ--- 🍀 ৩০ ...
14/09/2022

ওঁ পরম ব্রহ্মণে নমঃ 👋
🎟️ চুরাশি লক্ষ যোনি ভ্রমণ সম্পর্কে হিন্দু ধর্মীয় পৌরানিক শাস্ত্রসমূহে বর্ণীত তথ্যসমূহঃ---
🍀 ৩০ লক্ষ বার বৃক্ষ যোনিতে জন্ম হয়। এই জন্মে সবচেয়ে বেশি কষ্ট হয়। প্রচণ্ড রৌদ্রের তাপ লাগে, ঝড়- বৃস্টির ফলে ডালপালা ভাঙ্গে, শীতকালে সব পাতা ঝরে যায়, কুঠার দিয়ে কাটাও হয়। এছাড়া আরো অনেক প্রকার কষ্ট পায়।
তারপর জলচর রূপে জন্ম হয়। এই রূপে ৯ লক্ষবার জন্ম হয়। হাত নেই,পা নেই, শুধু দেহ আর মাথা। খায় পচা মাংস আর যা পায়। একজনের মাংস আরেকজন খেয়ে জীবন রক্ষা করে।
তারপর ক্রিমি যোনি। ১০ লক্ষ বার জন্মে।
১১ লক্ষ বার পাখি রূপে। তাদের ঘর বাড়ি নেই। গাছে গাছে থাকে। জোঁক,পোকা, পচা গলা যা পায় তা খায়। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যখন সন্তান উড়তে পারে তখন আর ফিরেও তাকায় না। যদি কাক আর শকুনি হয়ে জন্মায় তবে অনেকদিন বেঁচে থাকে।
২০ লক্ষবার পশু যোনি। নানা পশু নানা কষ্ট পায়। কোনো পশু হিংস্র পশু দ্বারা আক্রান্ত। কেউ বা লোকালয়ে লুকিয়ে থাকে। কেউ একে অন্যকে মেরে খায়। কেউ বা ঘাস তৃণ খায়। হাল চাষে, গাড়ি টানায় ও পশু। যতই রোগ-শোক হোক না কেন, দিনরাত মল মুত্রের সাথেই বাস করতে হয়।
গো-যোনিতে জন্ম লাভ পশুর মধ্যে শ্রেষ্ঠ জন্ম। গো-র শেষে আর পশু জন্ম নেই।
তারপর মানব কুলেতে জন্ম ৪লক্ষ বার। বনের মানুষ, বনের মধ্যে তারা পশুসম খাবার খায়। তাদের আত্ম-পর জ্ঞান নেই।
তারপর পাহাড়িয়া জাতির জন্ম হয়। নাগা, কুকি, সাওতালি।
তারপর জন্ম হয় অধম কুলে। তারা দেবধর্ম মানেনা। অপকর্ম করে। মদ্য পান করে।
তারপর শুদ্র কুলে জন্ম। যা কর্ম করে তা নিজেই ভোগ করে। কেউ অন্ধ, কেউ কানে শুনেনা ইত্যাদি হয়। কারো স্বভাব ভাল হয় কর্মগুণে।
তারপর জন্মায় বৈশ্য কুলে। কর্ম অনুযায়ী ফল ভোগ করে ওরা।
তারপর ক্ষত্রিয়। কর্ম ফলে ফল ভাগি হয়।
অবশেষে ব্রাহ্মণকুলে জন্মায়। এখানে আর একাধিকবার জন্ম হয়না। উত্তম ব্রাহ্মণ জন্ম। ব্রহ্মজ্ঞান থাকলেই সে ব্রাহ্মণ। নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে। শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই উদ্ধার হওয়া যায়না। যদি সে জ্ঞান লাভ করতে না পারে। ব্রহ্মজ্ঞান লাভকরতে ব্যর্থ হলে পুনরায় সে চুরাশিলক্ষ যোনি পথে ঘুরে। বারবার জন্মলাভে কষ্ট পায়। আর কোনো উপায় নেই যদি না সে ভগবানের শরণাগত হয়। বড় দূর্লভ এই মানব জীবন,অনেক রাস্তা পার করে এখানে আসতে হয়ছে। তাই এই দূর্লভ মানব জীবন সফল করো, মুক্তির পথ প্রশস্ত করো।
হরে কৃষ্ণ 🌹 হরে কৃষ্ণ

পৃথিবীর best sound কৃষ্ণ নাম।🌸📖 পৃথিবীর best book গীতা।🍁পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম(সনাতন 💙)🥰    💞 Hare Krishna 💞
14/09/2022

পৃথিবীর best sound কৃষ্ণ নাম।🌸
📖 পৃথিবীর best book গীতা।🍁
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম(সনাতন 💙)🥰
💞 Hare Krishna 💞

Address

Khulana
Khulna
9250

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Famaily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hindu Famaily:

Share


Other Social Media Agencies in Khulna

Show All