![জীবনে যখন ব্যর্থ হবেন তখন নিজের পাশে মানুষ পাওয়া প্রায় অসম্ভব থাকে।কিন্তু যখন সফল হবে তখন আপনার সফলতার গান আপনাকে গাইতে ...](https://img5.medioq.com/620/264/133781976202644.jpg)
30/12/2022
জীবনে যখন ব্যর্থ হবেন তখন নিজের পাশে মানুষ পাওয়া প্রায় অসম্ভব থাকে।
কিন্তু যখন সফল হবে তখন আপনার সফলতার গান আপনাকে গাইতে হবে না।অন্যেরাই গেয়ে দিবে।
তাই একবার দুইবার তিনবার যত বার ব্যর্থ হোন না কেন লেগে থাকুন। সফলতা আসবেই ইন শা আল্লাহ । আজ হয়ত পাশে কেউ নেই কিন্তু যেদিন সফল হবেন সেদিন মানুষের ভিড়ে নিজেকে খুঁজে পাবেন না।
আজ হয়ত অবহেলিত মনে করছে কিন্তু যেদিন সফল হবেন সেদিন মাথার মুকুট বানিয়ে নিবে।
অসফল ব্যক্তির পাশে কেউ থাকে না, নিজের সফরসঙ্গী নিজেকেই হতে হয়।
Do you select your goal for 2023?
Let's go select our goal for 2023.