Bdnews24 - Shanto

Bdnews24 - Shanto Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bdnews24 - Shanto, Film/Television studio, Khulna.

16/07/2020

শনাক্ত হওয়ার ২৪ দিন পর কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা। তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনাভাইরাস পরীক্ষার ফলও এসেছে নেগেটিভ। তবে আবারও মাশরাফির স্ত্রী সুমনা হকের পরীক্ষার ফল এসেছে পজিটিভ।



পরীক্ষার জন্য রোববার নমুনা সংগ্রহ করা হয়েছিল মাশরাফিদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি জানিয়েছেন, মঙ্গলবার রাতে তারা জানতে পেরেছেন পরীক্ষার ফল।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৯ জুন পরীক্ষা করিয়েছিলেন। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। অনেকটা সুস্থ অনুভব করায় ডাক্তারের পরামর্শে মাঝে দুই দফায় পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু তখনও পজিটিভ আসে ফল। এরপর আবার পরীক্ষা করালেন একটু সময় নিয়ে। এবার ফুরলো প্রতীক্ষা।

মোরসালিনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল গত ২৩ জুন, মাশরাফির স্ত্রী সুমনা হকের ২৫ জুন। মাশরাফির মতো তারা দুজনও চিকিৎসা নিয়েছেন বাসায় থেকেই।

মাশরাফির করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরদিনই তার ৯ বছর বয়সী মেয়ে হুমায়রা ও সাড়ে ৫ বছর বয়সী ছেলে সাহেলকে পাঠিয়ে দেওয়া হয় নড়াইল।

মাশরাফির শ্বাশুড়ী ও শ্যালিকা করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন আগেই। তারা নড়াইলে আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে। মাশরাফির ঢাকার বাসার এক গৃহকর্মীও আগেই সুস্থ হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়ে।

অ্যাজমার পুরনো সমস্যার কারণে মাশরাফিকে নিয়ে একটু শঙ্কার জায়গা ছিল। তবে তিনি জানালেন, পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার এই পরিক্রমায় খুব গুরুতর সমস্যা হয়নি তার। জ্বর, শরীর ব্যথা, মাথা ঘোরানো, খাবারের স্বাদ হারানো, এসব অবশ্য ছিল।

সুস্থ হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি মঙ্গলবার সবাইকে আহ্বান জানালেন নিরাপদ থাকার ও লড়াই চালিয়ে যাওয়ার।

“আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।”

“বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে

একদিনে আরও ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬৬১ জন।শুক্রবার সকাল ৮...
26/06/2020

একদিনে আরও ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬৬১ জন।



শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।

আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ১ হাজার ৬৩৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়।

নাসিমা সুলতানা জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ৩১ জন হাসপাতালে, ৯ জন বাড়িতে মারা গেছেন।

মৃতদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে, আর একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি।

এছাড়া ৩ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬ জনের বয় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে ছিল।

তাদের ১৪ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের, ৩ জন সিলেট বিভাগের এবং ৩ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ।

শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৭ শতাংশ।

করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেওয়ার ‘সমস্ত প্রস্তুতি’ সরকারের রয়েছে জানিয়ে শিক্...
23/06/2020

করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেওয়ার ‘সমস্ত প্রস্তুতি’ সরকারের রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরিবেশ উপযুক্ত হলেই পরীক্ষা নেওয়া হবে।



মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই মাস লকডাউনের পর অফিস-কারখানা-যানবাহন চালু করে কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে গত ২২ মার্চ তা স্থগিত করে সরকার। ভাইরাসের প্রকোপ না কমলে পরীক্ষা নেওয়ার ঝুঁকি নেওয়া ঠিক হবে না বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।

শিক্ষামন্ত্রী সংসদে বলেন, “করোনা সঙ্কটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠ দান করছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্ল্যাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।”

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “এরকম সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সবাই আসুন এই সময়টাকে কাজে লাগাই। পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করবার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।”

দূরশিক্ষণ সহজ করতে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে ফোন বা ইন্টারনেট সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান শিক্ষামন্ত্রী।

কালো টাকা সাদা করার সুযোগকে ‘অনৈতিক’ হিসেবে বর্ণনা করে দীপু মনি বলেন, এটি অর্থনৈতিকভাবেও তেমন ‘ফলদায়ক নয়’। এই সুযোগ ‘রাজনৈতিকভাবে জনপ্রিয়তা’ বৃদ্ধি করে না, এটি দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে তিনি মনে করেন না।

বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হলেও তা আরো কিছুটা বাড়ানো যায় কিনা- তা বিবেচনা করতে বলেন শিক্ষামন্ত্রী।

তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সসীমা ৫০ লাখের পরিবর্তে এক কোটি টাকার প্রস্তাব করেন। পাশাপাশি ‘ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।

কোভিড-১৯ রোগে তিন ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর নাড়িয়ে দিয়েছে ক্রিকেটাঙ্গনকে। মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমু...
21/06/2020



কোভিড-১৯ রোগে তিন ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর নাড়িয়ে দিয়েছে ক্রিকেটাঙ্গনকে। মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপুর জন্য প্রার্থনা করছেন সতীর্থ ক্রিকেটাররা, দোয়া চেয়েছেন দেশের সবার কাছে।



দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও বাঁহাতি স্পিনার নাজমুল কোভিড-১৯ পরীক্ষার ফল পেয়েছেন শনিবার। নাফিসের এই রোগ শনাক্ত হয়েছে সপ্তাহখানেক আগেই। চট্টগ্রামের বাসায় সাবেক এই ক্রিকেটারের মা ও দুই সন্তানও আক্রান্ত। নিজেদের আক্রান্ত হওয়ার খবর নাফিস প্রকাশ করেছেন শনিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির একটি ছবি দিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, “আপনি সবসময়ই চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ সব প্রতিকূলতা আপনি জয় করবেন। কোটি কোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করছে। দেশের আপনাকে প্রয়োজন।”

মাশরাফির সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, “শক্ত থাকুন। আপনার জন্য প্রার্থনা করছি ভাই আমার। মহান আল্লাহর কৃপায় দ্রুত সুস্থ হয়ে উঠুন। সবাই দয়া করে তাকে প্রার্থনায় রাখুন।”

মাশরাফির সঙ্গে মাঠের লড়াইয়ের ছবি দিয়ে শুভ কামনা জানিয়েছেন তাসকিন আহমেদ। তার প্রার্থনায় থাকল অন্য দুই ক্রিকেটারও।

“ আপনি সব লড়াই জিতেছেন, এই লড়াইও জিতবেন। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি ভালো থাকবেন ভাইয়া। মহান আল্লাহ হেফাজত করুক। সবাই মন থেকে দোয়া করবেন দয়া করে।”



“ আমাদের প্রিয় নাফিস ইকবাল ভাই ও অপু ভাইও কোভিড পজিটিভ। সবাই দোয়া করবেন ও নিরাপদে থাকবেন।”

আরেক পেসার রুবেল হোসেন তিনজনের জন্য প্রার্থনার পাশাপাশি বললেন স্পিনার নাজমুলের মা-বাবার কথাও।

“ মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনাদের সবাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আপনাদের এই যুদ্ধে জিততে হবে। বিশেষ করে নাজমুল অপু, তোর আব্বু-আম্মুর অনেক বয়স। আল্লাহ যেন তোর আব্বু-আম্মুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন।”

মাশরাফিকে লড়াই জয়ের প্রেরণা দিলেন অলরাউন্ডার সৌম্য সরকার, “ আশা করি, মাঠের লড়াইয়ের মতোই লড়াই করবেন এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবেন। শক্ত থাকুন চ্যাম্প! দেশের আরও যারা কোভিড-১৯ রোগের সঙ্গে লড়াই করছেন, সবার দ্রুত সুস্থতা কামনা করছি।”

পেসার মুস্তাফিজুর রহমান বললেন, সবার শুভ কামনা আছে আক্রান্ত তিন ক্রিকেটারের জন্য।

“ গোটা দেশ আপনাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। শক্ত থাকুন , শিগগিরই আপনারা সুস্থ হয়ে

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।দুদিন ধরেই...
20/06/2020

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।



দুদিন ধরেই জ্বর মাশরাফির। সঙ্গে গা ব্যথা ও মাথা ব্যথাও আছে বেশ। শুক্রবার তার পরীক্ষা করানো হয়। ফলাফল পজিটিভ এসেছে শনিবার।

মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আগেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। আক্রান্ত হয়েছেন অন্য কোনোভাবে।

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। তবে সেটিও বেশ আগে। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। তারপর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। বাইরে খুব একটা যাননি। তারপরও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে।

জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত কোনো সমস্যা তার নেই। নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

একদিনে আরও ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৮ জন।শুক্রবার সকাল ৮...
19/06/2020

একদিনে আরও ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৮ জন।



শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে।

আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ২ হাজার ৭৮১ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। তাদের ৩১ জন হাসপাতালে, ১৪ জন বাড়িতে মারা গেছেন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬১টি পরীক্ষাগারে ১৫ হাজার ৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৯ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।

