Durjoy Biswas ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ

Durjoy Biswas ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ I am a professional Digital Marketer. Working as a Shopify, Facebook & Google Ads expert.

ক্লায়েন্টের মনমতো সার্ভিস দিতে পারলে, ক্লায়েন্টই আপনার সাথে লং টাইম বন্ডিং করবে। ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হলে আপনাকে...
07/12/2024

ক্লায়েন্টের মনমতো সার্ভিস দিতে পারলে, ক্লায়েন্টই আপনার সাথে লং টাইম বন্ডিং করবে।

ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হলে আপনাকে আগে ক্লায়েন্ট এর রিকুযারমেন্ট বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আর হ্যা, সর্বপ্রথম স্কিল ডেভেলপমেন্টের প্রতি ত অবশ্যই ফোকাস রাখতে হবে,নিজের স্কিলের উপর কনফিডেন্স থাকতে হবে।

আপনার নিজের উপর কনফিডেন্স লেভেল টা তৈরী করতে পেরেছেন ত?

07/12/2024

যে প্রশ্ন করতে লজ্জা পায় সে শিখতে পারেনা।

05/12/2024

জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল আপনি হবেনই!

নতুন একটা পেমেন্ট, নতুন করে কাজের অনুপ্রেরনা যোগায়।✌️😍😍
25/11/2024

নতুন একটা পেমেন্ট, নতুন করে কাজের অনুপ্রেরনা যোগায়।✌️😍😍

ফেসবুক এড ক্যাম্পেইন হলো ফেসবুকে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য বিজ্ঞাপন পরিচালনা করার একটি পদ্ধতি। এটি বিভিন্ন ধরণের ব্যব...
24/11/2024

ফেসবুক এড ক্যাম্পেইন হলো ফেসবুকে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য বিজ্ঞাপন পরিচালনা করার একটি পদ্ধতি। এটি বিভিন্ন ধরণের ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পণ্য বা সার্ভিসের প্রচার করার জন্য ব্যবহার করে।

ফেসবুক এড ক্যাম্পেইন আপনার ব্যবসাকে দ্রুত টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে সহায়তা করে। সঠিকভাবে পরিকল্পনা এবং বাস্তবায়ন করলে এটি আপনার ব্র্যান্ডের পরিচিতি, বিক্রয় এবং কাস্টমার এনগেজমেন্ট বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফেসবুক এড ক্যাম্পেইনের ধরণ:

ইমেজ অ্যাড: একটি স্ট্যাটিক ছবি ব্যবহার করে।
ভিডিও অ্যাড: প্রোডাক্ট ডেমো বা ব্র্যান্ড স্টোরি দেখাতে।
Carousel অ্যাড: একাধিক ছবি বা ভিডিও স্ক্রল করার সুবিধা।
ক্যাম্পেইন ফর লিডস: লিড সংগ্রহ করার জন্য ফর্ম ভিত্তিক বিজ্ঞাপন।
রিমার্কেটিং অ্যাড: আগের ভিজিটরদের পুনরায় টার্গেট করা।

বায়ার যখন বিজি থাকে, এভাবেই অর্ডার অটো এপ্রুভ হয়😴😴
23/11/2024

বায়ার যখন বিজি থাকে, এভাবেই অর্ডার অটো এপ্রুভ হয়😴😴

লক্ষ্য পুরন করার জন্য আপনাকে টার্গেট করতে হবে। সেই টার্গেট অনুসারে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি ইচ্ছা থাকে ফ্র...
22/11/2024

লক্ষ্য পুরন করার জন্য আপনাকে টার্গেট করতে হবে। সেই টার্গেট অনুসারে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

যদি ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং শিখবো, ইনকাম করবো, নিজের বিজনেস নিজেই হ্যান্ডেল করবো। ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার অন্যতম সেরা পছন্দ। ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত জানতে আমার পেইজে নিয়মিত চোখ রাখুন।

ধন্যবাদ

পোস্ট রিচ বাড়ানোর কিছু টিপস: ১. কনটেন্টের মান উন্নত করুন👉আকর্ষণীয়, প্রাসঙ্গিক এবং মূল্যবান কনটেন্ট তৈরি করুন।👉মজার, শিক্...
22/11/2024

পোস্ট রিচ বাড়ানোর কিছু টিপস:

১. কনটেন্টের মান উন্নত করুন
👉আকর্ষণীয়, প্রাসঙ্গিক এবং মূল্যবান কনটেন্ট তৈরি করুন।
👉মজার, শিক্ষামূলক এবং সমস্যার সমাধানমূলক কনটেন্ট অডিয়েন্সকে আকৃষ্ট করে।

