Village life vlog

Village life vlog প্রিয় বন্ধুরা আমার পেজে আপনাদেরকে স্বাগতম
দয়া করে আমার পাশে থাকবেন সবাই
ভালবাসা রইলো প্রিয়।

17/03/2024

💗 আমার পেজ টি ফলো করে পাশে থাকুন 💗

17/03/2024

কেউ জেগে আছেন কি থাকলে 😆😆 দিয়ে সাথে থাকুন প্লিজ

17/03/2024

Plz follow my page

13/03/2024

আসসালামু আলাইকুম 🇧🇩❤️

24/02/2024

অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম। গল্পটা হলো, বিড়ালকে কাঁচামরিচ খাওয়ানো নিয়ে। গুরু তার তিন শিষ্যের পরীক্ষা নিচ্ছে। ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় যে পাশ করবে সে হবে পরবর্তী গুরু।

শিষ্যদের প্রত্যেককে একটা করে কাঁচা মরিচ দেওয়া হল। খাচায় পুরে আনা হল বিড়াল। গুরু বললেন, যাও বিড়ালটিকে কাঁচা মরিচ খাওয়াও। যে পারবে সেই হবে আমার যোগ্য উত্তরসূরি।

প্রথম শিষ্য বিড়ালের মুখের সামনে নিয়ে কাঁচামরিচ হাতে নানা কায়দা কানুন করলো, বিড়াল ফিরেও তাকালোনা।

দ্বিতীয় শিষ্যও একইভাবে চেষ্টা করলো। ফল হচ্ছেনা দেখে ঘাড় ধরে জোর করে খাওয়াতে গেল, বিড়াল দিল খামচি।

তৃতীয় শিষ্য প্রথম দুইজনের ব্যর্থতা দেখে নতুন কায়দা বের করলো। সে একবাটি দুধ নিয়ে এল তারপর দুধের মধ্যে কাচামরিচটা চুবিয়ে দিয়ে বিড়ালকে খেতে দিল। বিড়াল চুকচুক করে দুধটুকু খেল, তবে কাঁচামরিচ কাঁচামরিচের জায়গাতেই পড়ে থাকলো।

তিন শিষ্যের ব্যর্থতা দেখে গুরু বেশ হতাশ হলেন। তিনি ভৎসনার সুরে শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, এত দিন ধরে তবে এই শিখলে!

"দেখ কিভাবে বিড়ালকে কাঁচামরিচ খাওয়াতে হয়!'- এই বলে গুরু কাঁচামরিচটাকে ভেঙ্গে ভালমত বিড়ালের পশ্চাৎদেশে ঘষে দিলেন। একটু পর বিড়ালের পশ্চাতদেশে প্রচন্ড জ্বলুনি শুরু হলো। জ্বলুনি থেকে মুক্তি পেতে বিড়ালটা পাগলের মত মত জিভ দিয়ে ওই জায়গাটা চাটতে শুরু করলো।

গুরু তিন শিষ্যের দিকে তাকিয়ে গম্ভীরগলায় বললেন, দেখ বিড়াল কাঁচামরিচ খাচ্ছে কিনা?

তিন শিষ্য বিমর্ষচিত্তে মাথা দুলাতে দুলাতে বললো, ‘আজ্ঞে গুরু, খাচ্ছে!’..

তো এইটা একটা গল্প। নিছকই একটা গল্প। তবে এই গল্পটার সাথে বাংলাদেশের বর্তমান অবস্থার বেশ মিল আছে।

জাতি হিসাবে পাকিস্তান ছিল আপাদমস্তক বোকচোদ একটা জাতি। মাথা মোটা। তারা জোর করে বাঙ্গালিকে তাদের ভাষা আর সংস্কৃতি গেলাতে চেয়েছিল। বিড়ালকে কাঁচা মরিচ খাওয়াতে চাওয়া আর কি। বলাই বাহুল্য তারা ব্যর্থ হয়েছে। কামড় টামড় খেয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল।