18/06/2020

বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর ১০২তম দিনে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।



বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ২৯২ জন হল।

আক্রান্তদের মধ্যে আরও ৩৮ জন মারা গেছেন গত এক দিনে, বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরা ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিজেও এদিন বুলেটিনে যুক্ত ছিলেন। তিনি বলেন, করোনাভাইরাসের এ সঙ্কট দুই থেকে তিন বছরও চলতে পারে।

নাসিমা সুলতানা জানান, আইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪০ হাজার ১৬৪ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।

প্রথম রোগী শনাক্তের ২৮দিন পর ৬ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়ায়। ১৪ এপ্রিল এক হাজার ছাড়ায় শনাক্ত রোগী। এরপর ৪ মে ১০ হাজার, ১৫ মে ২০ হাজার এবং ২ জুন পঞ্চাশ হাজার ছাড়িয়েছিল শনাক্ত রোগীর সংখ্যা। পরের ১৬ দিনেই শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়াল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি বুধবার বিডিনিউজ...
17/06/2020

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।



মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, “করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ার পর টেস্ট করতে দিলে আজ সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।”

“মন্ত্রী আজ এভার কেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) ভর্তি হবেন,” বলেন জনসংযোগ কর্মকর্তা।

৭০ বছর বয়সী টিপু মুনশি শারীরিকভাবে সবল আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান লতিফ বকসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংসদ প্রতিবেদক জানান, গত ১৫ জুন সম্পূরক বাজেট পাস হওয়ার সময় অধিবেশন কক্ষে ছিলেন বাণিজ্যমন্ত্রী।

২০১৮ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

২০১৯ জানুয়ারিতে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা টিপু মুনশি বিজিএমইএর সাবেক সভাপতি।

টিপু মুনশি ছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের আক্রান্ত হওয়ার খবর আসে গত ৬ জুন। এরপর ১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের আক্রান্ত হওয়ার খবর আসে।

গত ১৪ জুন রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে ওই রাতেই তার মৃত্যু হয়। পরে নমুনা পরীক্ষা করে তার করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর ১০১তম দিনে বুধবার পর্যন্ত ৯৮ হাজার ৪৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৩০৫ জন।

17/06/2020



ছবি: ফেইসবুক থেকে নেওয়া (ফাইল ছবি)

রাজধানীর উত্তরাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার পরও সেখানে টিভি নাটক ও বিজ্ঞাপনের শুটিং চলছে; সরকারি নির্দেশনা ভেঙে কেউ শুটিং করলে তার দায়ভার সংগঠন নেবে না বলে জানিয়েছে ডিরেক্টর গিল্ড।



করোনাভাইরাস সঙ্কটের মধ্যে উত্তরাসহ রাজধানীর উচ্চ ঝুঁকিতে থাকা ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে রোববার তালিকা প্রকাশ করেছে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি।

ঝুঁকি এড়াতে ‘রেড জোন’ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে জনসাধারণের চলাচলে লাগাম টানার সরকারি নির্দেশনার মধ্যেই উত্তরার বিভিন্ন শুটিং হাউজে শুটিংয়ের খবর মিলেছে।

সোমবার ও মঙ্গলবার শুটিংয়ের পর বুধবারও একাধিক শুটিং হাউজে নাটক ও বিজ্ঞাপনের শুটিংয়ের বুকিং রয়েছে বলে জানিয়েছে শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন।

নাটকের সহযোগী সংগঠনগুলো বলছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে ‘রেড জোনে’ কেউ শুটিং করলে তার দায়ভার সংগঠন নেবে না।

সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে কি না-এমন প্রশ্নের জবাবে ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক গ্লিটজকে বলেন, “আপনার কাছ থেকে শুনলাম কয়েকজন শুটিং করেছে। তারা সরকারের অনুমতি নিয়েছে কি না তা আমাদের জানা নেই। অনুমতি না নিয়ে থাকলে দুঃখজনক। আর নিয়ে থাকলে আমাদের কিছুই করার নেই।”

করোনাভাইরাসের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া নির্মাতাদের শুটিংয়ে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান অলিক।

শুটিং বন্ধের বিষয়ে টিভি নাটকের সংগঠনগুলোর কোনো নির্দেশনা না পাওয়ায় শুটিং চালিয়ে যাচ্ছেন বলে গ্লিটজকে জানান শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান।

তিনি বলেন, “সীমিত পরিসরে শুটিং করা চলছে। তবে শুটিং বন্ধের বিষয়ে সংগঠন থেকে কোনো নির্দেশনা পেলেই আমরা শুটিং রাখব।”