২. এনগেজমেন্ট ফোকাস
👉প্রশ্ন করুন যা মানুষকে কমেন্ট করতে উত্সাহিত করবে।
👉কুইজ বা পোল তৈরি করুন।
👉শেয়ার করার মতো ইন্টারেস্টিং কনটেন্ট পোস্ট করুন।

৩. ভিডিও এবং রিল ব্যবহার করুন
👉ভিডিও কনটেন্ট, বিশেষ করে লাইভ ভিডিও, ফেসবুক অ্যালগরিদমে বেশি প্রাধান্য পায়।
👉সংক্ষিপ্ত এবং মনোমুগ্ধকর রিল তৈরি করুন।

৪. নিয়মিত পোস্ট করুন
👉পোস্ট শিডিউল মেনে নিয়মিত কনটেন্ট শেয়ার করুন।
👉ব্যবহারকারীদের সক্রিয় সময় অনুযায়ী পোস্ট করুন।

৫. ফলোয়ারদের সাথে সরাসরি যোগাযোগ করুন
👉কমেন্টের উত্তর দিন।
👉মেসেজের রিপ্লাই করুন।
👉পোল এবং কুইজের মাধ্যমে তাদের অভিমত জানার সুযোগ দিন।

৬. হ্যাশট্যাগ ব্যবহার করুন
👉প্রাসঙ্গিক এবং জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করুন।
👉আপনার ব্র্যান্ডের জন্য নির্দিষ্ট হ্যাশট্যাগ তৈরি করুন।

৭. পেইড বিজ্ঞাপন ব্যবহার করুন
👉ফেসবুক অ্যাডের মাধ্যমে পোস্ট প্রমোট করুন।
👉নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে কনটেন্ট পৌঁছান।

ক্লায়েন্ট যখন টিপ দেয়, তখন কতো যে খুশি লাগে।।আর হ্যা, ক্লায়েন্টের থেকে টিপ পেতে হলে আপনাকেও ক্লায়েন্টকে খুশি করতে হবে আপ...
21/11/2024

ক্লায়েন্ট যখন টিপ দেয়, তখন কতো যে খুশি লাগে।।

আর হ্যা, ক্লায়েন্টের থেকে টিপ পেতে হলে আপনাকেও ক্লায়েন্টকে খুশি করতে হবে আপনার সার্ভিস দিয়ে।

🌍গুগল ম্যাপে দেখে মনে হয় গন্তব্য খুব কাছে, হয়তো ১০ মিনিটের পথ। কিন্তু বাস্তবে হাঁটতে গিয়ে বুঝলেন, রাস্তায় জ্যাম, বাঁক, আ...
21/11/2024

🌍গুগল ম্যাপে দেখে মনে হয় গন্তব্য খুব কাছে, হয়তো ১০ মিনিটের পথ। কিন্তু বাস্তবে হাঁটতে গিয়ে বুঝলেন, রাস্তায় জ্যাম, বাঁক, আর সময়ের হিসাব অনেক কঠিন।

🧱ঠিক তেমনই জীবনের লক্ষ্যও দূর থেকে সহজ মনে হয়। ভাবি, একটু চেষ্টা করলেই সফল হবো। কিন্তু যখন সেই পথে হাঁটা শুরু করি, তখনই আসে বাধা-বিপত্তি, ধৈর্য আর পরিশ্রমের পরীক্ষা।

📍তাই শুধু ম্যাপের ওপর ভরসা না করে বাস্তব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। সময় লাগলেও, ধীরে ধীরে চেষ্টা করলে ঠিকই গন্তব্যে পৌঁছানো যায়।

জীবনের প্রতিটি পথের জন্য প্রস্তুত থাকুন, কারণ ম্যাপ দিক দেখায়, কিন্তু চলার দায়িত্ব আপনার।

সেলস্ এর অর্ধেক আমার পকেটে ঢুকবে।🤗 ক্লায়েন্ট এর সাথে এমনই ডিল। 😍😍ক্লায়েন্টকে সেলসএ এর স্ক্রিনশট পাঠাতেই ক্লায়েন্ট খুশি হ...
21/11/2024

সেলস্ এর অর্ধেক আমার পকেটে ঢুকবে।🤗
ক্লায়েন্ট এর সাথে এমনই ডিল। 😍😍

ক্লায়েন্টকে সেলসএ এর স্ক্রিনশট পাঠাতেই ক্লায়েন্ট খুশি হয়ে গেলো।
ক্লায়েন্ট টার সাথে আউট অফ মার্কেটপ্লেসে লং টাইম ধরে কাজ করছি।

মার্কেটপ্লেস/আউট অফ মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে টিপস এন্ড ট্রিক্স জানতে আমার পেইজের সাথে যুক্ত থাকুন।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Durjoy Biswas ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durjoy Biswas ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ:

Videos

Share