Afsana Islam Rima

Afsana Islam Rima আসসালামু আলাইকুম আমাদের পেইজে আপনাদের স্বাগতম
(10)

মানুষে'র ছোট্ট জীবন_এই সংক্ষিপ্ত জীবনে, অনেকে কিছুই পায় না।
04/01/2025

মানুষে'র ছোট্ট জীবন_
এই সংক্ষিপ্ত জীবনে, অনেকে কিছুই পায় না।

01/01/2025
07/12/2024

ঐতিহাসিক ৭ ডিসেম্বর মাগুরা হানাদার মুক্ত দিবস নিয়ে আজকের জিজ্ঞাসা পর্ব...
প্রচুর জ্বর ছিলো,কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

30/11/2024

মৃত্যু...
সে'তো চলমান জীবনের, নির্মম সত্য।

মৃত্যু...
কামনা নেই বাসনা নেই
কেবল স্নিগ্ধ পরশ।

মৃত্যু...
জীবনের কাছ থেকে ধার নেওয়া, কিছু সময়।

মৃত্যু...
নয় কোন স্বার্থ, কেবল -একাকিত্বের হাহাকার।

মৃত্যু...
ছলছল জ্বলে ভেজা আঁখি।

মৃত্যু...
এ আকাশ এ মাটি, স্ব স্ব সত্তায় নিরব নিশ্চুপ।

মৃত্যু
কোন লোভ নয়, স্বার্থ নয়
কেবল কোমল দীর্ঘশ্বাস।

মৃত্যু....
সে'তো কেবল পবিত্রতা।

মৃত্যু....
অন্তরে খোদার কালিমা__
জানি ফেরাতে পারবে না,,আমায় কেউ।

তাই নয় কোন হিংসা, খুনাখুন।
নয় আর কোন -প্রতিশোধের আগুন।

30/11/2024

মানুষ একটা পুরো জীবন কাটিয়ে দেয়,নিজেকে সুখি প্রমাণ করতে!নিজের সুখ দেখবে বলে।।
অথচ,সুখের দেখা এ জীবনে নাহি মেলে.।।।
~আফসানা

28/11/2024

শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারা,একটা আর্ট।
শুদ্ধ উচ্চারণ শিখতে, এবং কথা বলার জড়তা কাটাতে, এটিএন নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা.ফারজানা শাফি ম্যাডামের ক্লাস দেখতে পারেন।
১ম ক্লাস -

স্বরধ্বনি - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ (অ্যা)

ব্যঞ্জনধ্বনি -
ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল শ ষ
স হ ড় ঢ়
য় ৎ ং ঃ ঁ

অল্পপ্রাণ ও মহাপ্রাণ

যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে।
যেমন - ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব, ড়।

যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
যেমন - খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, ঢ়।

যাদের দেখার মাঝে আমরা আমাদের জীবন খুঁজতে থাকি,  বাকি সময়গুলো তাদের ছাড়া কাটানোর বিষয়টা— বড্ড জটিল!~আফসানা
28/11/2024

যাদের দেখার মাঝে আমরা আমাদের জীবন খুঁজতে থাকি, বাকি সময়গুলো তাদের ছাড়া কাটানোর বিষয়টা— বড্ড জটিল!
~আফসানা

23/11/2024

সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক।
একদিন শেষ গন্তব্য হবো এটা'ই জরুরী!

অপছন্দ করি— এমন মানুষদে'র ঘনিষ্ঠ কাউকে নিজের কাছের মনে হয় না।
23/11/2024

অপছন্দ করি— এমন মানুষদে'র ঘনিষ্ঠ কাউকে নিজের কাছের মনে হয় না।

হুটহাট করে কাউকে -অচেনা লাগলে, তাকে আর চেনার চেষ্টা করি না কখনো।
15/11/2024

হুটহাট করে কাউকে -অচেনা লাগলে, তাকে আর চেনার চেষ্টা করি না কখনো।

15/11/2024

চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার শাকিল আহমদ

11/11/2024

নিজ হাতে কিভাবে নিজের জীবন ন"ষ্ট করা যায়'সে বিষয়ক উপদেষ্টা লাগলে আমাকে ডাকতে পারেন।🫠

Address

Magura
Khulna

Telephone

+8801306930350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana Islam Rima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share