14/07/2024
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। অর্থায়নে ছিলেন কুয়েতের একজন ধর্মপ্রাণ ভাই এবং আয়োজনে ছিল বাসাখালি দারুল কোরান হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও স্থানীয় ওলামাদের মাধ্যমে পরিচালিত সংগঠন ' আল-ইত্তেহাদ'।
দোয়াপ্রার্থী "আল-ইত্তেহাদ" এর জন্য যেন আমরা আরও এগিয়ে যেতে পারি।