ZR Import Export

ZR Import Export সততা ও নৈতিকতা একজন ব্যবসায়ীর, সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ।

Hi, my name is Zillur Rahman.I am Professionaly a Digital Marketer.I am Expart at On Page SEO,Google Ads Campain,Facebook&instagram marketing.

  রাজকীয় ফল হিসেবে আঙুর প্রসিদ্ধ সেই প্রাচীনকাল থেকেই। খেতে সুস্বাদু ও নানা পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এ ফলকে 'কুইন অব ফ্রুট...
01/02/2025


রাজকীয় ফল হিসেবে আঙুর প্রসিদ্ধ সেই প্রাচীনকাল থেকেই। খেতে সুস্বাদু ও নানা পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এ ফলকে 'কুইন অব ফ্রুট' বা 'ফলের রাণী' বলা হয়।

আমরা ইন্ডিয়া থেকে সরাসরি আমদানি করছি.

দাম =(২৪০০-২৫০০) প্রতি ক্যারেট ১০কেজি।

 #দাবাস🍀খেজুরের উৎপত্তিস্থল : সংযুক্ত আরব আমিরাত।🍀 খেজুরের মেয়াদ :০৮-২৬ উর্ত্তীন🍀খেজুরের বিববরন.খেতে নরম এবং প্রচুর মিষ্...
18/01/2025

#দাবাস
🍀খেজুরের উৎপত্তিস্থল : সংযুক্ত আরব আমিরাত।
🍀 খেজুরের মেয়াদ :০৮-২৬ উর্ত্তীন
🍀খেজুরের বিববরন.

খেতে নরম এবং প্রচুর মিষ্টি হয়ে থাকে। দাবাস খেজুরে প্রচুর ক্যালসিয়াম এবং আইরন থাকে।
খেজুর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। রক্তপ্রবাহে গতি সঞ্চার করে।
অল্প কয়েকটা খেজুর খেলে ক্ষুধার তীব্রতা কমে যায়। এই ফল পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অন্যদিকে শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়। ফলে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে।
ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক। আর খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে।
খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ, যা খাদ্য পরিপাকে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য রোধ করে।
খেজুর ডি-হাইড্রেশন রোধ করে।
শরীরে সোডিয়াম-পটাশিয়ামের সমতা রক্ষা করে।।

 #ডালিম   ফলের প্রতি যাদের আলাদা টান কিংবা নানা রোগে ভুগে, যারা বাধ্য হন ফল কিনতে; তাদেরও টানতে হচ্ছে লাগাম। অন্যান্য নি...
12/01/2025

#ডালিম


ফলের প্রতি যাদের আলাদা টান কিংবা নানা রোগে ভুগে, যারা বাধ্য হন ফল কিনতে; তাদেরও টানতে হচ্ছে লাগাম। অন্যান্য নিত্যপণ্যের মতো দাম বাড়তির হাওয়া লেগেছে ফলের বাজারেও। মাস ব্যবধানে দেশি-বিদেশি অধিকাংশ ফলে দাম বেড়েছে। পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ডলারের বাড়তি দাম আর ভ্যাট-ট্যাক্সের কারণেই অস্থিরতা।
#ভোমরা পোর্ট ক্যারেট প্রতি দাম চলছে ৬০০০ থেকে ৭০০০ টাকা

  নারকেলের দাম প্রতি পিচ (৭০-৭৫)টাকা। ওজন (৫০০-৬০০)গ্রাম।উপকারিতা:1. খাদ্য: নারিকেলের শাঁস ও পানি পুষ্টিকর এবং তা সরাসরি...
11/01/2025


নারকেলের দাম প্রতি পিচ (৭০-৭৫)টাকা। ওজন (৫০০-৬০০)গ্রাম।

উপকারিতা:

1. খাদ্য: নারিকেলের শাঁস ও পানি পুষ্টিকর এবং তা সরাসরি খাওয়া যায়।
শাঁসে ফ্যাট, প্রোটিন এবং ভিটামিন থাকে।
নারিকেল পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ এবং শরীরকে তরতাজা রাখে।

2. তেল: নারিকেল থেকে প্রাপ্ত তেল চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়। এটি রান্নার জন্যও উপযোগী।

3. কাঠামো উপাদান: নারিকেলের খোল, ছোবড়া এবং পাতা গৃহস্থালির কাজে ব্যবহার হয়, যেমন দড়ি, ঝুড়ি, মাদুর তৈরি।

4. ঔষধি গুণ: নারিকেলের বিভিন্ন অংশে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে।

 #মটরশুঁটি।  মটরশুঁটি বাজার অনুযায়ী ১১৫ টাকা কেজি। গত বছর জানুয়ারিতে মটর শুটির সর্বোচ্চ দাম ছিল ৮০ টাকা। দামের এই ভিন্...
11/01/2025

#মটরশুঁটি।

মটরশুঁটি বাজার অনুযায়ী ১১৫ টাকা কেজি। গত বছর জানুয়ারিতে মটর শুটির সর্বোচ্চ দাম ছিল ৮০ টাকা। দামের এই ভিন্নতা, বাজারে সরবরাহ এবং চাহিদার উপর নির্ভর করে।

10/01/2025

#মেডজুল
খেজুর কে ‘খেজুরের রানী’ ও বলা হয়। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির খেজুর যা দেখতে তুলনামূলক লম্বা এবং মোটা হয়। এই খেজুর খেতে নরম এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন থাকে। কোন কোন খেজুর প্রায় ২ ইঞ্চি সাইজ এর ও হতে পারে।

খেজুর শরীরে পটাসিয়াম বাড়াতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রের কাজগুলিকে সমর্থন করে। এই খেজুরে ভিটামিন-বি রয়েছে, যেমন : প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট এবং নিয়াসিন যা বিপাকীয় প্রক্রিয়া পরিচালনা করতে সাহায্য করে। গবেষণা করে দেখা যায় যে, এটি শারীরিক ক্লান্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরো কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়...
10/01/2024

যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরো কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না।

 Memorable day
30/08/2023


Memorable day

সকাল টা সুন্দর ছিল #কুয়াকাটা
27/08/2023

সকাল টা সুন্দর ছিল
#কুয়াকাটা

কয়েক বছর আগে পাহাড়ি রাস্তায়
24/08/2023

কয়েক বছর আগে পাহাড়ি রাস্তায়

12/08/2023

so mutch funn

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
17/04/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

08/04/2023
Mobile photography🤑
07/04/2023

Mobile photography🤑

সন্ধার একটু আগে পাখির কোলাহল
06/04/2023

সন্ধার একটু আগে পাখির কোলাহল

🤫🐂💰
05/04/2023

🤫🐂💰

Address

Khulna
9000

Telephone

+8801904242424

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZR Import Export posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZR Import Export:

Videos

Share