ভারত আবার উলটো! তারা মাশাল্লাহ তাদের টিভি সিরিয়ালের কূটনি ক্যারেক্টারগুলোর মতই প্রতিভাবান! তারা করলো কি, গল্পের গুরুর মত জোর টোর না করে স্রেফ কাঁচা মরিচটা ভেঙ্গে আমাদের ইয়েতে ঘষে দিয়েছে। তারপর চুপচাপ তাকিয়ে থেকে মজা দেখতেছে।

আমরা এখন হিন্দি ভাষা চাটতেছি। হিন্দি সংস্কৃতি চাটতেছি। আমাদের এমন কোন অনুষ্ঠান নেই বোধহয় যেটা হিন্দি গান ছাড়া সম্পন্ন হয়। আমরা এখন ইন্ডিয়ান হোলি খেলি। আমাদের

আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে। দক্ষিন এশি...
04/02/2024

আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।

দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যাবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যাবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয় তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহারের সকল অর্থ পায় ভারত।

মুল কারন হল ,জিয়ার আমলে ১৯৮০ সালে শাহা জালাল বিমান বন্দরে একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যাবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে মানে ছয় বছর আগে ঢাকা ও চট্টগ্রামের জন্যে নতুন দুটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারনেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যাবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভারা গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারর উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি পরে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।

চট্টগ্রামের রাডারটি চালু হলে ভারতের আয়ে ঘাটতি দেখা দিবে এইটা আগে চিন্তা করলে অন্তত ছয় বছর আগে এত টাকা দিয়ে রাডারটি কেনার প্রয়োজন ছিল না৷ ভারত মন খারাপ করবে বা ভারতের সুই সমতুল্য স্বার্থে লাগে এমন কাজ তো আর আমাদের পক্ষে সম্ভব না। দেশ জাহান্নামে যাক, বান্দে মাতারামই আসল চেতনা বাংলাদেশের।

সোর্স:

হুমকির মুখে দেশের আকাশসীমা। বিদেশি কোন এয়ারলাইন্স বাংলাদেশ অতিক্রম করলেও; অনেক সময়ই তা জানতে পারছে না বেসামরিক ব...

02/02/2024

ফ্রেন্ডলিস্টের সকল ইন্ডিয়ান দাদা ও দিদিদের নিজ দায়িত্বে আমার লিস্ট থেকে আনফ্রেন্ড হবার অনুরোধ রইলো। 😡

02/02/2024

৮ বলে ২ রান করা অধিনায়ক ২৩ বলে ৫০ করা ব্যাটসম্যানকে কে বিশ্রামের নামে ওডিআই থেকে বাদ দিয়েছিলো।
এবার বিপিএলে লঞ্চবাসীকে ভালো কিছু করতে হলে বাকি ম্যাচে মাহমুদউল্লাহকে অধিনায়ক করে শেহজাদের সাথে সৌম্য সরকার কে ওপেনে নামালে ভালো রেজাল্ট

তা না হলে এবার লঞ্চ কিন্তু সদর ঘাটে বসেই,,,,,

01/02/2024

অনেক দিন পর

07/07/2023

অনেক দিন পর লাইভে।

28/05/2023

পেট ভরে খেতে চাইলে একটু রক্ত দিতেই হয় বাংলাদেশে

28/04/2023

Fast Follow & Back
👎

05/04/2023

Court Point.

29/03/2023

রমজান মাসে আমার অফিসের অবস্থা।
#রমজানমাস #মাহেরমজান

what a Beutiyfull Rivar
29/03/2023

what a Beutiyfull Rivar

এটাই গ্রাম বাংলার প্রকৃত ছবি।
27/03/2023

এটাই গ্রাম বাংলার প্রকৃত ছবি।

Address

Kushtia
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Village life vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village life vlog:

Videos

Share

Category