তবে ‘রেড জোনে’ শুটিং বন্ধের বিষয়ে এখনও সাংগঠনিকভাবে আলাদা কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অলিক। ‘রেড জোনে’ কেউ শুটিং করলে নিজ দায়িত্বেই করতে হবে; সংগঠন থেকে কারো দায়িত্ব নেওয়া হবে না বলে সতর্ক করেন এ নির্মাতা।

গত ৩১ মে থেকে সরকারি অফিস, আদালত, গণপরিবহন খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে ১ জুন থেকে টিভি নাটকে শুটিং শুরু করেছে সংগঠনগুলো।

করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার তিন মাসের মাথায় যেখানে অনেক দেশে রোগীর সংখ্যা কমেছে, সেখানে বাংলাদেশে তা ক্রমশ বাড়তে থাকা...
17/06/2020

করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার তিন মাসের মাথায় যেখানে অনেক দেশে রোগীর সংখ্যা কমেছে, সেখানে বাংলাদেশে তা ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।



মহামারী মোকাবেলায় যে প্রক্রিয়ায় বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার কার্যকারিতা নিয়ে ঘোর সংশয় রয়েছে তাদের।

করোনাভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে আসতে দেশে দেশে লকডাউন যেভাবে কাজে দিয়েছে, সেই লকডাউন বাস্তবায়নের সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তাদের কেউ কেউ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ওই মাসের শেষ দিকেই দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে সব কিছু বন্ধ করে দেয় সরকার, যা চলে টানা দুই মাস।

৩১ মে সাধারণ ছুটি শেষ হওয়ার কিছু দিন আগে ঈদ সামনে রেখে বিধি-নিষেধ শিথিল করে বিপণি বিতান ও দোকানপাট খুলতে শুরু করার পর বাড়তে থাকে সংক্রমণ।

১ জুন থেকে অফিসের পাশাপাশি গণপরিবহনও চালু হওয়ার পর প্রায় প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত ও এতে মৃত্যুর রেকর্ড হচ্ছে বাংলাদেশে।এই কয়েক দিনে মৃত্যুও বেড়েছে কয়েক গুণ।

16/06/2020

বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এই প্রথম এক দিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।



একদিনে ৫৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১ হাজার ২৬২ জন।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৮৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৩৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।

গত ১২ জুনের বুলেটিনে ৩৪৭১ জন নতুন রোগী শনাক্ত এবং ৪৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে শনাক্ত আর মৃত্যুর সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যা।

16/06/2020



বিশ্বের প্রায় ১৭০ কোটি বা এক-পঞ্চমাংশ মানুষের অন্তত একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা আছে যা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে; ব্রিটিশ এক মেডিকেল জার্নালে প্রকাশিত নিবন্ধে এসেছে এমন তথ্য।



ল্যানসেট গ্লোবাল হেলথ-এ সোমবার প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ইউরোপের মতো তুলনামূলকভাবে বেশি বয়স্ক মানুষের অঞ্চলে এবং আফ্রিকার মতো এইচআইভি/এইডস-এর উচ্চ প্রবণতার অঞ্চলে করোনাভাইরাস মহামারীর ঝুঁকি বেশি।



জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী বিশ্বে ৮০ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গেছে। মারা গেছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি। বিভিন্ন দেশের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, মৃতদের সিংহভাগই বয়স্ক মানুষ।

১৮৮টি দেশের উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা ধারণা পেয়েছেন, বিশ্বে সত্তরোর্ধ্ব জনসংখ্যার ৬৬ শতাংশ ডায়াবেটিস, হৃদরোগ বা ফুসফুসের রোগের মতো কোনো না কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। তারা নতুন করোনাভাইরাসের সংস্পর্শে এলে অনেক বেশি ঝুঁকিতে থাকবেন।

অন্যদিকে কাজ করতে সক্ষম এমন বয়সীদের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ আছে ২৩ শতাংশের। আর ২০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তা ৫ শতাংশ।

ওই নিবন্ধের অন্যতম লেখক লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের অ্যান্ড্রু ক্লার্কের মতে, এই সংখ্যাগুলো লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পথে থাকা দেশগুলোর কর্তৃপক্ষকে সহায়তা করতে পারে।

“দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকা মানুষদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নিতে পরামর্শ দিতে অথবা ভবিষ্যতে টিকা দেওয়ার জন্য তাদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগানো যায়।”

08/06/2020



একদিনে আরও ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩০ জন।



সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জনে।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।

রোববারও ৪২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, এটাই দেশে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bdnews24 - Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share