07/10/2024
আসছে পূজা অনেক মুসলিম ভাই পূজা যাবে। হিন্দুদের হাতে নাড়ু খাবে মদ ও খাবে। যখন বলতে যাবো এগুলা হারাম তখন তারা ভিন্ন কথা উপস্থাপন করবে। যে ধর্মের নাম দিয়ে মানুষের মধ্যে কি বিপদ সৃষ্টি না করা এই সব কথা বলবে। কিন্তু কোনো হিন্দু কি আপনার ঈদে দিন ঈদগাহ মাঠে আশে পাশে কি আসে ছিলো। কোনো হিন্দু কি কুরবানির পুশু জাবেহ করা সময় আপনার কাছে আসে ছিল? আপনাকে কে সাম্প্রদায়িক হতে বলছে? মুসলিম বলে আপনাকে সাম্প্রদায়িক হতে হবে কেন? হিন্দু কে কেন সাম্প্রদায়িক হতে বলা হয় না ভাবছেন? তারা সব ধর্মকে সাপোর্ট করলেও তারা ইসলামকে মেনে নিতে চায় না।